ফেরেশতে
মোর্তেজা আতশ জমজম পরিচালিত চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফেরেশতে (ইরানি নাম: দুরুগহায়ে যিবা[১]) ২০২৪ সালের বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত একটি নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম এবং এর গল্পকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ। ইরানের ইমাজে সিনেমা এবং বাংলাদেশের ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ সহপ্রযোজক করেছে।[২] প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক।[৩] এটি ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৪] চলচ্চিত্রটি একজন রিকশাচালক আমজাদকে নিয়ে, যে তার স্ত্রী ফেরেস্তার সহায়তায় একটি উন্নত জীবন দেওয়ার চেষ্টা করে।
ফেরেশতে | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | মুর্তজা অতাশ জমজম |
প্রযোজক | শাহিন সুলতানা |
রচয়িতা | মুর্তজা অতাশ জমজম |
কাহিনিকার | মুমিত আল রশিদ |
শ্রেষ্ঠাংশে | জয়া আহসান
সুমন ফারুক রিকিতা নন্দিনী শিমু |
চিত্রগ্রাহক | বয়রাম ফজলি |
সম্পাদক | অভজ আজাই |
প্রযোজনা কোম্পানি | ইমাজে সিনেমা ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ ইরান |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
- জয়া আহসান
- রিকিতা নন্দিনী শিমু
- সুমন ফারুক - আমজাদ
- শহীদুজ্জামান সেলিম
- শাহেদ আলী
- শাহীন মৃধা
- সাথী - (শিশুশিল্পী)
নির্মাণ
ঢাকা ও গাজীপুরে চলচ্চিত্রের চিত্রধারণ করা হয়।[৫]
মুক্তি
চলচ্চিত্রটি এখনো কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবে বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এটি বিউটিফুল লাইজ, দুরুগহায়ে যিবা, ফেরেশতে এবং "সিএনজি" নামেও পরিচিত।[২]
প্রদর্শনী
- গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০২৩
- ফজর চলচ্চিত্র উৎসব, ১লা ফেব্রুয়ারি ২০২৪ [৪]
- ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.