শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৭–১৮ লা লিগা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[২] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[৩] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[৪]
Remove ads
Remove ads
দলসমূহ
সারাংশ
প্রসঙ্গ
উন্নতি এবং অবনতি (প্রাক-মৌসুম)
সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।
লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[৫] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[৬] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[৭]
এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।
স্টেডিয়াম এবং অবস্থান
আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।
দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[৮]
লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[৯]
কর্মী এবং স্পনসরশিপ
ম্যানেজার পরিবর্তন
Remove ads
লীগ টেবিল
সারাংশ
প্রসঙ্গ
পয়েন্ট তালিকা
উৎস: লা লিগা, সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট।[৪১]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট।[৪১]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
- যেহেতু ২০১৭–১৮ কোপা দেল রে-এর বিজয়ী বার্সেলোনা লীগ পজিশনের ভিত্তিতে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই কাপ বিজয়ীদের (ইউরোপা লীগের গ্রুপ পর্ব) স্থানটি ষষ্ঠ স্থান অধিকারী দল পেয়েছিল এবং ষষ্ঠ স্থান অধিকারী দলের (ইউরোপা লীগের দ্বিতীয় বাছাই পর্ব) প্রাপ্ত স্থানটি সপ্তম স্থানে রাখা দল পেয়েছিল।
৯৩
রাউন্ড শেষে অবস্থান
ফলাফল
ম্যাচডে ১
এস্তাদিও মুনিসিপাল দে বুটারকি, লেগানেস
দর্শক সংখ্যা: ৯,২৩১
রেফারি: মুনুয়েরা মন্টেরো
Remove ads
পরিসংখ্যান
স্কোরিং
সর্বোচ্চ গোলদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৩]
সর্বোচ্চ এসিস্টস
- ১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads