২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৪তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৭তম আসর ছিল।

দ্রুত তথ্য বিবরণ, তারিখ ...
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Thumb
স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় এই আসরের ফাইনাল অনুস্থিত হবে
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২৬ জুন – ২৯ আগস্ট ২০১৮
চূড়ান্ত পর্ব:
১৮ সেপ্টেম্বর ২০১৮ – ১ জুন ২০১৯
দলচূড়ান্ত পর্ব: ৩২
মোট: ৭৯ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন লিভারপুল (৬ষ্ঠ শিরোপা)
রানার-আপ টটেনহ্যাম হটস্পার
পরিসংখ্যান
ম্যাচ১২৪
গোল সংখ্যা৩৬৪ (ম্যাচ প্রতি ২.৯৪টি)
দর্শক সংখ্যা৬১,৬৩,০৪৪ (ম্যাচ প্রতি ৪৯,৭০২ জন)
শীর্ষ গোলদাতা লিওনেল মেসি (১২টি গোল)
বন্ধ

২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয়[] টটেনহ্যাম হটস্পার এবং লিভারপুলের ম্যাচের মাধ্যমে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এটি ২০০৮ সালে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির মধ্যকার ফাইনালের পর, প্রথম ফাইনাল যেখানে দুটি ইংরেজ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছে।[] ফাইনালে, লিভারপুল টটেনহ্যাম হটস্পারকে ০–২ গোলে হারিয়ে ২০১৯ উয়েফা সুপার কাপে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দল চেলসির বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করে এবং একই সাথে তারা ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে; যেহেতু উভয় দল তাদের লিগের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরের জন্য সরাসরি উত্তীর্ণ হয়, তাই তাদের জন্য সংরক্ষিত আসনটি ২০১৮–১৯ অস্ট্রিয়ান বুন্দেসলিগা বিজয়ী দলকে দিয়ে দেওয়া হয়েছে।[]

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের ১৬ দলের পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[]

রিয়াল মাদ্রিদ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রেকর্ড টানা ৩ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।[] তারা এই আসরের ১৬ দলের পর্বে আয়াক্সের কাছে হেরে দীর্ঘ ৯ বছর পর সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়।[][][]

বিন্যাস পরিবর্তন

২০১৬ সালে ৯ই ডিসেম্বর তারিখে, উয়েফা ২০১৮–২০২১ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য নতুন বিন্যাস ঘোষণা করে, যেটি ২০১৬ সালের ২৬শে আগস্ট তারিখে ঘোষণা করা হয়।[][১০] নতুন নিয়ম অনুসারে, পূর্ববর্তী মৌসুমের উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল স্বয়ংক্রিয়ভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (পূর্বে উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল প্লে-অফ রাউন্ডের জন্য উত্তীর্ণ হতে পারত, কিন্তু সেই দলটি গ্রুপ পর্বের জন্য তখনই উত্তীর্ণ হতে পারত যখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের স্থানটি শূন্য হয়ে যেত; যদিও উক্ত নিয়মের অধীনে হওয়া তিন মৌসুমেই উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়েছিল।)। উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী শীর্ষ ৪ জাতীয় এসোসিয়েশনের লিগের শীর্ষ ৪ দল স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।[] বাছাইপর্বের মাধ্যমে মাত্র ছয়টি দল গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (যেখানে পূর্বে দশটি দল উত্তীর্ণ হত)।[১১]

এসোসিয়েশন দল বণ্টন

সারাংশ
প্রসঙ্গ

উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)।[৪] উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র‍্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[১১][১২]

  • এসোসিয়েশন ১–৪ হতে ৪টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৫–৬হতে ৩টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ৭–১৫ হতে ২টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • এসোসিয়েশন ১৬–৫৫ (ব্যতিক্রম লিশটেনস্টাইন) হতে ১টি করে দল খেলার যোগ্যতা লাভ করবে।
  • ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের এই আসরে খেলার একটি অতিরিক্ত প্রবেশাধিকার রয়েছে, যার মাধ্যমে তারা যদি তাদের ঘরোয়া লিগের মাধ্যমে ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন না করেও এই আসরে খেলতে পারবে। কারণ একটি এসোসিয়েশন হতে সর্বোচ্চ ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে, যদি চ্যাম্পিয়নস লিগের বিজয়ী এবং ইউরোপা লিগের বিজয়ী উভয়ই উয়েফার শীর্ষ ৩ সদস্য রাষ্ট্রের যেকোনো একটির অন্তর্ভুক্ত হয় এবং তাদের নিজস্ব ঘরোয়া লিগে তারা শীর্ষ ৪-এর বাহিরে থেকে লিগ শেষ করে তবে উক্ত লিগে ৪র্থ স্থান অর্জনকারী দলটি ইউরোপা লিগে প্রবেশ করবে।
    • ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী, রিয়াল মাদ্রিদ, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য রিয়াল মাদ্রিদের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়নি।
    • ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী, আতলেতিকো মাদ্রিদ, তাদের ঘরোয়া লিগের মাধ্যমে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে, এর অর্থ এই যে চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য আতলেতিকো মাদ্রিদের অতিরিক্ত প্রবেশাধিকারটি প্রয়োজন হয়নি।

এসোসিয়েশন র‍্যাঙ্কিং

২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৭ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১২–১৩ হতে ২০১৬–১৭ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[১৩]

এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:

  • (ইউসিএল) – ২০১৭–১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
  • (ইউইএল) – ২০১৭–১৮ উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দলের জন্য অতিরিক্ত স্থান।
আরও তথ্য ক্রম, এসোসিয়েশন ...
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য এসোসিয়েশন র‍্যাঙ্কিং
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
স্পেন স্পেন ১০৪.৯৯৮
জার্মানি জার্মানি ৭৯.৪৯৮
ইংল্যান্ড ইংল্যান্ড ৭৫.৯৬২
ইতালি ইতালি ৭৩.৩৩২
ফ্রান্স ফ্রান্স ৫৬.৬৬৫
রাশিয়া রাশিয়া ৫০.৫৩২
পর্তুগাল পর্তুগাল ৪৯.৩৩২
ইউক্রেন ইউক্রেন ৪২.৬৩৩
বেলজিয়াম বেলজিয়াম ৪২.৪০০
১০ তুরস্ক তুরস্ক ৩৯.২০০
১১ চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র ৩৩.১৭৫
১২ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ৩২.০৭৫
১৩ নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ৩১.০৬৩
১৪ গ্রিস গ্রিস ২৭.৯০০
১৫ অস্ট্রিয়া অস্ট্রিয়া ২৫.৩৫০
১৬ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ২৫.২৫০
১৭ রোমানিয়া রোমানিয়া ২৪.৩৫০
১৮ ডেনমার্ক ডেনমার্ক ২৪.০০০
১৯ বেলারুশ বেলারুশ ১৯.৮৭৫
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
২০ পোল্যান্ড পোল্যান্ড ১৯.৭৫০
২১ সুইডেন সুইডেন ১৯.৭২৫
২২ ইসরায়েল ইসরায়েল ১৯.৩৭৫
২৩ স্কটল্যান্ড স্কটল্যান্ড ১৮.৯২৫
২৪ সাইপ্রাস সাইপ্রাস ১৮.৫৫০
২৫ নরওয়ে নরওয়ে ১৮.৩২৫
২৬ আজারবাইজান আজারবাইজান ১৭.৭৫০
২৭ বুলগেরিয়া বুলগেরিয়া ১৫.৮৭৫
২৮ সার্বিয়া সার্বিয়া ১৫.৩৭৫
২৯ কাজাখস্তান কাজাখস্তান ১৫.২৫০
৩০ স্লোভেনিয়া স্লোভেনিয়া ১৩.১২৫
৩১ স্লোভাকিয়া স্লোভাকিয়া ১১.৭৫০
৩২ লিশটেনস্টাইন লিশটেনস্টাইন ১১.০০০
৩৩ হাঙ্গেরি হাঙ্গেরি ৯.৫০০
৩৪ মলদোভা মোল্দোভা ৯.৫০০
৩৫ আইসল্যান্ড আইসল্যান্ড ৮.৩৭৫
৩৬ ফিনল্যান্ড ফিনল্যান্ড ৭.৬৫০
৩৭ আলবেনিয়া আলবেনিয়া ৬.৬২৫
ক্রমএসোসিয়েশনগুণাঙ্কদল
৩৮ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ৬.৫৭৫
৩৯ বসনিয়া ও হার্জেগোভিনা বসনিয়া  হার্জেগোভিনা ৬.৫০০
৪০ জর্জিয়া (রাষ্ট্র) জর্জিয়া ৬.৩৭৫
৪১ লাতভিয়া লাটভিয়া ৬.১২৫
৪২ উত্তর মেসিডোনিয়া ম্যাসেডোনিয়া ৫.৬২৫
৪৩ এস্তোনিয়া এস্তোনিয়া ৫.২৫০
৪৪ মন্টিনিগ্রো মন্টিনিগ্রো ৫.২৫০
৪৫ আর্মেনিয়া আর্মেনিয়া ৫.১২৫
৪৬ লুক্সেমবুর্গ লুক্সেমবুর্গ ৪.৮৭৫
৪৭ উত্তর আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ড ৪.৫০০
৪৮ লিথুয়ানিয়া লিথুনিয়া ৪.১২৫
৪৯ মাল্টা মালটা ৪.০০০
৫০ ওয়েলস ওয়েলস ৩.৮৭৫
৫১ ফ্যারো দ্বীপপুঞ্জ ফারো দ্বীপপুঞ্জ ৩.৫০০
৫২ জিব্রাল্টার জিব্রালটার ২.৫০০
৫৩ অ্যান্ডোরা অ্যান্ডোরা ১.১৬৫
৫৪ সান মারিনো সান মারিনো ০.৩৩৩
৫৫ কসোভো কসোভো ০.০০০
বন্ধ

বিন্যাস

সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[১১][১৪] যাহোক, যেহেতু রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগায় ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[১৫]

  • এসোসিয়েশন ১১-এর (চেক প্রজাতন্ত্র) বিজয়ী দল প্লে-অফ রাউন্ডে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৩-এর (নেদারল্যান্ডস) বিজয়ী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি প্লে-অফ রাউন্ডে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৫-এর (অস্ট্রিয়া) বিজয়ী দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১৮ এবং ১৯-এর (ডেনমার্ক এবং বেলারুশ) বিজয়ী দল প্রথম বাছাইপর্বে খেলার পরিবর্তে দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[১৪] যাহোক, যেহেতু [[আতলেতিকো মাদ্রিদ] ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগা]]য় ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[১৫]

  • এসোসিয়েশন ৫-এর (ফ্রান্স) ৩য় স্থান অর্জনকারী দল তৃতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে সরাসরি গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
  • এসোসিয়েশন ১০ এবং ১১-এর (তুরস্ক এবং চেক প্রজাতন্ত্র) রানার-আপ দল দ্বিতীয় বাছাইপর্বে খেলার পরিবর্তে তৃতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
আরও তথ্য পর্বসমূহ, যেসকল দল এই পর্বে প্রবেশ করে ...
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রবেশাধিকার তালিকা
পর্বসমূহ যেসকল দল এই পর্বে প্রবেশ করে যেসকল দল পূর্ববর্তী পর্ব হতে প্রবেশ করে
প্রাথমিক পর্ব
(৪টি দল)
  • এসোসিয়েশন ৫২–৫৫ থেকে ৪টি চ্যাম্পিয়ন
প্রথম বাছাইপর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ২০–৫১ থেকে ৩১টি চ্যাম্পিয়ন (ব্যতিক্রম লিশটেনস্টাইন)
  • প্রাথমিক পর্ব থেকে ১টি বিজয়ী
দ্বিতীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নস পথ
(২০টি দল)
  • এসোসিয়েশন ১৬–১৯ থেকে ৪টি চ্যাম্পিয়ন
  • প্রথম বাছাইপর্ব থেকে ১৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • এসোসিয়েশন ১২–১৫ থেকে ৪টি রানার-আপ
তৃতীয় বাছাইপর্ব চ্যাম্পিয়নস পথ
(১২টি দল)
  • এসোসিয়েশন ১৪–১৫ থেকে ২টি চ্যাম্পিয়ন
  • দ্বিতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ১০টি বিজয়ী
লিগ পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ৭–১১ থেকে ৫টি রানার-আপ
  • এসোসিয়েশন ৬ থেকে ১টি ৩য় স্থান অধিকারী
  • দ্বিতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ২টি বিজয়ী
প্লে-অফ পর্ব চ্যাম্পিয়নস পথ
(৮টি দল)
  • এসোসিয়েশন ১২–১৩ থেকে ২টি বিজয়ী
  • তৃতীয় বাছাইপর্ব (চ্যাম্পিয়নস পথ) থেকে ৬টি বিজয়ী
লিগ পথ
(৪টি দল)
  • তৃতীয় বাছাইপর্ব (লিগ পথ) থেকে ৪টি বিজয়ী
গ্রুপ পর্ব
(৩২টি দল)
  • এসোসিয়েশন ১–১১ থেকে ১১টি বিজয়ী
  • এসোসিয়েশন ১–৬ থেকে ৬টি রানার্স-আপ
  • এসোসিয়েশন ১–৫ থেকে ৫টি তৃতীয় স্থান অধিকারী
  • এসোসিয়েশন ১–৪ থেকে ৪টি চতুর্থ স্থান অধিকারী
  • প্লে-অফ পর্ব থেকে ৪টি বিজয়ী (চ্যাম্পিয়নস পথ)
  • প্লে-অফ পর্ব থেকে ২টি বিজয়ী (লিগ পথ)
নকআউট পর্ব
(১৬টি দল)
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ বিজয়ী
  • গ্রুপ পর্ব থেকে ৮টি গ্রুপ রানার্স-আপ
বন্ধ

দলসমূহ

গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[১৬]

আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
প্লে-অফ পর্ব
চ্যাম্পিয়নস পথ লিগ পথ
সুইজারল্যান্ড ইয়াং বয়েস (১ম) নেদারল্যান্ডস পিএসভি আইন্দোভেন (১ম)
বন্ধ
আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
তৃতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথ লিগ পথ
গ্রিস এইকে এথেন্স (১ম) অস্ট্রিয়া রেড বুল সালজবুর্গ (১ম) রাশিয়া স্পার্তাক মস্কো (৩য়) বেলজিয়াম স্ট্যান্ডার্ড লিজ (২য়)
পর্তুগাল বেনফিকা (২য়) তুরস্ক ফেনারবাহচে (২য়)
ইউক্রেন দিনামো কিভ (২য়) চেক প্রজাতন্ত্র স্লাভিয়া প্রাগ (২য়)
বন্ধ
আরও তথ্য চ্যাম্পিয়নস পথ, লিগ পথ ...
দ্বিতীয় বাছাইপর্ব
চ্যাম্পিয়নস পথ লিগ পথ
ক্রোয়েশিয়া দিনামো জাগরেব (১ম) ডেনমার্ক মিদতজিল্যান্ড (১ম) সুইজারল্যান্ড বাজেল (২য়) গ্রিস পাওক (২য়)
রোমানিয়া সিএফআর ক্লুজ (১ম) বেলারুশ বেট বারিসাফ (১ম) নেদারল্যান্ডস আয়াক্স (২য়) অস্ট্রিয়া স্টার্ম গ্রাজ (২য়)
বন্ধ
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ দল (পর্ব অনুসারে) গ্রুপ পর্ব
স্পেন রিয়াল মাদ্রিদচ্যা (৩য়) জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড (৪র্থ) ইতালি রোমা (৩য়) পর্তুগাল পোর্তো (১ম)
স্পেন আতলেতিকো মাদ্রিদইউ(২য়) ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি (১ম) ইতালি ইন্টার মিলান (৪র্থ) ইউক্রেন শাখতার দোনেৎস্ক (১ম)
স্পেন বার্সেলোনা (১ম) ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড (২য়) ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ (১ম) বেলজিয়াম ক্লাব ব্রুজ (১ম)
স্পেন ভালেনসিয়া (৪র্থ) ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার (৩য়) ফ্রান্স মোনাকো (২য়)[নোট ফ্রান্স] তুরস্ক গালাতাসারায় (১ম)
জার্মানি বায়ার্ন মিউনিখ (১ম) ইংল্যান্ড লিভারপুল (৪র্থ) ফ্রান্স লিঁও (৩য়) চেক প্রজাতন্ত্র ভিক্টোরিয়া প্লজেন (১ম)
জার্মানি শালকে ০৪ (২য়) ইতালি ইয়ুভেন্তুস (১ম) রাশিয়া লকোমটিব মস্কো (১ম)
জার্মানি ১৮৯৯ হোফেনহেইম (৩য়) ইতালি নাপোলি (২য়) রাশিয়া সিএসকেএ মস্কো (২য়)
প্রথম বাছাইপর্ব
পোল্যান্ড লেগিয়া ওয়ারশ (১ম) সার্বিয়া রেড স্টার বেলগ্রেড (১ম) আলবেনিয়া কুকেসি (২য়)[নোট আলবেনিয়া] আর্মেনিয়া আলাশকার্ট (১ম)
সুইডেন মালমো এফএফ (১ম) কাজাখস্তান আস্তানা (১ম) প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড কর্ক সিটি (১ম) লুক্সেমবুর্গ এফ৯১ দিদলিয়াজ (১ম)
ইসরায়েল হাপোয়েল বিয়ার শেভা (১ম) স্লোভেনিয়া অলিম্পিয়া লিউব্লিয়ানা (১ম) বসনিয়া ও হার্জেগোভিনা জ্রিন্সকি মোস্তার (১ম) উত্তর আয়ারল্যান্ড ক্রুসাডার্স (১ম)
স্কটল্যান্ড সেল্টিক (১ম) স্লোভাকিয়া স্পার্তাক ত্রোনাভা (১ম) জর্জিয়া (রাষ্ট্র) তোরপেদো কুতাইসি (১ম) লিথুয়ানিয়া সুদুভা (১ম)
সাইপ্রাস আপোয়েল (১ম) হাঙ্গেরি এমওএল ভিদি (১ম) লাতভিয়া স্পার্তাকস জুরমালা (১ম) মাল্টা ভালেতা (১ম)
নরওয়ে রুসনবর্গ (1st) মলদোভা শেরিফ তিরাস্পোল (১ম) উত্তর মেসিডোনিয়া শকেন্দিয়া (১ম) ওয়েলস দ্য নিউ সেইন্টস (১ম)
আজারবাইজান গারাবায় (১ম) আইসল্যান্ড ভালুর (১ম) এস্তোনিয়া ফ্লোরা তাল্লিন (১ম) ফ্যারো দ্বীপপুঞ্জ ভাইকিঙ্গুর গোতা (১ম)
বুলগেরিয়া লুডোগরেটস রাজগ্রাড (১ম) ফিনল্যান্ড এইচজেকে (১ম) মন্টিনিগ্রো সুতজেস্কা নিকশিচ (১ম)
প্রাথমিক পর্ব
জিব্রাল্টার লিঙ্কন রেড ইম্পস (১ম) অ্যান্ডোরা ফুটবল ক্লাব সান্তা কুলোমা (১ম) সান মারিনো লা ফিওরিতা (১ম) কসোভো দ্রিতা (১ম)
নোট
  1. ^ আলবেনিয়া: ২০১৮ সালের মার্চ মাসে, ম্যাচ ফিক্সিংয়ের দায়ে উয়েফা কর্তৃক স্কেন্দারবেউ ১০ বছরের জন্য উয়েফার সকল প্রতিযোগিতা হতে বহিষ্কৃত হয়।[১৭] যেহেতু স্কেন্দারবেউ ২০১৭–১৮ আলবেনীয় সুপারলিগা বিজয়ী হিসেবে শেষ করেছিল, তাই স্কেন্দারবেউয়ের পরিবর্তে উক্ত লিগের রানার-আপ দল কুকেসি ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগে প্রবেশ করেছে।
  2. ^ ফ্রান্স: এএস মোনাকো হলো মোনাকোর একটি ক্লাব (যারা উয়েফার সদস্য নয়), কিন্তু মোনাকো ফ্রান্সের একটি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে (তাদের দ্বারা অর্জিত যেকোনো গুণাঙ্ক ফ্রান্সের সর্বমোট গুনাঙ্কের সাথে যোগ হয়)।

পর্ব এবং ড্রয়ের তারিখ

সারাংশ
প্রসঙ্গ

এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[১৮]

আরও তথ্য ধাপ, পর্ব ...
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচী
ধাপ পর্ব ড্রয়ের তারিখ প্রথম লেগ দ্বিতীয় লেগ
বাছাইপর্ব প্রাথমিক পর্ব ১২ জুন ২০১৮ ২৬ জুন ২০১৮ (সেমি-ফাইনাল পর্ব) ২৯ জুন ২০১৮ (ফাইনাল পর্ব)
প্রথম বাছাইপর্ব ১৯ জুন ২০১৮ ১০–১১ জুলাই ২০১৮ ১৭–১৮ জুলাই ২০১৮
দ্বিতীয় বাছাইপর্ব ২৪–২৫ জুলাই ২০১৮ ৩১ জুলাই – ১ আগস্ট ২০১৮
তৃতীয় বাছাইপর্ব ২৩ জুলাই ২০১৮ ৭–৮ আগস্ট ২০১৮ ১৪ আগস্ট ২০১৮
প্লে-অফ প্লে-অফ পর্ব ৬ আগস্ট ২০১৮ ২১–২২ আগস্ট ২০১৮ ২৮–২৯ আগস্ট ২০১৮
গ্রুপ পর্ব ম্যাচদিন ১ ৩০ আগস্ট ২০১৮
(মোনাকো)
১৮–১৯ সেপ্টেম্বর ২০১৮
ম্যাচদিন ২ ২–৩ অক্টোবর ২০১৮
ম্যাচদিন ৩ ২৩–২৪ অক্টোবর ২০১৮
ম্যাচদিন ৪ ৬–৭ নভেম্বর ২০১৮
ম্যাচদিন ৫ ২৭–২৮ নভেম্বর ২০১৮
ম্যাচদিন ৬ ১১–১২ ডিসেম্বর ২০১৮
নকআউট পর্ব ১৬ দলের পর্ব ১৭ ডিসেম্বর ২০১৮ ১২–১৩ এবং & ১৯–২০ ফেব্রুয়ারি ২০১৯ ৫–৬ এবং ১২–১৩ মার্চ ২০১৯
কোয়ার্টার-ফাইনাল ১৫ মার্চ ২০১৯ ৯–১০ এপ্রিল ২০১৯ ১৬–১৭ এপ্রিল ২০১৯
সেমি-ফাইনাল ১৯ এপ্রিল ২০১৯ ৩০ এপ্রিল – ১ মে ২০১৯ ৭–৮ মে ২০১৯
ফাইনাল স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় ১ জুন ২০১৯
বন্ধ

এই মৌসুম থেকে, গ্রুপ পর্বের সকল খেলা এক ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে; সকল খেলা ১৮:৫৫ সিইটি এবং ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের সকল খেলা ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে।[১৪]

প্রাথমিক পর্ব

প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৯] এবং পরবর্তীতে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। ২০১৮ সালে ১২শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২০] এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৬শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৯শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই জিব্রালটারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[২১] সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, ফলাফল ...
দল ১  ফলাফল  দল ২
সেমি-ফাইনাল পর্ব
ফুটবল ক্লাব সান্তা কুলোমা অ্যান্ডোরা ০–২ (অ.স.প.) কসোভো দ্রিতা
লা ফিওরিতা সান মারিনো ০–২ জিব্রাল্টার লিঙ্কন রেড ইম্পস
বন্ধ
আরও তথ্য দল ১, ফলাফল ...
দল ১  ফলাফল  দল ২
ফাইনাল পর্ব
লিঙ্কন রেড ইম্পস জিব্রাল্টার ১–৪ (অ.স.প.) কসোভো দ্রিতা
বন্ধ

২০১৮ সালের ২৬শে জুন তারিখে, দ্রিতা প্রথম কসোভো দল হিসেবে উয়েফা প্রতিযোগিতায় এক ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়।

বাছাইপর্ব

সারাংশ
প্রসঙ্গ

বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[১৯] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।

প্রথম বাছাইপর্ব

২০১৮ সালে ১৯শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২২] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ১০ এবং ১১ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৭ এবং ১৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, ব্যক্তিক্রম শুধু কর্ক সিটি / লেগিয়া ওয়ারশ যারা এলোমেলোভাবে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
তোরপেদো কুতাইসি জর্জিয়া (রাষ্ট্র) ২–৪ মলদোভা শেরিফ তিরাস্পোল ২–১ ০–৩
স্কেন্দারবেউ উত্তর মেসিডোনিয়া ৫–৪ ওয়েলস দ্য নিউ সেইন্টস ৫–০ ০–৪
সুদুভা লিথুয়ানিয়া ৩–২ সাইপ্রাস আপোয়েল ৩–১ ০–১
অলিম্পিয়া লিউব্লিয়ানা স্লোভেনিয়া ০–১ আজারবাইজান গারাবায় ০–১ ০–০
এফ৯১ দিদলিয়াজ লুক্সেমবুর্গ ২–৩ হাঙ্গেরি এমওএল ভিদি ১–১ ১–২
দ্রিতা কসোভো ০–৫ সুইডেন মালমো এফএফ ০–৩ ০–২
ভাইকিঙ্গুর গোতা ফ্যারো দ্বীপপুঞ্জ ২–৫[ক] ফিনল্যান্ড এইচজেকে ১–২ ১–৩
লুডোগরেটস রাজগ্রাড বুলগেরিয়া ৯–০ উত্তর আয়ারল্যান্ড ক্রুসাডার্স ৭–০ ২–০
কর্ক সিটি প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ০–৪ পোল্যান্ড লেগিয়া ওয়ারশ ০–১ ০–৩
ভালুর আইসল্যান্ড ২–৩ নরওয়ে রুসনবর্গ ১–০ ১–৩
কুকেসি আলবেনিয়া ১–১ (অ্যা) মাল্টা ভালেতা ০–০ ১–১
ফ্লোরা তাল্লিন এস্তোনিয়া ২–৭ ইসরায়েল হাপোয়েল বিয়ার শেভা ১–৪ ১–৩
স্পার্তাকস জুরমালা লাতভিয়া ০–২ সার্বিয়া রেড স্টার বেলগ্রেড ০–০ ০–২
আলাশকার্ট আর্মেনিয়া ০–৬ স্কটল্যান্ড সেল্টিক ০–৩ ০–৩
স্পার্তাক ত্রোনাভা স্লোভাকিয়া ২–১ বসনিয়া ও হার্জেগোভিনা জ্রিন্সকি মোস্তার ১–০ ১–১
আস্তানা কাজাখস্তান ৩–০ মন্টিনিগ্রো সুতজেস্কা নিকশিচ ১–০ ২–০
বন্ধ
নোট
  1. ^ মূল ড্রয়ের পর লেগের ক্রম বিপরীত করা হয়েছে।

দ্বিতীয় বাছাইপর্ব

দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২২] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২৪ এবং ২৫শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ৩১শে জুলাই এবং ১লা আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
আস্তানা কাজাখস্তান ২–১ ডেনমার্ক মিদতজিল্যান্ড ২–১ ০–০
লুডোগরেটস রাজগ্রাড বুলগেরিয়া ০–১ হাঙ্গেরি এমওএল ভিদি ০–০ ০–১
কুকেসি আলবেনিয়া ০–৩ আজারবাইজান গারাবায় ০–০ ০–৩
সিএফআর ক্লুজ রোমানিয়া ১–২ সুইডেন মালমো এফএফ ০–১ ১–১
দিনামো জাগরেব ক্রোয়েশিয়া ৭–২ ইসরায়েল হাপোয়েল বিয়ার শেভা ৫–০ ২–২
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া ৫–০ লিথুয়ানিয়া সুদুভা ৩–০ ২–০
বেট বারিসাফ বেলারুশ ২–১ ফিনল্যান্ড এইচজেকে ০–০ ২–১
শকেন্দিয়া উত্তর মেসিডোনিয়া ১–০ মলদোভা শেরিফ তিরাস্পোল ১–০ ০–০
লেগিয়া ওয়ারশ পোল্যান্ড ১–২ স্লোভাকিয়া স্পার্তাক ত্রোনাভা ০–২ ১–০
সেল্টিক স্কটল্যান্ড ৩–১ নরওয়ে রুসনবর্গ ৩–১ ০–০
বন্ধ
আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
লিগ পথ
পাওক গ্রিস ৫–১ সুইজারল্যান্ড বাজেল ২–১ ৩–০
আয়াক্স নেদারল্যান্ডস ৫–১ অস্ট্রিয়া স্টার্ম গ্রাজ ২–০ ৩–১
বন্ধ

তৃতীয় বাছাইপর্ব

তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ২৩শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৩] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ৭ এবং ৮ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৪ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
সেল্টিক স্কটল্যান্ড ২–৩ গ্রিস এইকে এথেন্স ১–১ ১–২
রেড বুল সালজবুর্গ অস্ট্রিয়া ৪–০ উত্তর মেসিডোনিয়া শকেন্দিয়া ৩–০ ১–০
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া ৩–২ স্লোভাকিয়া স্পার্তাক ত্রোনাভা ১–১ ২–১ (অ.স.প.)
গারাবায় আজারবাইজান ১–২ বেলারুশ বেট বারিসাফ ০–১ ১–১
আস্তানা কাজাখস্তান ০–৩ ক্রোয়েশিয়া দিনামো জাগরেব ০–২ ০–১
মালমো এফএফ সুইডেন ১–১ (অ্যা) হাঙ্গেরি এমওএল ভিদি ১–১ ০–০
বন্ধ
আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
লিগ পথ
স্ট্যান্ডার্ড লিজ বেলজিয়াম ২–৫ নেদারল্যান্ডস আয়াক্স ২–২ ০–৩
বেনফিকা পর্তুগাল ২–১ তুরস্ক ফেনারবাহচে ১–০ ১–১
স্লাভিয়া প্রাগ চেক প্রজাতন্ত্র ১–৩ ইউক্রেন দিনামো কিভ ১–১ ০–২
পাওক গ্রিস ৩–২ রাশিয়া স্পার্তাক মস্কো ৩–২ ০–০
বন্ধ

প্লে-অফ পর্ব

প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ৬ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৪] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২১ এবং ২২শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ২৮ এবং ২৯শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
চ্যাম্পিয়নস পথ
রেড স্টার বেলগ্রেড সার্বিয়া ২–২ (অ্যা) অস্ট্রিয়া রেড বুল সালজবুর্গ ০–০ ২–২
বেট বারিসাফ বেলারুশ ২–৬ নেদারল্যান্ডস পিএসভি আইন্দোভেন ২–৩ ০–৩
ইয়াং বয়েস সুইজারল্যান্ড ৩–২ ক্রোয়েশিয়া দিনামো জাগরেব ১–১ ২–১
এমওএল ভিদি হাঙ্গেরি ২–৩ গ্রিস এইকে এথেন্স ১–২ ১–১
বন্ধ
আরও তথ্য দল ১, সমষ্টি ...
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
লিগ পথ
বেনফিকা পর্তুগাল ৫–২ গ্রিস পাওক ১–১ ৪–১
আয়াক্স নেদারল্যান্ডস ৩–১ ইউক্রেন দিনামো কিভ ৩–১ ০–০
বন্ধ

গ্রুপ পর্ব

সারাংশ
প্রসঙ্গ
Thumb
ভিক্তোরিয়া
ভিক্তোরিয়া
ম্যানচেস্টার
ম্যানচেস্টার
হোফেনহেইম
হোফেনহেইম
শালকা
শালকা
এইকে
এইকে
রোমা
রোমা
মস্কো
মস্কো
মাদ্রিদ
মাদ্রিদ
ইয়াং বয়েস
ইয়াং বয়েস
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা দলগুলোর অবস্থান।
বাদামী: গ্রুপ এ; রেড: গ্রুপ বি; কমলা: গ্রুপ সি; হলুদ: গ্রুপ ডি;
সবুজ: গ্রুপ ই; নীল: গ্রুপ এফ; বেগুনী: গ্রুপ জি; গোলাপী: গ্রুপ এইচ।

২০১৮ সালে ৩০শে আগস্ট, উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৫] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। এই ড্রয়ের অন্যতম প্রধান নিয়ম হচ্ছে যে, একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (এই মৌসুমের শুরু উপস্থাপিত):[১২]

  • পাত্র ১-এ চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ শিরোপাধারী দল এবং ২০১৭ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে শীর্ষ ৬টি এসোসিয়েশনের চ্যাম্পিয়নদের রাখা হয়েছে। যদি এক চ্যাম্পিয়ন অথবা উভয় চ্যাম্পিয়ন দল শীর্ষ ৬ এসোসিয়েশনের মধ্যে বিদ্যমান থাকে তবে পরবর্তী শীর্ষ ক্রমের এসোসিয়েশনের চ্যাম্পিয়ন দল পাত্র ১-এ স্থান পাবে।
  • পাত্র ২, ৩ এবং ৪-এ অবশিষ্ট দলগুলোকে ২০১৮ উয়েফা দেশ গুণাঙ্কের উপর ভিত্তি করে রাখা হয়েছে।[১৯]

প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৮–১৯ সেপ্টেম্বর, ২–৩ অক্টোবর, ২৩–২৪ অক্টোবর, ৬–৭ নভেম্বর, ২৭–২৮ নভেম্বর এবং ১১–১২ ডিসেম্বর ২০১৮।

যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৮–১৯ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।

সর্বমোট ১৫টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। ১৮৯৯ হোফেনহেইম, রেড স্টার বেলগ্রেড (১৯৯১ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন) এবং ইয়াং বয়েস এইবারের আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে (যদিও রেড স্টার বেলগ্রেড ইউরোপিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

আরও তথ্য টাইব্রেকার ...
বন্ধ

গ্রুপ এ

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ডর্টমুন্ড আতলেতিকো ব্রুজ মোনাকো
জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড ১০ +৮ ১৩[] নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৪–০ ০–০ ৩–০
স্পেন আতলেতিকো মাদ্রিদ +৩ ১৩[] ২–০ ৩–১ ২–০
বেলজিয়াম ক্লাব ব্রুজ +১ ইউরোপা লিগে অবনমিত ০–১ ০–০ ১–১
ফ্রান্স মোনাকো ১৪ ১২ ০–২ ১–২ ০–৪
বন্ধ
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড গোল পার্থক্য: বরুসিয়া ডর্টমুন্ড +২, আতলেতিকো মাদ্রিদ –২।

গ্রুপ বি

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বার্সেলোনা টটেনহ্যাম ইন্টার পিএসভি
স্পেন বার্সেলোনা ১৪ +৯ ১৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–১ ২–০ ৪–০
ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার ১০ [] ২–৪ ১–০ ২–১
ইতালি ইন্টার মিলান [] ইউরোপা লিগে অবনমিত ১–১ ২–১ ১–১
নেদারল্যান্ডস পিএসভি আইন্দোভেন ১৩ ১–২ ২–২ ১–২
বন্ধ
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড অ্যাওয়ে গোল: টটেনহ্যাম হটস্পার ১, ইন্টার মিলান ০।

গ্রুপ সি

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন পারি লিভারপুল নাপোলি বেলগ্রেড
ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ ১৭ +৮ ১১ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ২–১ ২–২ ৬–১
ইংল্যান্ড লিভারপুল +২ [] ৩–২ ১–০ ৪–০
ইতালি নাপোলি +২ [] ইউরোপা লিগে অবনমিত ১–১ ১–০ ৩–১
সার্বিয়া রেড স্টার বেলগ্রেড ১৭ ১২ ১–৪ ২–০ ০–০
বন্ধ
উৎস: উয়েফা
টীকা:
  1. গ্রুপ পর্বের সকল ম্যাচে গোল: লিভারপুল ৯, নাপোলি ৭।

গ্রুপ ডি

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন পোর্তু শালকে গালাতাসারায় লকোমটিব
পর্তুগাল পোর্তু ১৫ +৯ ১৬ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৩–১ ১–০ ৪–১
জার্মানি শালকে ০৪ +২ ১১ ১–১ ২–০ ১–০
তুরস্ক গালাতাসারায় ইউরোপা লিগে অবনমিত ২–৩ ০–০ ৩–০
রাশিয়া লকোমাটিফ মস্কো ১২ ১–৩ ০–১ ২–০
বন্ধ

গ্রুপ ই

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বায়ার্ন আয়াক্স বেনফিকা এইকে
জার্মানি বায়ার্ন মিউনিখ ১৫ +১০ ১৪ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–১ ৫–১ ২–০
নেদারল্যান্ডস আয়াক্স ১১ +৬ ১২ ৩–৩ ১–০ ৩–০
পর্তুগাল বেনফিকা ১১ ইউরোপা লিগে অবনমিত ০–২ ১–১ ১–০
গ্রিস এইকে এথেন্স ১৩ ১১ ০–২ ০–২ ২–৩
বন্ধ

গ্রুপ এফ

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন সিটি লিঁও শাখতার হোফেনহেইম
ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি ১৬ +১০ ১৩ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–২ ৬–০ ২–১
ফ্রান্স লিঁও ১২ ১১ +১ ২–২ ২–২ ২–২
ইউক্রেন শাখতার দোনেৎস্ক ১৬ ইউরোপা লিগে অবনমিত ০–৩ ১–১ ২–২
জার্মানি ১৮৯৯ হোফেনহেইম ১১ ১৪ ১–২ ৩–৩ ২–৩
বন্ধ

গ্রুপ জি

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন রিয়াল রোমা প্লজেন সিএসকেএ
স্পেন রিয়াল মাদ্রিদ ১২ +৭ ১২ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ৩–০ ২–১ ০–৩
ইতালি রোমা ১১ +৩ ০–২ ৫–০ ৩–০
চেক প্রজাতন্ত্র ভিক্টোরিয়া প্লজেন ১৬ [] ইউরোপা লিগে অবনমিত ০–৫ ২–১ ২–২
রাশিয়া সিএসকেএ মস্কো [] ১–০ ১–২ ১–২
বন্ধ
উৎস: উয়েফা
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্ট: ভিক্টোরিয়া প্লজেন ৪, সিএসকেএ মস্কো ১।

গ্রুপ এইচ

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন ইয়ুভেন্তুস ইউনাইটেড ভালেনসিয়া বয়েস
ইতালি ইয়ুভেন্তুস +৫ ১২ নকআউট পর্বের জন্য উত্তীর্ণ ১–২ ১–০ ৩–০
ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড +৩ ১০ ০–১ ০–০ ১–০
স্পেন ভালেনসিয়া ইউরোপা লিগে অবনমিত ০–২ ২–১ ৩–১
সুইজারল্যান্ড ইয়াং বয়েস ১২ ২–১ ০–৩ ১–১
বন্ধ

নকআউট পর্ব

সারাংশ
প্রসঙ্গ

নকআউট পর্বে, প্রত্যেক দল বিপরীত দলের সাথে দুই লেগের হোম-এন্ড-অ্যাওয়ে খেলায় অংশগ্রহণ করবে (শুধুমাত্র ফাইনাল ব্যতীত)। এই পর্বের নিয়মাবলী নিম্নরুপ:

  • ১৬ দলের পর্বের ড্রয়ের ক্ষেত্রে, ৮ গ্রুপের চ্যাম্পিয়ন হবে সবীজ, এবং ৮ গ্রুপের রানার-আপ হবে অবীজ। সবীজ দলগুলো অবীজ দলের বিরুদ্ধে ড্র হবে, যেখানে সবীজ দলগুলো প্রথমে হোম ম্যাচ খেলবে। একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হবে না।
  • কোয়ার্টার-ফাইনাল এবং সেমি-ফাইনালের ড্রয়ের ক্ষেত্রে, কোনো সবীজ দল থাকবে না এবং একই গ্রুপের দল কিংবা একই এসোসিয়েশনের দলগুলো একে অপরের বিরুদ্ধে ড্র হতে পারবে।

বন্ধনী

আরও তথ্য ৪, ০ ...
  ১৬ দলের পর্ব কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল (১ জুন – মাদ্রিদ)
                                         
 ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার  
 জার্মানি বরুসিয়া ডর্টমুন্ড  
   ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার (অ্যা)  
   ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি  
 জার্মানি শালকে ০৪
 ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি ১০  
   ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার (অ্যা)  
   নেদারল্যান্ডস আয়াক্স  
 নেদারল্যান্ডস আয়াক্স  
 স্পেন রিয়াল মাদ্রিদ  
   নেদারল্যান্ডস আয়াক্স
   ইতালি ইয়ুভেন্তুস  
 স্পেন আতলেতিকো মাদ্রিদ
 ইতালি ইয়ুভেন্তুস  
   ইংল্যান্ড টটেনহ্যাম হটস্পার
   ইংল্যান্ড লিভারপুল
 ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যা)  
 ফ্রান্স পারি সাঁ-জেরমাঁ  
   ইংল্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড
   স্পেন বার্সেলোনা  
 ফ্রান্স লিঁও
 স্পেন বার্সেলোনা  
   স্পেন বার্সেলোনা
   ইংল্যান্ড লিভারপুল  
 ইংল্যান্ড লিভারপুল  
 জার্মানি বায়ার্ন মিউনিখ  
   ইংল্যান্ড লিভারপুল
   পর্তুগাল পোর্তো  
 ইতালি রোমা
 পর্তুগাল পোর্তো (অ.স.প.)  
বন্ধ

১৬ দলের পর্ব

২০১৮ সালের ১৭ই ডিসেম্বর তারিখে, এই আসরের ১৬ দলের পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৬] ২০১৯ সালের ১২, ১৩, ১৯ এবং ২০শে ফেরুয়ারি তারিখে ১৬ দলের পর্বের প্রথম লেগ ও ৫, ৬, ১২ এবং ১৩ই মার্চ তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

কোয়ার্টার-ফাইনাল

২০১৯ সালের ১৫ই মার্চ তারিখে, এই আসরের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৭] ২০১৯ সালের ৯ এবং ১০ই এপ্রিল তারিখে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ও ১৬ এবং ১৭ই এপ্রিল তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

নোট

  1. ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যাম হটস্পারের ম্যাচ একই শহরে একই দিনে নির্ধারিত হওয়ার ফলে, এই সময়সূচী সংঘাত এড়ানোর জন্য, মূল ড্রয়ের পর এই ম্যাচের সময়সূচী পরিবর্তন করা হয়েছিল।

সেমি-ফাইনাল

২০১৯ সালের ১৯শে এপ্রিল তারিখে, এই আসরের সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[২৮] ২০১৯ সালের ৩০শে এপ্রিল এবং ১লা মে তারিখে সেমি-ফাইনালের প্রথম লেগ ও ৭ এবং ৮ই মে তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও তথ্য দল ১, সমষ্টি ...
বন্ধ

ফাইনাল

২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের ড্রয়ের পর একটি আলাদা ড্রয়ের মাধ্যমে "হোম" দল (প্রশাসনিক উদ্দেশ্যের জন্য) নির্ধারণ করা হয়েছে।

আরও তথ্য টটেনহ্যাম হটস্পার, ০–২ ...
টটেনহ্যাম হটস্পার ইংল্যান্ড০–২ইংল্যান্ড লিভারপুল
প্রতিবেদন
বন্ধ
ওয়ান্দা মেত্রপলিতানো, মাদ্রিদ
দর্শক সংখ্যা: ৬৩,২৭২[২৯]
রেফারি: দামির স্কোমিনা (স্লোভেনিয়া)

পরিসংখ্যান

আরও তথ্য সর্বোচ্চ গোলদাতা, অব. ...
বন্ধ

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.