শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের পার্শ্বচরিত্রে অভিনেত্রীদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৫ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়।[1] আনোয়ারা সর্বাধিক সাতবার এই পুরস্কার লাভ করেন। রওশন জামিল, মেহবুবা মাহনূর চাঁদনী, চম্পা, নিপুণ আক্তার, ও ববিতা দুইবার করে এই পুরস্কার লাভ করেন। শাবানা ১৯৭৭ সালের জননী চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখান করেন।
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | সুচরিতা (মেঘকন্যা-এর জন্য) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবাসাইট |
বিজয়ী অভিনেত্রী
১৯৭০-এর দশক
১৯৮০-এর দশক
বছর | বিজয়ী অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | রোজিনা | কসাই | [3] | |
১৯৮১ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮২ | আয়শা আখতার | রজনীগন্ধা | তপনের মা | |
১৯৮৩ | সুবর্ণা মুস্তাফা* | নতুন বউ | ||
১৯৮৪ | আনোয়ারা | সখিনার যুদ্ধ | ||
১৯৮৫ | রেহানা জলি | মা ও ছেলে | মমতা | |
১৯৮৬ | জিনাত | শুভদা | ললনা | |
১৯৮৭ | পারভীন সুলতানা দিতি | স্বামী স্ত্রী | সাবিনা | |
১৯৮৮ | সুবর্ণা শিরিন | বিরাজ বৌ | ||
১৯৮৯ | খালেদা আক্তার কল্পনা | জিনের বাদশা | রতনের চাচী |
১৯৯০-এর দশক
বছর | বিজয়ী অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | আনোয়ারা | মরণের পরে | ডাক্তার আপা | [5] |
১৯৯১ | নূতন | স্ত্রীর পাওনা | ঈভা | [6] |
১৯৯২ | আনোয়ারা | রাধা কৃষ্ণ | [5] | |
১৯৯৩ | আনোয়ারা | বাংলার বধূ | ||
১৯৯৪ | আনোয়ারা | অন্তরে অন্তরে | দাদী | |
১৯৯৫ | শান্তা ইসলাম | অন্য জীবন | [3] | |
১৯৯৬ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৭ | রোকেয়া প্রাচী | দুখাই | বুলি | |
১৯৯৮ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৯ | শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য পুরস্কার দেওয়া হয়নি |
২০০০-এর দশক
বছর | বিজয়ী অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | তমালিকা কর্মকার | কিত্তনখোলা | [3] | |
২০০১ | মেহবুবা মাহনূর চাঁদনী | লালসালু | জমিলা | [7] |
২০০২ | ববিতা | হাছন রাজা | [3] | |
২০০৩ | ইয়াসমিন বিলকিস সাথী | বীর সৈনিক | মেহনাজ | |
২০০৪ | মেহবুবা মাহনূর চাঁদনী | জয়যাত্রা | মরিয়ম | [8] |
২০০৫ | চম্পা | শাস্তি | রাধা দেবী | |
২০০৬ | ডলি জহুর | ঘানি | রোকেয়া | |
২০০৭ | নিপুণ আক্তার | সাজঘর | [9] | |
২০০৮ | চম্পা দিলারা জামান |
চন্দ্রগ্রহণ | পাগলী কালী মাসি |
[10] |
২০০৯ | নিপুণ আক্তার | চাঁদের মত বউ | প্রিয়া | [11] |
২০১০-এর দশক
বছর | বিজয়ী অভিনেত্রী | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | রুমানা খান | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | অজান্তা | [12] |
২০১১ | ববিতা | কে আপন কে পর | [13] | |
২০১২ | লুসি তৃপ্তি গোমেজ | উত্তরের সুর | আম্বিয়া | [14] |
২০১৩ | অপর্ণা ঘোষ | মৃত্তিকা মায়া | ফাহমিদা | [15][16] |
২০১৪ | চিত্রলেখা গুহ | ৭১ এর মা জননী | হাশেমের মা | [17][18] |
২০১৫ | তমা মির্জা | নদীজন | ছায়া | [19] |
২০১৬ | তানিয়া আহমেদ | কৃষ্ণপক্ষ | জেবা | [20] |
২০১৭ | সুবর্ণা মুস্তাফা রুনা খান |
গহীন বালুচর হালদা |
আসয়া জুঁই |
[21] |
২০১৮ | সুচরিতা | মেঘকন্যা | [21] |
* পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
পুরস্কারের পরিসংখ্যান
একাধিকবার বিজয়ী
সংখ্যা | অভিনেতা |
---|---|
আনোয়ারা | |
রওশন জামিল | |
মেহবুবা মাহনূর চাঁদনী | |
চম্পা | |
নিপুণ আক্তার | |
ববিতা |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.