ফরিদপুর
ফরিদপুর জেলার সদরদপ্তর ও জেলার সবচেয়ে বড় শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফরিদপুর জেলার সদরদপ্তর ও জেলার সবচেয়ে বড় শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফরিদপুর বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা শহর ও জেলা সদর। ফরিদপুর বাংলাদেশের দক্ষিন-পশ্চিম-মধ্যাঞ্চলের রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এটি ফরিদপুর জেলার সদরদপ্তর ও জেলার সবচেয়ে বড় শহর ও জনবহুল স্থান। ফরিদপুর কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভার আয়তন ৬৬.৩১ বর্গকিলোমিটার এবং মোট জনসংখ্যা ২,৩৭,২৬৬ জন।[1]
ফরিদপুর | |
---|---|
শহর | |
বাংলাদেশের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩.৬০২° উত্তর ৮৯.৮৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ (প্রস্তাবিত পদ্মা বিভাগ) |
জেলা | ফরিদপুর জেলা |
উপজেলা | ফরিদপুর সদর উপজেলা |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | ফরিদপুর পৌরসভা |
আয়তন | |
• মোট | ৬৬.৩১ বর্গকিমি (২৫.৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২২) | |
• মোট | ২,৩৭,২৬৬ |
• জনঘনত্ব | ৩,৬০০/বর্গকিমি (৯,৩০০/বর্গমাইল) |
পোস্ট কোড | ৭৮০০ |
ফরিদপুরের পূর্বে নাম ছিল ফতেহাবাদ। ফরিদপুর নামকরণ করা হয়েছে প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনউদ্দিন চিশতীর শিষ্য ও ফরিদপুরের প্রখ্যাত সুফি সাধক শাহ ফরিদের (শেখ ফরিদুদ্দিন) নামানুসারে।[2]
ফরিদপুর ২৩º২৯΄ থেকে ২৩º৩৪΄ উত্তর অক্ষাংশ এবং ৮৯º৪৩΄ থেকে ৮৯º৫৬΄ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এবং এর মোট আয়তন ৬৬.২৪ বর্গকিলোমিটার।
২০২২ সালের আদমশুমারী অনুযায়ী ফরিদপুর শহরের মোট জনসংখ্যা ২,৩৭,২৬৬ জন। যার মধ্যে ১,১৮,৭১৭ জন পুরুষ এবং ১,১৮,৫৪৯ জন মহিলা। ২০০১ সালের এর জনসংখ্যা ছিল ১০১,০৮৪ জন[3] ও ২০১১ সালের জনসংখ্যা ছিল ১,২২,৪২৫ জন।[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.