বাজীরাও মস্তানী সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ২০১৫ সালের ইতিহাস আশ্রিত মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। নাগনাথ এস. ইনামদার রচিত রাউ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এছাড়া বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বাজিরাও মাস্তানি | |
---|---|
बाजीराव मस्तानी | |
পরিচালক | সঞ্জয় লীলা ভন্সালী |
প্রযোজক |
|
রচয়িতা | প্রকাশ আর. কাপাডিয়া (সংলাপ) |
চিত্রনাট্যকার | প্রকাশ আর. কাপাডিয়া |
উৎস | নাগনাথ এস. ইনামদার কর্তৃক রাউ |
শ্রেষ্ঠাংশে |
|
বর্ণনাকারী | ইরফান খান |
সুরকার | সঞ্জয় লীলা ভন্সালী |
চিত্রগ্রাহক | সুদীপ চ্যাটার্জি |
সম্পাদক | রাজেশ জি. পাণ্ডে |
প্রযোজনা কোম্পানি | এসএলবি ফিল্মস |
পরিবেশক | ইরোস ইন্টারন্যাশনাল |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৮ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি মারাঠি |
নির্মাণব্যয় | ₹২০৫ কোটি |
আয় | আনু. ₹৩৫৮.২ কোটি |
২০১৫ সালের ১৮ ডিসেম্বর চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায়। এছাড়া ছবিটি ২০১৬ সালে ৪৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়।[২] ছবিটি ₹৩৫৮.২ কোটি আয় করে বলিউডের সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলচ্চিত্রটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক ও পার্শ্ব অভিনেত্রীসহ সাতটি বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া ছবিটি ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে চৌদ্দটি বিভাগে মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ নয়টি বিভাগে পুরস্কার লাভ করে।[৩]
কুশীলব
- রণবীর সিং – বাজিরাও
- দীপিকা পাড়ুকোন – মাস্তানি
- প্রিয়াঙ্কা চোপড়া – কাশীবাই
- তানভী আজমি - রাধাবাই
- মিলিন্দ সুমন - আম্বাজি পান্ত
- বৈভব তাতাউদি - ছিমাওজি আপ্পা
- আয়ুশ ট্যান্ডন - বালাজি বাজি রাও
- মহেশ মঞ্জরেকর - ছত্রপতি সাহু
- আদিত্য পাঞ্চলি - শ্রীপদ রাও
- রাজা মুরাদ - চিন চিলিক খান
- ইরফান খান - বর্ণনাকারী
- সুখাদা খন্দকার - অনুবাই
- বেঞ্জামিন গিলানি - রাজা ছত্রশাল
- অনুজা গোখালে - ভিউবাই
- যতিন কার্যকর - কৃষ্ণজি ভাট
- অনুজা সাথে - বাজিরাওয়ের বোন
সঙ্গীত
বাজিরাও মাস্তানি | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২৪ নভেম্বর ২০১৫ | |||
শব্দধারণের সময় | ওয়াও অ্যান্ড ফ্লুটার স্টুডিও, মুম্বই | |||
ঘরানা | চলচ্চিত্রের গান | |||
দৈর্ঘ্য | ৪১:৫৩ | |||
সঙ্গীত প্রকাশনী | ইরোস মিউজিক | |||
প্রযোজক | সঞ্জয় লীলা ভন্সালী | |||
সঞ্জয় লীলা ভন্সালী কালক্রম | ||||
|
চলচ্চিত্রটির মূল সুর করেছেন সঞ্চিত বালহারা। সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালি এবং তার সহযোগী ছিলেন শ্রেয়স পুরাণিক ও দেবরথ নদার।[৪] হিন্দি গীত লিখেছেন সিদ্ধার্থ-গরিমা, এ. এম. তুরাজ, প্রশান্ত ইগনোলে। ২০১৫ সালের ২৪ নভেম্বর চলচ্চিত্রটির গানের অ্যালবাম প্রকাশ করে ইরোস মিউজিক। হিন্দি ভাষার অ্যালবামে দশটি গান রয়েছে। অ্যালবামটি তামিল ও তেলুগু ভাষায়ও প্রকাশিত হয়। তামিল ভাষার গীত লিখেছেন মধন কার্কি, ও তেলুগু ভাষার গীত লিখেছেন রামাজোগয়া শাস্ত্রী। এই দুই ভাষার অ্যালবামে আটটি করে গান রয়েছে।[৫]
গানের তালিকা
নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "দিওয়ানি মাস্তানি" | সিদ্ধার্থ-গরিমা | শ্রেয়া ঘোষাল, গণেশ চন্দনশিব, মুজতবা আলী নাজা | ৫:৪০ |
২. | "আয়াত" | এ. এম. তুরাজ, নাসির ফারাজ | অরিজিৎ সিং, মুজতবা আলী নাজা, শাদাব ফরীদি, আলতামাস ফরীদি, ফারহান সাবরি | ৪:২২ |
৩. | "মালহারি" | প্রসান্ত ইগনোলে | বিশাল দাদলানি | ৪:০৫ |
৪. | "মোহে রাং দো লাল" | সিদ্ধার্থ-গরিমা | বিরজু মহারাজ, শ্রেয়া ঘোষাল | ৩:৫২ |
৫. | "আলবেলা সাজন" | সিদ্ধার্থ-গরিমা | শশী সুমন, কুনাল পণ্ডিত, পৃথ্বী গন্ধর্ভ, কনিকা জোশি, রাসি রাজ্ঞা, গীতিকা মঞ্জরেকর | ৩:২৯ |
৬. | "আব তুহে জানে না দুঙ্গি" | এ. এম. তুরাজ | পায়েল দেব, শ্রেয়স পুরাণিক | ৩:৫৪ |
৭. | "পিঙ্গা" | সিদ্ধার্থ-গরিমা | শ্রেয়া ঘোষাল, বৈশালি মাদে | ৪:১৬ |
৮. | "আজ ইবাদত" | এ. এম. তুরাজ | জাভেদ বশির | ৪:৪৫ |
৯. | "ফিতুরি" | প্রশান্ত ইগনোলে | বৈশালি মাদে, গণেশ চন্দনশিব | ৩:৫৬ |
১০. | "গজননা" | প্রশান্ত ইগনোলে | সুখবিন্দর সিং | ৩:৩৪ |
পুরস্কার ও মনোনয়ন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.