বাজীরাও মাস্তানী

সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ইতিহাস আশ্রিত ভারতীয় চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বাজীরাও মাস্তানী

বাজীরাও মস্তানী সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ২০১৫ সালের ইতিহাস আশ্রিত মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। নাগনাথ এস. ইনামদার রচিত রাউ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংদীপিকা পাড়ুকোন। এছাড়া বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া

দ্রুত তথ্য বাজিরাও মাস্তানি, পরিচালক ...
বাজিরাও মাস্তানি
Thumb
बाजीराव मस्तानी
পরিচালকসঞ্জয় লীলা ভন্সালী
প্রযোজক
  • সঞ্জয় লীলা ভন্সালী
  • কিশোর লুল্লা
রচয়িতাপ্রকাশ আর. কাপাডিয়া (সংলাপ)
চিত্রনাট্যকারপ্রকাশ আর. কাপাডিয়া
উৎসনাগনাথ এস. ইনামদার কর্তৃক 
রাউ
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীইরফান খান
সুরকারসঞ্জয় লীলা ভন্সালী
চিত্রগ্রাহকসুদীপ চ্যাটার্জি
সম্পাদকরাজেশ জি. পাণ্ডে
প্রযোজনা
কোম্পানি
এসএলবি ফিল্মস
পরিবেশকইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ১৮ ডিসেম্বর ২০১৫ (2015-12-18)
স্থিতিকাল১৫৮ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
মারাঠি
নির্মাণব্যয়₹২০৫ কোটি
আয়আনু. ₹৩৫৮.২ কোটি
বন্ধ

২০১৫ সালের ১৮ ডিসেম্বর চলচ্চিত্রটি ভারতে মুক্তি পায়। এছাড়া ছবিটি ২০১৬ সালে ৪৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়।[২] ছবিটি ₹৩৫৮.২ কোটি আয় করে বলিউডের সর্বকালের সেরা আয়কারী চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলচ্চিত্রটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালকপার্শ্ব অভিনেত্রীসহ সাতটি বিভাগে পুরস্কার লাভ করে। এছাড়া ছবিটি ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে চৌদ্দটি বিভাগে মনোনয়নের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ নয়টি বিভাগে পুরস্কার লাভ করে।[৩]

কুশীলব

সঙ্গীত

সারাংশ
প্রসঙ্গ
দ্রুত তথ্য বাজিরাও মাস্তানি, সঞ্জয় লীলা ভন্সালী কর্তৃক অ্যালবাম ...
বাজিরাও মাস্তানি
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ২৪ নভেম্বর ২০১৫
শব্দধারণের সময়ওয়াও অ্যান্ড ফ্লুটার স্টুডিও, মুম্বই
ঘরানাচলচ্চিত্রের গান
দৈর্ঘ্য৪১:৫৩
সঙ্গীত প্রকাশনীইরোস মিউজিক
প্রযোজকসঞ্জয় লীলা ভন্সালী
সঞ্জয় লীলা ভন্সালী কালক্রম
গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা
(২০১৩)
বাজিরাও মাস্তানি
(২০১৫)
বন্ধ

চলচ্চিত্রটির মূল সুর করেছেন সঞ্চিত বালহারা। সঙ্গীত পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালি এবং তার সহযোগী ছিলেন শ্রেয়স পুরাণিক ও দেবরথ নদার।[৪] হিন্দি গীত লিখেছেন সিদ্ধার্থ-গরিমা, এ. এম. তুরাজ, প্রশান্ত ইগনোলে। ২০১৫ সালের ২৪ নভেম্বর চলচ্চিত্রটির গানের অ্যালবাম প্রকাশ করে ইরোস মিউজিক। হিন্দি ভাষার অ্যালবামে দশটি গান রয়েছে। অ্যালবামটি তামিল ও তেলুগু ভাষায়ও প্রকাশিত হয়। তামিল ভাষার গীত লিখেছেন মধন কার্কি, ও তেলুগু ভাষার গীত লিখেছেন রামাজোগয়া শাস্ত্রী। এই দুই ভাষার অ্যালবামে আটটি করে গান রয়েছে।[৫]

গানের তালিকা

আরও তথ্য নং., শিরোনাম ...
নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."দিওয়ানি মাস্তানি"সিদ্ধার্থ-গরিমাশ্রেয়া ঘোষাল, গণেশ চন্দনশিব, মুজতবা আলী নাজা৫:৪০
২."আয়াত"এ. এম. তুরাজ, নাসির ফারাজঅরিজিৎ সিং, মুজতবা আলী নাজা, শাদাব ফরীদি, আলতামাস ফরীদি, ফারহান সাবরি৪:২২
৩."মালহারি"প্রসান্ত ইগনোলেবিশাল দাদলানি৪:০৫
৪."মোহে রাং দো লাল"সিদ্ধার্থ-গরিমাবিরজু মহারাজ, শ্রেয়া ঘোষাল৩:৫২
৫."আলবেলা সাজন"সিদ্ধার্থ-গরিমাশশী সুমন, কুনাল পণ্ডিত, পৃথ্বী গন্ধর্ভ, কনিকা জোশি, রাসি রাজ্ঞা, গীতিকা মঞ্জরেকর৩:২৯
৬."আব তুহে জানে না দুঙ্গি"এ. এম. তুরাজপায়েল দেব, শ্রেয়স পুরাণিক৩:৫৪
৭."পিঙ্গা"সিদ্ধার্থ-গরিমাশ্রেয়া ঘোষাল, বৈশালি মাদে৪:১৬
৮."আজ ইবাদত"এ. এম. তুরাজজাভেদ বশির৪:৪৫
৯."ফিতুরি"প্রশান্ত ইগনোলেবৈশালি মাদে, গণেশ চন্দনশিব৩:৫৬
১০."গজননা"প্রশান্ত ইগনোলেসুখবিন্দর সিং৩:৩৪
বন্ধ

পুরস্কার ও মনোনয়ন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.