লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব

লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব হচ্ছে জিব্রাল্টারের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি জিব্রাল্টার জাতীয় লীগে খেলে। জিব্রাল্টার অঞ্চলের অন্যান্য সকল ক্লাবের মতো লিঙ্কন রেড ইম্পসও ভিক্টোরিয়া স্টেডিয়ামটি তাদের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহার করে থাকে।[] তারা ২০০৩ থেকে ২০১৬ সালের মধ্যে টানা চৌদ্দটি শিরোপাসহ ২৩টি লীগ শিরোপা জয়লাভ করে। ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লীগে জিব্রাল্টারের প্রতিনিধিত্বকারী প্রথম দল ছিল লিঙ্কন রেড ইম্পস।

দ্রুত তথ্য পূর্ণ নাম, সংক্ষিপ্ত নাম ...
লিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব
Thumb
পূর্ণ নামলিঙ্কন রেড ইম্পস ফুটবল ক্লাব
সংক্ষিপ্ত নামলিঙ্কন
প্রতিষ্ঠিত১৯৭৬; ৪৯ বছর আগে (1976)
মাঠভিক্টোরিয়া স্টেডিয়াম,
উইন্সটন চার্চিল এভিনিউ, জিব্রাল্টার
ধারণক্ষমতা২,০০০
সভাপতিডাইলান ভায়াগাস
ম্যানেজারম্যালকম মার্টিন (অন্তর্বর্তীকালীন)[]
লিগজিব্রাল্টার জাতীয় লীগ
২০১৮–১৯জিব্রালটার প্রিমিয়ার বিভাগ, ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

অর্জন

  • জিব্রালটার ফুটবল লীগ: ২৪[]
১৯৮৪–৮৫, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ২০০০–০১, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮, ২০১৮–১৯
  • রক কাপ: ১৭[]
১৯৮৫–৮৬, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ২০০১–০২, ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬
  • জিব্রাল্টার লীগ সিনিয়র কাপ: ১৮[]
১৯৮৬–৮৭, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৯–০০, ২০০১–০২, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০১০–১১, ২০১১–১২, ২০১৩–১৪
  • পেপে রেয়েস কাপ[]
২০০১, ২০০২, ২০০৪, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৭

ইউরোপীয় রেকর্ড

লিঙ্কন রেড ইম্পস ২০১৪–১৫ উয়েফা চ্যাম্পিয়নস লীগের সালের প্রথম বাছাইপর্বের ম্যাচটি উয়েফার প্রতিযোগিতায় জিব্রাল্টারীয় ক্লাবের হয়ে খেলা প্রথম ম্যাচ খেলেছে। পেনাল্টি হতে গোল করার মাধ্যমে ম্যাচে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধের একটি গোল হজম করে লিঙ্কন, যার ফলে খেলাটি ড্র-এর মাধ্যমে শেষ হয়েছিল।[]

ক্লাব কর্মকর্তা

আরও তথ্য অবস্থান, নাম ...
অবস্থান নাম
ক্লাব পরিচালনা
ম্যানেজার স্পেন ভিক্তর আফনসো
সহকারী ম্যানেজার স্পেন দানিয়েল সেগোবিয়া
গোলরক্ষক কোচ স্পেন মিগেল আনজেল বাজান
ফিটনেস কোচ জিব্রাল্টার দানিয়েল ফের্নান্দেজ
শক্তি এবং কন্ডিশনার কোচ জিব্রাল্টার লিয়াম মেসিলিও
প্রধান ফিজিও জিব্রাল্টার কিথ রামিরেজ
ফিজিও স্পেন আদাম অরিয়া
কিট ম্যান স্পেন হোসে মানুয়েল লোপেজ
দল প্রতিনিধি জিব্রাল্টার ক্রিস্টিয়ান ফর্চুনা
বোর্ড
সভাপতি জিব্রাল্টার ডাইলান ভায়াগাস
সম্পাদক জিব্রাল্টার এন্ড্রু হর্সি
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.