ভারত ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৪ নভেম্বর, ২০১৪ তারিখ থেকে ১০ জানুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করে। সফরে দলটি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুইটি প্রস্তুতিমূলক খেলাসহ চার টেস্টের সিরিজে অংশগ্রহণ করে।[1][2][3]
২০১৪ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ভারত | ||
তারিখ | ২৪ নভেম্বর, ২০১৪ – ১০ জানুয়ারি, ২০১৫ | ||
অধিনায়ক |
মাইকেল ক্লার্ক (১ম টেস্ট) স্টিভ স্মিথ (২য়-৪র্থ টেস্ট) |
বিরাট কোহলি (১ম ও ৪র্থ টেস্ট) মহেন্দ্র সিং ধোনি (২য় ও ৩য় টেস্ট) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | স্টিভ স্মিথ (৭৬৯) | বিরাট কোহলি (৬৯২) | |
সর্বাধিক উইকেট | নাথান লায়ন (২৩) | মোহাম্মদ শমী (১৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) |
প্রথম টেস্ট ৪ ডিসেম্বর, ২০১৪ তারিখ থেকে ব্রিসবেনে শুরু হবার কথা থাকলেও অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার ফিলিপ হিউজের আকস্মিক মৃত্যুতে স্থগিত রাখা হয়। এরফলে অ্যাডিলেডে ৯ ডিসেম্বরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ও ব্রিসবেনে ২য় টেস্ট ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়।[2][3][4] মেলবোর্নের তৃতীয় টেস্ট ড্রয়ের পরক্ষণেই ভারতের অধিনায়ক এমএস ধোনি টেস্ট ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা দেন।[5] সিডনিতে অনুষ্ঠিত চূড়ান্ত টেস্ট ড্রয়ের ফলে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করে।
টেস্ট খেলার পর ইংল্যান্ডসহ ভারত ও অস্ট্রেলিয়া কার্লটন মিড ত্রি-দেশীয় সিরিজের একদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রেক্ষাপট
সাম্প্রতিককালে ভারত ইংল্যান্ড সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হয়। অন্যদিকে স্বাগতিক অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে টেস্টে হেরে যায়। এছাড়াও, সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে ২-১ ব্যবধানে টুয়েন্টি২০ আন্তর্জাতিক ও ৪-১ ব্যবধানে একদিনের আন্তর্জাতিকের সিরিজে পরাজিত করে।
দলের সদস্য
ভারতীয় নির্বাচকমণ্ডলী ৪-টেস্ট সিরিজের জন্য ১৯জন ক্রিকেটারকে মনোনীত করে। প্রথম টেস্টে উইকেট-রক্ষক ঋদ্ধিমান সাহাকে সহযোগিতার জন্য নমন ওঝাকে অন্তর্ভুক্ত করা হয়। আঘাতজনিত কারণে ব্রিসবেন টেস্টে মহেন্দ্র সিং ধোনি অংশগ্রহণ করতে পারেননি।[6] অন্যদিকে অস্ট্রেলীয় নির্বাচকমণ্ডলী টেস্ট সিরিজের জন্য ১২-সদস্যের তালিকা প্রকাশ করে। শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরপরই গাব্বায় অনুষ্ঠিত প্রথম টেস্টের জন্য মাইকেল ক্লার্ককে অধিনায়কের দায়িত্ব প্রদান করা হয়।[7]
টেস্ট | |
---|---|
অস্ট্রেলিয়া | ভারত |
|
|
প্রস্তুতিমূলক খেলা
২৪-২৫ নভেম্বর, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- ক্রিকেট অস্ট্রেলিয়া আমন্ত্রিত একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় দলে খেলোয়াড় সংখ্যা - ১৩ (ব্যাটিং ১১, ফিল্ডিং ১১)
৪-৫ ডিসেম্বর, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- ক্রিকেট অস্ট্রেলিয়া আমন্ত্রিত একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটার ফিলিপ হিউজের আকস্মিক মৃত্যুতে খেলাটি ২৮-২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে পুনরায় তারিখ নির্ধারণ করা হয়।[8]
- উভয় দলে খেলোয়াড় সংখ্যা - ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১২ (ব্যাটিং ১১, ফিল্ডিং ১১) ও ভারতীয় একাদশ ১৪ (ব্যাটিং ১১, ফিল্ডিং ১১)
টেস্ট সিরিজ (বর্ডার-গাভাস্কার ট্রফি)
ট্রফি প্রেক্ষাপট
সিরিজ শুরুর পূর্বে ভারত দল ২০১২-১৩ মৌসুমে ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে ও বর্ডার-গাভাস্কার ট্রফি লাভ করে। এরপূর্বে ২০১১-১২ মৌসুমে স্বদেশে অস্ট্রেলিয়া দল ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে ট্রফি লাভ করেছিল।
১ম টেস্ট
৯-১৩ ডিসেম্বর, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয় দিন বৃষ্টির জন্য ৩২ ওভার খেলা হয়।
- ভারতের পক্ষে কর্ণ শর্মা’র টেস্ট অভিষেক ঘটে।
- ফিলিপ হিউজের মৃত্যুতে ও তার সম্মানার্থে ত্রয়োদশ ব্যক্তি হিসেবে মনোনীত করা হয়।
২য় টেস্ট
১৭-২১ ডিসেম্বর, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয় দিন মন্দালোকে পূর্বেই খেলা শেষ হয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে জোশ হজলউডের টেস্ট অভিষেক ঘটে।
৩য় টেস্ট
২৬-৩০ ডিসেম্বর, ২০১৪ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য ৪র্থ দিন ১ ঘণ্টা খেলা বন্ধ থাকে।
- অস্ট্রেলিয়ার পক্ষে জো বার্নস এবং ভারতের পক্ষে লোকেশ রাহুলের টেস্ট অভিষেক ঘটে।
৪র্থ টেস্ট
৬-১০ জানুয়ারি, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
পরিসংখ্যান
সর্বোচ্চ রান
নাম | দল | রান | মাঠ | ব্যাটিং অবস্থান | ম্যাচ ইনিংস |
---|---|---|---|---|---|
স্মিথ | অস্ট্রেলিয়া | ১৯২ | মেলবোর্ন | ৪ | ১ |
কোহলি | ভারত | ১৬৯ | মেলবোর্ন | ৪ | ২ |
স্মিথ | অস্ট্রেলিয়া | ১৬২* | এডিলেড | ৫ | ১ |
রাহানে | ভারত | ১৪৭ | মেলবোর্ন | ৫ | ২ |
কোহলি | ভারত | ১৪৭ | সিডনি | ৪ | ২ |
ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ১৪৫ | এডিলেড | ২ | ১ |
বিজয় | ভারত | ১৪৪ | ব্রিসবেন | ১ | ১ |
কোহলি | ভারত | ১৪১ | এডিলেড | ৪ | ৪ |
স্মিথ | অস্ট্রেলিয়া | ১৩৩ | ব্রিসবেন | ৪ | ২ |
ক্লার্ক | অস্ট্রেলিয়া | ১২৮ | এডিলেড | ৪ | ১ |
স্মিথ | অস্ট্রেলিয়া | ১১৭ | সিডনি | ৪ | ১ |
কোহলি | ভারত | ১১৫ | এডিলেড | ৪ | ২ |
রাহুল | ভারত | ১১০ | সিডনি | ২ | ২ |
ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ১০২ | এডিলেড | ২ | ৩ |
ওয়ার্নার | অস্ট্রেলিয়া | ১০১ | সিডনি | ২ | ১ |
বিজয় | ভারত | ৯৯ | এডিলেড | ১ | ৪ |
শন মার্শ | অস্ট্রেলিয়া | ৯৯ | মেলবোর্ন | ৫ | ৩ |
ক্রিস রজার্স | অস্ট্রেলিয়া | ৯৫ | সিডনি | ১ | ১ |
জনসন | অস্ট্রেলিয়া | ৮৮ | ব্রিসবেন | ৮ | ২ |
রাহানে | ভারত | ৮১ | ব্রিসবেন | ৫ | ১ |
সেরা বোলিং[10]
নাম | দল | উইকেট | মাঠ | প্রথম ৫ জন ব্যাট্সমেনের মধ্যে | ম্যাচ ইনিংস |
---|---|---|---|---|---|
লিয়ন | অস্ট্রেলিয়া | ৭ | এডিলেড | ৪ | ৪ |
হাজলেউড | অস্ট্রেলিয়া | ৫ | ব্রিসবেন | ৩ | ১ |
শামি | ভারত | ৫ | সিডনি | ৩ | ১ |
লিয়ন | অস্ট্রেলিয়া | ৫ | এডিলেড | ২ | ২ |
জনসন | অস্ট্রেলিয়া | ৪ | ব্রিসবেন | ২ | ৩ |
হ্যারিস | অস্ট্রেলিয়া | ৪ | মেলবোর্ন | ২ | ২ |
অশ্বিন | ভারত | ৪ | সিডনি | ৩ | ৩ |
শামি | ভারত | ৪ | মেলবোর্ন | ২ | ১ |
ইশান্ত | ভারত | ৩ | ব্রিসবেন | ৩ | ৪ |
উমেশ | ভারত | ৩ | ব্রিসবেন | ৩ | ২ |
লিয়ন | অস্ট্রেলিয়া | ৩ | ব্রিসবেন | ১ | ১ |
স্টার্ক | অস্ট্রেলিয়া | ৩ | সিডনি | ২ | ২ |
ইশান্ত | ভারত | ৩ | ব্রিসবেন | ১ | ২ |
উমেশ | ভারত | ৩ | মেলবোর্ন | ২ | ১ |
অশ্বিন | ভারত | ৩ | মেলবোর্ন | ১ | ১ |
কার্লটন মিড ওডিআই ত্রি-দেশীয় সিরিজ
কার্লটন মিড ওডিআই ত্রি-দেশীয় সিরিজ প্রতিযোগিতায় স্বাগতিক অস্ট্রেলিয়াসহ ভারত ও ইংল্যান্ড দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি, ২০১৫ থেকে ১ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | বোনাস পয়েন্ট | পয়েন্ট | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | ৪ | ৩ | ০ | ০ | ১ | ১ | ১৫ | +০.৪৬৭ |
ইংল্যান্ড | ৪ | ২ | ২ | ০ | ০ | ১ | ৯ | +০.৪২৫ |
ভারত | ৪ | ০ | ৩ | ০ | ১ | ০ | ২ | −০.৯৪২ |
সম্প্রচার ব্যবস্থা
দেশ | টেলিভিশন সম্প্রচারক |
---|---|
অস্ট্রেলিয়া | নাইন নেটওয়ার্ক |
ভারত | স্টার স্পোর্টস ১ (ইংরেজি) স্টার স্পোর্টস ৩ (হিন্দি) ডিডি ন্যাশনাল (কেবলমাত্র ওডিআই) |
মধ্যপ্রাচ্য | অরবিট শো নেটওয়ার্ক |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস |
নিউজিল্যান্ড | স্কাই স্পোর্ট |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.