শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
Remove ads
টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়।[১] ১৯৭৪ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট তারকা গারফিল্ড সোবার্স অবসর গ্রহণকালীন ৯৩ খেলায় অংশ নিয়ে ৮,০৩২ রান করেন।[২] এর নয়বছর পর ১৯৮২ সালে ভারতের বিপক্ষে খেলায় অংশ নিয়ে ইংরেজ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কট সোবার্সের রেকর্ড অতিক্রম করেন।[৩][৪] দুই বছর পর ১৯৮৩ সালে ভারতীয় তারকা সুনীল গাভাস্কার বয়কটের সংগ্রহ অতিক্রম করতে সমর্থ হন।[৫]

এর চার বছর বাদে মার্চ, ১৯৮৭ সালে ১০,০০০ রান সংগ্রহের সম্মাননায় সর্বপ্রথম অন্তর্ভুক্ত হন ভারতীয় ব্যাটিং প্রতিভা সুনীল গাভাস্কার। তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলাকালীন এ মাইলফলকে পৌঁছেন।[৬] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১৩জন খেলোয়াড় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ তালিকায় নিজেদের নাম ঠাঁই করে নিতে পেরেছেন। তন্মধ্যে - ৩জন করে ভারত ও অস্ট্রেলিয়ার; ২জন করে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার এবং ১জন করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের খেলোয়াড় রয়েছে।[৬] এখনো পর্যন্ত বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের কোন খেলোয়াড় এ তালিকায় নাম অন্তর্ভুক্তি ঘটাতে পারেনি।
Remove ads
ইতিহাস
সারাংশ
প্রসঙ্গ
৬ মার্চ, ১৯৭১ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া সুনীল গাভাস্কার তাঁর খেলোয়াড়ী জীবনের পনের বছর তিনশত বাষট্টি দিনের মাথায় বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[৭] ৪ মার্চ, ১৯৮৭ তারিখে পাকিস্তান দলের বিরুদ্ধে ইজাজ ফাকিহ'র বলে লেট কাটের মাধ্যমে ব্যক্তিগত ৫৮ রানের সময় এ সম্মাননা অর্জন করেন। এ মাইলফলক অর্জনে ১২৪ টেস্টের ২১২ ইনিংস খেলতে হয়েছে তাঁকে।[৮]
গাভাস্কারের ক্রিকেট জীবন থেকে অবসর গ্রহণের ছয় বছর ও ১৩৬ টেস্ট পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অ্যালান বর্ডার দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।[৮] ২ জানুয়ারি, ১৯৯৩ সালে বর্ডার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ইনিংসে ৭৪ রান করেন। কার্ল হুপারের বলে অন-ড্রাইভে এক রান নেয়ার মাধ্যমে ২১ রান অতিক্রমের মাধ্যমে দশ হাজার রান স্পর্শ করেন। কিন্তু বিংশ শতকে তাঁর এ কীর্তিটি উইজডেন কর্তৃপক্ষ বৃহৎভাবে এড়িয়ে যায় ব্রায়ান লারা'র প্রথম দ্বি-শতক রানের জন্য।[৯]
ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট তারকা ব্রায়ান লারা সবচেয়ে কম ১৯৫ ইনিংসে ১০,০০০ রানের মাইলফলকে পৌঁছেন। পরবর্তীতে শচীন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা তার সমকক্ষ হন। অন্যদিকে অস্ট্রেলীয় তারকা স্টিভ ওয়াহ সর্বাধিকসংখ্যক ২৪৪ ইনিংস খেলে এ তালিকায় অন্তর্ভুক্ত হন।[৬] তেন্ডুলকর সর্বাধিক খেলায় অংশগ্রহণ, সর্বাধিকসংখ্যক সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করার ন্যায় বেশ কয়েকটি রেকর্ড ধারণ করে আছেন। সময়ের হিসেবে ১০ বছর ৮৭ দিন বয়স নিয়ে ইংরেজ তারকা অ্যালাস্টেয়ার কুক সবচেয়ে কম সময় নিয়েছেন ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভঙ্গ করেছেন।[৬] অন্যদিকে ১৮ বছর ৩৭ দিন নিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান শিবনারায়ণ চন্দরপল সবচেয়ে দীর্ঘদিন সময় নিয়েছেন।[৬] মার্চ, ২০১৯ সাল পর্যন্ত ১৫,৯২১ রান নিয়ে শচীন তেন্ডুলকর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছন। তারপরই অস্ট্রেলীয় রিকি পন্টিং ১৩,৩৭৮ রান নিয়ে অবস্থান করছেন।[৫] পাকিস্তানি ক্রিকেটার ইউনুস খান সর্বশেষ খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
Remove ads
তালিকা
- সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ব্যাটসম্যানদের নাম সাজানো হয়েছে। ছককে পরিসংখ্যানগত কারণে সাজাতে
আইকনে ক্লিক করুন।
Remove ads
তথ্যসূত্র
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads