টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকা

টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়।[] ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট তারকা গারফিল্ড সোবার্স অবসর গ্রহণকালীন ৯৩ খেলায় অংশ নিয়ে ৮,০৩২ রান করেন।[] এর নয়বছর পর ১৯৮২ সালে ভারতের বিপক্ষে খেলায় অংশ নিয়ে ইংরেজ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কট সোবার্সের রেকর্ড অতিক্রম করেন।[][] দুই বছর পর ১৯৮৩ সালে ভারতীয় তারকা সুনীল গাভাস্কার বয়কটের সংগ্রহ অতিক্রম করতে সমর্থ হন।[]

Thumb
প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে সুনীল গাভাস্কার ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

এর চার বছর বাদে মার্চ, ১৯৮৭ সালে ১০,০০০ রান সংগ্রহের সম্মাননায় সর্বপ্রথম অন্তর্ভুক্ত হন ভারতীয় ব্যাটিং প্রতিভা সুনীল গাভাস্কার। তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলাকালীন এ মাইলফলকে পৌঁছেন।[] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৩জন খেলোয়াড় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ তালিকায় নিজেদের নাম ঠাঁই করে নিতে পেরেছেন। তন্মধ্যে - ৩জন করে ভারত ও অস্ট্রেলিয়ার; ২জন করে ওয়েস্ট ইন্ডিজশ্রীলঙ্কার এবং ১জন করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডপাকিস্তানের খেলোয়াড় রয়েছে।[] এখনো পর্যন্ত বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কোন খেলোয়াড় এ তালিকায় নাম অন্তর্ভুক্তি ঘটাতে পারেনি।

ইতিহাস

সারাংশ
প্রসঙ্গ

৬ মার্চ, ১৯৭১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সুনীল গাভাস্কার তাঁর খেলোয়াড়ী জীবনের পনের বছর তিনশত বাষট্টি দিনের মাথায় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[] ৪ মার্চ, ১৯৮৭ তারিখে পাকিস্তান দলের বিরুদ্ধে ইজাজ ফাকিহ'র বলে লেট কাটের মাধ্যমে ব্যক্তিগত ৫৮ রানের সময় এ সম্মাননা অর্জন করেন। এ মাইলফলক অর্জনে ১২৪ টেস্টের ২১২ ইনিংস খেলতে হয়েছে তাঁকে।[]

গাভাস্কারের ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণের ছয় বছর ও ১৩৬ টেস্ট পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালান বর্ডার দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[] ২ জানুয়ারি, ১৯৯৩ সালে বর্ডার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে ৭৪ রান করেন। কার্ল হুপারের বলে অন-ড্রাইভে এক রান নেয়ার মাধ্যমে ২১ রান অতিক্রমের মাধ্যমে দশ হাজার রান স্পর্শ করেন। কিন্তু বিংশ শতকে তাঁর এ কীর্তিটি উইজডেন কর্তৃপক্ষ বৃহৎভাবে এড়িয়ে যায় ব্রায়ান লারা'র প্রথম দ্বি-শতক রানের জন্য।[]

ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট তারকা ব্রায়ান লারা সবচেয়ে কম ১৯৫ ইনিংসে ১০,০০০ রানের মাইলফলকে পৌঁছেন। পরবর্তীতে শচীন তেন্ডুলকরকুমার সাঙ্গাকারা তার সমকক্ষ হন। অন্যদিকে অস্ট্রেলীয় তারকা স্টিভ ওয়াহ সর্বাধিকসংখ্যক ২৪৪ ইনিংস খেলে এ তালিকায় অন্তর্ভুক্ত হন।[] তেন্ডুলকর সর্বাধিক খেলায় অংশগ্রহণ, সর্বাধিকসংখ্যক সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করার ন্যায় বেশ কয়েকটি রেকর্ড ধারণ করে আছেন। সময়ের হিসেবে ১০ বছর ৮৭ দিন বয়স নিয়ে ইংরেজ তারকা অ্যালাস্টেয়ার কুক সবচেয়ে কম সময় নিয়েছেন ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভঙ্গ করেছেন।[] অন্যদিকে ১৮ বছর ৩৭ দিন নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান শিবনারায়ণ চন্দরপল সবচেয়ে দীর্ঘদিন সময় নিয়েছেন।[] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত ১৫,৯২১ রান নিয়ে শচীন তেন্ডুলকর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছন। তারপরই অস্ট্রেলীয় রিকি পন্টিং ১৩,৩৭৮ রান নিয়ে অবস্থান করছেন।[] পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান সর্বশেষ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকা

  • সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ব্যাটসম্যানদের নাম সাজানো হয়েছে। ছককে পরিসংখ্যানগত কারণে সাজাতে আইকনে ক্লিক করুন।
আরও তথ্য নং, খেলোয়াড় ...
নং খেলোয়াড় চিত্র দল রান টেস্ট ইনিংস গড় শতক অর্ধ-শতক প্রথম সর্বশেষ
শচীন তেন্ডুলকর Thumb  ভারত১৫,৯২১২০০৩২৯৫৩.৭৮৫১৬৮১৯৮৯২০১৩
রিকি পন্টিং Thumb  অস্ট্রেলিয়া১৩,৩৭৮১৬৮২৮৭৫১.৮৫৪১৬২১৯৯৫২০১২
জ্যাক ক্যালিস Thumb  দক্ষিণ আফ্রিকা১৩,২৮৯১৬৬২৮০৫৫.৩৭৪৫৫৮১৯৯৫২০১৩
রাহুল দ্রাবিড় Thumb  ভারত১৩,২৮৮১৬৪২৮৬৫২.৩১৩৬৬৩১৯৯৬২০১২
অ্যালাস্টেয়ার কুকছুরি Thumb  ইংল্যান্ড১২,৪৭২১৬১২৯১৪৫.৩৫৩৩৫৭২০০৬২০১৮
কুমার সাঙ্গাকারা Thumb  শ্রীলঙ্কা১২,৪০০১৩৪২৩৩৫৭.৪০৩৮৫২২০০০২০১৫
ব্রায়ান লারা Thumb  ওয়েস্ট ইন্ডিজ১১,৯৫৩১৩১২৩২৫২.৮৮৩৪৪৮১৯৯০২০০৬
শিবনারায়ণ চন্দরপল Thumb  ওয়েস্ট ইন্ডিজ১১,৮৬৭১৬৪২৮০৫১.৩৭৩০৬৬১৯৯৪২০১৫
মাহেলা জয়াবর্ধনে Thumb  শ্রীলঙ্কা১১,৮১৪১৪৯২৫২৪৯.৮৪৩৪৫০১৯৯৭২০১৪
১০ অ্যালান বর্ডার Thumb  অস্ট্রেলিয়া১১,১৭৪১৫৬২৬৫৫০.৫৬২৭৬৩১৯৭৮১৯৯৪
১১ স্টিভ ওয়াহ Thumb  অস্ট্রেলিয়া১০,৯২৭১৬৮২৬০৫১.০৬৩২৫০১৯৮৫২০০৪
১২ সুনীল গাভাস্কার Thumb  ভারত১০,১২২১২৫২১৪৫১.১২৩৪৪৫১৯৭১১৯৮৭
১৩ ইউনুস খান Thumb  পাকিস্তান১০,০৯৯১১৮২১৩৫২.০৫৩৪৩৩২০০০২০১৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো; সর্বশেষ হালনাগাদ: ১০ মার্চ, ২০১৯
বন্ধ

তথ্যসূত্র

আরও দেখুন

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.