Loading AI tools
বাংলাদেশী জনপ্রিয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কে এম মোশাররফ করিম (জন্ম ২২ আগস্ট ১৯৭১) একজন বাংলাদেশী অভিনেতা,[1][2] তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা। পরবর্তীতে তিনি রূপকথার গল্প (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), প্রজাপতি (২০১১), টেলিভিশন (২০১৩), জালালের গল্প (২০১৫), এবং অজ্ঞাতনামা (২০১৬), হালদা(২০১৭), কমলা রকেট (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করেন।
মোশাররফ করিম | |
---|---|
জন্ম | কেএম মোশাররফ হোসেন ২২ আগস্ট ১৯৭১ |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | শামীম |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | রোবেনা রেজা জুঁই (বি. ২০০৪) |
সন্তান | রোবেন রায়ান করিম |
পুরস্কার | মেরিল-প্রথম আলো পুরস্কার (২০২৪) |
২০০৮ সালে দেয়াল আলমারি, ২০১২ সালে জর্দা জামাল, ২০১৩ সালে সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া ২০০৯ সালে হাউজফুল, ২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই, ২০১৩ সালে সিকান্দার বক্স এখন বিরাট মডেল, ২০১৪ সালে সেই রকম পানখোর, এবং ২০১৫ সালে সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে জালালের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।[3][4][5][6] ২০২১ সালে মহানগর ওয়েব ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। [7]
মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী থানার পিঙ্গলাকাঠী গ্রামে।[8] বাংলাদেশী ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।[9]
মোশাররফ করিম ১৯৯৯ সালে এক পর্বের নাটক অতিথি-এ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন।[10] এই নাটকটি ফেরদৌস হাসান পরিচালনা করেন এবং এটি চ্যানেল আই-এ প্রচারিত হয়।[11] নাটকে তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল থেকে। ২০০৪ সালে তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যবসায়ী চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি বিখ্যাত টেলিফিল্ম ক্যারাম-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা-ধারাবাহিকে অভিনয় শুরু করেন। ২০০৮ সালে তিনি দেয়াল আলমারি নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক শাখায় সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে পুরস্কৃত হন।[12] তিনি তার প্রথম মেগা-ধারাবাহিক ৪২০-এ অভিনয় করেন। এই নাটকটি চ্যানেল আই-এ প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ভবের হাট, ঘর-কুটুম-এ অভিনয় করেন। এছাড়াও তিনি জিম্মি, দুই রুস্তম, অন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। ২০০৯ সালে হাউজফুল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০১১ সালে চাঁদের নিজস্ব কোন আলো নেই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে ঈদে প্রচারিত হয় মাসুদ সেজান পরিচালিত সুখ-টান খণ্ড ধারাবাহিক নাটক। এতে তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেন মোজেজা আশরাফ মোনালিসা[13] এ বছর জর্দ্দা জামাল নাটকে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৩ সালে ঈদে প্রচারিত হয় শামস কবির পরিচালিত মিরজাফর মীর নাটকে।[14] এই বছর সেই রকম চা খোর নাটকে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পীর পুরস্কার অর্জন করেন। এছাড়া সিকান্দার বক্স এখন বিরাট মডেল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে এনটিভিতে প্রচারিত হয় তুমি কি এখনো আমার তুমি।[15] ঈদুল আযহায় বাংলাভিশনে প্রচারিত হয় নাটক রকস্টার।[16] এছাড়া আরটিভিতে প্রচারিত হয় সেই রকম পানখোর। এই নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।
২০১৫ সালের ঈদুল ফিতরে প্রচারিত হয় চাঁদের চন্দ্রবিন্দু নেই নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন আজমেরী আশা।[17] আরটিভিতে প্রচারিত হয় শামস করিম পরিচালিত নাটক হিটার ।[18] ঈদুল আযহায় এনটিভিতে প্রচারিত হয় তুহিন হোসেন পরিচালিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত-দিন। এই নাটকে তিনি প্রথমবারের মত তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পূর্ণিমা।[19] আরটিভিতে প্রচারিত হয় 'সিকান্দার বক্স' সিরিজের শেষ খণ্ডসিকান্দার বক্স এখন নিজ গ্রামে। সিকান্দার বক্স এখন নিজ গ্রামে নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে অভিনয় করেন আমার ইচ্ছে করে না, হাইপথেসিস নাটকে।[20][21] মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নির্মিত ঘাট কাপড় টেলিফিল্মে এক মাতালের চরিত্রে অভিনয় করেন।[22] এছাড়া অভিনয় করেন লড়াই, ঝামেলা আনলিমিটেড, এই কূলে আমি আর ওই কূলে তুমি, বহুরূপী ধারাবাহিক নাটকে।[23][24] ঈদুল ফিতরে চ্যানেল আই তার অভিনীত সাতটি নাটক নিয়ে 'মোশাররফ করিম কমেডি ফেস্ট' প্রচার করে ঈদের সাতদিন। নাটক সাতটি হল চোরের একদিন, প্রেমের নাম বেদনা, মায়াবতী, কারেন্ট গেলে ভয় পাবেন না, পাপ, একটা লাইক দেবেন প্লিজ, ও জ্বি স্যার ঠিক বলছেন। আরটিভিতে প্রচারিত হয় আজাদ কালাম পরিচালিত যমজ ৫।[25] এছাড়া বাংলাভিশনে প্রচারিত অ্যাভারেজ আসলাম, বৈশাখীতে প্রচারিত কিড সোলায়মান, আরটিভিতে প্রচারিত তলোয়ার এবং অন্য একটি চ্যানেলে প্রচারিত চান্স মাস্টার খণ্ড ধারাবাহিক নাটকে অভিনয় করেন।[26]
২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাভিশনে প্রচারিত ও ডাক্তার নাটকে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যায়, যিনি তার এক রোগীর সাথে আসা তার বোনের (সারিকা সাবাহ) প্রেমে পড়েন।[27] বিজয় দিবসে নাগরিক টিভিতে তাকে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত নীল দংশন নাটকে অভিনয় করতে দেখা যায়।[28] ২০২০ সালে তার প্রশংসিত নাটক ছিল শিখর শাহনিয়াত পরিচালিত আদম ।
মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৪ সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০০৬ সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প-এ অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত দারুচিনি দ্বীপ-এ অভিনয় করেন। এই ছায়াছবিটিও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। ২০০৯ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছায়াছবিতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি ছায়াছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছায়াছবিতে তিনি মৌসুমীর বিপরীতে অভিনয় করেন।[29] ২০১৩ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছায়াছবিতে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্প-এ। চলচ্চিত্রটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১৫ সালে এই চলচ্চিত্রে জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[30] ২০১৬ সালে তিনি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন।[31] পরের বছর তিনি তৌকিরের পরিচালনায় হালদা চলচ্চিত্রে জেলে বদিউজ্জামাল চরিত্রে অভিনয় করেন।[32] দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। তার অভিনীত নূর ইমরান মিঠু পরিচালিত কমলা রকেট চলচ্চিত্রটি ঐতিহ্যবাহী গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আয়োজনে প্রদর্শিত হয়।[33] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে পুরস্কারের জন্য ঘোষিত হন, কিন্তু তিনি চরিত্রটি কৌতুক চরিত্র নয় দাবী করে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেন।[34]
মোশাররফ ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউজহোল্ড প্লাস্টিক ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের পণ্যদূত বা ব্র্যাণ্ড অ্যমব্যাসেডর নিযুক্ত হন।[35][36]
২০১৮ সালে বাংলাদেশের একটি জাতীয় স্যাটেলাইট টিভি চ্যানেলে ‘জাগো বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচিত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় পরবর্তীতে তিনি ক্ষমা চান।[37]
মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁই কে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।[38]
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৪ | জয়যাত্রা | ফণী | তৌকির আহমেদ | |
২০০৬ | রূপকথার গল্প | পকেটমার | তৌকির আহমেদ | |
২০০৭ | দারুচিনি দ্বীপ | অয়ন/বল্টু | তৌকির আহমেদ | [39] |
২০০৯ | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | মুন্না | মোস্তফা সরয়ার ফারুকী | [40] |
২০১১ | প্রজাপতি | তারেক | মুহাম্মদ মোস্তফা কামাল রাজ | [41] |
২০১৩ | টেলিভিশন | মজনু | মোস্তফা সরয়ার ফারুকী | [42] |
২০১৫ | জালালের গল্প | জালালের পিতা ৩ | আবু শাহেদ ইমন | [43] বিজয়ী: আভাঙ্কা চলচ্চিত্র উৎসব - শ্রেষ্ঠ অভিনেতা |
২০১৬ | অজ্ঞাতনামা | ফরহাদ | তৌকির আহমেদ | |
২০১৭ | হালদা | বদিউজ্জামাল | তৌকির আহমেদ | |
২০১৮ | কমলা রকেট | নূর ইমরান মিঠু | ||
২০১৯ | দি ডিরেক্টর | কামরুজ্জামান কামু | [44] | |
২০২১ | ডিকশনারি (চলচ্চিত্র) | মকর ক্রান্তি চ্যাটার্জি | ব্রাত্য বসু | তার অভিনীত টালিগঞ্জের প্রথম চলচ্চিত্র[45] |
২০২২ | মুখোশ | ইব্রাহিম খালেদী | ইফতেখার শুভ | |
দাগ | আলমগীর | সনজয় সমদ্দার | ||
২০২৪ | হুব্বা | হুব্বা বিমল | ব্রাত্য বসু | [46] |
২০২৪/২৪ | বিলডাকিনি | ফজলুল কবির তুহিন | মুক্তি-২০২৪ | |
গাঙকুমারী | ফজলুল কবির তুহিন | চিত্রায়ন | ||
চক্কর ৩০২ | শরাফ আহমেদ জীবন | পোস্ট প্রোডাকশন | ||
বৈদ্য | নাইমুল মুক্তার | পোস্ট প্রোডাকশন | ||
গু কাকু - দ্য পটি আংকল | মনীশ বসু | ইন্ডিয়ান চলচ্চিত্র; পোস্ট প্রডাকশন |
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | ওটিটি | টীকা |
---|---|---|---|---|---|
২০২১-২০২৩ | মহানগর | হারুন উর রশীদ | আশফাক নিপুণ | হইচই | |
২০২২ | দ্য ব্রোকার | আবু হায়াত মাহমুদ | জিফাইভ | ||
২০২২ | ড্রাইভার | রফিক | ইফতেখার চৌধুরী | বায়োস্কোপ | |
২০২২ | দৌড় | রুহুল আমিন | রায়হান খান | হইচই | |
২০২২ | দাগ | ওসি আলমগীর | সঞ্জয় সমাদ্দার | চরকি | |
২০২২ | আইজ্যাক লিটন | আইজ্যাক লিটন | আশরাফুজ্জামান | বিঞ্জ | |
২০২২ | কফিন | রনি ভৌমিক | বিঞ্জ | ||
২০২২ | তিন শরতের গল্প | সেলিম | হুমায়ুন রশিদ সম্রাট | বায়োস্কোপ | |
২০২৩ | মহানগর ২ | হারুন উর রশীদ | আশফাক নিপুণ | হইচই | |
২০২৩ | মোবারকনামা | মোবারক | গোলাম সোহরাব দোদুল | হইচই | |
বছর | সহশিল্পী |
---|---|
২০০৯ | চঞ্চল চৌধুরী |
২০১১ | নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী |
২০১২ | রুমানা মালিক মুনমুন ও চঞ্চল চৌধুরী |
২০১৪ | নুসরাত ইমরোজ তিশা ও সাজু খাদেম |
২০১৫ | নুসরাত ইমরোজ তিশা |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
তারকা জরিপ পুরস্কার | ||||
১০ এপ্রিল ২০০৯ | সেরা টিভি অভিনেতা | ৪২০ | মনোনীত | |
১০ এপ্রিল ২০১০ | হাউসফুল | বিজয়ী | [52] | |
সেরা চলচ্চিত্র অভিনেতা | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | মনোনীত | ||
২৯ এপ্রিল ২০১১ | সেরা টিভি অভিনেতা | এফএনএফ | মনোনীত | [53] |
২৬ এপ্রিল ২০১২ | চাঁদের নিজস্ব কোনো আলো নেই | বিজয়ী | [54] | |
সেরা চলচ্চিত্র অভিনেতা | প্রজাপতি | মনোনীত | ||
২৫ এপ্রিল ২০১৩ | সেরা টিভি অভিনেতা | রেডিও চকোলেট | মনোনীত | |
২৫ এপ্রিল ২০১৪ | সিকান্দার বক্স এখন বিরাট মডেল | বিজয়ী | [55] | |
সেরা চলচ্চিত্র অভিনেতা | টেলিভিশন | মনোনীত | ||
৮ মে ২০১৫ | সেরা টিভি অভিনেতা | সেই রকম পানখোর | বিজয়ী | [56] |
২৮ এপ্রিল ২০১৬ | সিকান্দার বক্স এখন নিজ গ্রামে | বিজয়ী | [57] | |
সেরা চলচ্চিত্র অভিনেতা | জালালের গল্প | মনোনীত | ||
২১ এপ্রিল ২০১৭ | সেরা টিভি অভিনেতা | বউগিরি | বিজয়ী | [58] |
৩০ মার্চ ২০১৮ | দ্য জেন্টলম্যান | মনোনীত | ||
সেরা চলচ্চিত্র অভিনেতা | হালদা | মনোনীত | ||
২৬ এপ্রিল ২০১৯ | সেরা টিভি অভিনেতা | দানব | মনোনীত | |
৩০ ডিসেম্বর ২০২১ | যমজ ১২ | মনোনীত | [59] | |
২৭ মার্চ ২০২২ | শেষটা অন্যরকম ছিল | মনোনীত | [60] | |
সমালোচক পুরস্কার | ||||
১০ এপ্রিল ২০০৯ | সেরা টিভি অভিনেতা (সমালোচক) | দেয়াল আলমারি | বিজয়ী | [61] |
২৫ এপ্রিল ২০১৩ | জর্দ্দা জামাল | বিজয়ী | ||
২৫ এপ্রিল ২০১৪ | সেই রকম চা খোর | বিজয়ী | [62] | |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০১৫ | শ্রেষ্ঠ অভিনেতা | জালালের গল্প | বিজয়ী |
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
২০১৩ | ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | পার্শ্ব প্রতিক্রিয়া | বিজয়ী | [63] |
২০১৯ | ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | যমজ ১২ | বিজয়ী | [64] |
১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা - পার্শ্ব চরিত্র | আশ্রয় | |||
ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ অভিনেতা - কেন্দ্রীয় চরিত্র | তালমিছরি? না হাওয়াই মিঠাই! | মনোনীত | [65] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.