শহীদুজ্জামান সেলিম
বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শহীদুজ্জামান সেলিম (জন্ম: ৫ জানুয়ারি) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি শতাধিক বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।[১]
শহীদুজ্জামান সেলিম | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | অর্থনীতি |
মাতৃশিক্ষায়তন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রোজী সিদ্দিকী (বি. ১৯৯৩) |
সন্তান | ২ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১২) মেরিল-প্রথম আলো পুরস্কার |
তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ (২০০৬), রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি (২০১২), চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস (২০১৩), জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৫) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২] এছাড়াও দুই দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[৩]
কর্মজীবন
ছাত্রজীবনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সেলিম নাট্য আন্দোলনের সাথে যুক্ত হন।[৪] পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন এবং বর্তমানকাল পর্যন্ত এই দলের অধীনে অনিয়মিতভাবে মঞ্চে অভিনয় করে আসছেন। এই থিয়েটার দলের সাথে তিনি বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় এবং নির্দেশনা দেন। মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোটপর্দায় এবং বড়পর্দায় কাজ করেছেন।
১৯৮৯ সালে, বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জ্বলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ছোটপর্দায় অভিষেক ঘটান।[৪] এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন। তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রঙছুট ধারাবাহিক নাটক ছোটপর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।[৪]
ব্যক্তিগত জীবন
শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশী মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন।[৫][৬][৭] তাদের দুইটি মেয়ে রয়েছে।
চলচ্চিত্র তালিকা
![]() |
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে |
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালনা | টীকা |
---|---|---|---|---|
১৯৯৩ | একাত্তরের যীশু | |||
২০০৭ | মেড ইন বাংলাদেশ | পিএস নওশাদ | [৮] | |
২০০৯ | চন্দ্র গ্রহণ | ইসমাইল ড্রাইভার | [৯] | |
২০১২ | চোরাবালি | আলী ওসমান | [১০] | |
২০১২ | ফিরে এসো বেহুলা | |||
২০১৩ | দেবদাস | চুনীলাল | [১১] | |
২০১৪ | মেঘমল্লার | নূরুল হুদা | ||
২০১৫ | বাপজানের বায়স্কোপ | জীবন সরকার | ||
২০১৫ | লালচর | |||
২০১৫ | ইউ-টার্ন | |||
২০১৫ | এইতো প্রেম | |||
২০১৫ | পদ্ম পাতার জল | সরফরাজ | ||
২০১৬ | অজ্ঞাতনামা | রমজান | ||
২০১৭ | সুলতানা বিবিয়ানা | [১২] | ||
২০১৮ | অর্পিতা | |||
২০২০ | নবাব এলএলবি | আজহার চৌধুরী | ||
২০২১ | ১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি | খন্দকার মোশতাক আহমেদ | [১৩] | |
মুন্সিগিরি | ||||
মিশন এক্সট্রিম | ||||
চোখ | ||||
২০২২ | পরাণ | |||
অমানুষ | ||||
সাইকো | ||||
কাগজ | ||||
২০২৩ | আদম | |||
লাল শাড়ি | ||||
সুড়ঙ্গ | আপেল খান | |||
প্রিয়তমা | ওসমান | হিমেল আশরাফ | ||
পাফ ড্যাডি | হাজী নেয়ামত | শহীদ উন নবী, মাসুদ হাসান উজ্জল | ওয়েব চলচ্চিত্র | |
২০২৪ | ফেরেশতে | মোর্তেজা আতশ জমজম | ||
সোনার চর | জাহিদ হাসান | |||
লিপস্টিপ | কামরুজ্জামান রুমান | |||
ওমর | বড় মির্জা | মোস্তফা কামাল রাজ | ||
তুফান | রায়হান রাফি | |||
জিম্নী | বান্নাহ | |||
২০২৫ | জংলি | এম রহিম |
টেলিভিশন
টেলিভিশন ধারাবাহিক
- জোনাকি জ্বলে (১৯৮৯)[৪]
- ৬৯
- চলছে চলবে
- রেলাক্স বক্স (২০১১)[১৪]
- চোরের বউ (২০১১)[১৪]
- ডটেঁক্টিভ ব্রাঞ্চ (২০১২)[১৫]
- দক্ষিণায়নের দিন (২০১২)[১৬][১৭]
- পথের দাবী (২০১২)[১৭]
- প্রিয় (২০১২)[১৮]
- সাংরিলা (২০১৩)[১৯]
- নিয়ামত এ তার বিবিগণ (২০১৪)[২০]
- বক্সার কবি (২০১৪)[২১]
- সামান্তা[১৪]
- ফ্যামিলি ক্রাইসিস (২০১৯-২০২১)
- স্টুপিডস (২০২০)
টেলিভিশন নাটক
টেলিফিল্ম
- পরিচালক হিসেবে
টেলিভিশন খণ্ড নাটক
ওয়েব ধারাবাহিক
- ইন্দুবালা (২০১৮)
- বিউটি এন্ড দ্যা বুলেট (২০১৯)
- কুয়াশা (২০২০)
- আগস্ট ১৪ (২০২০)
- এ এমন পরিচয় (২০২০) - মির্জা সাহেব
- মিডল ক্লাস দিনরাত্রি (২০২০)
- জিম্মি (২০২২)
পুরস্কার এবং মনোনয়ন
অনুষ্ঠান | বছর | বিভাগ | কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২০১০ | সেরা টিভি অভিনেতা | লীলাবতী | মনোনীত | |
মেরিল-প্রথম আলো পুরস্কার | ২০১২ | সেরা চলচ্চিত্র অভিনেতা | চোরাবালি | মনোনীত | |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১২ | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | চোরাবালি | বিজয়ী | |
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১৬ | শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা | অজ্ঞাতনামা | বিজয়ী | [২৯] |
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.