অ্যাথলেটিক বিলবাও
স্পেনের বাস্ক কান্ট্রি বিলবাওর পেশাদার ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অ্যাথলেটিক বিলবাও (বাস্ক: Bilboko Athletic Kluba বা স্পেনীয়: Athletic Club de Bilbao; সাধারণত অ্যাথলেটিক ক্লাব নামে পরিচিত) হচ্ছে বিলবাও ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[১][৩] অ্যাথলেটিক বিলবাও তাদের সকল হোম ম্যাচ অ্যাথলেটিক বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬৩,২৮৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এর্নেস্তো ভালভেরদে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হোন উরিয়ার্তে। স্পেনীয় আক্রমণভাগের খেলোয়াড় ইকের মুনিয়াইন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
![]() | ||||
পূর্ণ নাম | অ্যাথলেটিক ক্লাব[১] | |||
---|---|---|---|---|
সংক্ষিপ্ত নাম | এটিএইচ | |||
প্রতিষ্ঠিত | ১৮৯৮ | |||
মাঠ | সান মামেস স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৫৩,২৮৯[২] | |||
সভাপতি | হোন উরিয়ার্তে | |||
কোচ | এর্নেস্তো ভালভেরদে | |||
লিগ | লা লিগা | |||
২০২৩–২৪ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ঘরোয়া ফুটবলে, অ্যাথলেটিক বিলবাও এপর্যন্ত ৩৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৮টি লা লিগা শিরোপা, ২৩টি কোপা দেল রে শিরোপা, ৩টি স্পেনীয় সুপার কাপ এবং ১টি কোপা দেবা দুয়ার্তে শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, অ্যাথলেটিক বিলবাওয়ের সবচেয়ে বড় হচ্ছে ২০১৪–১৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অংশগ্রহণ।
১৯২৯ সালে লা লিগা প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি লা লিগায় প্রতিদ্বন্দ্বিতা করছে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতোই অ্যাথলেটিক বিলবাও কখনও লা লিগা থেকে সেহুন্দা ডিভিশনে অবনমিত হয়নি।
অর্জন
ঘরোয়া
- লা লিগা (৮): ১৯২৯–৩০, ১৯৩০–৩১, ১৯৩৩–৩৪, ১৯৩৫–৩৬, ১৯৪২–৪৩, ১৯৫৫–৫৬, ১৯৮২–৮৩, ১৯৮৩–৮৪
- কোপা দেল রে (২৩): ১৯০৩, ১৯০৪, ১৯১০, ১৯১১, ১৯১৪, ১৯১৫, ১৯১৬, ১৯২১, ১৯২৩, ১৯৩০, ১৯৩১, ১৯৩২, ১৯৩৩, ১৯৪৩, ১৯৪৪, ১৯৪৪–৪৫, ১৯৪৯–৫০, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৮, ১৯৬৯, ১৯৭২–৭৩, ১৯৮৩–৮৪[৪][৫]
- স্পেনীয় সুপার কাপ: ১৯৮৪, ২০১৫, ২০২০–২১
- কোপা এভা দুয়ার্তে: ১৯৫০
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.