Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইংরেজি: United Nations General Assembly (UNGA/GA)) জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম। বৈশ্বিকভাবে এটি সাধারণ পরিষদ নামে পরিচিত। এটিই একমাত্র পরিষদ যেখান জাতিসংঘের সদস্যভূক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে।
জাতিসংঘ সাধারণ পরিষদ United Nations General Assembly(ইংরেজি) الجمعية العامة للأمم المتحدة (আরবি) 联合国大会 (চীনা) Assemblée générale des Nations unies (ফরাসি) Генера́льная Ассамбле́я ООН (রুশ) Asamblea General de las Naciones Unidas (স্পেনীয়) | |
---|---|
সংস্থার ধরন | প্রধান অঙ্গ |
সংক্ষিপ্ত নাম |
|
প্রধান | সভাপতি: ভোলকান বোজকার(তুরস্ত) |
মর্যাদা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৫ |
ওয়েবসাইট | www.un.org/ga |
মাতৃ সংস্থা | জাতিসংঘ |
সাধারণ পরিষদ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অবস্থিত। ১৯৮৮ সালের ডিসেম্বরে, ইয়াসির আরাফাতের শুনানির জন্য সুইজারল্যান্ডের জেনেভা নেশনস প্রাসাদে সাধারণ পরিষদ তাদের ২৯তম অধিবেশনের আয়োজন করে।[2]
জাতিসংঘ সনদের ৯নং অনুচ্ছেদ থেকে ২২নং অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলীর আলোকে সাধারণ পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়েছে। প্রতিটি রাষ্ট্রই ৫ জন স্থায়ী কিম্বা অস্থায়ী প্রতিনিধি সভায় প্রেরণ করতে পারে। কিন্তু সদস্য দেশগুলোর প্রত্যেকেই সভায় উত্থাপিত কোন বিষয়ের উপর কেবল একটিমাত্র ভোট প্রয়োগ করতে পারে।
সাধারণ পরিষদ জাতিসংঘের বার্ষিক আয়-ব্যয় বা বাজেট অনুমোদন করে। এছাড়াও, প্রতিটি সদস্য রাষ্ট্র জাতিসংঘ পরিচালনার জন্য কতটুকু অর্থ প্রদান করবে তারও সিদ্ধান্ত গ্রহণ করে।
প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে।
প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তার মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে-কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।
সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে নিচের কাজগুলো সম্পাদন করে থাকে।[3]
বার্ষিকভিত্তিতে সভার কার্য পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটে সদস্যভূক্ত রাষ্ট্রের একজন প্রতিনিধিকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ২০১২ সাল থেকে এক বছরের জন্য সভাপতি হিসেবে সার্বিয়ার ভাক জেরেমিক এবং উপ-সভাপতি হিসেবে তুরস্কের ইরতুগ্রুল আপাকান নির্বাচিত হয়েছেন।
দেশের নাম | সদস্যপদ লাভের তারিখ | টীকা |
---|---|---|
আফগানিস্তান | ১৯ নভেম্বর ১৯৪৬ | |
আলবেনিয়া | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
আলজেরিয়া | ৮ অক্টোবর ১৯৬২ | |
অ্যান্ডোরা | ২৮ জুলাই ১৯৯৩ | |
অ্যাঙ্গোলা | ১ ডিসেম্বর ১৯৭৬ | |
এন্টিগুয়া ও বারবুডা | ১১ নভেম্বর ১৯৮১ | |
আর্জেন্টিনা | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
আর্মেনিয়া | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
অস্ট্রেলিয়া | ১ নভেম্বর ১৯৪৫ | |
অস্ট্রিয়া | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
আজারবাইজান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
টেমপ্লেট:দেশের উপাত্ত বাহামা | ১৮ সেপ্টেম্বর ১৯৭৩ | |
বাহরাইন | ২১ সেপ্টেম্বর ১৯৭১ | |
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ | |
বার্বাডোস | ৯ ডিসেম্বর ১৯৬৬ | |
বেলারুশ[7] | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
বেলজিয়াম | ২৭ ডিসেম্বর ১৯৪৫ | |
বেলিজ | ২৫ সেপ্টেম্বর ১৯৮১ | |
বেনিন[8] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
ভুটান | ২১ সেপ্টেম্বর ১৯৭১ | |
বলিভিয়া | ১৪ নভেম্বর ১৯৪৫ | |
বসনিয়া ও হার্জেগোভিনা | ২২ মে ১৯৯২ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
বতসোয়ানা | ১৭ অক্টোবর ১৯৬৬ | |
ব্রাজিল | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
ব্রুনাই[9] | ২১ সেপ্টেম্বর ১৯৮৪ | |
বুলগেরিয়া | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
বুর্কিনা ফাসো[10] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
বুরুন্ডি | ১৮ সেপ্টেম্বর ১৯৬২ | |
কম্বোডিয়া | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
ক্যামেরুন[11] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
কানাডা | ৯ নভেম্বর ১৯৪৫ | |
কেপ ভার্দ | ১৬ সেপ্টেম্বর ১৯৭৫ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
চাদ | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
চিলি | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
চীন | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: Seat of China |
কলম্বিয়া | ৫ নভেম্বর ১৯৪৫ | |
কোমোরোস | ১২ নভেম্বর ১৯৭৫ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত গনতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র[12] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
কঙ্গো প্রজাতন্ত্র[13] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
কোস্টা রিকা | ২ নভেম্বর ১৯৪৫ | |
আইভরি কোস্ট[14] | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
ক্রোয়েশিয়া | ২২ মে ১৯৯২ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
কিউবা | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
সাইপ্রাস | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
চেক প্রজাতন্ত্র | ১৯ জানুয়ারি ১৯৯৩ | দেখুন: সাবেক চেকোস্লোভাকিয়া রাজ্যগুলি |
ডেনমার্ক | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
জিবুতি | ২০ সেপ্টেম্বর ১৯৭৭ | |
ডোমিনিকা | ১৮ ডিসেম্বর ১৯৭৮ | |
ডোমিনিকান প্রজাতন্ত্র | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
ইকুয়েডর | ২১ ডিসেম্বর ১৯৪৫ | |
মিশর | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: সাবেক ইউনাইটেড আরব রিপাবলিকের রাজ্যগুলি |
টেমপ্লেট:দেশের উপাত্ত এল সালভাদর | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত ইকুয়েটোরিয়াল গিনি | ১২ নভেম্বর ১৯৬৮ | |
ইরিত্রিয়া | ২৮ মে ১৯৯৩ | |
ইস্তোনিয়া | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
ইথিওপিয়া | ১৩ নভেম্বর ১৯৪৫ | |
ফিজি | ১৩ অক্টোবর ১৯৭০ | |
ফিনল্যান্ড | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
ফ্রান্স | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
গ্যাবন | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
গাম্বিয়া | ২১ সেপ্টেম্বর ১৯৬৫ | |
জর্জিয়া | ৩১ জুলাই ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
জার্মানি | ১৮ সেপ্টেম্বর ১৯৭৩ | দেখুন: প্রাক্তন জার্মান দেশ দুটি- পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি |
ঘানা | ৮ মার্চ ১৯৫৭ | |
গ্রীস | ২৫ অক্টোবর ১৯৪৫ | |
গ্রানাডা | ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ | |
গুয়াতেমালা | ২১ নভেম্বর ১৯৪৫ | |
গিনি | ১২ ডিসেম্বর ১৯৫৮ | |
গিনি-বিসাউ | ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ | |
গায়ানা | ২০ সেপ্টেম্বর ১৯৬৬ | |
হাইতি | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
হন্ডুরাস | ১৭ ডিসেম্বর ১৯৪৫ | |
হাঙ্গেরি | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
আইসল্যান্ড | ১৯ নভেম্বর ১৯৪৬ | |
ভারত | ৩০ অক্টোবর ১৯৪৫ | |
ইন্দোনেশিয়া[15] | ২৮ সেপ্টেম্বর ১৯৫০ | |
ইরান[16] | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
ইরাক | ২১ ডিসেম্বর ১৯৪৫ | |
আয়ারল্যান্ড | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
ইসরায়েল | ১১ মে ১৯৪৯ | |
ইতালি | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
জামাইকা | ১৮ সেপ্টেম্বর ১৯৬২ | |
জাপান | ১৮ ডিসেম্বর ১৯৫৬ | |
জর্দান | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
কাজাখস্তান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
কেনিয়া | ১৬ ডিসেম্বর ১৯৬৩ | |
কিরিবাস | ১৪ সেপ্টেম্বর ১৯৯৯ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত গণপ্রজাতন্ত্রী কোরিয়া | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | |
প্রজাতন্ত্রী কোরিয়া | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | |
কুয়েত | ১৪ মে ১৯৬৩ | |
কিরগিজিস্তান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
লাওস[17] | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
লাতভিয়া | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
লেবানন | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
লেসোথো | ১৭ অক্টোবর ১৯৬৬ | |
লাইবেরিয়া | ২ নভেম্বর ১৯৪৫ | |
লিবিয়া[18] | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
লিশ্টেনশ্টাইন | ১৮ সেপ্টেম্বর ১৯৯০ | |
লিথুয়ানিয়া | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
লুক্সেমবুর্গ | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত প্রজাতন্ত্রী মেসিডোনিয়া[19] | ৮ এপ্রিল ১৯৯৩ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
মাদাগাস্কার | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত মালাউয়ি | ১ ডিসেম্বর ১৯৬৪ | |
মালয়েশিয়া[20] | ১৭ সেপ্টেম্বর ১৯৫৭ | |
মালদ্বীপ | ২১ সেপ্টেম্বর ১৯৬৫ | |
মালি | ২৮ সেপ্টেম্বর ১৯৬০ | |
মাল্টা | ১ ডিসেম্বর ১৯৬৪ | |
মার্শাল দ্বীপপুঞ্জ | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | |
মৌরিতানিয়া | ২৭ অক্টোবর ১৯৬১ | |
মরিশাস | ২৪ এপ্রিল ১৯৬৮ | |
মেক্সিকো | ৭ নভেম্বর ১৯৪৫ | |
মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য[21] | ১৭ সেপ্টেম্বর ১৯৯১ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত মোলদোভা | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
মোনাকো | ২৮ মে ১৯৯৩ | |
মঙ্গোলিয়া | ২৭ অক্টোবর ১৯৬১ | |
মন্টিনিগ্রো | ২৮ জুন ২০০৬ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
মরক্কো | ১২ নভেম্বর ১৯৫৬ | |
মোজাম্বিক | ১৬ সেপ্টেম্বর ১৯৭৫ | |
মায়ানমার[22] | ১৯ এপ্রিল ১৯৪৮ | |
নামিবিয়া | ২৩ এপ্রিল ১৯৯০ | |
নাউরু | ১৪ সেপ্টেম্বর ১৯৯৯ | |
নেপাল | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
নেদারল্যান্ড্স | ১০ ডিসেম্বর ১৯৪৫ | |
নিউজিল্যান্ড | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
নিকারাগুয়া | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
নাইজার | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
নাইজেরিয়া | ৭ অক্টোবর ১৯৬০ | |
নরওয়ে | ২৭ নভেম্বর ১৯৪৫ | |
ওমান | ৭ অক্টোবর ১৯৭১ | |
পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর ১৯৪৭ | |
পালাউ | ১৫ ডিসেম্বর ১৯৯৪ | |
পানামা | ১৩ নভেম্বর ১৯৪৫ | |
পাপুয়া নিউ গিনি | ১০ অক্টোবর ১৯৭৫ | |
প্যারাগুয়ে | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
পেরু | ৩১ অক্টোবর ১৯৪৫ | |
ফিলিপাইন[23] | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
পোল্যান্ড | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
পর্তুগাল | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
কাতার | ২১ সেপ্টেম্বর ১৯৭১ | |
রোমানিয়া | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
রাশিয়া[24] | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
রুয়ান্ডা | ১৮ সেপ্টেম্বর ১৯৬২ | |
সেন্ট কিট্স ও নেভিস | ২৩ সেপ্টেম্বর ১৯৮৩ | |
সেন্ট লুসিয়া | ১৮ সেপ্টেম্বর ১৯৭৯ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন | ১৬ সেপ্টেম্বর ১৯৮০ | |
সামোয়া[25] | ১৫ ডিসেম্বর ১৯৭৬ | |
সান মারিনো | ২ মার্চ ১৯৯২ | |
টেমপ্লেট:দেশের উপাত্ত সাও টোমে ও প্রিন্সিপ | ১৬ সেপ্টেম্বর ১৯৭৫ | |
সৌদি আরব | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
সেনেগাল | ২৮ সেপ্টেম্বর ১৯৬০ | |
সার্বিয়া | ১ নভেম্বর ২০০০ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
টেমপ্লেট:দেশের উপাত্ত সিশেলেস | ২১ সেপ্টেম্বর ১৯৭৬ | |
সিয়েরা লিওন | ২৭ সেপ্টেম্বর ১৯৬১ | |
সিঙ্গাপুর | ২১ সেপ্টেম্বর ১৯৬৫ | |
স্লোভাকিয়া | ১৯ জানুয়ারি ১৯৯৩ | দেখুন: সাবেক চেকোস্লোভাকিয়া রাজ্যগুলি |
স্লোভেনিয়া | ২২ মে ১৯৯২ | দেখুন: সাবেক ইয়োগোস্লাভিয়া রাজ্যগুলি |
সলোমন দ্বীপপুঞ্জ | ১৯ সেপ্টেম্বর ১৯৭৮ | |
সোমালিয়া | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
দক্ষিণ আফ্রিকা[26] | ৭ নভেম্বর ১৯৪৫ | |
স্পেন | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
শ্রীলঙ্কা[27] | ১৪ ডিসেম্বর ১৯৫৫ | |
সুদান | ১২ নভেম্বর ১৯৫৬ | |
সুরিনাম | ৪ ডিসেম্বর ১৯৭৫ | |
সোয়াজিল্যান্ড | ২৪ সেপ্টেম্বর ১৯৬৮ | |
সুইডেন | ১৯ নভেম্বর ১৯৪৬ | |
সুইজারল্যান্ড | ১০ সেপ্টেম্বর ২০০২ | |
সিরিয়া[28] | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: সাবেক ইউনাইটেড আরব রিপাবলিকের রাজ্যগুলি |
তাজিকিস্তান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
টেমপ্লেট:দেশের উপাত্ত তাঞ্জানিয়া[29] | ১৪ ডিসেম্বর ১৯৬১ | দেখুন: প্রাক্তন ট্যাঙ্গানিকা জানজিবার রাজ্যগুলি |
থাইল্যান্ড[30] | ১৬ ডিসেম্বর ১৯৪৬ | |
পূর্ব টিমোর | ২৭ সেপ্টেম্বর ২০০২ | |
টোগো | ২০ সেপ্টেম্বর ১৯৬০ | |
টোঙ্গা | ১৪ সেপ্টেম্বর ১৯৯৯ | |
ত্রিনিদাদ ও টোবাগো | ১৮ সেপ্টেম্বর ১৯৬২ | |
তিউনিসিয়া | ১২ নভেম্বর ১৯৫৬ | |
তুরস্ক | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
তুর্কমেনিস্তান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
টুভালু | ৫ সেপ্টেম্বর ২০০০ | |
উগান্ডা | ২৫ অক্টোবর ১৯৬২ | |
ইউক্রেন[31] | ২৪ অক্টোবর ১৯৪৫ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
সংযুক্ত আরব আমিরাত | ৯ ডিসেম্বর ১৯৭১ | |
যুক্তরাজ্য[32] | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
যুক্তরাষ্ট্র[33] | ২৪ অক্টোবর ১৯৪৫ | |
উরুগুয়ে | ১৮ ডিসেম্বর ১৯৪৫ | |
উজবেকিস্তান | ২ মার্চ ১৯৯২ | দেখুন: সাবেক সোভিয়েত ইউনিয়ন রাজ্যগুলি |
ভানুয়াতু | ১৫ সেপ্টেম্বর ১৯৮১ | |
ভেনেজুয়েলা[34] | ১৫ নভেম্বর ১৯৪৫ | |
ভিয়েতনাম[35] | ২০ সেপ্টেম্বর ১৯৭৭ | |
ইয়েমেন | ৩০ সেপ্টেম্বর ১৯৪৭ | দেখুন: প্রাক্তন উত্তর ইয়েমেন ও দক্ষিণ ইয়েমেন রাজ্যগুলি |
জাম্বিয়া | ১ ডিসেম্বর ১৯৬৪ | |
জিম্বাবুয়ে | ২৫ আগস্ট ১৯৮০ |
চিহ্নিত করা হচ্ছে: মূল সদস্যগুলি কে
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.