Remove ads
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়।[১] ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট তারকা গারফিল্ড সোবার্স অবসর গ্রহণকালীন ৯৩ খেলায় অংশ নিয়ে ৮,০৩২ রান করেন।[২] এর নয়বছর পর ১৯৮২ সালে ভারতের বিপক্ষে খেলায় অংশ নিয়ে ইংরেজ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কট সোবার্সের রেকর্ড অতিক্রম করেন।[৩][৪] দুই বছর পর ১৯৮৩ সালে ভারতীয় তারকা সুনীল গাভাস্কার বয়কটের সংগ্রহ অতিক্রম করতে সমর্থ হন।[৫]
এর চার বছর বাদে মার্চ, ১৯৮৭ সালে ১০,০০০ রান সংগ্রহের সম্মাননায় সর্বপ্রথম অন্তর্ভুক্ত হন ভারতীয় ব্যাটিং প্রতিভা সুনীল গাভাস্কার। তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলাকালীন এ মাইলফলকে পৌঁছেন।[৬] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৩জন খেলোয়াড় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ তালিকায় নিজেদের নাম ঠাঁই করে নিতে পেরেছেন। তন্মধ্যে - ৩জন করে ভারত ও অস্ট্রেলিয়ার; ২জন করে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার এবং ১জন করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের খেলোয়াড় রয়েছে।[৬] এখনো পর্যন্ত বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কোন খেলোয়াড় এ তালিকায় নাম অন্তর্ভুক্তি ঘটাতে পারেনি।
৬ মার্চ, ১৯৭১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সুনীল গাভাস্কার তাঁর খেলোয়াড়ী জীবনের পনের বছর তিনশত বাষট্টি দিনের মাথায় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[৭] ৪ মার্চ, ১৯৮৭ তারিখে পাকিস্তান দলের বিরুদ্ধে ইজাজ ফাকিহ'র বলে লেট কাটের মাধ্যমে ব্যক্তিগত ৫৮ রানের সময় এ সম্মাননা অর্জন করেন। এ মাইলফলক অর্জনে ১২৪ টেস্টের ২১২ ইনিংস খেলতে হয়েছে তাঁকে।[৮]
গাভাস্কারের ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণের ছয় বছর ও ১৩৬ টেস্ট পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালান বর্ডার দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[৮] ২ জানুয়ারি, ১৯৯৩ সালে বর্ডার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে ৭৪ রান করেন। কার্ল হুপারের বলে অন-ড্রাইভে এক রান নেয়ার মাধ্যমে ২১ রান অতিক্রমের মাধ্যমে দশ হাজার রান স্পর্শ করেন। কিন্তু বিংশ শতকে তাঁর এ কীর্তিটি উইজডেন কর্তৃপক্ষ বৃহৎভাবে এড়িয়ে যায় ব্রায়ান লারা'র প্রথম দ্বি-শতক রানের জন্য।[৯]
ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট তারকা ব্রায়ান লারা সবচেয়ে কম ১৯৫ ইনিংসে ১০,০০০ রানের মাইলফলকে পৌঁছেন। পরবর্তীতে শচীন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা তার সমকক্ষ হন। অন্যদিকে অস্ট্রেলীয় তারকা স্টিভ ওয়াহ সর্বাধিকসংখ্যক ২৪৪ ইনিংস খেলে এ তালিকায় অন্তর্ভুক্ত হন।[৬] তেন্ডুলকর সর্বাধিক খেলায় অংশগ্রহণ, সর্বাধিকসংখ্যক সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করার ন্যায় বেশ কয়েকটি রেকর্ড ধারণ করে আছেন। সময়ের হিসেবে ১০ বছর ৮৭ দিন বয়স নিয়ে ইংরেজ তারকা অ্যালাস্টেয়ার কুক সবচেয়ে কম সময় নিয়েছেন ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভঙ্গ করেছেন।[৬] অন্যদিকে ১৮ বছর ৩৭ দিন নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান শিবনারায়ণ চন্দরপল সবচেয়ে দীর্ঘদিন সময় নিয়েছেন।[৬] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত ১৫,৯২১ রান নিয়ে শচীন তেন্ডুলকর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছন। তারপরই অস্ট্রেলীয় রিকি পন্টিং ১৩,৩৭৮ রান নিয়ে অবস্থান করছেন।[৫] পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান সর্বশেষ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নং | খেলোয়াড় | চিত্র | দল | রান | টেস্ট | ইনিংস | গড় | শতক | অর্ধ-শতক | প্রথম | সর্বশেষ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শচীন তেন্ডুলকর | ভারত | ১৫,৯২১ | ২০০ | ৩২৯ | ৫৩.৭৮ | ৫১ | ৬৮ | ১৯৮৯ | ২০১৩ | |
২ | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ১৩,৩৭৮ | ১৬৮ | ২৮৭ | ৫১.৮৫ | ৪১ | ৬২ | ১৯৯৫ | ২০১২ | |
৩ | জ্যাক ক্যালিস | দক্ষিণ আফ্রিকা | ১৩,২৮৯ | ১৬৬ | ২৮০ | ৫৫.৩৭ | ৪৫ | ৫৮ | ১৯৯৫ | ২০১৩ | |
৪ | রাহুল দ্রাবিড় | ভারত | ১৩,২৮৮ | ১৬৪ | ২৮৬ | ৫২.৩১ | ৩৬ | ৬৩ | ১৯৯৬ | ২০১২ | |
৫ | অ্যালাস্টেয়ার কুক | ইংল্যান্ড | ১২,৪৭২ | ১৬১ | ২৯১ | ৪৫.৩৫ | ৩৩ | ৫৭ | ২০০৬ | ২০১৮ | |
৬ | কুমার সাঙ্গাকারা | শ্রীলঙ্কা | ১২,৪০০ | ১৩৪ | ২৩৩ | ৫৭.৪০ | ৩৮ | ৫২ | ২০০০ | ২০১৫ | |
৭ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | ১১,৯৫৩ | ১৩১ | ২৩২ | ৫২.৮৮ | ৩৪ | ৪৮ | ১৯৯০ | ২০০৬ | |
৮ | শিবনারায়ণ চন্দরপল | ওয়েস্ট ইন্ডিজ | ১১,৮৬৭ | ১৬৪ | ২৮০ | ৫১.৩৭ | ৩০ | ৬৬ | ১৯৯৪ | ২০১৫ | |
৯ | মাহেলা জয়াবর্ধনে | শ্রীলঙ্কা | ১১,৮১৪ | ১৪৯ | ২৫২ | ৪৯.৮৪ | ৩৪ | ৫০ | ১৯৯৭ | ২০১৪ | |
১০ | অ্যালান বর্ডার | অস্ট্রেলিয়া | ১১,১৭৪ | ১৫৬ | ২৬৫ | ৫০.৫৬ | ২৭ | ৬৩ | ১৯৭৮ | ১৯৯৪ | |
১১ | স্টিভ ওয়াহ | অস্ট্রেলিয়া | ১০,৯২৭ | ১৬৮ | ২৬০ | ৫১.০৬ | ৩২ | ৫০ | ১৯৮৫ | ২০০৪ | |
১২ | সুনীল গাভাস্কার | ভারত | ১০,১২২ | ১২৫ | ২১৪ | ৫১.১২ | ৩৪ | ৪৫ | ১৯৭১ | ১৯৮৭ | |
১৩ | ইউনুস খান | পাকিস্তান | ১০,০৯৯ | ১১৮ | ২১৩ | ৫২.০৫ | ৩৪ | ৩৩ | ২০০০ | ২০১৭ | |
উৎস: ইএসপিএনক্রিকইনফো; সর্বশেষ হালনাগাদ: ১০ মার্চ, ২০১৯ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.