শহীদুজ্জামান সেলিম

বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শহীদুজ্জামান সেলিম (জন্ম: ৫ জানুয়ারি) একজন বাংলাদেশী মঞ্চ, টেলিভিশনচলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি শতাধিক বাংলা টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশকয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।[১]

দ্রুত তথ্য শহীদুজ্জামান সেলিম, জন্ম ...
শহীদুজ্জামান সেলিম
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
শিক্ষাঅর্থনীতি
মাতৃশিক্ষায়তনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পেশা
কর্মজীবন১৯৯৩বর্তমান
দাম্পত্য সঙ্গীরোজী সিদ্দিকী (বি. ১৯৯৩)
সন্তান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১২)
মেরিল-প্রথম আলো পুরস্কার
বন্ধ

তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত মেড ইন বাংলাদেশ (২০০৬), রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি (২০১২), চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস (২০১৩), জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মেঘমল্লার (২০১৫) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[২] এছাড়াও দুই দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।[৩]

কর্মজীবন

ছাত্রজীবনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সেলিম নাট্য আন্দোলনের সাথে যুক্ত হন।[৪] পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন এবং বর্তমানকাল পর্যন্ত এই দলের অধীনে অনিয়মিতভাবে মঞ্চে অভিনয় করে আসছেন। এই থিয়েটার দলের সাথে তিনি বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় এবং নির্দেশনা দেন। মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোটপর্দায় এবং বড়পর্দায় কাজ করেছেন।

১৯৮৯ সালে, বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জ্বলে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি ছোটপর্দায় অভিষেক ঘটান।[৪] এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন। তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রঙছুট ধারাবাহিক নাটক ছোটপর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।[৪]

ব্যক্তিগত জীবন

শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশী মঞ্চ এবং টেলিভিশন অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন।[৫][৬][৭] তাদের দুইটি মেয়ে রয়েছে।

চলচ্চিত্র তালিকা

সূত্র
মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র উল্লেখ করে
আরও তথ্য বছর, শিরোনাম ...
অভিনেতা হিসেবে
বছরশিরোনামচরিত্র পরিচালনাটীকা
১৯৯৩একাত্তরের যীশু
২০০৭মেড ইন বাংলাদেশপিএস নওশাদ [৮]
২০০৯চন্দ্র গ্রহণইসমাইল ড্রাইভার [৯]
২০১২চোরাবালিআলী ওসমান [১০]
২০১২ফিরে এসো বেহুলা
২০১৩দেবদাসচুনীলাল [১১]
২০১৪মেঘমল্লারনূরুল হুদা
২০১৫বাপজানের বায়স্কোপ জীবন সরকার
২০১৫লালচর
২০১৫ইউ-টার্ন
২০১৫এইতো প্রেম
২০১৫পদ্ম পাতার জলসরফরাজ
২০১৬অজ্ঞাতনামারমজান
২০১৭সুলতানা বিবিয়ানা [১২]
২০১৮অর্পিতা
২০২০ নবাব এলএলবি আজহার চৌধুরী
২০২১ ১৯৭৫-অ্যান আনটোল্ড স্টোরি খন্দকার মোশতাক আহমেদ [১৩]
মুন্সিগিরি
মিশন এক্সট্রিম
চোখ
২০২২ পরাণ
অমানুষ
সাইকো
কাগজ
২০২৩ আদম
লাল শাড়ি
সুড়ঙ্গ আপেল খান
প্রিয়তমা ওসমান হিমেল আশরাফ
পাফ ড্যাডি হাজী নেয়ামত শহীদ উন নবী, মাসুদ হাসান উজ্জল ওয়েব চলচ্চিত্র
২০২৪ ফেরেশতে মোর্তেজা আতশ জমজম
সোনার চর জাহিদ হাসান
লিপস্টিপ কামরুজ্জামান রুমান
ওমর বড় মির্জা মোস্তফা কামাল রাজ
তুফান রায়হান রাফি
জিম্নী বান্নাহ
২০২৫ জংলি এম রহিম
বন্ধ

টেলিভিশন

টেলিভিশন ধারাবাহিক

  • জোনাকি জ্বলে (১৯৮৯)[৪]
  • ৬৯
  • চলছে চলবে
  • রেলাক্স বক্স (২০১১)[১৪]
  • চোরের বউ (২০১১)[১৪]
  • ডটেঁক্টিভ ব্রাঞ্চ (২০১২)[১৫]
  • দক্ষিণায়নের দিন (২০১২)[১৬][১৭]
  • পথের দাবী (২০১২)[১৭]
  • প্রিয় (২০১২)[১৮]
  • সাংরিলা (২০১৩)[১৯]
  • নিয়ামত এ তার বিবিগণ (২০১৪)[২০]
  • বক্সার কবি (২০১৪)[২১]
  • সামান্তা[১৪]
  • ফ্যামিলি ক্রাইসিস (২০১৯-২০২১)
  • স্টুপিডস (২০২০)

টেলিভিশন নাটক

  • বাজিকর
  • চোর এলো মোর ঘরে (২০১২)[২২]
  • বাতাসে মুক্তির ঘ্রাণ (২০১২)[২২]
  • সব বাঁধা পেরিয়ে (২০১২)[২২]
  • হাফিজ মামা (২০১৩)[২৩]
  • অপেক্ষা শুধু বর্ষণের (২০১৪)[২৪]
  • নিঝুম রাত্রি (২০১৪)[২৫]
  • ভাইরাল ভাইরাস (২০২১)[২৬]

টেলিফিল্ম

  • দুঃসহ ধর্মিনী (২০১১)[১৪]
  • অ্যাসাইনমেন্ট (২০১৪)[২৭]
  • মরণোত্তম (২০২১)
  • দেনা পাওনা
পরিচালক হিসেবে

টেলিভিশন খণ্ড নাটক

  • এইসব অন্ধকার (২০০৭)
  • স্পর্শের বাইরে (২০১১)[৪][১৪]
  • রঙছুট(২০১১)[৪][১৪]
  • আগন্তুক[২৮]
  • নকল পোশাক[২৮]
  • গৌরচন্দ্রিকা[২৮]
  • নিঝুম রাত্রি (২০১৪)[২৫]
  • একঝাঁক মৃত জোনাকি (২০১৫)[২৮]

ওয়েব ধারাবাহিক

  • ইন্দুবালা (২০১৮)
  • বিউটি এন্ড দ্যা বুলেট (২০১৯)
  • কুয়াশা (২০২০)
  • আগস্ট ১৪ (২০২০)
  • এ এমন পরিচয় (২০২০) - মির্জা সাহেব
  • মিডল ক্লাস দিনরাত্রি (২০২০)
  • জিম্মি (২০২২)

পুরস্কার এবং মনোনয়ন

পাদটীকা

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.