Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার (আনুষ্ঠানিকভাবে একাডেমি পুরস্কার অব মেরিট ফর ডিরেক্টিং নামে পরিচিত) একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রতি বছর প্রদত্ত একটি চলচ্চিত্র পুরস্কার। এটি এমন চলচ্চিত্র পরিচালকের প্রতি প্রদত্ত সম্মান যিনি চলচ্চিত্র শিল্পে অসামান্য নির্দেশনা আবদান রেখেছেন।
শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্র পরিচালনায় অসামান্য অবদান |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস |
প্রথম পুরস্কৃত | ১৯২৯ (১৯২৭/১৯২৮ মৌসুমে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২১ (২০২০-এর চলচ্চিত্রের জন্য) |
সাম্প্রতিক বিজয়ী | ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শাইনার্ট এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স (২০২২) |
সর্বাধিক পুরস্কার | জন ফোর্ড (৪) |
সর্বাধিক মনোনয়ন | উইলিয়াম ওয়াইলার (১২) |
ওয়েবসাইট | oscars |
"নাটকীয়" এবং "কৌতুক" দুইটি বিভাগে বিভক্ত করে ১৯৯৯ সালে প্রথম একাডেমি পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ফ্রাংক বোরজেগি এবং লুইস মাইলস্টোন যথাক্রমে সেভেন্স হেভেন এবং টু অ্যারাবিয়ান নাইট্স চলচ্চিত্রের জন্র পুরস্কার জিতেছিলেন।[1] যদিও, পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য এই বিভাগগুলি একত্রিত করা হয়েছিল।[2] মনোনীতরা সাধারণত এএমপিএএসের পরিচালক শাখার মধ্যেকার একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্ধারিত হয়; যেখানে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয় একাডেমির সকল সদস্যের বহুভোটের ভিত্তিতে।[3][4][5]
একাডেমি পুরস্কারের প্রথম এগারো বছর পর্যন্ত, পরিচালকদের একই বছরে একাধিক চলচ্চিত্রের জন্য মনোনীত করার সুযোগ দেওয়া হতো। ১১তম একাডেমি পুরস্কারে অ্যাঞ্জেল্স অব ডার্টি ফেসেস এবং ফোর ডটার্স দুটি চলচ্চিত্রের জন্য মাইকেল কার্টিজের মনোনয়নের পরে, এই নিয়ম সংশোধন করা হয়েছিল যাতে পরবর্তী প্রতিটি অনুষ্ঠানে একজনকে কেবল একটি চলচ্চিত্রের জন্য মনোনীত করা যায়।[6] সেই নিয়মটিও পরবর্তীতে সংশোধন করা হয়েছে, যদিও এপর্যন্ত একমাত্র পরিচালক হিসেবে স্টিভেন সোডারবার্গ ২০০০ সালে এরিন ব্রোকোভিচ এবং ট্র্যাফিক চলচ্চিত্রের জন্য একই বছরে একাধিক মনোনয়ন পেয়েছিলেন, এবং পরবর্তীকালে পুরস্কারও অর্জন করেছিলেন। শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কারগুলি ইতিহাস জুড়ে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এই পুরস্কারের প্রচলনের পর এখন পর্যন্ত মোট ৯২টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের মধ্যে ৬৬জন শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হয়েছেন।[7]
প্রতিষ্ঠার পর থেকে এযাবৎকাল পর্যন্ত মোট ৭২ জন পরিচালক এই পুরস্কার লাভ করেছেন। জন ফোর্ড সর্বাধিক সংখ্যক চারবার এই পুরস্কার অর্জন করেছেন। উইলিয়াম ওয়াইলার সর্বাধিক সংখ্যক ১২ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন, যা অন্য যেকোনও ব্যক্তির চেয়ে বেশি। লা লা ল্যান্ড চলচ্চিত্রের জন্য ডেমিয়েন শ্যাজেল ৩২ বছর বয়সে এই পুরস্কারের ইতিহাসের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে, জন সিঙ্গলটন তার ২৪ বছর বয়সে বয়েজ এন দা হুড চলচ্চিত্রের জন্য সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে এই পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া ১৯৬১ সালে ওয়েস্ট সাইড স্টোরি চলচ্চিত্রের জন্য যৌথভাবে রবার্ট ওয়াইজ ও জেরোম রবিন্স এবং ২০০৭ সালে নো কান্ট্রি ফর ওল্ড মেন চলচ্চিত্রের জন্য যৌথভাবে জোয়েল ও ইথান কোইন পুরস্কার পেয়েছিলেন। কোয়েন ভ্রাতৃদ্বয় হলেন এই পুরস্কার জেতা একমাত্র ভ্রাতৃযুগল।[8] ২০০৯ সালের দ্য হার্ট লকার চলচ্চিত্রের একমাত্র মহিলা হিসেবে ক্যাথরিন বিগেলো এই পুরস্কার জিতেছিলেন। ২০২০ সালের অনুষ্ঠানের হিসেবে, বং জুন-হো প্যারাসাইট চলচ্চিত্রের জন্য সর্বশেষ এই পুরস্কার লাভ করেন।
নিম্নলিখিত সারণিতে, একাডেমি সম্মেলন অনুসারে বছরগুলি তালিকাভুক্ত হয়েছে এবং সাধারণত লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র মুক্তির বছরের সাথে সামঞ্জস্যপূর্ণ; যদিও অনুষ্ঠানগুলি সর্বদা পরবর্তী বছর আয়োজিত হয়।[9] প্রথম পাঁচটি অনুষ্ঠানের জন্য, যোগ্যতার সময়কাল ১ আগস্ট থেকে ৩১ জুলাই পর্যন্ত বারো মাস ব্যাপী ছিল।[10] ১৯৩৪ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ অনুষ্ঠানের জন্য, যোগ্যতার সময়কাল ১ আগস্ট ১৯৩২ থেকে ৩১ ডিসেম্বর, ১৯৩৩ পর্যন্ত স্থায়ী ছিল।[10] ১৯৩৫ সালে অনুষ্ঠিত ৭ম অনুষ্ঠানের পর থেকে, যোগ্যতার সময়কাল ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্ববর্তী পুরো পঞ্জিকা বছরে পরিণত হয়েছিল।[10]
বিজয়ী নির্দেশ করে |
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার বিজয়ী |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯২৭/২৮ (১ম) |
ফ্রাংক বোরজেগি (নাটকীয় চলচ্চিত্র) | সেভেন্স হেভেন | [11] |
হার্বার্ট ব্রেনন (নাটকীয় চলচ্চিত্র) | সরেল অ্যান্ড সন | ||
কিং ভিডর (নাটকীয় চলচ্চিত্র) | দ্য ক্রাউড | ||
লুইস মাইলস্টোন (হাস্যরস চলচ্চিত্র) | টু অ্যারাবিয়ান নাইট্স | ||
টেড ওয়াইল্ড (হাস্যরস চলচ্চিত্র) | স্পিডি | ||
১৯২৮/১৯২৯ (২য়) [টীকা 1] |
ফ্র্যাংক লয়েড | দ্য ডিভাইন লেডি | [12] |
লিওনেল ব্যারিমোর | মাদাম এক্স | ||
হ্যারি বিউমন্ট | দ্য ব্রডওয়ে মেলডি | ||
আরভিং কামিংস | ইন ওল্ড আরিজোনা | ||
ফ্র্যাংক লয়েড | ড্র্যাগ | ||
ওয়েরি রিভার | |||
আর্নস্ট লুবিচ | দ্য প্যাট্রিয়ট |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯২৯/১৯৩০ (৩য়) |
লুইস মাইলস্টোন | অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট | [13] |
ক্ল্যারেন্স ব্রাউন | অ্যানা ক্রিস্টি | ||
রোমান্স | |||
রবার্ট জে. লিওনার্ড | দ্য ডিভোর্সি | ||
আর্নস্ট লুবিচ | দ্য লাভ প্যারেড | ||
কিং ভিডর | হালেলুয়াহ! | ||
১৯৩০/১৯৩১ (৪র্থ) |
নরমান টাউরগ | স্কিপি | [14] |
ক্লারেন্স ব্রাউন | অ্যা ফ্রি সোল | ||
লুইস মাইলস্টোন | দ্য ফ্রন্ট পেজ | ||
ওয়েসলি রাগল্স | সিমারন | ||
ইয়োজেফ ফন স্টার্নবের্গ | মরক্কো | ||
১৯৩১/১৯৩২ (৫ম) |
ফ্রাংক বোরজেগি | ব্যাড গার্ল | [15] |
কিং ভিডর | দ্য চ্যাম্প | ||
ইয়োজেফ ফন স্টার্নবের্গ | সাংহাই এক্সপ্রেস | ||
১৯৩২/১৯৩৩ (৬ষ্ঠ) |
ফ্র্যাংক লয়েড | ক্যাভ্যালকেড | [16] |
ফ্রাঙ্ক ক্যাপ্রা | লেডি ফর আ ডে | ||
জর্জ কুকর | লিটল উইমেন | ||
১৯৩৪ (৭ম) |
ফ্রাঙ্ক ক্যাপ্রা | ইট হ্যাপেন্ড ওয়ান নাইট | [17] |
ভিক্টর শের্টজিঞ্জার | ওয়ান নাইট অব লাভ | ||
ডব্লিও. এস. ভ্যান ডাইক | দ্য থিন ম্যান | ||
১৯৩৫ (৮ম) |
জন ফোর্ড | দি ইনফরমার | [18] |
হেনরি হ্যাথওয়ে | দ্য লাইভ্স অব অ্যা বেঙ্গল ল্যান্সার | ||
ফ্র্যাংক লয়েড | মিউটিনি অন দ্য বাউন্টি | ||
১৯৩৬ (৯ম) |
ফ্রাঙ্ক ক্যাপ্রা | মি. ডিড্স গোস টু টাউন | [19] |
গ্রেগরি লা কাভা | মাই ম্যান গডফ্রে | ||
রবার্ট জিগলার লিওনার্ড | দ্য গ্রেট জিগফিল্ড | ||
ডব্লিও. এস. ভ্যান ডাইক | সান ফ্রান্সিসকো | ||
উইলিয়াম ওয়াইলার | ডড্সওর্থ | ||
১৯৩৭ (১০ম) |
লিও ম্যাকেরি | দি অফুল ট্রুথ | [20] |
উইলিয়াম ডিটার্লে | দ্য লাইফ অব এমিল জোলা | ||
সিডনি ফ্র্যাংকলিন | দ্য গুড আর্থ | ||
গ্রেগরি লা কাভা | স্টেজ ডোর | ||
উইলিয়াম এ. ওয়েলম্যান | আ স্টার ইজ বর্ন | ||
১৯৩৮ (১১তম) |
ফ্রাঙ্ক ক্যাপ্রা | ইউ ক্যান্ট টেক ইট উইথ ইউ | [21] |
মাইকেল কার্টিজ | অ্যাঞ্জেল্স উইথ ডার্টি ফেইসেস | ||
ফোর ডটার্স | |||
নরমান টাউরগ | বয়েজ টাউন | ||
কিং ভিডর | দ্য সিটাডেল | ||
১৯৩৯ (১২তম) |
ভিক্টর ফ্লেমিং | গন উইথ দ্য উইন্ড | [22] |
ফ্রাঙ্ক ক্যাপ্রা | মি. স্মিথ গোস টু ওয়াশিংটনে | ||
জন ফোর্ড | স্টেজকোচ | ||
স্যাম উড | গুডবাই, মিস্টার চিপস | ||
উইলিয়াম ওয়াইলার | উদারিং হাইট্স |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৪০ (১৩তম) |
জন ফোর্ড | দ্য গ্রেপ্স অব র্যাথ | [23] |
জর্জ কিউকর | দ্য ফিলাডেলফিয়া স্টোরি | ||
অ্যালফ্রেড হিচকক | রেবেকা | ||
স্যাম উড | কিটি ফয়েল | ||
উইলিয়াম ওয়াইলার | দ্য লেটার | ||
১৯৪১ (১৪তম) |
জন ফোর্ড | হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি | [24] |
আলেকজান্ডার হল | হেয়ার কাম্স মি. জর্ডান | ||
হাওয়ার্ড হক্স | সার্জেণ্ট ইয়র্ক | ||
অরসন ওয়েলস | সিটিজেন কেইন | ||
উইলিয়াম ওয়াইলার | দ্য লিটল ফক্সেস | ||
১৯৪২ (১৫তম) |
উইলিয়াম ওয়াইলার | মিসেস মিনিভার | [25] |
মাইকেল কার্টিজ | ইয়াংকি ডুডল ড্যান্ডি | ||
জন ফারো | ওয়েক আইসল্যান্ড | ||
মেরভিন লিরয় | র্যানডম হার্ভেস্ট | ||
স্যাম উড | কিংস রো | ||
১৯৪৩ (১৬তম) |
মাইকেল কার্টিজ | কাসাব্লাঙ্কা | [26] |
ক্লেরেন্স ব্রাউন | দ্য হিউম্যান কমেডি | ||
হেনরি কিং | দ্য সং অব বের্নাদেত | ||
আর্নস্ট লুবিচ | হেভেন ক্যান ওয়েট | ||
জর্জ স্টিভেন্স | দ্য মোর দ্য মেরিয়ার | ||
১৯৪৪ (১৭তম) |
লিও ম্যাকেরি | গোয়িং মাই ওয়ে | [27] |
অ্যালফ্রেড হিচকক | লাইফবোট | ||
হেনরি কিং | উইলসন | ||
অটো প্রেমিঙার | লরা | ||
বিলি ওয়াইল্ডার | ডাবল ইনডেমনিটি | ||
১৯৪৫ (১৮তম) |
বিলি ওয়াইল্ডার | দ্য লস্ট উইকেন্ড | [28] |
ক্লেরেন্স ব্রাউন | ন্যাশনাল ভেলভেট | ||
অ্যালফ্রেড হিচকক | স্পেলবাউন্ড | ||
লিও ম্যাকেরি | দ্য বেল্স অব সেন্ট ম্যারি'স | ||
জঁ রনোয়ার | দ্য সাউদার্নার | ||
১৯৪৬ (১৯তম) |
উইলিয়াম ওয়াইলার | দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভ্স | [29] |
ক্লেরেন্স ব্রাউন | দ্য ইয়ারলিং | ||
ফ্রাঙ্ক ক্যাপ্রা | ইট'স অ্যা ওয়ান্ডারফুল লাইফ | ||
ডেভিড লিন | ব্রিফ এনকাউন্টার | ||
রবার্ট সিওডমাক | দ্য কিলার্স | ||
১৯৪৭ (২০তম) |
এলিয়া কাজান | জেন্টলম্যান'স অ্যাগ্রিমেন্ট | [30] |
জর্জ কিউকর | অ্যা ডাবল লাইফ | ||
এডওয়ার্ড ডিমিট্রিক | ক্রসফায়ার | ||
হেনরি কোস্টার | দ্য বিশপ'স ওয়াইফ | ||
ডেভিড লিন | গ্রেট এক্সপেকটেশন্স | ||
১৯৪৮ (২১তম) |
জন হিউস্টন | দ্য ট্রেজার অব দ্য সিয়েরা মাদ্রে | [31] |
আনাতোল লিটভাক | দ্য স্নেক পিট | ||
জিন নেগুলেসকো | জনি বেলিন্ডা | ||
লরন্স অলিভিয়ে | হেমলেট | ||
ফ্রেড জিনেমন | দ্য সার্চ | ||
১৯৪৯ (২২তম) |
জোসেফ এল. ম্যাংকাভিৎস | আ লেটার টু থ্রি ওয়াইভ্স | [32] |
ক্যারল রিড | দ্য ফলেন আইডল | ||
রবার্ট রোসেন | অল দ্য কিং'স মেন | ||
উইলিয়াম এ. ওয়েলম্যান | ব্যাটেলেগ্রাউন্ড | ||
উইলিয়াম ওয়াইলার | দ্য হেইরেস |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৫০ (২৩তম) |
জোসেফ এল. ম্যাংকাভিৎস | অল অ্যাবাউট ইভ | [33] |
জর্জ কিউকর | বর্ন ইয়েস্টারডে | ||
জন হিউস্টন | দা অ্যাসফল্ট জাঙ্গাল | ||
ক্যারল রিড | দ্য থার্ড ম্যান | ||
বিলি ওয়াইল্ডার | সানসেট বুলভার্ড | ||
১৯৫১ (২৪তম) |
জর্জ স্টিভেন্স | আ প্লেস ইন দা সান | [34] |
জন হিউস্টন | দি আফ্রিকান কুইন | ||
এলিয়া কাজান | আ স্ট্রিটকার নেম্ড ডিসায়ার | ||
ভিনসেন্ট মিনেলি | এন আমেরিকান ইন প্যারিস | ||
উইলিয়াম ওয়াইলার | ডিটেকটিভ স্টোরি | ||
১৯৫২ (২৫৩ম) |
জন ফোর্ড | দা কোয়াইট ম্যান | [35] |
সেসিল বি. ডামিল | দ্য গ্রেটেস্ট শো অন আর্থ | ||
জন হিউস্টন | মুলাঁ রুজ | ||
জোসেফ এল. ম্যাংকাভিৎস | ফাইভ ফিঙ্গার্স | ||
ফ্রেড জিনেমান | হাই নুন | ||
১৯৫৩ (২৬তম) |
ফ্রেড জিনেমান | ফ্রম হিয়ার টু ইটার্নিটি | [36] |
জর্জ স্টিভেন্স | শেন | ||
চার্লস ওয়াল্টার্স | লিলি | ||
বিলি ওয়াইল্ডার | স্টালাগ সেভেন্টিন | ||
উইলিয়াম ওয়াইলার | রোমান হলিডে | ||
১৯৫৪ (২৭তম) |
এলিয়া কাজান | অন দা ওয়াটারফ্রন্ট | [37] |
অ্যালফ্রেড হিচকক | রিয়ার উইন্ডো | ||
জর্জ সিটন | দ্য কান্ট্রি গার্ল | ||
উইলিয়াম এ. ওয়েলম্যান | দ্য হাই অ্যান্ড দা মাইটি | ||
বিলি ওয়াইল্ডার | সাবরিনা | ||
১৯৫৫ (২৮তম) |
ডেলবার্ট মান | মার্টি | [38] |
এলিয়া কাজান | ইস্ট অব ইডেন | ||
ডেভিড লিন | সামারটাইম | ||
জোশুয়া লোগান | পিকনিক | ||
জন স্টারজেস | ব্যাড ডে অ্যাট ব্ল্যাক রক | ||
১৯৫৬ (২৯তম) |
জর্জ স্টিভেন্স | জায়ান্ট | [39] |
মাইকেল অ্যান্ডারসন | অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ | ||
ওয়াল্টার ল্যাং | দ্য কিং অ্যান্ড আই | ||
কিং ভিডর | ওয়ার অ্যান্ড পিস | ||
উইলিয়াম ওয়াইলার | ফ্রেন্ডলি পার্সুয়েশন | ||
১৯৫৭ (৩০তম) |
ডেভিড লিন | দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই | [40] |
জোশুয়া লোগান | সায়োনারা | ||
সিডনি লুমেট | টুয়েলভ অ্যাংরি মেন | ||
মার্ক রবসন | পেটন প্লেস | ||
বিলি ওয়াইল্ডার | উইটনেস ফর দ্য প্রসিকিউশন | ||
১৯৫৮ (৩১তম) |
ভিনসেন্ট মিনেলি | জিজি | [41] |
রিচার্ড ব্রুকস | ক্যাট অন অ্যা হট টিন রুফ | ||
স্ট্যানলি ক্র্যেমার | দ্য ডিফায়্যান্ট ওয়ান্স | ||
মার্ক রবসন | দি ইন অব দ্য সিক্স হ্যাপিনেস | ||
রবার্ট ওয়াইজ | আই ওয়ান্ট টু লিভ! | ||
১৯৫৯ (৩২তম) |
উইলিয়াম ওয়াইলার | বেন-হার | [42] |
জ্যাক ক্লেটন | রুম অ্যাট দ্য টপ | ||
জর্জ স্টিভেন্স | দ্য ডায়েরি অব অ্যান ফ্র্যাংক | ||
বিলি ওয়াইল্ডার | সাম লাইক ইট হট | ||
ফ্রেড জিনেমান | দ্য নান্স স্টোরি | ||
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৬০ (৩৩তম) |
বিলি ওয়াইল্ডার | দি অ্যাপার্টমেন্ট | [43] |
জ্যাক কার্ডিফ | সন্স অ্যান্ড লাভার্স | ||
জুলস দাসিন | নেভার অন সানডে | ||
অ্যালফ্রেড হিচকক | সাইকো | ||
ফ্রেড জিনেমান | দা সানডাউনার্স | ||
১৯৬১ (৩৪তম) |
রবার্ট ওয়াইজ ও জেরোম রবিন্স | ওয়েস্ট সাইড স্টোরি | [44] |
ফেদেরিকো ফেল্লিনি | লা দোলচে ভিতা | ||
স্ট্যানলি ক্র্যেমার | জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ | ||
রবার্ট রোজেন | দা হাসলার | ||
জে. লি থমসন | দা গান্স অব নাভারন | ||
১৯৬২ (৩৫তম) |
ডেভিড লিন | লরেন্স অব অ্যারাবিয়া | [45] |
পিয়েট্রো জারমি | ডিভোর্স ইতালিয়ান স্টাইল | ||
রবার্ট মুলিগান | টু কিল আ মকিংবার্ড | ||
আর্থার পেন | দা মিরাকল ওয়ার্কার | ||
ফ্রাঙ্ক পেরি | ডেভিড অ্যান্ড লিসা | ||
১৯৬৩ (৩৬তম) |
টনি রিচার্ডসন | টম জোন্স | [46] |
ফেদেরিকো ফেল্লিনি | অত্তো এ মেজ্জো | ||
এলিয়া কাজান | আমেরিকা আমেরিকা | ||
অটো প্রেমিঙার | দা কার্ডিনাল | ||
মার্টিন রিট | হুড | ||
১৯৬৪ (৩৭তম) |
জর্জ কিউকর | মাই ফেয়ার লেডি | [47] |
মাইকেল কাকোয়ানিস | জোর্বা দা গ্রিক | ||
পিটার গ্লেনভিল | বেকেট | ||
স্ট্যানলি কুবরিক | ডক্টর স্ট্রেঞ্জলাভ | ||
রবার্ট স্টিভেনসন | মেরি পপিন্স | ||
১৯৬৫ (৩৮তম) |
রবার্ট ওয়াইজ | দ্য সাউন্ড অব মিউজিক | [48] |
ডেভিড লিন | ডক্টর ঝিভাগো | ||
জন শ্লেসিঞ্জার | ডার্লিং | ||
হিরোশি তেশিগাহারা | উইম্যান ইন দা ডুন্স | ||
উইলিয়াম ওয়াইলার | দা কালেক্টর | ||
১৯৬৬ (৩৯তম) |
ফ্রেড জিনেমান | আ ম্যান ফর অল সিজন্স | [49] |
মিকেলাঞ্জেলো আন্তোনিওনি | ব্লোআপ | ||
রিচার্ড ব্রুকস | দা প্রফেশনাল্স | ||
ক্লড লেলোশ | আ ম্যান অ্যান্ড আ উইম্যান | ||
মাইক নিকোল্স | হু'স অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া ওল্ফ? | ||
১৯৬৭ (৪০তম) |
মাইক নিকোল্স | দা গ্র্যাজুয়েট | [50] |
রিচার্ড ব্রুকস | ইন কোল্ড ব্লাড | ||
নরম্যান জুডিসন | ইন দা হার্ট অব দা নাইট | ||
স্ট্যানলি ক্র্যেমার | গেজ হুজ কামিং টু ডিনার | ||
আর্থার পেন | বনি অ্যান্ড ক্লাইড | ||
১৯৬৮ (৪১তম) |
ক্যারল রিড | অলিভার! | [51] |
অ্যান্থনি হার্ভে | দ্য লায়ন ইন উইন্টার | ||
স্ট্যানলি কুবরিক | ২০০১: আ স্পেস অডিসি | ||
গিলো পন্টিকোর্ভ | দা ব্যাটেল অব আলজিয়ার্স | ||
ফ্রাঙ্কো জেফিরেলি | রোমিও অ্যান্ড জুলিয়েট | ||
১৯৬৯ (৪২তম) |
জন শ্লেসিঞ্জার | মিডনাইট কাউবয় | [52] |
কোস্টা-গার্ভেস | জি | ||
জর্জ রয় হিল | বাচ ক্যাসিডি অ্যান্ড দা সানড্যান্স কিড | ||
আর্থার পেন | অ্যালিসি'স রেস্টুরেন্ট | ||
সিডনি পোল্যাক | দে শুট হর্সেস, ডোন'ট দে? |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৭০ (৪৩তম) |
ফ্র্যাংকলিন স্ক্যাফনার | প্যাটন | [53] |
রবার্ট অল্টমান | এম*এ*এস*এইচ | ||
ফেদেরিকো ফেল্লিনি | ফেল্লিনি সাতিরিকন | ||
আর্থার হিলার | লাভ স্টোরি | ||
কেন রাসেল | উইমেন ইন লাভ | ||
১৯৭১ (৪৪তম) |
উইলিয়াম ফ্রিডকিন | দ্য ফ্রেঞ্চ কানেকশন | [54] |
পিটার বোগদানোভিচ | দা লাস্ট পিকচাস শো | ||
নরমান জুহিসন | ফিডলার অন দা রুফ | ||
স্ট্যানলি কুবরিক | আ ক্লকওয়ার্ক অরেঞ্জ | ||
জন শ্লেসিঞ্জার | সানডে ব্লাডি সানডে | ||
১৯৭২ (৪৫তম) |
বব ফস | ক্যাবারেট | [55] |
জন বুরমান | ডিলিবারেন্স | ||
ফ্রান্সিস ফোর্ড কোপলা | দ্য গডফাদার | ||
জোসেফ এল. ম্যাংকাভিৎস | স্লিউথ | ||
জান ট্রোয়াল | দি ইমিগ্রান্টস | ||
১৯৭৩ (৪৬তম) |
জর্জ রয় হিল | দা স্টিং | [56] |
ইংমার বারিমান | ক্রইস অ্যান্ড উইসপার্স | ||
বেরনার্দো বেরতোলুচ্চি | লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস | ||
উইলিয়াম ফ্রিডকিন | দা এক্সরসিস্ট | ||
জর্জ লুকাস | আমেরিকান গ্রাফিতি | ||
১৯৭৪ (৪৭তম) |
ফ্রান্সিস ফোর্ড কোপলা | দ্য গডফাদার পার্ট ২ | [57] |
জন ক্যাসাভেতিস | অ্যা ওমেন আন্ডার দা ইনফ্লুয়েন্স | ||
বব ফস | লেনি | ||
রোমান পোলান্স্কি | চায়নাটাউন | ||
ফ্রঁসোয়া ত্রুফো | ডে ফর নাইট | ||
১৯৭৫ (৪৮তম) |
মিলশ ফরমান | ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট | [58] |
রবার্ট অল্টমান | ন্যাশভিল | ||
ফেদেরিকো ফেল্লিনি | আমারকর্দ | ||
স্ট্যানলি কুবরিক | ব্যারি লিন্ডন | ||
সিডনি লুমেট | ডগ ডে অফটারনুন | ||
১৯৭৬ (৪৯তম) |
জন জি. অ্যাভিল্ডসেন | রকি | [59] |
ইংমার বারিমান | ফেইস টু ফেইস | ||
সিডনি লুমেট | নেটওয়ার্ক | ||
অ্যালান জে পাকুলা | অল দা পেসিডেন্ট'স মেন | ||
লিনা বার্তম্যুলার | সেভেন বিউটিস | ||
১৯৭৭ (৫০তম) |
উডি অ্যালেন | অ্যানি হল | [60] |
জর্জ লুকাস | স্টার ওয়ার্স | ||
হারবার্ট রোস | দা টার্নিং পয়েন্ট | ||
স্টিভেন স্পিলবার্গ | ক্লোজ এনকাউন্টার্স অব দা থার্ড কাইন্ড | ||
ফ্রেড জিনেমান | জুলিয়া | ||
১৯৭৮ (৫১তম) |
মাইকেল সিমিনো | দা ডিয়ার হান্টার | [61] |
উডি অ্যালেন | ইন্টেরিওর্স | ||
হাল অ্যাশবি | কামিং হোম | ||
ওয়ারেন বেটি ও বাক হেনরি | হ্যাভেন ক্যান ওয়েট | ||
অ্যালান পার্কার | মিডনাইট এক্সপ্রেস | ||
১৯৭৯ (৫২তম) |
রবার্ট বেনটন | ক্রেমার ভার্সাস ক্রেমার | [62] |
ফ্রান্সিস ফোর্ড কোপলা | অ্যাপোক্যালিপ্স নাও | ||
বব ফস | অল দ্যাট জ্যাজ | ||
ইডুয়া মলিনাহো | লা কেজ ক্সো ফোল | ||
পিটার ইয়েট্স | ব্রেকিং অ্যাওয় | ||
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৮০ (৫৩তম) |
রবার্ট রেডফোর্ড | অর্ডিনারি পিপল | [63] |
ডেভিড লিঞ্চ | দি এলিফ্যান্ট ম্যান | ||
রোমান পোলান্স্কি | তেস | ||
রিচার্ড রাশ | দা স্টান্ট ম্যান | ||
মার্টিন স্কোরসেজি | রেজিং বুল | ||
১৯৮১ (৫৪তম) |
ওয়ারেন বেটি | রেড্স | [64] |
হিউ হাডসন | চারিয়ট্স অব ফায়ার | ||
লুই মালে | আটলান্টিক সিটি | ||
মার্ক রাইডিল | অন গোল্ডেন পন্ড | ||
স্টিভেন স্পিলবার্গ | রেইডার্স অব দা লস্ট আর্ক | ||
১৯৮২ (৫৫তম) |
রিচার্ড অ্যাটনবারা | গান্ধী | [65] |
সিডনি লুমেট | দা ভারডিক্ট | ||
ভোলফগাং পেটারসেন | ডাস বুট | ||
সিডনি পোল্যাক | তুৎসি | ||
স্টিভেন স্পিলবার্গ | ই.টি. দি এক্সট্রা-টেরেস্ট্রিয়াল | ||
১৯৮৩ (৫৬তম) |
জেমস এল. ব্রুক্স | টার্মস অব এন্ডিয়ারমেন্ট | [66] |
ব্রুস বেরেসফোর্ড | টেন্ডার মার্সিস | ||
ইংমার বারিমান | ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার | ||
মাইক নিকোল্স | সিল্কউড | ||
পিটার ইয়েটস | দা ড্রেসার | ||
১৯৮৪ (৫৭তম) |
মিলশ ফরমান | আমাডেয়ুস | [67] |
উডি অ্যালেন | ব্রডওয়ে ড্যানি রোজ | ||
রবার্ট বেনটন | প্লেসেস ইন দা হার্ট | ||
রোল্যান্ড জোফ | দা কিলিং ফিল্ডস | ||
ডেভিড লিন | আ প্যাসেজ টু ইন্ডিয়া | ||
১৯৮৫ (৫৮তম) |
সিডনি পোলাক | আউট অব আফ্রিকা | [68] |
হেক্টর বাবেনকো | কিস অব দা স্পাইডার ওম্যান | ||
জন হিউস্টন | প্রিজি'স অনার | ||
আকিরা কুরোসাওয়া | রান | ||
পিটার উইয়ার | উইটনেস | ||
১৯৮৬ (৫৯তম) |
অলিভার স্টোন | প্লাটুন | [69] |
উডি অ্যালেন | হানা অ্যান্ড হার সিস্টার্স | ||
জেমস আইভরি | আ রুম উইথ আ ভিউ | ||
রোল্যান্ড জোফ | দা মিশন | ||
ডেভিড লিঞ্চ | ব্লু ভেলভেট | ||
১৯৮৭ (৬০তম) |
বেরনার্দো বেরতোলুচ্চি | দ্য লাস্ট এম্পেরার | [70] |
জন বুরম্যান | হোপ অ্যান্ড গ্লোরি | ||
লাসে হালস্ত্রোম | মাই লাইফ ইজ আ ডগ | ||
নরমান জুহিসন | মুনস্ট্রাক | ||
অ্যাড্রিয়ান লেন | ফেইটাল অ্যাট্ট্রাকশন | ||
১৯৮৮ (৬১তম) |
ব্যারি লেভিনসন | রেইন ম্যান | [71] |
চার্লস ক্রাইটন | অ্যা ফিস কল্ড ওয়ান্ডা | ||
মাইক নিকোল্স | ওয়ার্কিং গার্ল | ||
অ্যালান পার্কার | মিসিসিপি বার্নিং | ||
মার্টিন স্কোরসেজি | দা লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট | ||
১৯৮৯ (৬২তম) |
অলিভার স্টোন | বর্ন অন দা ফোর্থ অব জুলাই | [72] |
উডি অ্যালেন | ক্রাইম্স অ্যান্ড মিস্ডেমিনর্স | ||
কেনেথ ব্র্যানা | হেনরি ভি | ||
জিম শেরিডান | মাই লেফট ফুট | ||
পিটার উইয়ার | ডেড পোয়েট্স সোসাইটি |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
১৯৯০ (৬৩তম) |
কেভিন কসনার | ড্যান্সেস উইথ উল্ভ্স | [73] |
ফ্রান্সিস ফোর্ড কোপলা | দ্য গডফাদার পার্ট ৩ | ||
স্টিফেন ফ্রেয়ার্স | দ্য গ্রিফটার্স | ||
বারবেট শ্রোডার | রিভার্সাল অব ফরচুন | ||
মার্টিন স্কোরসেজি | গুডফেলাস | ||
১৯৯১ (৬৪তম) |
জোনাথন ডেমি | দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস | [74] |
ব্যারি লেভিনসন | বাগসি | ||
রিডলি স্কট | থেলমা অ্যান্ড লুইস | ||
জন সিঙ্গলটন | বয়েজ অন দ্য হুড | ||
অলিভার স্টোন | জেএফকে | ||
১৯৯২ (৬৫তম) |
ক্লিন্ট ইস্টউড | আনফরগিভেন | [75] |
রবার্ট অল্টমান | দ্য প্লেয়ার | ||
মার্টিন ব্রেস্ট | সেন্ট অব আ ওম্যান | ||
জেমস আইভরি | হাওয়ার্ডস এন্ড | ||
নিল জর্ডান | দ্য ক্রাইং গেম | ||
১৯৯৩ (৬৬তম) |
স্টিভেন স্পিলবার্গ | শিন্ডলার্স লিস্ট | [76] |
রবার্ট অল্টমান | শর্ট কাট্স | ||
জেন ক্যাম্পিয়ন | দ্য পিয়ানো | ||
জেমস আইভরি | দ্য রিমেইন্স অব দ্য ডে | ||
জিম শেরিডান | ইন দ্য নেম অব দ্য ফাদার | ||
১৯৯৪ (৬৭তম) |
রবার্ট জেমেকিস | ফরেস্ট গাম্প | [77] |
উডি অ্যালেন | বুলেট্স ওভার ব্রডওয়ে | ||
ক্রিস্তফ কিয়েশ্লফ্স্কি | থ্রি কালার্স: রেড | ||
রবার্ট রেডফোর্ড | কুইজ শো | ||
কোয়েন্টিন টারান্টিনো | পাল্প ফিকশন | ||
১৯৯৫ (৬৮তম) |
মেল গিবসন | ব্রেভহার্ট | [78] |
মাইক ফেগেস | লিভিং লাস ভেগাস | ||
ক্রিস নুন্যান | বেইব | ||
মাইকেল রেডফোর্ড | ইল পোস্তিনো: দ্য পোস্টম্যান | ||
টিম রবিন্স | ডেড ম্যান ওয়াকিং | ||
১৯৯৬ (৬৯তম) |
অ্যান্টনি মিনজেলা | দি ইংলিশ পেশন্ট | [79] |
জোয়েল কোয়েন | ফার্গো | ||
মিলশ ফরমান | দ্য পিপল ভার্সাস লেরি ফ্লিন্ট | ||
স্কট হিক্স | শাইন | ||
মাইক লেই | সিক্রেট্স অ্যান্ড লাইস | ||
১৯৯৭ (৭০তম) |
জেমস ক্যামেরন | টাইটানিক | [80] |
পিটার কত্তনিও | দা ফুল মন্টি | ||
অ্যাটম এগোয়ন | দা সুইট হিয়ারআফটার | ||
কার্টিস হ্যানসন | এল.এ. কনফিডেনশিয়াল | ||
গাস ভ্যান সান্ট | গুড উইল হান্টিং | ||
১৯৯৮ (৭১তম) |
স্টিভেন স্পিলবার্গ | সেভিং প্রাইভেট রায়ান | [81] |
রবের্তো বেনিইনি | লাইফ ইজ বিউটিফুল | ||
জন ম্যাডেন | শেকসপিয়র ইন লাভ | ||
টেরেন্স মালিক | দ্য থিন রেড লাইন | ||
পিটার উইয়ার | দ্য ট্রুম্যান শো | ||
১৯৯৯ (৭২তম) |
স্যাম মেন্ডেজ | অ্যামেরিকান বিউটি | [82] |
লাসে হালস্ত্রোম | দ্য সিডার হাউজ রুল্স | ||
স্পাইক জোন্জ | বিয়িং জন মালকভিচ | ||
মাইকেল মান | দি ইনসাইডার | ||
এম নাইট শ্যামালান | দ্য সিক্সথ সেন্স |
বছর | পরিচালক | চলচ্চিত্র | সূত্র. |
---|---|---|---|
২০২০/২১ [note 1] (৯৩তম) |
ক্লোই ঝাও | নোম্যাডল্যান্ড | [103] |
Lee Isaac Chung | মিনারি | ||
Emerald Fennell | প্রমিজিং ইয়াং ওম্যান | ||
ডেভিড ফিঞ্চার | ম্যাংক | ||
টমাস ভিন্টারবার্গ | অ্যানাদার রাউন্ড | ||
২০২১ (৯৪তম ) |
জেন ক্যাম্পিয়ন | দ্য পাওয়ার অব দ্য ডগ | [104] |
পল টমাস অ্যান্ডারসন | Licorice Pizza | ||
কেনেথ ব্র্যানা | Belfast | ||
Ryusuke Hamaguchi | ড্রাইভ মাই কার | ||
স্টিভেন স্পিলবার্গ | ওয়েস্ট সাইড স্টোরি | ||
২০২২ (৯৫তম) |
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট | এভরিথিং এভরিওয়েআর অল অ্যাট ওয়ান্স | [105] |
টড ফিল্ড | টার | ||
মার্টিন মাকডনা | দ্য ব্যানশিজ অব ইনিশেরিন | ||
Ruben Östlund | ট্রাইঅ্যাঙ্গেল অব স্যাডনেস | ||
স্টিভেন স্পিলবার্গ | দ্য ফেবলম্যান্স |
একাধিকবার বিজয়ীনিম্নলিখিত ব্যক্তিরা একাধিকবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কার জিতেছে:
|
চার বা ততোধিকবার মনোনয়ননিম্নলিখিত পরিচালকরা চার বা ততোধিকবার শ্রেষ্ঠ পরিচালকের মনোনয়ন পেয়েছেন (* একবারো জয়ী হননি নির্দেশ করে):
|
রেকর্ড | পরিচালক | চলচ্চিত্র | বয়স | সূত্র. |
---|---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | ক্লিন্ট ইস্টউড | মিলিয়ন ডলার বেবি | ৭৪ | [106] |
বয়োজ্যেষ্ঠ মনোনয়নপ্রাপ্ত | জন হিউস্টন | প্রিজি'স অনার | ৭৯ | [106] |
বয়োকনিষ্ঠড বিজয়ী | ডেমিয়েন শ্যাজেল | লা লা ল্যান্ড | ৩২ | [106] |
বয়োকনিষ্ঠ মনোনয়নপ্রাপ্ত | জন সিংগলটন | বয়েজ এন দা হুড | ২৪ | [106] |
পাঁচজন এশীয় পরিচালক (একজন এশিয়-মার্কিন) সর্বমোট সাতবার এই বিভাগে মনোনীত হয়েছেন, এবং অ্যাং লি দুইবার পুরস্কার জিতেছেন।
ছয়জন কৃষ্ণাঙ্গ পরিচালক এই বিভাগে মোট ছয়বার মনোনীত হয়েছেন, তবে কেউই এই পুরস্কার জিতেননি।[107]
পাঁচজন লাতিন আমেরিকান পরিচালক এই বিভাগে মোট আটবার মনোনীত হয়েছেন, এবং তিনজন সর্বমোট পাঁচবার এই পুরস্কার পেয়েছেন।
সাতজন ওশেনিয় পরিচালক এই বিভাগে মোট এগারবার মনোনীত হয়েছেন, এবং একজন পুরস্কার জিতেছেন।
পাঁচজন মহিলা পরিচালক এই বিভাগে মনোনীত হয়েছেন, এবং একজন পুরস্কার পেয়েছেন।[108]
মোট ২৬জন এই বিভাগে বিদেশী ভাষার চলচ্চিত্র পরিচালক হিসেবে সর্বমোট একত্রিশবার মনোনীত হয়েছেন, এবং তিনজন এই পুরস্কার জিতেছেন।
গাঢ় — বিজয়ীদের ইঙ্গিত করে
§ — পরিচালক অভিষেক
† — শ্র্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার মনোনীত
‡ — শ্র্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.