মোনাকো
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মোনাকো (ফরাসি: Monaco) ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর ২য় ক্ষুদ্রতম, এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব-বহুল রাষ্ট্র। কেবল মাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম।
মোনাকো রাজ্য Principatu de Múnegu (Monégasque) Principauté de Monaco (ফরাসি) | |
---|---|
জাতীয় সঙ্গীত: Hymne Monégasque | |
রাজধানী | মোনাকো[1] ৪৩°৪৩′৫২″ উত্তর ০৭°২৫′১২″ পূর্ব |
বৃহত্তম quarter | Monte Carlo |
সরকারি ভাষা | ফরাসি[2] |
Common languages | Monégasque, ইতালীয় এবং ইংরেজি |
জাতীয়তাসূচক বিশেষণ | মোনেগাস্ক |
সরকার | Unitary parliamentary semi-constitutional monarchy |
• Monarch | Albert II |
• Minister of State | Pierre Dartout |
আইন-সভা | National Council |
স্বাধীনতা | |
• হাউস অফ গ্রিমাল্ডি (জেনোয়া প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের অধীনে) | ৮ জানুয়ারী ১২৯৭ |
• ফরাসি সাম্রাজ্য থেকে | ১৭ মে ১৮১৪ |
• ষষ্ঠ জোট দখল থেকে | ১৭ জুন ১৮১৪ |
• ফ্রাঙ্কো-মনেগাস্ক চুক্তি | ২ ফেব্রুয়ারী ১৮৬১ |
• সংবিধান | ৫ জানুয়ারী ১৯১১ |
আয়তন | |
• মোট | ২.০৮ কিমি২ (০.৮০ মা২) (১৯৪তম) |
• পানি (%) | negligible[3] |
জনসংখ্যা | |
• ২০২২ আনুমানিক | ৩৯,০৫০[4] (১৯০তম) |
• ২০১৬ আদমশুমারি | ৩৭,৩০৮[5] |
• ঘনত্ব | ১৮,৭৭৪/কিমি২ (৪৮,৬২৪.৪/বর্গমাইল) (১ম) |
জিডিপি (পিপিপি) | ২০১৫ আনুমানিক |
• মোট | $7.672 billion (2015 est.)[6] (১৬৮তম) |
• মাথাপিছু | $১১৫,৭০০ (৩য়) |
জিডিপি (মনোনীত) | ২০১৯[b] আনুমানিক |
• মোট | $৭.৪২৪ বিলিয়ন [7] (১৫৯তম) |
• মাথাপিছু | $১৯০,৫১৩[8] (২য়) |
মানব উন্নয়ন সূচক (২০১০) | 0.946 (1st) ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর |
মুদ্রা | ইউরো (EUR) |
সময় অঞ্চল | ইউটিসি+১ (সিইটি) |
ইউটিসি+২ (সিইডিটি) | |
গাড়ী চালনার দিক | right |
কলিং কোড | +৩৭৭ |
ইন্টারনেট টিএলডি | .mc |
|
এর জনসংখ্যা আনুমানিক ৩২ হাজার। দেশটি ফ্রান্সের দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ফরাসি ভাষা বহুল ব্যবহৃত। দেশের প্রধান প্রিন্স আলবার্ট। পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ কাসিনো বা জুয়াখেলার আখড়াগুলি। দেশের জনগনকে কোন আয়কর দিতে হয়না।
সরকারীভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী চতুর্থাংশ মণ্টি কার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়াখেলার অঙ্কের যে তত্ব প্রযোয্য সেই প্রোবাবিলটি বা সম্ভাবনা তত্বের এক বিখ্যাত পদ্ধতির নাম মণ্টি কার্লো মেথড।
মোনাকোর রাজনীতি মূলত রাজতন্ত্র নির্ভর।সেখানে সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত।মোনাকোর বর্তমান শাসকের নাম আলবার্ট দ্বিতীয়।তিনিই বর্তমানে মোনাকো শাসন করছেন।
মোনাকোর বর্তমান মাথাপিছু আয় হল পৃথীবির সর্বোচ্চ গুলোর একটি।তাহলো১,৮৬,৬৬১।
মোনাকোর মোট জিডিপি হলো ৫বিলিয়নের কাছাকাছি।মোনাকোতে পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোক বসবাস করে।
মোনাকোতে কোন আয়কর দিতে হয় না। বিশ্বের অনেক দেশের ধনীরা এখানে সম্পদ লুকিয়ে রাখে। মোনাকোর জিডিপির সবচেয়ে বড় খাত হলো ক্যাসিনো। তবে মোনাকোর নাগরিকরা ক্যাসিনোতে প্রবেশ করতে পারেনা। একটি রাজ পরিবার মোনাকোর সম্পূর্ণ অর্থনীতি ও রাজনৈতিক দেখাশোনা করে।
দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩৮ হাজার। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৮ হাজারের বেশি এবং ঘনত্বের দিক দিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ।[9]
মোনাকোর সংস্কৃতি মূলত ফ্রান্সের সাথে সম্পর্কিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.