Remove ads
ইউরোপের দেশ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মাল্টা (/ˈmɒltə/,[৯] /ˈmɔːltə/ ( ); মাল্টীয়: [ˈmɐltɐ]), আনুষ্ঠানিকভাবে হিসাবে প্রজাতন্ত্রী মাল্টা পরিচিত (মাল্টীয়: Repubblika ta' Malta, ইর্রেপুব্ব্লিকা তা মাল্তা [rɛˈpʊbːlɪkɐ ˈtɐ ˈmɐltɐ] ) একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম ভাল্লেত্তা। দেশটির মোট আয়তন মাত্র ৩১৬ বর্গ কি.মি.। প্রধানত তিনটি দ্বীপকে একসঙ্গে করে নিয়ে এই দেশটি তৈরি হয়েছে।[১০]
প্রজাতন্ত্রী মাল্টা | |
---|---|
নীতিবাক্য: Virtute et constantia "Strength and Consistency" | |
জাতীয় সঙ্গীত: L-Innu Malti The Maltese Hymn | |
মাল্টা-এর অবস্থান (সবুজ) – ইউরোপে (হালকা সবুজ & dark grey) | |
রাজধানী | ভাল্লেত্তা ৩৫°৫৪′ উত্তর ১৪°৩১′ পূর্ব |
বৃহত্তম শহর | St. Paul's Bay |
সরকারি ভাষা | মাল্টীয় ভাষা,[e] ইংরেজি ভাষা |
Other language | ইতালীয় (৬৬% conversational)[১] |
নৃগোষ্ঠী (2011[২]) | |
ধর্ম | রোমান ক্যাথলিক |
জাতীয়তাসূচক বিশেষণ | মাল্টীয় |
সরকার | Unitary parliamentary constitutional republic |
• President | George Vella |
• Prime Minister | রবার্ট আবেলা |
আইন-সভা | House of Representatives |
Independence from the United Kingdom | |
• State of Malta | 21 September 1964 |
• Republic | 13 December 1974 |
আয়তন | |
• মোট | ৩১৬[৩] কিমি২ (১২২ মা২) (186th) |
• পানি (%) | 0.001 |
জনসংখ্যা | |
• 2018 আনুমানিক | 475,700[৪] (171st) |
• 2011 আদমশুমারি | 416,055[২] |
• ঘনত্ব | ১,৪৫৭[২]/কিমি২ (৩,৭৭৩.৬/বর্গমাইল) (8th) |
জিডিপি (পিপিপি) | 2018 আনুমানিক |
• মোট | $20.823 billion[৫] |
• মাথাপিছু | $44,587[৫] |
জিডিপি (মনোনীত) | 2018 আনুমানিক |
• মোট | $14.270 billion[৫] |
• মাথাপিছু | $30,555[৫] |
জিনি (2017) | 28.3[৬] নিম্ন · 15th |
মানব উন্নয়ন সূচক (2017) | 0.878[৭] অতি উচ্চ · 29th |
মুদ্রা | Euro (€)[c] (EUR) |
সময় অঞ্চল | ইউটিসি+1 (Central European Time) |
ইউটিসি+2 (Central European Summer Time) | |
তারিখ বিন্যাস | dd/mm/yyyy (AD) |
গাড়ী চালনার দিক | left |
কলিং কোড | +356 |
ইন্টারনেট টিএলডি | .mt[d] |
ওয়েবসাইট gov | |
মাল্টীয় ভাষা ও ইংরেজি ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা। এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষাতে কথা বলে। এছাড়াও প্রায় ৮০% লোক ইংরেজিতে, ৬৬% লোক ইতালীয় ভাষাতে এবং ১৭% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে।[১১] স্কুল কলেজে এগুলি ছাড়াও জার্মান, রুশ ও স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয়।
দেশটির মোট আয়তন মাত্র ৩১৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। ঘনত্বের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ।[১০]
দেশটির মাথাপিছু আয় প্রায় ৪৫ হাজার ৬০৬ ডলার। এর অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বৈদেশিক বাণিজ্য। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ও টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[১০]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.