২০১৭–১৮ লা লিগা

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০১৭–১৮ লা লিগা, স্পন্সরজনিত কারণে লা লিগা সানতান্দের নামেও পরিচিত,[] এটি লা লিগার ৮৭তম আসর। এই আসর ১৮ আগস্ট ২০১৭ সালে শুরু হয়েছে এবং ২০ মে ২০১৮ সালে সমাপ্ত হবে।[] এই আসরের সময়সূচী ২১ জুলাই ২০১৭ সালে ঘোষণা করা হয়।[]

দ্রুত তথ্য মৌসুম, চ্যাম্পিয়ন ...
লা লিগা
মৌসুম২০১৭-১৮ (১৮ আগস্ট ২০১৭ - ২০ মে ২০১৮)
চ্যাম্পিয়নবার্সেলোনা (২৫ তম শিরোপা)
অবনমনদেপোর্তিবো লা করুনা

লাস পালমাস

মালাগা
২০১৮-১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগবার্সেলোনা

আতলেটিকো মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ

ভালেনসিয়া
২০১৮-১৯ উয়েফা ইউরোপা লীগভিয়ারিয়াল

রিয়াল বেটিস

সেভিয়া
মোট খেলা৩৮০
মোট গোলসংখ্যা১০২৪ (ম্যাচ প্রতি ২.৬৯টি)
শীর্ষ গোলদাতা লিওনেল মেসি (৩৪ গোল)
সেরা গোলরক্ষকইয়ান ওবলাক (০.৫৯ গোল/ম্যাচ)
সবচেয়ে বড় স্বাগতিক জয়জিরোনা ৬-০ লাস পালমাস
(১৩ই জানুয়ারি ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৭-১ দেপোর্তিবো লা করুনা
(২১ই জানুয়ারি ২০১৮)
রিয়াল মাদ্রিদ ৬-০ সেলতা বিগো
(১২ই মে ২০১৮)
সবচেয়ে বড় অতিথি জয়লেভান্তে ০-৫ আতলেতিকো মাদ্রিদ
(২৫ নভেম্বর ২০১৭)
রিয়াল বেতিস ০-৫ বার্সেলোনা
(২১ জানুয়ারি ২০১৮)
সর্বোচ্চ স্কোরিংরিয়াল বেটিস ৩-৬ ভালেনসিয়া
(১৫ অক্টোবর ২০১৭) লেভান্তে ৫-৪ বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়৮ ম্যাচ[]
ভালেনসিয়া
দীর্ঘতম টানা অপরাজিত৩৬ ম্যাচ[] বার্সেলোনা
দীর্ঘতম টানা জয়বিহীন১৬ ম্যাচ[]
লাস পালমাস
দীর্ঘতম টানা পরাজয়৮ ম্যাচ[]
লাস পালমাস
সর্বোচ্চ উপস্থিতি৯৭,৯৩৯
বার্সেলোনা ২-২ রিয়াল মাদ্রিদ
(৬ মে ২০১৮)[]
সর্বনিম্ন উপস্থিতি৪,০৫৬
এইবার ১-০ ভিয়ারিয়াল
(২৮ ফেব্রুয়ারি ২০১৮)
মোট উপস্থিতি১০,২২১,১৮২[]
গড় উপস্থিতি২৬,৯৬৮[]
সব পরিসংখ্যান ২০ মে ২০১৮ অনুযায়ী সঠিক।
বন্ধ

দলসমূহ

সারাংশ
প্রসঙ্গ

উন্নতি এবং অবনতি (প্রাক-মৌসুম)

সর্বমোট ২০টি দল এই বারের আসরে প্রতিযোগিতা করবে, যার মধ্যে ১৭টি দল ২০১৬-১৭ লা লিগা খেলেছে এবং ৩টি দল ২০১৬-১৭ সেগুন্দা ডিভিশন হতে উন্নীত হয়েছে। এই ৩ উন্নীত দলের ২টি সেগুন্দা ডিভিশনের সেরা ২ দল হিসেবে এবং অপর দলটি প্লে-অফে জয়লাভ করে উন্নীত হয়েছে।

লেভান্তে সেগুন্দা ডিভিশন হতে প্রথম দল হিসেবে এবারের আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা গত আসরে লা লিগায় খেলতে পারেনি, এপ্রিল ২৯, ২০১৭ সালে, অভেইডোকে ১-০ গোলে হারিয়ে দেয়।[] জুন ৪, ২০১৭ সালে, জিরোনা জারাগোজার সাথে ০-০ গোলে ড্র করে রানার-আপ হয়, তারা প্রথমবারের মতো লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করে।[] তারা ৬২তম দল হিসেবে স্পেনের সর্বোচ্চ পর্যায়ে খেলবে। গেতাফে হুয়েস্কা এবং টেনেরিফেকে প্লে-অফে হারিয়ে সর্বশেষ দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে, তারা ২০১৫-২০১৬ আসরে অবনমিত হওয়ার ফলে গত আসরে তারা লা লিগায় অনুপস্থিত ছিল।[]

এই ৩টি উন্নীত দল গত আসরে অবনমিত হওয়া স্পোর্টিং গিজন, ওসাসুনা এবং গ্রানাদার পরিবর্তে এই আসরে খেলবে্।

স্টেডিয়াম এবং অবস্থান

আতলেতিকো মাদ্রিদ এই আসরে ভিসেন্তে কালডেরন স্টেডিয়ামের পরিবর্তে তাদের নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানোতে খেলবে, তারা গত ৫০ বছর যাবত (১৯৬৭ সাল হতে) সেখানে খেলছিল।

দেপর্তিভো লা করুনা আবাঙ্কার সাথে স্পনসরশিপ চুক্তির জন্য তাদের স্টেডিয়ামের নাম আবাঙ্কা-রিয়াজর রাখে।[]

লা লিগায় তাদের প্রথমবারের মতো উন্নীতর ফলে, জিরোনা তাদের স্টেডিয়াম এস্তাদিও মন্টিলিভিকে সাময়িকভাবে ১৩,৫০০ দর্শকের জন্য বিস্তৃত করে।[]

আরও তথ্য দল, অবস্থান ...
দলঅবস্থানস্টেডিয়ামধারণক্ষমতা
আলাভেসভিটরিয়া-গাস্টিজমেন্ডিজোরোৎজা১৯,৮৪০[১০]
অ্যাথলেতিক বিলবাওবিলবাওসান ম্যামেস৫৩,২৮৯[১১]
আতলেতিকো মাদ্রিদমাদ্রিদওয়ান্ডা মেট্রোপলিটানো৬৭,৭০৩[১২]
বার্সেলোনাবার্সেলোনাকাম্প ন্যু৯৯,৩৫৪[১৩]
সেলতা বিগোভিগোবালাইডস২৯,০০০[১৪]
দেপর্তিভো লা করুনাআ করুনাআবাঙ্কা-রিয়াজর৩২,৯১২[১৫]
এইবারএইবারইপুরুয়া৭,০৮৩[১৬]
এস্পানিওলবার্সেলোনাআরসিডিই স্টেডিয়াম৪০,৫০০[১৭]
গেতাফেগেতাফেকলিসীয়াম আলফনসো পেরেজ১৭,০০০[১৮]
জিরোনাজিরোনামন্টিলিভি১৩,৫০০[]
লাস পালমাসলাস পালমাসগ্রান কানারিয়া৩২,৪০০[১৯]
লেগানেসলেগানেসবুটারকি১১,৪৫৪[২০]
লেভান্তেভালেনসিয়াকিউটাট দে ভালেনসিয়া২৬,৩৫৪[২১]
মালাগামালাগালা রোসালেডা৩০,০৪৪[২২]
রিয়াল বেটিসসেভিলেবেনিটো ভিয়ামারিন৬০,৭২০[২৩]
রিয়াল মাদ্রিদমাদ্রিদসান্তিয়াগো বার্নাব্যু৮১,০৪৪[২৪]
রিয়াল সোসিয়েদাদসান সেবাস্টিয়ানআনোয়েটা৩২,০০০[২৫]
সেভিয়াসেভিলেরামন সানচেজ পিজুয়ান৪২,৭১৪[২৬]
ভালেনসিয়াভালেনসিয়ামেস্টালা৪৯,৫০০[২৭]
ভিয়ারিয়ালভিয়ারিয়ালএস্তাদিও দে লা কেরামিকা২৪,৮৯০[২৮]
বন্ধ

কর্মী এবং স্পনসরশিপ

আরও তথ্য দল, ম্যানেজার ...
দলম্যানেজারঅধিনায়ককিট প্রস্তুতকারকশার্ট স্পনসর
আলাভেসআর্জেন্টিনা লুইস জুবেলদিয়াস্পেন মানু গার্সিয়াকেলমেএলইএ, আলাভা, ইউসকালটেল
অ্যাথলেতিক বিলবাওস্পেন হোসে এঞ্জেল জিগান্ডাস্পেন মার্কেল সুসাইয়েটানিউ ব্যালেন্সকুটক্সাব্যাংক
আতলেতিকো মাদ্রিদআর্জেন্টিনা দিয়েগো সিমেওনেস্পেন গ্যাবিনাইকিপ্লাস৫০০
বার্সেলোনাস্পেন আর্নেস্তো ভালভার্দেস্পেন আন্দ্রেস ইনিয়েস্তানাইকিরাকুটেন, ইউনিসেফ, বেকো
সেলতা বিগোস্পেন হুয়ান কার্লোস উনজুস্পেন হুগো মালোআডিডাসএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, লুকিয়া, আবাঙ্কা
দেপর্তিভো লা করুনাস্পেন পেপে মেলস্পেন পেড্রো মস্কেরাম্যাক্রনএস্ট্রেলা গ্যালিসিয়া ০,০, আবাঙ্কা, লুকিয়া
এইবারস্পেন হোসে লুইস মেন্ডিলিবারস্পেন দানি গার্সিয়াপুমাএভিআইএ, উইকো
এস্পানিওলস্পেন কুইকু সানচেজ ফ্লোরেসস্পেন জাভি লোপেজজোমারাস্টার গ্রুপ, ইনজু, রিভেইরা মায়া
গেতাফেস্পেন হোসে বর্ডালাসআলজেরিয়া মেহদী লাকেনজোমাটেকনোকাসা গ্রুপ
জিরোনাস্পেন পাবলো মাচিনস্পেন ইলোই আমাগাতআমব্রোস্টারক্যাসিনো, কোস্টা ব্রাভা
লাস পালমাসস্পেন মানোলো মারকুয়েজস্পেন ডেভিড গার্সিয়াআকেরবিসগ্রান কানারিয়া, কালিসে মেনরকুইনা, বিন্টার কানারিয়াস, বিকর্ডিয়াল স্পোর্টস
লেগানেসস্পেন অ্যাসিয়ের গারিটানোআর্জেন্টিনা মার্টিন ম্যান্টভানিজোমাগোল্ডেনপার্ক, স্যামবিল আউটলেট মাদ্রিদ
লেভান্তেস্পেন হুয়ান মুনিজস্পেন পেড্রো লোপেজম্যাক্রনভালেনসিয়া, বালেয়ারিয়া
মালাগাস্পেন মিশেলস্পেন রেসিওনাইকিম্যারাথনবেট, বেনাহাভিস
রিয়াল বেটিসস্পেন কুইকু সেটিয়েনস্পেন জোয়াকুইনআডিডাসউইকো, রিয়ালে সেগুরোস
রিয়াল মাদ্রিদফ্রান্স জিনেদিন জিদানস্পেন সার্জিও রামোসআডিডাসএমিরেট্‌স
রিয়াল সোসিয়েদাদস্পেন ইউসেবিও স্যাক্রিস্ট্যানস্পেন জাবি প্রিয়েটোআডিডাসকিউবাও.কম, কুটক্সাব্যাংক
সেভিয়াআর্জেন্টিনা এডুয়ার্ডো বেরিজ্জোআর্জেন্টিনা নিকোলাস পারেজানিউ ব্যালেন্সপ্লেডাব্লিউএসওপি.কম
ভালেনসিয়াস্পেন মার্সেলিনোস্পেন ড্যানিয়েল পারেজোআডিডাসবিএলইউ, বিইন স্পোর্টস, আলফা রোমিও
ভিয়ারিয়ালস্পেন ফ্রান এস্ক্রিবাস্পেন ব্রুনোজোমাপামেসা কেরামেরিকা
বন্ধ
১. ^ শার্টের পেছনে
২. ^ স্লিভে
৩. ^ শর্টে

ম্যানেজার পরিবর্তন

আরও তথ্য দল, বিদায়ী ম্যানেজার ...
দলবিদায়ী ম্যানেজারপ্রস্থানের পদ্ধতিকর্মখালির তারিখটেবিলে অবস্থানআগন্তুক ম্যানেজারনিযুক্তির তারিখ
অ্যাথলেতিক বিলবাওস্পেন আর্নেস্তো ভালভার্দেপদত্যাগ২৩ মে ২০১৭[২৯]প্রাক-মৌসুমস্পেন হোসে এঞ্জেল জিগান্ডা২৪ মে ২০১৭[৩০]
বার্সেলোনাস্পেন লুইস এনরিকচুক্তি শেষ২৯ মে ২০১৭স্পেন আর্নেস্তো ভালভার্দে২৯ মে ২০১৭[৩১]
লাস পালমাসস্পেন কুইকু সেটিয়েন৩০ জুন ২০১৭স্পেন ম্যানুয়েল মারকুয়েজ৩ জুলাই ২০১৭[৩২]
ভালেনসিয়াস্পেন ভোরোঅন্তর্বর্তী সময় শেষ২১ মে ২০১৭স্পেন মার্সেলিনো১১ মে ২০১৭[৩৩]
রিয়াল বেটিসস্পেন অ্যালেক্সিস ট্রুজিলো২৬ মে ২০১৭স্পেন কুইকু সেটিয়েন২৬ মে ২০১৭[৩৪]
সেলতা বিগোআর্জেন্টিনা এডুয়ার্ডো বেরিজ্জোচুক্তি শেষ৩০ জুন ২০১৭[৩৫]স্পেন হুয়ান কার্লোস উনজু২৮ মে ২০১৭[৩৬]
সেভিয়াআর্জেন্টিনা হোর্হে সাম্পাওলিআর্জেন্টিনা দ্বারা স্বাক্ষরিত২০ মে ২০১৭[৩৭]আর্জেন্টিনা এডুয়ার্ডো বেরিজ্জো১ জুন ২০১৭[৩৮]
আলাভেসআর্জেন্টিনা মৌরিসিও পেলেগ্রিনোপদত্যাগ২৯ মে ২০১৭[৩৯]আর্জেন্টিনা লুইস জুবেলদিয়া১৭ জুন ২০১৭[৪০]
বন্ধ

লীগ টেবিল

সারাংশ
প্রসঙ্গ

পয়েন্ট তালিকা

আরও তথ্য অব, দল ...
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
বার্সেলোনা (C) ৩৮ ২৮ ৯৯ ২৯ +৭০ ৯৩ চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত
আতলেতিকো মাদ্রিদ ৩৮ ২৩ ১০ ৫৮ ২২ +৩৬ ৭৯
রিয়াল মাদ্রিদ ৩৮ ২২ ১০ ৯৪ ৪৪ +৫০ ৭৬
ভালেনসিয়া ৩৮ ২২ ৬৫ ৩৮ +২৭ ৭৩
ভিয়ারিয়াল ৩৮ ১৮ ১৩ ৫৭ ৫০ +৭ ৬১ ইউরোপা লীগ গ্রুপ পর্বের জন্য উন্নীত[]
রিয়াল বেটিস ৩৮ ১৮ ১৪ ৬০ ৬১ ৬০
সেভিয়া ৩৮ ১৭ ১৪ ৪৯ ৫৮ ৫৮ ইউরোপা লীগ তৃতীয় কোয়ালিফাইং পর্বের জন্য উন্নীত[]
গেতাফে ৩৮ ১৫ ১০ ১৩ ৪২ ৩৩ +৯ ৫৫
এইবার ৩৮ ১৪ ১৫ ৪৪ ৫০ ৫১[]
১০ জিরোনা ৩৮ ১৪ ১৫ ৫০ ৫৯ ৫১[]
১১ এস্পানিওল ৩৮ ১২ ১৩ ১৩ ৩৬ ৪২ ৪৯[]
১২ রিয়াল সোসিয়েদাদ ৩৮ ১৪ ১৭ ৬৬ ৫৯ +৭ ৪৯[]
১৩ সেল্টা ভিগো ৩৮ ১৩ ১০ ১৫ ৫৯ ৬০ ৪৯[]
১৪ আলাবেস ৩৮ ১৫ ২১ ৪০ ৫০ ১০ ৪৭
১৫ লেভান্তে ৩৮ ১১ ১৩ ১৪ ৪৪ ৫৮ ১৪ ৪৬
১৬ অ্যাথলেটিক বিলবাও ৩৮ ১০ ১৩ ১৫ ৪১ ৪৯ ৪৩[]
১৭ লেগানেস ৩৮ ১২ ১৯ ৩৪ ৫১ ১৭ ৪৩[]
১৮ দেপর্তিভো লা করুনা (R) ৩৮ ১১ ২১ ৩৮ ৭৬ ৩৮ ২৯ সেগুন্দা ডিভিশনের জন্য অবনমিত
১৯ লাস পালমাস (R) ৩৮ ২৬ ২৪ ৭৪ ৫০ ২২
২০ মালাগা (R) ৩৮ ২৮ ২৪ ৬১ ৩৭ ২০
বন্ধ
উৎস: লা লিগা, সকারওয়ে
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) স্বপক্ষে গোল; ৬) ফেয়ার-প্লে পয়েন্ট।[৪১]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. যেহেতু ২০১৭–১৮ কোপা দেল রে-এর বিজয়ী বার্সেলোনা লীগ পজিশনের ভিত্তিতে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই কাপ বিজয়ীদের (ইউরোপা লীগের গ্রুপ পর্ব) স্থানটি ষষ্ঠ স্থান অধিকারী দল পেয়েছিল এবং ষষ্ঠ স্থান অধিকারী দলের (ইউরোপা লীগের দ্বিতীয় বাছাই পর্ব) প্রাপ্ত স্থানটি সপ্তম স্থানে রাখা দল পেয়েছিল।
  2. এইবার হেড-টু-হেড পয়েন্টে জিরোনার আগে থেকে লীগ শেষ করেছে: এইবার ৪–১ জিরোনা, জিরোনা ১–৪ এইবার।
  3. হেড-টু-হেড পয়েন্ট: এস্পানিওল ৮, রিয়াল সোসিয়েদাদ ৪, সেল্টা ভিগো ৪ (এস্পানিওল ২–১ রিয়াল সোসিয়েদাদ, রিয়াল সোসিয়েদাদ ১–১ এস্পানিওল, এস্পানিওল ২–১ সেল্টা ভিগো, সেল্টা ভিগো ২–২ এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ ১–২ সেল্টা ভিগো, সেল্টা ভিগো ২–৩ রিয়াল সোসিয়েদাদ)।
  4. অ্যাথলেটিক বিলবাও হেড-টু-হেড গোল ব্যবধানে লেগানেসের আগে থেকে লীগ শেষ করেছে: অ্যাথলেটিক বিলবাও ২–০ লেগানেস, লেগানেস ১–০ অ্যাথলেটিক বিলবাও ।

৯৩

রাউন্ড শেষে অবস্থান

ফলাফল

ম্যাচডে ১

আরও তথ্য লেগানেস, ১-০ ...
লেগানেস১-০আলাভেস
  • গ্যাব্রিয়েল গোল ২৪'
প্রতিবেদন
বন্ধ
এস্তাদিও মুনিসিপাল দে বুটারকি, লেগানেস
দর্শক সংখ্যা: ৯,২৩১
রেফারি: মুনুয়েরা মন্টেরো

আরও তথ্য ভালেনসিয়া, ১-০ ...
বন্ধ
দর্শক সংখ্যা: ৩৬,০১৯
রেফারি: গিল মাঞ্জানো

পরিসংখ্যান

স্কোরিং

সর্বোচ্চ গোলদাতা

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৩]

সর্বোচ্চ এসিস্টস

১৬ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[৪৪]
আরও তথ্য অবস্থান, খেলোয়াড় ...
অবস্থান খেলোয়াড় ক্লাব গোল
আর্জেন্টিনা লিওনেল মেসি বার্সেলোনা ৩৪
উরুগুয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ২৬
বন্ধ
আরও তথ্য অবস্থান, খেলোয়াড় ...
অবস্থান খেলোয়াড় ক্লাব এসিস্টস
স্পেন জর্দি আলবা বার্সেলোনা
মেক্সিকো আন্দ্রেস গুয়ার্দাদো রিয়াল বেটিস
স্পেন ইনাকি উইলিয়ামস অ্যাথলেতিক বিলবাও
বেলজিয়াম ইয়ানিক কারাস্কো আতলেতিকো মাদ্রিদ
স্পেন জাবি প্রিয়েতো রিয়াল সোসিয়েদাদ
ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ বার্সেলোনা
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.