বর্ডার-গাভাস্কার ট্রফি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এ টেস্ট সিরিজটি স্বল্প ব্যবধানে জয় অথবা তুমুল উত্তেজনাপূর্ণ অবস্থায় ড্রয়ে পরিণত হয়েছে। বর্তমানে এ সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন সময়ের ব্যবধানে পরিচালিত হচ্ছে। কোন কারণে সিরিজ ড্র হলে ট্রফি ধারক দলের কাছেই থাকে। দশ হাজার টেস্ট রান সংগ্রাহক ও দলীয় অধিনায়কদ্বয় - অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নাম অনুসারে এ ট্রফির নামকরণ করা হয়েছে।
বর্ডার-গাভাস্কার ট্রফি | |
---|---|
ব্যবস্থাপক | ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআই |
খেলার ধরন | টেস্ট |
প্রথম টুর্নামেন্ট | ১৯৯৬ |
শেষ টুর্নামেন্ট | ২০২০-২১ |
প্রতিযোগিতার ধরন | সিরিজ |
দলের সংখ্যা | ২ |
বর্তমান ট্রফি ধারক | ভারত |
সর্বাধিক সফল | ভারত (৬বার শিরোপা)[1] |
সর্বাধিক রান | শচীন তেন্ডুলকর (২,৩৮০) |
সর্বাধিক উইকেট | অনিল কুম্বলে (১১১) |
২০১৪-১৫ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর |
ইতিহাস
১৯৯৬-৯৭ মৌসুমে প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক ভারত ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ১৯৯৯-২০০০ মৌসুমে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে প্রথম ট্রফি জয় করে। এরপর থেকেই উভয় দল পালাক্রমে ট্রফিটি নিজেদের করে নিচ্ছে। কিন্তু স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ভারতে ট্রফি লাভে সক্ষমতা দেখায়নি। ২০০৪-০৫ মৌসুমে নিয়মিত অধিনায়ক রিকি পন্টিংয়ের আঘাতজনিত কারণে অ্যাডাম গিলক্রিস্ট চূড়ান্ত টেস্টে জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। ২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে চার টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট জয়ের ফলে ট্রফি নিজেদের করে রাখে। ২০১০ সালে ২-০ ব্যবধানে ভারত সিরিজ জয় করে। ২০১১-১২ মৌসুমে ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে ও ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো নিজেদের করায়ত্ব করে। ২০১২-১৩ মৌসুমে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ট্রফি পুণরুদ্ধার করে।
প্রেক্ষাপট
বর্ডার-গাভাস্কার ট্রফি প্রবর্তনের পূর্বে ভারত ও অস্ট্রেলিয়া ১৯৪৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৪৯ বছরে ৫০বার একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। উভয় দলের সফর অ্যাশেজের ন্যায় নির্ধারিত ছিল না। ১০-১৫ বছরের ব্যবধানে দেশ সফর করতো। ঐ ৫০-টেস্টে অস্ট্রেলিয়া ২৪বার ও ভারত ৮বার জয় করে। বাদ-বাকী ১ টেস্ট টাই হয় ও ১৭ টেস্ট নিষ্প্রাণ ড্রয়ে পরিণত হয়।[2] নিম্নবর্ণিত সফরগুলো নিয়মিত আকারে অনুষ্ঠিত হয়।
- ১৯৪৭-৪৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)
- ১৯৫৬-৫৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
- ১৯৫৯-৬০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৫ টেস্ট)
- ১৯৬৪-৬৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
- ১৯৬৭-৬৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৪ টেস্ট)
- ১৯৬৯-৭০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৫ টেস্ট)
- ১৯৭৭-৭৮ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)
- ১৯৭৯-৮০ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৬ টেস্ট)
- ১৯৮০-৮১ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৩ টেস্ট)
- ১৯৮৫-৮৬ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৩ টেস্ট)
- ১৯৮৬-৮৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর (৩ টেস্ট)
- ১৯৯১-৯২ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর (৫ টেস্ট)
প্রচার মাধ্যম
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত খেলা: অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্ক ও এবিসি রেডিও। ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, অল ইন্ডিয়া রেডিও।
ভারতে অনুষ্ঠিত খেলা: ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও। অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্ক, ফক্স স্পোর্টস ও এবিসি রেডিও।
ফলাফল
সাল | খেলার স্থান | ফলাফল | সিরিজের সেরা খেলোয়াড় |
---|---|---|---|
১৯৯৬-৯৭ | ভারত | ভারত একমাত্র টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ী | নয়ন মঙ্গিয়া |
১৯৯৭-৯৮ | ভারত | ভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | শচীন তেন্ডুলকর |
১৯৯৯-২০০০ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ৩-টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী | শচীন তেন্ডুলকর |
২০০০-০১ | ভারত | ভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | হরভজন সিং / ম্যাথু হেইডেন |
২০০৩-০৪ | অস্ট্রেলিয়া | ১-১ সিরিজ ড্র হওয়ায় ট্রফি ভারতের হস্তগত | রাহুল দ্রাবিড় |
২০০৪-০৫ | ভারত | অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | ড্যামিয়েন মার্টিন |
২০০৭-০৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | ব্রেট লি |
২০০৮-০৯ | ভারত | ভারত ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী | ইশান্ত শর্মা |
২০১০-১১ | ভারত | ভারত ২-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী | শচীন তেন্ডুলকর |
২০১১-১২ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ী | মাইকেল ক্লার্ক |
২০১২-১৩ | ভারত | ভারত ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ী | রবিচন্দ্রন অশ্বিন |
২০১৪-১৫ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী | স্টিভ স্মিথ |
২০১৬-১৭ | ভারত | ভারত ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | রবীন্দ্র জাদেজা |
২০১৮-১৯ | অস্ট্রেলিয়া | ভারত ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী | চেতেশ্বর পুজারা |
পরিসংখ্যান
মরশুম | সর্বোচ্চ রান | দ্বিতীয় সর্বোচ্চ রান | তৃতীয় সর্বোচ্চ রান | সর্বোচ্চ উইকেট | দ্বিতীয় সর্বোচ্চ উইকেট | তৃতীয় সর্বোচ্চ উইকেট |
---|---|---|---|---|---|---|
২০১০-১১ | শচীন তেন্ডুলকর | শেন ওয়াটসন | রিকি পন্টিং | জহির খান | হরভজন সিং | প্রজ্ঞান ওঝা |
২০১১-১২ | মাইকেল ক্লার্ক | রিকি পন্টিং | বিরাট কোহলি | বেন হিলফেনহস | পিটার সিডল | জহির খান |
২০১২-১৩ | মুরলী বিজয় | চেতেশ্বর পুজারা | মহেন্দ্র সিং ধোনি | রবিচন্দ্রন অশ্বিন | রবীন্দ্র জাদেজা | নাথান লায়ন |
২০১৪-১৫ | স্টিভ স্মিথ | বিরাট কোহলি | মুরলী বিজয় | নাথান লায়ন | মোহাম্মদ শামি | মিচেল জনসন |
২০১৬-১৭ | স্টিভ স্মিথ | চেতেশ্বর পুজারা | লোকেশ রাহুল | রবীন্দ্র জাদেজা | রবিচন্দ্রন অশ্বিন | স্টিভ ও'কিফ |
২০১৮-১৯ | চেতেশ্বর পুজারা | ঋষভ পন্ত | বিরাট কোহলি | জসপ্রীত বুমরাহ | নাথান লায়ন | মোহাম্মদ শামি |
২০২০-২১ | মারনাস লাবুশেন | স্টিভ স্মিথ | ঋষভ পন্ত | প্যাট কামিন্স | জোশ হজলউড | মোহাম্মদ সিরাজ |
- আকাশী নীল রঙে যখন ভারতে অনুষ্ঠিত হয়েছে। হলদে রঙে যখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচ পরিচালক
- আকাশী নীল রঙে যখন ভারতে অনুষ্ঠিত হয়েছে। হলদে রঙে যখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.