Loading AI tools
বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের একটি জাতীয় সংগঠন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইনস্টিটিউশন অব বিএসসি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের একটি জাতীয় সংগঠন। এটি সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত। ইনস্টিটিউশন অব বিএসসি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইবিইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় পেশাজীবী সংগঠন। আইবিইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত। সংগঠনের শুরু থেকেই আইবিইবি প্রকৌশল ও বিজ্ঞানের জ্ঞান এবং অণুশীলন প্রচার করছে। আইইবির প্রধান লক্ষ্য হল পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারী উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ নিরলসভাবে করে যাচ্ছে।
ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য পতনের পর এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পরপরই কয়েকজন ঊর্ধ্বতন প্রকৌশলী, প্রকৌশলীদের একটি পেশাদার ফোরাম প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ফলশ্রুতিতে ১৯৪৮ সালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর ছিল ঢাকা, বাংলাদেশে। ১৯৪৮ সালের ৭ই মে পাকিস্তানের গভর্নর জেনারেল ঢাকাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, স্থাপন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পাকিস্তান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ নামে যাত্রা শুরু করে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিস্ঠার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমুহ [1] -
বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন হলো আইইবি এর একটি অনুমোদন সংস্থা। প্রতিষ্ঠানটি প্রকৌশল শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় সক্ষমতার ভিত্তিতে প্রকৌশল শিক্ষা প্রদানের অনুমোদন দেয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ -এর অণুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকৌশল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরা এখানে সদস্য হতে পারেন। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪১,৫৪৫ জন। যাদের মধ্যে প্রায় ৩০% ফেলো, ৬০% সদস্য এবং বাকিরা সহযোগী সদস্য। [2]
ইনস্টিটিউশনের দৈনন্দিন কার্যাবলী আইইবি প্রেসিডেন্ট-এর নির্দেশ ও তত্ত্বাবধানে এবং কাউন্সিল কর্তৃক প্রণয়ন নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী সম্মানিত সাধারণ সম্পাদক দ্বারা পরিচালিত হয়। কাউন্সিল সাধারণত বিভিন্ন বিষয়ে কিছু স্থায়ী ও বিশেষ কমিটি গঠন করে। স্থায়ী কমিটি সাধারণত কাউন্সিল সদস্যদের নেতৃত্বে হয়।
বছরের পর বছর ধরে সদস্য এবং কার্যক্রম সংখ্যা বৃদ্ধির সঙ্গে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পরিধি বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউশনের এর কার্যক্রম প্রতি বছর বিস্তৃত হয়েছে। সদস্যদের চাহিদা পূরণের জন্য বেশ কিছু কেন্দ্র ও উপকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশে ১৮টি কেন্দ্র, ৩১টি উপকেন্দ্র, ১০টি বৈদেশিক অধ্যায় আছে,[3] যা নিচে তালিকাভুক্ত করা হল -
(১) ঢাকা | (৪) রাজশাহী | (৭) বরিশাল | (১০) ঘোড়াশাল | (১৩) নারায়ণগঞ্জ | (১৬) আশুগঞ্জ |
(২) চট্টগ্রাম | (৫) পাবনা | (৮) ময়মনসিংহ | (১১) বগুড়া | (১৪) রাঙ্গাদিয়া | (১৭) ফরিদপুর |
(৩) খুলনা | (৬)সিলেট | (৯) রংপুর | (১২) গাজীপুর | (১৫) যশোর | (১৮) দিনাজপুর |
(১) টাঙ্গাইল | (৭) কুমিল্লা | (১৩) জামালপুর | (১৯) ব্রাহ্মণবাড়িয়া | (২৫) নারায়ণগঞ্জ | (৩১) নাটোর |
(২) কাপ্তাই | (৮) সিরাজগঞ্জ | (১৪) তারাকান্দি | (২০) চাঁদপুর | (২৬) বড় পুকুরিয়া | - |
(৩) খাগড়াছড়ি | (৯)নওগাঁ | (১৫) জয়পুরহাট | (২১) ঈশ্বরদী | (২৭) নীলফামারী | - |
(৪) কক্সবাজার | (১০)হবিগঞ্জ | (১৬) পটুয়াখালী | (২২) ফেঞ্চুগঞ্জ | (২৮) পঞ্চগড় | - |
(৫) রাঙামাটি | (১১)মৌলভীবাজার | (১৭) ফেনী | (২৩) টঙ্গী | (২৯) নাটোর | - |
(৬) কুষ্টিয়া | (১২) ভোলা | (১৮) নোয়াখালী | (২৪) সাভার | (৩০) বাঘাবাড়ি | - |
(১) কাতার | (৩) কুয়েত | (৫) রিয়াদ | (৭) মালয়েশিয়া | (৯) যুক্তরাষ্ট্র |
(২) ব্যাংকক | (৪) ওমান | (৬) দুবাই | (৮) সিঙ্গাপুর | (১০) অস্ট্রেলিয়া |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.