২০১৭–১৮ লা লিগা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[২] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[৩] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[৪]
মৌসুম | ২০১৭-১৮ (১৮ আগস্ট ২০১৭ - ২০ মে ২০১৮) |
---|---|
চ্যাম্পিয়ন | বার্সেলোনা (২৫ তম শিরোপা) |
অবনমন | দেপোর্তিবো লা করুনা
লাস পালমাস মালাগা |
২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ | বার্সেলোনা
আতলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ভালেনসিয়া |
২০১৮-১৯ উয়েফা ইউরোপা লীগ | ভিয়ারিয়াল
রিয়াল বেটিস সেভিয়া |
মোট খেলা | ৩৮০ |
মোট গোলসংখ্যা | ১০২৪ (ম্যাচ প্রতি ২.৬৯টি) |
শীর্ষ গোলদাতা | লিওনেল মেসি (৩৪ গোল) |
সেরা গোলরক্ষক | ইয়ান ওবলাক (০.৫৯ গোল/ম্যাচ) |
সবচেয়ে বড় স্বাগতিক জয় | জিরোনা ৬-০ লাস পালমাস (১৩ই জানুয়ারি ২০১৮) রিয়াল মাদ্রিদ ৭-১ দেপোর্তিবো লা করুনা (২১ই জানুয়ারি ২০১৮) রিয়াল মাদ্রিদ ৬-০ সেলতা বিগো (১২ই মে ২০১৮) |
সবচেয়ে বড় অতিথি জয় | লেভান্তে ০-৫ আতলেতিকো মাদ্রিদ (২৫ নভেম্বর ২০১৭) রিয়াল বেতিস ০-৫ বার্সেলোনা (২১ জানুয়ারি ২০১৮) |
সর্বোচ্চ স্কোরিং | রিয়াল বেটিস ৩-৬ ভালেনসিয়া (১৫ অক্টোবর ২০১৭) লেভান্তে ৫-৪ বার্সেলোনা |
দীর্ঘতম টানা জয় | ৮ ম্যাচ[১] ভালেনসিয়া |
দীর্ঘতম টানা অপরাজিত | ৩৬ ম্যাচ[১] বার্সেলোনা |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১৬ ম্যাচ[১] লাস পালমাস |
দীর্ঘতম টানা পরাজয় | ৮ ম্যাচ[১] লাস পালমাস |
সর্বোচ্চ উপস্থিতি | ৯৭,৯৩৯ বার্সেলোনা ২-২ রিয়াল মাদ্রিদ (৬ মে ২০১৮)[১] |
সর্বনিম্ন উপস্থিতি | ৪,০৫৬ এইবার ১-০ ভিয়ারিয়াল (২৮ ফেব্রুয়ারি ২০১৮) |
মোট উপস্থিতি | ১০,২২১,১৮২[১] |
গড় উপস্থিতি | ২৬,৯৬৮[১] |
← ২০১৬–১৭ ২০১৮–১৯ →
সব পরিসংখ্যান ২০ মে ২০১৮ অনুযায়ী সঠিক। |
দলসমূহ
সারাংশ
প্রসঙ্গ
উন্নতি এবং অবনতি (প্রাক-মৌসুম)
সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।
লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[৫] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[৬] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[৭]
এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।
স্টেডিয়াম এবং অবস্থান
আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।
দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[৮]
লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[৯]
দল | অবস্থান | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
---|---|---|---|
আলাভেস | ভিটরিয়া-গাস্টিজ | মেন্ডিজোরোৎজা | ১৯,৮৪০[১০] |
অ্যাথলেতিক বিলবাও | বিলবাও | সান ম্যামেস | ৫৩,২৮৯[১১] |
আতলেতিকো মাদ্রিদ | মাদ্রিদ | ওয়ান্ডা মেট্রোপলিটানো | ৬৭,৭০৩[১২] |
বার্সেলোনা | বার্সেলোনা | কাম্প ন্যু | ৯৯,৩৫৪[১৩] |
সেলতা বিগো | ভিগো | বালাইডস | ২৯,০০০[১৪] |
দেপর্তিভো লা করুনা | আ করুনা | আবাঙ্কা-রিয়াজর | ৩২,৯১২[১৫] |
এইবার | এইবার | ইপুরুয়া | ৭,০৮৩[১৬] |
এস্পানিওল | বার্সেলোনা | আরসিডিই স্টেডিয়াম | ৪০,৫০০[১৭] |
গেতাফে | গেতাফে | কলিসীয়াম আলফনসো পেরেজ | ১৭,০০০[১৮] |
জিরোনা | জিরোনা | মন্টিলিভি | ১৩,৫০০[৯] |
লাস পালমাস | লাস পালমাস | গ্রান কানারিয়া | ৩২,৪০০[১৯] |
লেগানেস | লেগানেস | বুটারকি | ১১,৪৫৪[২০] |
লেভান্তে | ভালেনসিয়া | কিউটাট দে ভালেনসিয়া | ২৬,৩৫৪[২১] |
মালাগা | মালাগা | লা রোসালেডা | ৩০,০৪৪[২২] |
রিয়াল বেটিস | সেভিলে | বেনিটো ভিয়ামারিন | ৬০,৭২০[২৩] |
রিয়াল মাদ্রিদ | মাদ্রিদ | সান্তিয়াগো বার্নাব্যু | ৮১,০৪৪[২৪] |
রিয়াল সোসিয়েদাদ | সান সেবাস্টিয়ান | আনোয়েটা | ৩২,০০০[২৫] |
সেভিয়া | সেভিলে | রামন সানচেজ পিজুয়ান | ৪২,৭১৪[২৬] |
ভালেনসিয়া | ভালেনসিয়া | মেস্টালা | ৪৯,৫০০[২৭] |
ভিয়ারিয়াল | ভিয়ারিয়াল | এস্তাদিও দে লা কেরামিকা | ২৪,৮৯০[২৮] |
কর্মী এবং স্পনসরশিপ
দল | ম্যানেজার | অধিনায়ক | কিট প্রস্তুতকারক | শার্ট স্পনসর |
---|---|---|---|---|
আলাভেস | ![]() | ![]() | কেলমে | এলইএ, আলাভা,১ ইউসকালটেল৩ |
অ্যাথলেতিক বিলবাও | ![]() | ![]() | নিউ ব্যালেন্স | কুটক্সাব্যাংক |
আতলেতিকো মাদ্রিদ | ![]() | ![]() | নাইকি | প্লাস৫০০ |
বার্সেলোনা | ![]() | ![]() | নাইকি | রাকুটেন, ইউনিসেফ,১ বেকো২ |
সেলতা বিগো | ![]() | ![]() | আডিডাস | এস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, লুকিয়া,১ আবাঙ্কা৩ |
দেপর্তিভো লা করুনা | ![]() | ![]() | ম্যাক্রন | এস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, আবাঙ্কা,১ লুকিয়া২ |
এইবার | ![]() | ![]() | পুমা | এভিআইএ, উইকো১ |
এস্পানিওল | ![]() | ![]() | জোমা | রাস্টার গ্রুপ, ইনজু,১ রিভেইরা মায়া৩ |
গেতাফে | ![]() | ![]() | জোমা | টেকনোকাসা গ্রুপ |
জিরোনা | ![]() | ![]() | আমব্রো | স্টারক্যাসিনো,১ কোস্টা ব্রাভা৩ |
লাস পালমাস | ![]() | ![]() | আকেরবিস | গ্রান কানারিয়া, কালিসে মেনরকুইনা,২ বিন্টার কানারিয়াস,৩ বিকর্ডিয়াল স্পোর্টস৩ |
লেগানেস | ![]() | ![]() | জোমা | গোল্ডেনপার্ক,১ স্যামবিল আউটলেট মাদ্রিদ২ |
লেভান্তে | ![]() | ![]() | ম্যাক্রন | ভালেনসিয়া,১ বালেয়ারিয়া১ |
মালাগা | ![]() | ![]() | নাইকি | ম্যারাথনবেট, বেনাহাভিস১ |
রিয়াল বেটিস | ![]() | ![]() | আডিডাস | উইকো,১ রিয়ালে সেগুরোস২ |
রিয়াল মাদ্রিদ | ![]() | ![]() | আডিডাস | এমিরেট্স |
রিয়াল সোসিয়েদাদ | ![]() | ![]() | আডিডাস | কিউবাও.কম, কুটক্সাব্যাংক১ |
সেভিয়া | ![]() | ![]() | নিউ ব্যালেন্স | প্লেডাব্লিউএসওপি.কম |
ভালেনসিয়া | ![]() | ![]() | আডিডাস | বিএলইউ, বিইন স্পোর্টস,১ আলফা রোমিও৩ |
ভিয়ারিয়াল | ![]() | ![]() | জোমা | পামেসা কেরামেরিকা |
ম্যানেজার পরিবর্তন
দল | বিদায়ী ম্যানেজার | প্রস্থানের পদ্ধতি | কর্মখালির তারিখ | টেবিলে অবস্থান | আগন্তুক ম্যানেজার | নিযুক্তির তারিখ |
---|---|---|---|---|---|---|
অ্যাথলেতিক বিলবাও | ![]() | পদত্যাগ | ২৩ মে ২০১৭[২৯] | প্রাক-মৌসুম | ![]() | ২৪ মে ২০১৭[৩০] |
বার্সেলোনা | ![]() | চুক্তি শেষ | ২৯ মে ২০১৭ | ![]() | ২৯ মে ২০১৭[৩১] | |
লাস পালমাস | ![]() | ৩০ জুন ২০১৭ | ![]() | ৩ জুলাই ২০১৭[৩২] | ||
ভালেনসিয়া | ![]() | অন্তর্বর্তী সময় শেষ | ২১ মে ২০১৭ | ![]() | ১১ মে ২০১৭[৩৩] | |
রিয়াল বেটিস | ![]() | ২৬ মে ২০১৭ | ![]() | ২৬ মে ২০১৭[৩৪] | ||
সেলতা বিগো | ![]() | চুক্তি শেষ | ৩০ জুন ২০১৭[৩৫] | ![]() | ২৮ মে ২০১৭[৩৬] | |
সেভিয়া | ![]() | আর্জেন্টিনা দ্বারা স্বাক্ষরিত | ২০ মে ২০১৭[৩৭] | ![]() | ১ জুন ২০১৭[৩৮] | |
আলাভেস | ![]() | পদত্যাগ | ২৯ মে ২০১৭[৩৯] | ![]() | ১৭ জুন ২০১৭[৪০] |
লীগ টেবিল
সারাংশ
প্রসঙ্গ
পয়েন্ট তালিকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বার্সেলোনা (C) | ৩৮ | ২৮ | ৯ | ১ | ৯৯ | ২৯ | +৭০ | ৯৩ | চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত |
২ | আতলেতিকো মাদ্রিদ | ৩৮ | ২৩ | ১০ | ৫ | ৫৮ | ২২ | +৩৬ | ৭৯ | |
৩ | রিয়াল মাদ্রিদ | ৩৮ | ২২ | ১০ | ৬ | ৯৪ | ৪৪ | +৫০ | ৭৬ | |
৪ | ভালেনসিয়া | ৩৮ | ২২ | ৭ | ৯ | ৬৫ | ৩৮ | +২৭ | ৭৩ | |
৫ | ভিয়ারিয়াল | ৩৮ | ১৮ | ৭ | ১৩ | ৫৭ | ৫০ | +৭ | ৬১ | ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত[ক] |
৬ | রিয়াল বেটিস | ৩৮ | ১৮ | ৬ | ১৪ | ৬০ | ৬১ | −১ | ৬০ | |
৭ | সেভিয়া | ৩৮ | ১৭ | ৭ | ১৪ | ৪৯ | ৫৮ | −৯ | ৫৮ | ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত[ক] |
৮ | গেতাফে | ৩৮ | ১৫ | ১০ | ১৩ | ৪২ | ৩৩ | +৯ | ৫৫ | |
৯ | এইবার | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | ৪৪ | ৫০ | −৬ | ৫১[খ] | |
১০ | জিরোনা | ৩৮ | ১৪ | ৯ | ১৫ | ৫০ | ৫৯ | −৯ | ৫১[খ] | |
১১ | এস্পানিওল | ৩৮ | ১২ | ১৩ | ১৩ | ৩৬ | ৪২ | −৬ | ৪৯[গ] | |
১২ | রিয়াল সোসিয়েদাদ | ৩৮ | ১৪ | ৭ | ১৭ | ৬৬ | ৫৯ | +৭ | ৪৯[গ] | |
১৩ | সেল্টা ভিগো | ৩৮ | ১৩ | ১০ | ১৫ | ৫৯ | ৬০ | −১ | ৪৯[গ] | |
১৪ | আলাবেস | ৩৮ | ১৫ | ২ | ২১ | ৪০ | ৫০ | −১০ | ৪৭ | |
১৫ | লেভান্তে | ৩৮ | ১১ | ১৩ | ১৪ | ৪৪ | ৫৮ | −১৪ | ৪৬ | |
১৬ | অ্যাথলেটিক বিলবাও | ৩৮ | ১০ | ১৩ | ১৫ | ৪১ | ৪৯ | −৮ | ৪৩[ঘ] | |
১৭ | লেগানেস | ৩৮ | ১২ | ৭ | ১৯ | ৩৪ | ৫১ | −১৭ | ৪৩[ঘ] | |
১৮ | দেপর্তিভো লা করুনা (R) | ৩৮ | ৬ | ১১ | ২১ | ৩৮ | ৭৬ | −৩৮ | ২৯ | সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত |
১৯ | লাস পালমাস (R) | ৩৮ | ৫ | ৭ | ২৬ | ২৪ | ৭৪ | −৫০ | ২২ | |
২০ | মালাগা (R) | ৩৮ | ৫ | ৫ | ২৮ | ২৪ | ৬১ | −৩৭ | ২০ |
উৎস: লা লিগা, সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট।[৪১]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট।[৪১]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
- যেহেতু ২০১৭–১৮ কোপা দেল রে-এর বিজয়ী বার্সেলোনা লীগ পজিশনের ভিত্তিতে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই কাপ বিজয়ীদের (ইউরোপা লীগের গ্রুপ পর্ব) স্থানটি ষষ্ঠ স্থান অধিকারী দল পেয়েছিল এবং ষষ্ঠ স্থান অধিকারী দলের (ইউরোপা লীগের দ্বিতীয় বাছাই পর্ব) প্রাপ্ত স্থানটি সপ্তম স্থানে রাখা দল পেয়েছিল।
৯৩
রাউন্ড শেষে অবস্থান
ফলাফল
ম্যাচডে ১
এস্তাদিও মুনিসিপাল দে বুটারকি, লেগানেস
দর্শক সংখ্যা: ৯,২৩১
রেফারি: মুনুয়েরা মন্টেরো
ভালেনসিয়া | ১-০ | লাস পালমাস |
---|---|---|
|
প্রতিবেদন |
পরিসংখ্যান
স্কোরিং
সর্বোচ্চ গোলদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৩]
সর্বোচ্চ এসিস্টস
- ১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৪]
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | ![]() | বার্সেলোনা | ৩৪ |
২ | ![]() | রিয়াল মাদ্রিদ | ২৬ |
অবস্থান | খেলোয়াড় | ক্লাব | এসিস্টস |
---|---|---|---|
১ | ![]() |
বার্সেলোনা | ৩ |
![]() |
রিয়াল বেটিস | ||
![]() |
অ্যাথলেতিক বিলবাও | ||
২ | ![]() |
আতলেতিকো মাদ্রিদ | ২ |
![]() |
রিয়াল সোসিয়েদাদ | ||
![]() |
বার্সেলোনা |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.