Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৬৪তম আসর এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাব হতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামে পরিবর্তন করার পর ২৭তম আসর ছিল।
বিবরণ | |
---|---|
তারিখ | বাছাইপর্ব: ২৬ জুন – ২৯ আগস্ট ২০১৮ চূড়ান্ত পর্ব: ১৮ সেপ্টেম্বর ২০১৮ – ১ জুন ২০১৯ |
দল | চূড়ান্ত পর্ব: ৩২ মোট: ৭৯ (৫৪টি অ্যাসোসিয়েশন থেকে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | লিভারপুল (৬ষ্ঠ শিরোপা) |
রানার-আপ | টটেনহ্যাম হটস্পার |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১২৪ |
গোল সংখ্যা | ৩৬৪ (ম্যাচ প্রতি ২.৯৪টি) |
দর্শক সংখ্যা | ৬১,৬৩,০৪৪ (ম্যাচ প্রতি ৪৯,৭০২ জন) |
শীর্ষ গোলদাতা | লিওনেল মেসি (১২টি গোল) |
২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয়[1] টটেনহ্যাম হটস্পার এবং লিভারপুলের ম্যাচের মাধ্যমে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এটি ২০০৮ সালে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির মধ্যকার ফাইনালের পর, প্রথম ফাইনাল যেখানে দুটি ইংরেজ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছে।[2] ফাইনালে, লিভারপুল টটেনহ্যাম হটস্পারকে ০–২ গোলে হারিয়ে ২০১৯ উয়েফা সুপার কাপে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দল চেলসির বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করে এবং একই সাথে তারা ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়েছে; যেহেতু উভয় দল তাদের লিগের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরের জন্য সরাসরি উত্তীর্ণ হয়, তাই তাদের জন্য সংরক্ষিত আসনটি ২০১৮–১৯ অস্ট্রিয়ান বুন্দেসলিগা বিজয়ী দলকে দিয়ে দেওয়া হয়েছে।[3]
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো, এই আসরের ১৬ দলের পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[4]
রিয়াল মাদ্রিদ হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে রেকর্ড টানা ৩ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন।[5] তারা এই আসরের ১৬ দলের পর্বে আয়াক্সের কাছে হেরে দীর্ঘ ৯ বছর পর সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়।[6][7][8]
২০১৬ সালে ৯ই ডিসেম্বর তারিখে, উয়েফা ২০১৮–২০২১ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য নতুন বিন্যাস ঘোষণা করে, যেটি ২০১৬ সালের ২৬শে আগস্ট তারিখে ঘোষণা করা হয়।[9][10] নতুন নিয়ম অনুসারে, পূর্ববর্তী মৌসুমের উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল স্বয়ংক্রিয়ভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (পূর্বে উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল প্লে-অফ রাউন্ডের জন্য উত্তীর্ণ হতে পারত, কিন্তু সেই দলটি গ্রুপ পর্বের জন্য তখনই উত্তীর্ণ হতে পারত যখন উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের স্থানটি শূন্য হয়ে যেত; যদিও উক্ত নিয়মের অধীনে হওয়া তিন মৌসুমেই উয়েফা ইউরোপা লিগ বিজয়ী দল গ্রুপ পর্বে উত্তীর্ণ হয়েছিল।)। উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী শীর্ষ ৪ জাতীয় এসোসিয়েশনের লিগের শীর্ষ ৪ দল স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।[9] বাছাইপর্বের মাধ্যমে মাত্র ছয়টি দল গ্রুপ পর্বের জন্য উত্তীর্ণ হবে (যেখানে পূর্বে দশটি দল উত্তীর্ণ হত)।[11]
উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি রাষ্ট্রের সর্বমোট ৭৯টি দল ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করেছে (শুধু লিশটেনস্টাইন এর ব্যতিক্রম, কারণ তারা কোনো ঘরোয়া লিগ আয়োজন করে না)।[৪] উয়েফা দেশ গুণাঙ্ক নিয়ম অনুযায়ী উয়েফার এসোসিয়েশন র্যাঙ্কিং করা হয়, যার মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রত্যেক এসোসিয়েশন হতে কতটি দল অংশগ্রহণ করবে তা নির্ধারণ করা হয়েছে:[11][12]
২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য, ২০১৭ সালে উয়েফা দেশ গুণাঙ্ক অনুযায়ী প্রত্যেক সদস্য রাষ্ট্র হতে কতটি দল খেলবে তা বরাদ্দ করা হয়েছে, যেটি ২০১২–১৩ হতে ২০১৬–১৭ পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের কর্মক্ষমতার অপর ভিত্তি করে নির্ধারিত।[13]
এই দেশ গুণাঙ্কের দল বরাদ্দ ছাড়াও, চ্যাম্পিয়নস লিগে এসোসিয়েশন হতে অতিরিক্ত দলও খেলতে পারে, নিম্নে উল্লিখিত:
|
|
|
সাধারণ প্রবেশ তালিকায়, চ্যাম্পিয়নস লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[11][14] যাহোক, যেহেতু রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগায় ৩য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[15]
এছাড়াও, ইউরোপা লিগ শিরোপাধারী দল গ্রুপ পর্বে প্রবেশ করবে।[14] যাহোক, যেহেতু [[আতলেতিকো মাদ্রিদ] ইতোমধ্যেই গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে (২০১৭–১৮ লা লিগা]]য় ২য় স্থান অর্জনকারী হিসেবে), তাই নিম্নে উল্লেখিত কিছু পরিবর্তন করা হয়েছে:[15]
পর্বসমূহ | যেসকল দল এই পর্বে প্রবেশ করে | যেসকল দল পূর্ববর্তী পর্ব হতে প্রবেশ করে | |
---|---|---|---|
প্রাথমিক পর্ব (৪টি দল) |
|
||
প্রথম বাছাইপর্ব (৩২টি দল) |
|
| |
দ্বিতীয় বাছাইপর্ব | চ্যাম্পিয়নস পথ (২০টি দল) |
|
|
লিগ পথ (৪টি দল) |
|
||
তৃতীয় বাছাইপর্ব | চ্যাম্পিয়নস পথ (১২টি দল) |
|
|
লিগ পথ (৮টি দল) |
|
| |
প্লে-অফ পর্ব | চ্যাম্পিয়নস পথ (৮টি দল) |
|
|
লিগ পথ (৪টি দল) |
| ||
গ্রুপ পর্ব (৩২টি দল) |
|
| |
নকআউট পর্ব (১৬টি দল) |
|
গত মৌসুমে লিগে দলের অবস্থানকে প্রথম বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে (চ্যা: চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল; ইউ: ইউরোপা লিগে শিরোপাধারী দল)।[16]
চ্যাম্পিয়নস পথ | লিগ পথ | ||
---|---|---|---|
ইয়াং বয়েস (১ম) | পিএসভি আইন্দোভেন (১ম) |
চ্যাম্পিয়নস পথ | লিগ পথ | ||
---|---|---|---|
এইকে এথেন্স (১ম) | রেড বুল সালজবুর্গ (১ম) | স্পার্তাক মস্কো (৩য়) | স্ট্যান্ডার্ড লিজ (২য়) |
বেনফিকা (২য়) | ফেনারবাহচে (২য়) | ||
দিনামো কিভ (২য়) | স্লাভিয়া প্রাগ (২য়) |
চ্যাম্পিয়নস পথ | লিগ পথ | ||
---|---|---|---|
দিনামো জাগরেব (১ম) | মিদতজিল্যান্ড (১ম) | বাজেল (২য়) | পাওক (২য়) |
সিএফআর ক্লুজ (১ম) | বেট বারিসাফ (১ম) | আয়াক্স (২য়) | স্টার্ম গ্রাজ (২য়) |
রিয়াল মাদ্রিদচ্যা (৩য়) | বরুসিয়া ডর্টমুন্ড (৪র্থ) | রোমা (৩য়) | পোর্তো (১ম) |
আতলেতিকো মাদ্রিদইউ(২য়) | ম্যানচেস্টার সিটি (১ম) | ইন্টার মিলান (৪র্থ) | শাখতার দোনেৎস্ক (১ম) |
বার্সেলোনা (১ম) | ম্যানচেস্টার ইউনাইটেড (২য়) | পারি সাঁ-জেরমাঁ (১ম) | ক্লাব ব্রুজ (১ম) |
ভালেনসিয়া (৪র্থ) | টটেনহ্যাম হটস্পার (৩য়) | মোনাকো (২য়)[নোট ফ্রান্স] | গালাতাসারায় (১ম) |
বায়ার্ন মিউনিখ (১ম) | লিভারপুল (৪র্থ) | লিঁও (৩য়) | ভিক্টোরিয়া প্লজেন (১ম) |
শালকে ০৪ (২য়) | ইয়ুভেন্তুস (১ম) | লকোমাটিফ মস্কো (১ম) | |
১৮৯৯ হোফেনহেইম (৩য়) | নাপোলি (২য়) | সিএসকেএ মস্কো (২য়) |
লেগিয়া ওয়ারশ (১ম) | রেড স্টার বেলগ্রেড (১ম) | কুকেসি (২য়)[নোট আলবেনিয়া] | আলাশকার্ট (১ম) |
মালমো এফএফ (১ম) | আস্তানা (১ম) | কর্ক সিটি (১ম) | এফ৯১ দিদলিয়াজ (১ম) |
হাপোয়েল বিয়ার শেভা (১ম) | অলিম্পিয়া লিউব্লিয়ানা (১ম) | জ্রিন্সকি মোস্তার (১ম) | ক্রুসাডার্স (১ম) |
সেল্টিক (১ম) | স্পার্তাক ত্রোনাভা (১ম) | তোরপেদো কুতাইসি (১ম) | সুদুভা (১ম) |
আপোয়েল (১ম) | এমওএল ভিদি (১ম) | স্পার্তাকস জুরমালা (১ম) | ভালেতা (১ম) |
রুসনবর্গ (1st) | শেরিফ তিরাস্পোল (১ম) | শকেন্দিয়া (১ম) | দ্য নিউ সেইন্টস (১ম) |
গারাবায় (১ম) | ভালুর (১ম) | ফ্লোরা তাল্লিন (১ম) | ভাইকিঙ্গুর গোতা (১ম) |
লুডোগরেটস রাজগ্রাড (১ম) | এইচজেকে (১ম) | সুতজেস্কা নিকশিচ (১ম) |
লিঙ্কন রেড ইম্পস (১ম) | ফুটবল ক্লাব সান্তা কুলোমা (১ম) | লা ফিওরিতা (১ম) | দ্রিতা (১ম) |
এই আসরের সকল পর্বের সময়সূচী নিম্নে উল্লেখ করা হলো (সকল ড্র উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে অনুষ্ঠিত হয়েছে, যদি না অন্যথায় হওয়ার জন্য বিবৃতি প্রদান করা হয়)।[18]
ধাপ | পর্ব | ড্রয়ের তারিখ | প্রথম লেগ | দ্বিতীয় লেগ |
---|---|---|---|---|
বাছাইপর্ব | প্রাথমিক পর্ব | ১২ জুন ২০১৮ | ২৬ জুন ২০১৮ (সেমি-ফাইনাল পর্ব) | ২৯ জুন ২০১৮ (ফাইনাল পর্ব) |
প্রথম বাছাইপর্ব | ১৯ জুন ২০১৮ | ১০–১১ জুলাই ২০১৮ | ১৭–১৮ জুলাই ২০১৮ | |
দ্বিতীয় বাছাইপর্ব | ২৪–২৫ জুলাই ২০১৮ | ৩১ জুলাই – ১ আগস্ট ২০১৮ | ||
তৃতীয় বাছাইপর্ব | ২৩ জুলাই ২০১৮ | ৭–৮ আগস্ট ২০১৮ | ১৪ আগস্ট ২০১৮ | |
প্লে-অফ | প্লে-অফ পর্ব | ৬ আগস্ট ২০১৮ | ২১–২২ আগস্ট ২০১৮ | ২৮–২৯ আগস্ট ২০১৮ |
গ্রুপ পর্ব | ম্যাচদিন ১ | ৩০ আগস্ট ২০১৮ (মোনাকো) |
১৮–১৯ সেপ্টেম্বর ২০১৮ | |
ম্যাচদিন ২ | ২–৩ অক্টোবর ২০১৮ | |||
ম্যাচদিন ৩ | ২৩–২৪ অক্টোবর ২০১৮ | |||
ম্যাচদিন ৪ | ৬–৭ নভেম্বর ২০১৮ | |||
ম্যাচদিন ৫ | ২৭–২৮ নভেম্বর ২০১৮ | |||
ম্যাচদিন ৬ | ১১–১২ ডিসেম্বর ২০১৮ | |||
নকআউট পর্ব | ১৬ দলের পর্ব | ১৭ ডিসেম্বর ২০১৮ | ১২–১৩ এবং & ১৯–২০ ফেব্রুয়ারি ২০১৯ | ৫–৬ এবং ১২–১৩ মার্চ ২০১৯ |
কোয়ার্টার-ফাইনাল | ১৫ মার্চ ২০১৯ | ৯–১০ এপ্রিল ২০১৯ | ১৬–১৭ এপ্রিল ২০১৯ | |
সেমি-ফাইনাল | ১৯ এপ্রিল ২০১৯ | ৩০ এপ্রিল – ১ মে ২০১৯ | ৭–৮ মে ২০১৯ | |
ফাইনাল | স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় ১ জুন ২০১৯ |
এই মৌসুম থেকে, গ্রুপ পর্বের সকল খেলা এক ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে; সকল খেলা ১৮:৫৫ সিইটি এবং ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের সকল খেলা ২১:০০ সিইটি সময়ে অনুষ্ঠিত হবে।[14]
প্রাথমিক পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[19] এবং পরবর্তীতে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। ২০১৮ সালে ১২শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[20] এই বাছাইপর্বের সেমিফাইনাল পর্বের খেলা ২৬শে জুন এবং ফাইনাল পর্বের খেলা ২৯শে জুন অনুষ্ঠিত হয়েছে। উভয় খেলা-ই জিব্রালটারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[21] সেমিফাইনাল এবং ফাইনাল পর্বে হেরে যাওয়া দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় বাছাইপর্বে প্রবেশ করেছে।
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
ফুটবল ক্লাব সান্তা কুলোমা | ০–২ (অ.স.প.) | দ্রিতা |
লা ফিওরিতা | ০–২ | লিঙ্কন রেড ইম্পস |
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
লিঙ্কন রেড ইম্পস | ১–৪ (অ.স.প.) | দ্রিতা |
২০১৮ সালের ২৬শে জুন তারিখে, দ্রিতা প্রথম কসোভো দল হিসেবে উয়েফা প্রতিযোগিতায় এক ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়।
বাছাইপর্বে এবং প্লে-অফ পর্বে, দলগুলোকে ২০১৮ উয়েফা ক্লাব গুণাঙ্কের ওপর ভিত্তি করে বাছাই এবং অ-বাছাই নামে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে,[19] এবং তারপরে দুই লেগের হোম এবং অ্যাওয়ে সমতায় ভাগ করা হয়েছে। একই এসোসিয়েশনের দলগুলোকে কখনো একে অপরের বিপক্ষে ড্র করা হয় না।
২০১৮ সালে ১৯শে জুন, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্রথম বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[22] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ১০ এবং ১১ই জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৭ এবং ১৮ই জুলাই অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছে, ব্যক্তিক্রম শুধু কর্ক সিটি / লেগিয়া ওয়ারশ যারা এলোমেলোভাবে ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
তোরপেদো কুতাইসি | ২–৪ | শেরিফ তিরাস্পোল | ২–১ | ০–৩ |
স্কেন্দারবেউ | ৫–৪ | দ্য নিউ সেইন্টস | ৫–০ | ০–৪ |
সুদুভা | ৩–২ | আপোয়েল | ৩–১ | ০–১ |
অলিম্পিয়া লিউব্লিয়ানা | ০–১ | গারাবায় | ০–১ | ০–০ |
এফ৯১ দিদলিয়াজ | ২–৩ | এমওএল ভিদি | ১–১ | ১–২ |
দ্রিতা | ০–৫ | মালমো এফএফ | ০–৩ | ০–২ |
ভাইকিঙ্গুর গোতা | ২–৫[ক] | এইচজেকে | ১–২ | ১–৩ |
লুডোগরেটস রাজগ্রাড | ৯–০ | ক্রুসাডার্স | ৭–০ | ২–০ |
কর্ক সিটি | ০–৪ | লেগিয়া ওয়ারশ | ০–১ | ০–৩ |
ভালুর | ২–৩ | রুসনবর্গ | ১–০ | ১–৩ |
কুকেসি | ১–১ (অ্যা) | ভালেতা | ০–০ | ১–১ |
ফ্লোরা তাল্লিন | ২–৭ | হাপোয়েল বিয়ার শেভা | ১–৪ | ১–৩ |
স্পার্তাকস জুরমালা | ০–২ | রেড স্টার বেলগ্রেড | ০–০ | ০–২ |
আলাশকার্ট | ০–৬ | সেল্টিক | ০–৩ | ০–৩ |
স্পার্তাক ত্রোনাভা | ২–১ | জ্রিন্সকি মোস্তার | ১–০ | ১–১ |
আস্তানা | ৩–০ | সুতজেস্কা নিকশিচ | ১–০ | ২–০ |
দ্বিতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ১৯শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে দ্বিতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[22] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২৪ এবং ২৫শে জুলাই এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ৩১শে জুলাই এবং ১লা আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের তৃতীয় পর্বে প্রবেশ করেছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
আস্তানা | ২–১ | মিদতজিল্যান্ড | ২–১ | ০–০ |
লুডোগরেটস রাজগ্রাড | ০–১ | এমওএল ভিদি | ০–০ | ০–১ |
কুকেসি | ০–৩ | গারাবায় | ০–০ | ০–৩ |
সিএফআর ক্লুজ | ১–২ | মালমো এফএফ | ০–১ | ১–১ |
দিনামো জাগরেব | ৭–২ | হাপোয়েল বিয়ার শেভা | ৫–০ | ২–২ |
রেড স্টার বেলগ্রেড | ৫–০ | সুদুভা | ৩–০ | ২–০ |
বেট বারিসাফ | ২–১ | এইচজেকে | ০–০ | ২–১ |
শকেন্দিয়া | ১–০ | শেরিফ তিরাস্পোল | ১–০ | ০–০ |
লেগিয়া ওয়ারশ | ১–২ | স্পার্তাক ত্রোনাভা | ০–২ | ১–০ |
সেল্টিক | ৩–১ | রুসনবর্গ | ৩–১ | ০–০ |
তৃতীয় বাছাইপর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ২৩শে জুন তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে তৃতীয় বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[23] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ৭ এবং ৮ই আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ১৪ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়নস পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ পর্বে প্রবেশ করেছে; অন্যদিকে লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
সেল্টিক | ২–৩ | এইকে এথেন্স | ১–১ | ১–২ |
রেড বুল সালজবুর্গ | ৪–০ | শকেন্দিয়া | ৩–০ | ১–০ |
রেড স্টার বেলগ্রেড | ৩–২ | স্পার্তাক ত্রোনাভা | ১–১ | ২–১ (অ.স.প.) |
গারাবায় | ১–২ | বেট বারিসাফ | ০–১ | ১–১ |
আস্তানা | ০–৩ | দিনামো জাগরেব | ০–২ | ০–১ |
মালমো এফএফ | ১–১ (অ্যা) | এমওএল ভিদি | ১–১ | ০–০ |
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
স্ট্যান্ডার্ড লিজ | ২–৫ | আয়াক্স | ২–২ | ০–৩ |
বেনফিকা | ২–১ | ফেনারবাহচে | ১–০ | ১–১ |
স্লাভিয়া প্রাগ | ১–৩ | দিনামো কিভ | ১–১ | ০–২ |
পাওক | ৩–২ | স্পার্তাক মস্কো | ৩–২ | ০–০ |
প্লে-অফ পর্ব দুটি আলাদা বিভাগে বিভক্ত: চ্যাম্পিয়নস পথ (লিগ চ্যাম্পিয়নদের জন্য) এবং লিগ পথ (নন-লিগ চ্যাম্পিয়নদের জন্য)। ২০১৮ সালে ৬ই আগস্ট তারিখে, উয়েফার প্রধান সদরদপ্তর সুইজারল্যান্ডের নিওঁয়ে প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[24] এই বাছাইপর্বের প্রথম লেগের খেলা ২০১৮ সালের ২১ এবং ২২শে আগস্ট এবং দ্বিতীয় লেগের খেলা ২০১৮ সালের ২৮ এবং ২৯শে আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের চ্যাম্পিয়নস পথ এবং লিগ পথে হেরে যাওয়া দল ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে প্রবেশ করেছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
রেড স্টার বেলগ্রেড | ২–২ (অ্যা) | রেড বুল সালজবুর্গ | ০–০ | ২–২ |
বেট বারিসাফ | ২–৬ | পিএসভি আইন্দোভেন | ২–৩ | ০–৩ |
ইয়াং বয়েস | ৩–২ | দিনামো জাগরেব | ১–১ | ২–১ |
এমওএল ভিদি | ২–৩ | এইকে এথেন্স | ১–২ | ১–১ |
২০১৮ সালে ৩০শে আগস্ট, উয়েফার প্রধান সদরদপ্তর মোনাকোর গ্রিলমালদি ফোরামে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[25] সর্বমোট ৩২টি দলকে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল রয়েছে। এই ড্রয়ের অন্যতম প্রধান নিয়ম হচ্ছে যে, একই এসোসিয়েশনের দলগুলোকে পরস্পরের বিপক্ষে ড্র করা যাবে না। ড্রয়ের জন্য, দলগুলোকে ৪টি পাত্রে নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে (এই মৌসুমের শুরু উপস্থাপিত):[12]
প্রত্যেক গ্রুপে, দলগুলো প্রত্যেক দলের সাথে রাউন্ড-রবিন নিয়মে নিজস্ব মাঠে এবং অ্যাওয়ে মাঠে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের বিজয়ী দল এবং রানার-আপ দল ১৬ দলের পর্বের জন্য উন্নীত হবে, যখন প্রত্যেক গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলো ২০১৮–১৯ উয়েফা ইউরোপা লিগের ৩২ দলের পর্বে প্রবেশ করেছে। এই পর্বের ম্যাচদিনগুলো হলো: ১৮–১৯ সেপ্টেম্বর, ২–৩ অক্টোবর, ২৩–২৪ অক্টোবর, ৬–৭ নভেম্বর, ২৭–২৮ নভেম্বর এবং ১১–১২ ডিসেম্বর ২০১৮।
যেসকল ক্লাবগুলো গ্রুপ পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে তাদের যুব দলগুলোও ২০১৮–১৯ উয়েফা যুব লিগে একই দিনে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দলগুলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ পথ (শীর্ষ ৩২ এসোসিয়েশনের ঘরোয়া চ্যাম্পিয়ন দল প্লে-অফের পূর্ব পর্যন্ত আলাদা ঘরোয়া চ্যাম্পিয়নস পথে অংশগ্রহণ করেছে।
সর্বমোট ১৫টি জাতীয় এসোসিয়েশন এইবারের আসরের গ্রুপ পর্বে প্রতিনিধিত্ব করছে। ১৮৯৯ হোফেনহেইম, রেড স্টার বেলগ্রেড (১৯৯১ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন) এবং ইয়াং বয়েস এইবারের আসরের গ্রুপ পর্বে খেলার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছে (যদিও রেড স্টার বেলগ্রেড ইউরোপিয়ান কাপের গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।
টাইব্রেকার |
---|
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্নয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট), এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো খেলা শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে (নিয়ম-কানুন নিবন্ধ ১৭.০১):[12]
|
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | ডর্টমুন্ড | আতলেতিকো | ব্রুজ | মোনাকো | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বরুসিয়া ডর্টমুন্ড | ৬ | ৪ | ১ | ১ | ১০ | ২ | +৮ | ১৩[lower-alpha 1] | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ৪–০ | ০–০ | ৩–০ | |
২ | আতলেতিকো মাদ্রিদ | ৬ | ৪ | ১ | ১ | ৯ | ৬ | +৩ | ১৩[lower-alpha 1] | ২–০ | — | ৩–১ | ২–০ | ||
৩ | ক্লাব ব্রুজ | ৬ | ১ | ৩ | ২ | ৬ | ৫ | +১ | ৬ | ইউরোপা লিগে অবনমিত | ০–১ | ০–০ | — | ১–১ | |
৪ | মোনাকো | ৬ | ০ | ১ | ৫ | ২ | ১৪ | −১২ | ১ | ০–২ | ১–২ | ০–৪ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | বার্সেলোনা | টটেনহ্যাম | ইন্টার | পিএসভি | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বার্সেলোনা | ৬ | ৪ | ২ | ০ | ১৪ | ৫ | +৯ | ১৪ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ১–১ | ২–০ | ৪–০ | |
২ | টটেনহ্যাম হটস্পার | ৬ | ২ | ২ | ২ | ৯ | ১০ | −১ | ৮[lower-alpha 1] | ২–৪ | — | ১–০ | ২–১ | ||
৩ | ইন্টার মিলান | ৬ | ২ | ২ | ২ | ৬ | ৭ | −১ | ৮[lower-alpha 1] | ইউরোপা লিগে অবনমিত | ১–১ | ২–১ | — | ১–১ | |
৪ | পিএসভি আইন্দোভেন | ৬ | ০ | ২ | ৪ | ৬ | ১৩ | −৭ | ২ | ১–২ | ২–২ | ১–২ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | পারি | লিভারপুল | নাপোলি | বেলগ্রেড | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পারি সাঁ-জেরমাঁ | ৬ | ৩ | ২ | ১ | ১৭ | ৯ | +৮ | ১১ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ২–১ | ২–২ | ৬–১ | |
২ | লিভারপুল | ৬ | ৩ | ০ | ৩ | ৯ | ৭ | +২ | ৯[lower-alpha 1] | ৩–২ | — | ১–০ | ৪–০ | ||
৩ | নাপোলি | ৬ | ২ | ৩ | ১ | ৭ | ৫ | +২ | ৯[lower-alpha 1] | ইউরোপা লিগে অবনমিত | ১–১ | ১–০ | — | ৩–১ | |
৪ | রেড স্টার বেলগ্রেড | ৬ | ১ | ১ | ৪ | ৫ | ১৭ | −১২ | ৪ | ১–৪ | ২–০ | ০–০ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | পোর্তু | শালকে | গালাতাসারায় | লকোমাটিফ | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পোর্তু | ৬ | ৫ | ১ | ০ | ১৫ | ৬ | +৯ | ১৬ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ৩–১ | ১–০ | ৪–১ | |
২ | শালকে ০৪ | ৬ | ৩ | ২ | ১ | ৬ | ৪ | +২ | ১১ | ১–১ | — | ২–০ | ১–০ | ||
৩ | গালাতাসারায় | ৬ | ১ | ১ | ৪ | ৫ | ৮ | −৩ | ৪ | ইউরোপা লিগে অবনমিত | ২–৩ | ০–০ | — | ৩–০ | |
৪ | লকোমাটিফ মস্কো | ৬ | ১ | ০ | ৫ | ৪ | ১২ | −৮ | ৩ | ১–৩ | ০–১ | ২–০ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | বায়ার্ন | আয়াক্স | বেনফিকা | এইকে | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বায়ার্ন মিউনিখ | ৬ | ৪ | ২ | ০ | ১৫ | ৫ | +১০ | ১৪ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ১–১ | ৫–১ | ২–০ | |
২ | আয়াক্স | ৬ | ৩ | ৩ | ০ | ১১ | ৫ | +৬ | ১২ | ৩–৩ | — | ১–০ | ৩–০ | ||
৩ | বেনফিকা | ৬ | ২ | ১ | ৩ | ৬ | ১১ | −৫ | ৭ | ইউরোপা লিগে অবনমিত | ০–২ | ১–১ | — | ১–০ | |
৪ | এইকে এথেন্স | ৬ | ০ | ০ | ৬ | ২ | ১৩ | −১১ | ০ | ০–২ | ০–২ | ২–৩ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | সিটি | লিঁও | শাখতার | হোফেনহেইম | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ম্যানচেস্টার সিটি | ৬ | ৪ | ১ | ১ | ১৬ | ৬ | +১০ | ১৩ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ১–২ | ৬–০ | ২–১ | |
২ | লিঁও | ৬ | ১ | ৫ | ০ | ১২ | ১১ | +১ | ৮ | ২–২ | — | ২–২ | ২–২ | ||
৩ | শাখতার দোনেৎস্ক | ৬ | ১ | ৩ | ২ | ৮ | ১৬ | −৮ | ৬ | ইউরোপা লিগে অবনমিত | ০–৩ | ১–১ | — | ২–২ | |
৪ | ১৮৯৯ হোফেনহেইম | ৬ | ০ | ৩ | ৩ | ১১ | ১৪ | −৩ | ৩ | ১–২ | ৩–৩ | ২–৩ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | রিয়াল | রোমা | প্লজেন | সিএসকেএ | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | রিয়াল মাদ্রিদ | ৬ | ৪ | ০ | ২ | ১২ | ৫ | +৭ | ১২ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ৩–০ | ২–১ | ০–৩ | |
২ | রোমা | ৬ | ৩ | ০ | ৩ | ১১ | ৮ | +৩ | ৯ | ০–২ | — | ৫–০ | ৩–০ | ||
৩ | ভিক্টোরিয়া প্লজেন | ৬ | ২ | ১ | ৩ | ৭ | ১৬ | −৯ | ৭[lower-alpha 1] | ইউরোপা লিগে অবনমিত | ০–৫ | ২–১ | — | ২–২ | |
৪ | সিএসকেএ মস্কো | ৬ | ২ | ১ | ৩ | ৮ | ৯ | −১ | ৭[lower-alpha 1] | ১–০ | ১–২ | ১–২ | — |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন | ইয়ুভেন্তুস | ইউনাইটেড | ভালেনসিয়া | বয়েস | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইয়ুভেন্তুস | ৬ | ৪ | ০ | ২ | ৯ | ৪ | +৫ | ১২ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ | — | ১–২ | ১–০ | ৩–০ | |
২ | ম্যানচেস্টার ইউনাইটেড | ৬ | ৩ | ১ | ২ | ৭ | ৪ | +৩ | ১০ | ০–১ | — | ০–০ | ১–০ | ||
৩ | ভালেনসিয়া | ৬ | ২ | ২ | ২ | ৬ | ৬ | ০ | ৮ | ইউরোপা লিগে অবনমিত | ০–২ | ২–১ | — | ৩–১ | |
৪ | ইয়াং বয়েস | ৬ | ১ | ১ | ৪ | ৪ | ১২ | −৮ | ৪ | ২–১ | ০–৩ | ১–১ | — |
নকআউট পর্বে, প্রত্যেক দল বিপরীত দলের সাথে দুই লেগের হোম-এন্ড-অ্যাওয়ে খেলায় অংশগ্রহণ করবে (শুধুমাত্র ফাইনাল ব্যতীত)। এই পর্বের নিয়মাবলী নিম্নরুপ:
১৬ দলের পর্ব | কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল (১ জুন – মাদ্রিদ) | |||||||||||||||||
টটেনহ্যাম হটস্পার | ৩ | ১ | ৪ | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বরুসিয়া ডর্টমুন্ড | ০ | ০ | ০ | |||||||||||||||||
টটেনহ্যাম হটস্পার (অ্যা) | ১ | ৩ | ৪ | |||||||||||||||||
ম্যানচেস্টার সিটি | ০ | ৪ | ৪ | |||||||||||||||||
শালকে ০৪ | ২ | ০ | ২ | |||||||||||||||||
ম্যানচেস্টার সিটি | ৩ | ৭ | ১০ | |||||||||||||||||
টটেনহ্যাম হটস্পার (অ্যা) | ০ | ৩ | ৩ | |||||||||||||||||
আয়াক্স | ১ | ২ | ৩ | |||||||||||||||||
আয়াক্স | ১ | ৪ | ৫ | |||||||||||||||||
রিয়াল মাদ্রিদ | ২ | ১ | ৩ | |||||||||||||||||
আয়াক্স | ১ | ২ | ৩ | |||||||||||||||||
ইয়ুভেন্তুস | ১ | ১ | ২ | |||||||||||||||||
আতলেতিকো মাদ্রিদ | ২ | ০ | ২ | |||||||||||||||||
ইয়ুভেন্তুস | ০ | ৩ | ৩ | |||||||||||||||||
টটেনহ্যাম হটস্পার | ০ | |||||||||||||||||||
লিভারপুল | ২ | |||||||||||||||||||
ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যা) | ০ | ৩ | ৩ | |||||||||||||||||
পারি সাঁ-জেরমাঁ | ২ | ১ | ৩ | |||||||||||||||||
ম্যানচেস্টার ইউনাইটেড | ০ | ০ | ০ | |||||||||||||||||
বার্সেলোনা | ১ | ৩ | ৪ | |||||||||||||||||
লিঁও | ০ | ১ | ১ | |||||||||||||||||
বার্সেলোনা | ০ | ৫ | ৫ | |||||||||||||||||
বার্সেলোনা | ৩ | ০ | ৩ | |||||||||||||||||
লিভারপুল | ০ | ৪ | ৪ | |||||||||||||||||
লিভারপুল | ০ | ৩ | ৩ | |||||||||||||||||
বায়ার্ন মিউনিখ | ০ | ১ | ১ | |||||||||||||||||
লিভারপুল | ২ | ৪ | ৬ | |||||||||||||||||
পোর্তো | ০ | ১ | ১ | |||||||||||||||||
রোমা | ২ | ১ | ৩ | |||||||||||||||||
পোর্তো (অ.স.প.) | ১ | ৩ | ৪ |
২০১৮ সালের ১৭ই ডিসেম্বর তারিখে, এই আসরের ১৬ দলের পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।[26] ২০১৯ সালের ১২, ১৩, ১৯ এবং ২০শে ফেরুয়ারি তারিখে ১৬ দলের পর্বের প্রথম লেগ ও ৫, ৬, ১২ এবং ১৩ই মার্চ তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
শালকে ০৪ | ২–১০ | ম্যানচেস্টার সিটি | ২–৩ | ০–৭ |
আতলেতিকো মাদ্রিদ | ২–৩ | ইয়ুভেন্তুস | ২–০ | ০–৩ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ৩–৩ (অ্যা) | পারি সাঁ-জেরমাঁ | ০–২ | ৩–১ |
টটেনহ্যাম হটস্পার | ৪–০ | বরুসিয়া ডর্টমুন্ড | ৩–০ | ১–০ |
লিওঁ | ১–৫ | বার্সেলোনা | ০–০ | ১–৫ |
রোমা | ৩–৪ | পোর্তো | ২–১ | ১–৩ (অ.স.প.) |
আয়াক্স | ৫–৩ | রিয়াল মাদ্রিদ | ১–২ | ৪–১ |
লিভারপুল | ৩–১ | বায়ার্ন মিউনিখ | ০–০ | ৩–১ |
২০১৯ সালের ১৫ই মার্চ তারিখে, এই আসরের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[27] ২০১৯ সালের ৯ এবং ১০ই এপ্রিল তারিখে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ ও ১৬ এবং ১৭ই এপ্রিল তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
আয়াক্স | ৩–২ | ইয়ুভেন্তুস | ১–১ | ২–১ |
লিভারপুল | ৬–১ | পোর্তো | ২–০ | ৪–১ |
টটেনহ্যাম হটস্পার | ৪–৪ (অ্যা) | ম্যানচেস্টার সিটি | ১–০ | ৩–৪ |
ম্যানচেস্টার ইউনাইটেড | ০–৪[upper-alpha 1] | বার্সেলোনা | ০–১ | ০–৩ |
নোট
২০১৯ সালের ১৯শে এপ্রিল তারিখে, এই আসরের সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।[28] ২০১৯ সালের ৩০শে এপ্রিল এবং ১লা মে তারিখে সেমি-ফাইনালের প্রথম লেগ ও ৭ এবং ৮ই মে তারিখে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হয়েছে।
দল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
টটেনহ্যাম হটস্পার | ৩–৩ (অ্যা) | আয়াক্স | ০–১ | ৩–২ |
বার্সেলোনা | ৩–৪ | লিভারপুল | ৩–০ | ০–৪ |
২০১৯ সালের ১লা জুন তারিখে, স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেত্রপলিতানোয় এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনালের ড্রয়ের পর একটি আলাদা ড্রয়ের মাধ্যমে "হোম" দল (প্রশাসনিক উদ্দেশ্যের জন্য) নির্ধারণ করা হয়েছে।
খেলোয়াড়সর্বোচ্চ গোলদাতা
|
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.