অখিল সচদেব একজন ভারতীয় সঙ্গীতশিল্পী, গায়ক এবং সুরকার।[১] তাঁর হামসফর গানটি বলিউড চলচ্চিত্র বদ্রিনাথ কি দুলহানিয়ায় প্রদর্শিত হয়েছিল।[২][৩]

২০০৯ সালে, সচদেব দিল্লি ভিত্তিক সংগীত ব্যান্ড, নাশার প্রধান কণ্ঠশিল্পী হিসাবে কর্মজীবনের শুরুয়াত করেছিলেন।[৪] তার বলিউড যাত্রা শুরু হয়েছিল তখন, যখন তিনি তার বন্ধু হুমা কুরেশীর ঈদ নৈশভোজে চলচ্চিত্র পরিচালক শশাঙ্ক খৈতানের সাথে দেখা করেছিলেন।[৫] কবির সিং চলচ্চিত্রের তার গাওয়া "তেরা বান জাউঙ্গা" গানটি বিশ্বব্যাপী দুর্দান্তভাবে সাড়া পায়।[৬] বর্তমানে তিনি মৌর্য চট্টোপাধ্যায় (অন স্টেজ ট্যালেন্টস) এর পরিচালনায় কাজ করছেন।[৭]

তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ দিল্লি কলেজ অফ আর্টস অ্যান্ড কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান সহ) করেছেন।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.