Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[২] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[৩] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[৪]
মৌসুম | ২০১৭-১৮ (১৮ আগস্ট ২০১৭ - ২০ মে ২০১৮) |
---|---|
চ্যাম্পিয়ন | বার্সেলোনা (২৫ তম শিরোপা) |
অবনমন | দেপোর্তিবো লা করুনা
লাস পালমাস মালাগা |
২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ | বার্সেলোনা
আতলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ভালেনসিয়া |
২০১৮-১৯ উয়েফা ইউরোপা লীগ | ভিয়ারিয়াল
রিয়াল বেটিস সেভিয়া |
মোট খেলা | ৩৮০ |
মোট গোলসংখ্যা | ১০২৪ (ম্যাচ প্রতি ২.৬৯টি) |
শীর্ষ গোলদাতা | লিওনেল মেসি (৩৪ গোল) |
সেরা গোলরক্ষক | ইয়ান ওবলাক (০.৫৯ গোল/ম্যাচ) |
সবচেয়ে বড় হোম জয় | জিরোনা ৬-০ লাস পালমাস (১৩ই জানুয়ারি ২০১৮) রিয়াল মাদ্রিদ ৭-১ দেপোর্তিবো লা করুনা (২১ই জানুয়ারি ২০১৮) রিয়াল মাদ্রিদ ৬-০ সেলতা বিগো (১২ই মে ২০১৮) |
সর্বোচ্চ স্কোরিং | রিয়াল বেটিস ৩-৬ ভালেনসিয়া (১৫ অক্টোবর ২০১৭) লেভান্তে ৫-৪ বার্সেলোনা |
দীর্ঘতম টানা জয় | ৮ ম্যাচ[১] ভালেনসিয়া |
দীর্ঘতম টানা অপরাজিত | ৩৬ ম্যাচ[১] বার্সেলোনা |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১৬ ম্যাচ[১] লাস পালমাস |
দীর্ঘতম টানা পরাজয় | ৮ ম্যাচ[১] লাস পালমাস |
সর্বোচ্চ উপস্থিতি | ৯৭,৯৩৯ বার্সেলোনা ২-২ রিয়াল মাদ্রিদ (৬ মে ২০১৮)[১] |
সর্বনিম্ন উপস্থিতি | ৪,০৫৬ এইবার ১-০ ভিয়ারিয়াল (২৮ ফেব্রুয়ারি ২০১৮) |
মোট উপস্থিতি | ১০,২২১,১৮২[১] |
গড় উপস্থিতি | ২৬,৯৬৮[১] |
← ২০১৬–১৭ ২০১৮–১৯ →
সব পরিসংখ্যান ২০ মে ২০১৮ অনুযায়ী সঠিক। |
সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।
লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[৫] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[৬] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[৭]
এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।
আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।
দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[৮]
লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[৯]
দল | অবস্থান | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
---|---|---|---|
আলাভেস | ভিটরিয়া-গাস্টিজ | মেন্ডিজোরোৎজা | ১৯,৮৪০[১০] |
অ্যাথলেতিক বিলবাও | বিলবাও | সান ম্যামেস | ৫৩,২৮৯[১১] |
আতলেতিকো মাদ্রিদ | মাদ্রিদ | ওয়ান্ডা মেট্রোপলিটানো | ৬৭,৭০৩[১২] |
বার্সেলোনা | বার্সেলোনা | কাম্প ন্যু | ৯৯,৩৫৪[১৩] |
সেলতা বিগো | ভিগো | বালাইডস | ২৯,০০০[১৪] |
দেপর্তিভো লা করুনা | আ করুনা | আবাঙ্কা-রিয়াজর | ৩২,৯১২[১৫] |
এইবার | এইবার | ইপুরুয়া | ৭,০৮৩[১৬] |
এস্পানিওল | বার্সেলোনা | আরসিডিই স্টেডিয়াম | ৪০,৫০০[১৭] |
গেতাফে | গেতাফে | কলিসীয়াম আলফনসো পেরেজ | ১৭,০০০[১৮] |
জিরোনা | জিরোনা | মন্টিলিভি | ১৩,৫০০[৯] |
লাস পালমাস | লাস পালমাস | গ্রান কানারিয়া | ৩২,৪০০[১৯] |
লেগানেস | লেগানেস | বুটারকি | ১১,৪৫৪[২০] |
লেভান্তে | ভালেনসিয়া | কিউটাট দে ভালেনসিয়া | ২৬,৩৫৪[২১] |
মালাগা | মালাগা | লা রোসালেডা | ৩০,০৪৪[২২] |
রিয়াল বেটিস | সেভিলে | বেনিটো ভিয়ামারিন | ৬০,৭২০[২৩] |
রিয়াল মাদ্রিদ | মাদ্রিদ | সান্তিয়াগো বার্নাব্যু | ৮১,০৪৪[২৪] |
রিয়াল সোসিয়েদাদ | সান সেবাস্টিয়ান | আনোয়েটা | ৩২,০০০[২৫] |
সেভিয়া | সেভিলে | রামন সানচেজ পিজুয়ান | ৪২,৭১৪[২৬] |
ভালেনসিয়া | ভালেনসিয়া | মেস্টালা | ৪৯,৫০০[২৭] |
ভিয়ারিয়াল | ভিয়ারিয়াল | এস্তাদিও দে লা কেরামিকা | ২৪,৮৯০[২৮] |
দল | ম্যানেজার | অধিনায়ক | কিট প্রস্তুতকারক | শার্ট স্পনসর |
---|---|---|---|---|
আলাভেস | লুইস জুবেলদিয়া | মানু গার্সিয়া | কেলমে | এলইএ, আলাভা,১ ইউসকালটেল৩ |
অ্যাথলেতিক বিলবাও | হোসে এঞ্জেল জিগান্ডা | মার্কেল সুসাইয়েটা | নিউ ব্যালেন্স | কুটক্সাব্যাংক |
আতলেতিকো মাদ্রিদ | দিয়েগো সিমেওনে | গ্যাবি | নাইকি | প্লাস৫০০ |
বার্সেলোনা | আর্নেস্তো ভালভার্দে | আন্দ্রেস ইনিয়েস্তা | নাইকি | রাকুটেন, ইউনিসেফ,১ বেকো২ |
সেলতা বিগো | হুয়ান কার্লোস উনজু | হুগো মালো | আডিডাস | এস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, লুকিয়া,১ আবাঙ্কা৩ |
দেপর্তিভো লা করুনা | পেপে মেল | পেড্রো মস্কেরা | ম্যাক্রন | এস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, আবাঙ্কা,১ লুকিয়া২ |
এইবার | হোসে লুইস মেন্ডিলিবার | দানি গার্সিয়া | পুমা | এভিআইএ, উইকো১ |
এস্পানিওল | কুইকু সানচেজ ফ্লোরেস | জাভি লোপেজ | জোমা | রাস্টার গ্রুপ, ইনজু,১ রিভেইরা মায়া৩ |
গেতাফে | হোসে বর্ডালাস | মেহদী লাকেন | জোমা | টেকনোকাসা গ্রুপ |
জিরোনা | পাবলো মাচিন | ইলোই আমাগাত | আমব্রো | স্টারক্যাসিনো,১ কোস্টা ব্রাভা৩ |
লাস পালমাস | মানোলো মারকুয়েজ | ডেভিড গার্সিয়া | আকেরবিস | গ্রান কানারিয়া, কালিসে মেনরকুইনা,২ বিন্টার কানারিয়াস,৩ বিকর্ডিয়াল স্পোর্টস৩ |
লেগানেস | অ্যাসিয়ের গারিটানো | মার্টিন ম্যান্টভানি | জোমা | গোল্ডেনপার্ক,১ স্যামবিল আউটলেট মাদ্রিদ২ |
লেভান্তে | হুয়ান মুনিজ | পেড্রো লোপেজ | ম্যাক্রন | ভালেনসিয়া,১ বালেয়ারিয়া১ |
মালাগা | মিশেল | রেসিও | নাইকি | ম্যারাথনবেট, বেনাহাভিস১ |
রিয়াল বেটিস | কুইকু সেটিয়েন | জোয়াকুইন | আডিডাস | উইকো,১ রিয়ালে সেগুরোস২ |
রিয়াল মাদ্রিদ | জিনেদিন জিদান | সার্জিও রামোস | আডিডাস | এমিরেট্স |
রিয়াল সোসিয়েদাদ | ইউসেবিও স্যাক্রিস্ট্যান | জাবি প্রিয়েটো | আডিডাস | কিউবাও.কম, কুটক্সাব্যাংক১ |
সেভিয়া | এডুয়ার্ডো বেরিজ্জো | নিকোলাস পারেজা | নিউ ব্যালেন্স | প্লেডাব্লিউএসওপি.কম |
ভালেনসিয়া | মার্সেলিনো | ড্যানিয়েল পারেজো | আডিডাস | বিএলইউ, বিইন স্পোর্টস,১ আলফা রোমিও৩ |
ভিয়ারিয়াল | ফ্রান এস্ক্রিবা | ব্রুনো | জোমা | পামেসা কেরামেরিকা |
দল | বিদায়ী ম্যানেজার | প্রস্থানের পদ্ধতি | কর্মখালির তারিখ | টেবিলে অবস্থান | আগন্তুক ম্যানেজার | নিযুক্তির তারিখ |
---|---|---|---|---|---|---|
অ্যাথলেতিক বিলবাও | আর্নেস্তো ভালভার্দে | পদত্যাগ | ২৩ মে ২০১৭[২৯] | প্রাক-মৌসুম | হোসে এঞ্জেল জিগান্ডা | ২৪ মে ২০১৭[৩০] |
বার্সেলোনা | লুইস এনরিক | চুক্তি শেষ | ২৯ মে ২০১৭ | আর্নেস্তো ভালভার্দে | ২৯ মে ২০১৭[৩১] | |
লাস পালমাস | কুইকু সেটিয়েন | ৩০ জুন ২০১৭ | ম্যানুয়েল মারকুয়েজ | ৩ জুলাই ২০১৭[৩২] | ||
ভালেনসিয়া | ভোরো | অন্তর্বর্তী সময় শেষ | ২১ মে ২০১৭ | মার্সেলিনো | ১১ মে ২০১৭[৩৩] | |
রিয়াল বেটিস | অ্যালেক্সিস ট্রুজিলো | ২৬ মে ২০১৭ | কুইকু সেটিয়েন | ২৬ মে ২০১৭[৩৪] | ||
সেলতা বিগো | এডুয়ার্ডো বেরিজ্জো | চুক্তি শেষ | ৩০ জুন ২০১৭[৩৫] | হুয়ান কার্লোস উনজু | ২৮ মে ২০১৭[৩৬] | |
সেভিয়া | হোর্হে সাম্পাওলি | আর্জেন্টিনা দ্বারা স্বাক্ষরিত | ২০ মে ২০১৭[৩৭] | এডুয়ার্ডো বেরিজ্জো | ১ জুন ২০১৭[৩৮] | |
আলাভেস | মৌরিসিও পেলেগ্রিনো | পদত্যাগ | ২৯ মে ২০১৭[৩৯] | লুইস জুবেলদিয়া | ১৭ জুন ২০১৭[৪০] |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বার্সেলোনা (C) | ৩৮ | ২৮ | ৯ | ১ | ৯৯ | ২৯ | +৭০ | ৯৩ | চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত |
২ | আতলেতিকো মাদ্রিদ | ৩৮ | ২৩ | ১০ | ৫ | ৫৮ | ২২ | +৩৬ | ৭৯ | |
৩ | রিয়াল মাদ্রিদ | ৩৮ | ২২ | ১০ | ৬ | ৯৪ | ৪৪ | +৫০ | ৭৬ | |
৪ | ভালেনসিয়া | ৩৮ | ২২ | ৭ | ৯ | ৬৫ | ৩৮ | +২৭ | ৭৩ | |
৫ | ভিয়ারিয়াল | ৩৮ | ১৮ | ৭ | ১৩ | ৫৭ | ৫০ | +৭ | ৬১ | ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত[ক] |
৬ | রিয়াল বেটিস | ৩৮ | ১৮ | ৬ | ১৪ | ৬০ | ৬১ | −১ | ৬০ | |
৭ | সেভিয়া | ৩৮ | ১৭ | ৭ | ১৪ | ৪৯ | ৫৮ | −৯ | ৫৮ | ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত[ক] |
৮ | গেতাফে | ৩৮ | ১৫ | ১০ | ১৩ | ৪২ | ৩৩ | +৯ | ৫৫ | |
৯ | এইবার | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | ৪৪ | ৫০ | −৬ | ৫১[খ] | |
১০ | জিরোনা | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | ৫০ | ৫৯ | −৯ | ৫১[খ] | |
১১ | এস্পানিওল | ৩৮ | ১২ | ১৩ | ১৩ | ৩৬ | ৪২ | −৬ | ৪৯[গ] | |
১২ | রিয়াল সোসিয়েদাদ | ৩৮ | ১৪ | ৭ | ১৭ | ৬৬ | ৫৯ | +৭ | ৪৯[গ] | |
১৩ | সেল্টা ভিগো | ৩৮ | ১৩ | ১০ | ১৫ | ৫৯ | ৬০ | −১ | ৪৯[গ] | |
১৪ | আলাবেস | ৩৮ | ১৫ | ২ | ২১ | ৪০ | ৫০ | −১০ | ৪৭ | |
১৫ | লেভান্তে | ৩৮ | ১১ | ১৩ | ১৪ | ৪৪ | ৫৮ | −১৪ | ৪৬ | |
১৬ | অ্যাথলেটিক বিলবাও | ৩৮ | ১০ | ১৩ | ১৫ | ৪১ | ৪৯ | −৮ | ৪৩[ঘ] | |
১৭ | লেগানেস | ৩৮ | ১২ | ৭ | ১৯ | ৩৪ | ৫১ | −১৭ | ৪৩[ঘ] | |
১৮ | দেপর্তিভো লা করুনা (R) | ৩৮ | ৬ | ১১ | ২১ | ৩৮ | ৭৬ | −৩৮ | ২৯ | সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত |
১৯ | লাস পালমাস (R) | ৩৮ | ৫ | ৭ | ২৬ | ২৪ | ৭৪ | −৫০ | ২২ | |
২০ | মালাগা (R) | ৩৮ | ৫ | ৫ | ২৮ | ২৪ | ৬১ | −৩৭ | ২০ |
৯৩
ভালেনসিয়া | ১-০ | লাস পালমাস |
---|---|---|
|
প্রতিবেদন |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | লিওনেল মেসি | বার্সেলোনা | ৩৪ |
২ | ক্রিশ্চিয়ানো রোনালদো | রিয়াল মাদ্রিদ | ২৬ |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | এসিস্টস |
---|---|---|---|
১ | জর্দি আলবা | বার্সেলোনা | ৩ |
আন্দ্রেস গুয়ার্দাদো | রিয়াল বেটিস | ||
ইনাকি উইলিয়ামস | অ্যাথলেতিক বিলবাও | ||
২ | ইয়ানিক কারাস্কো | আতলেতিকো মাদ্রিদ | ২ |
জাবি প্রিয়েতো | রিয়াল সোসিয়েদাদ | ||
ইভান রাকিতিচ | বার্সেলোনা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.