Loading AI tools
তালিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সত্যজিৎ রায় (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল, ১৯৯২) ছিলেন এক ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম।[১] সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কলকাতার এক বাঙালি পরিবারে। তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে।[২] ১৯৪৯ সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ রনোয়ার কলকাতায় দ্য রিভার ছবির শ্যুটিং করতে এলে, তার সঙ্গে সত্যজিতের সাক্ষাৎ ঘটে। ১৯৫০ সালে লন্ডনে গিয়ে সত্যজিৎ ভিত্তোরিও দে সিকার লাদ্রি দি বিচিক্লেত্তে (বাইসাইকেল থিভস) ছবিটি দেখেন। এই দু’টি ঘটনাই তাঁকে চলচ্চিত্র পরিচালক হতে অনুপ্রাণিত করেছিল।[৩][৪] সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় ১৯৫৫ সালে। তিনি মোট ৩৬টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে ২৯টি ছিল কাহিনিচিত্র, পাঁচটি তথ্যচিত্র ও দু’টি স্বল্প দৈর্ঘ্যের ছবি।
সত্যজিৎ রায়ের চলচ্চিত্র সাধারণভাবে সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।[৫][৬] তবে তাঁর পরিচালিত পথের পাঁচালী ও অশনি সংকেত (১৯৭৩) ছবি দু’টির বিরুদ্ধে "দারিদ্র্য রফতানি" ও "বিদেশে ভারতের ভাবমূর্তি নষ্ট করার" অভিযোগ করা হয়েছিল।[৫][৭] ২০০৫ সালে তার অপু ত্রয়ী (১৯৫৫-১৯৫৯) টাইম পত্রিকার সর্বকালীন ১০০ চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে।[৮] পরিচালনা ছাড়াও তিনি নিজের ও অন্যান্য পরিচালকদের ছবিতে চিত্রনাট্য রচনা এবং সুরারোপের কাজও করেছেন।[৯] এছাড়া সত্যজিৎ রায় ছিলেন একজন লেখক, অলংকরণ শিল্পী ও চারুলিপিকর। তিনি বাংলা ভাষায় বেশ কিছু ছোটো গল্প ও উপন্যাস রচনা করেছিলেন। এগুলির অধিকাংশই শিশু ও কিশোরদের উপযোগী করে লেখা।[১০][১১] তার ছোটো গল্পগুলি অবলম্বনে তিনি এবং তার একমাত্র পুত্র সন্দীপ রায় সহ একাধিক পরিচালক চলচ্চিত্র নির্মাণ করেছেন। সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম সাংস্কৃতিক আইকন হিসেবে গণ্য করা হয়। ভারতীয় চলচ্চিত্রে তার অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।[১২] ওয়েস আন্ডারসন, মার্টিন স্কোরসেজি,[১৩][১৪] জেমস আইভরি,[১৫] ফ্রঁসোয়া ত্রুফো[১৬] ও কার্লোস সরার[১৭] মতো একাধিক বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন।
সত্যজিৎ রায় অন্য আরও কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করতে চেয়েছিলেন। এগুলির মধ্যে অন্যতম দি এলিয়েন (এই ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে স্টিভেন স্পিলবার্গ ১৯৮২ সালে ই.টি. ছবিটি নির্মাণ করেছিলেন);[১৮][১৯] ভারতীয় সেতার বাদক রবি শংকরের উপর একটি তথ্যচিত্র;[২০] ভারতীয় মহাকাব্য মহাভারত অবলম্বনে একটি চলচ্চিত্র; এবং ১৯২৪ সালে এডওয়ার্ড মরগ্যান ফরস্টারের লেখা উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া অবলম্বনে একটি ছবি। যদিও এই ছবিগুলির কাজ শুরুর আগেই ১৯৯২ সালে সত্যজিৎ রায়ের মৃত্যু ঘটে।[২১]
সত্যজিৎ রায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলিতে এবং অন্যত্র অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। তার পাওয়া এই পুরস্কারগুলির মধ্যে ছিল ভারতের একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৯৯২ সালে ৬৪তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে প্রদত্ত একটি সাম্মানিক অ্যাকাডেমি পুরস্কার।[২২] ১৯৮৪ সালে সত্যজিৎ রায় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার অর্জন করেন। এরপর ১৯৯২ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন।[২৩][২৪]
তথ্যচিত্র | স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র | টেলিভিশন চলচ্চিত্র/ধারাবাহিক | # | বিজ্ঞাপনী চলচ্চিত্র |
বছর | মূল শিরোনাম | আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তিকালীন শিরোনাম | ভাষা | প্রযোজক | সংগীত | চিত্রনাট্যকার | লেখক | অন্যান্য তথ্য |
---|---|---|---|---|---|---|---|---|
১৯৫৫ | পথের পাঁচালী | আ সং অব দ্য লিটল রোড (ইংরেজি: A Song of the Little Road | বাংলা | হ্যাঁ | ||||
১৯৫৬ | অপরাজিত | দি আনভ্যাঙ্কুইশড (ইংরেজি: The Unvanquished) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৫৮ | পরশপাথর | দ্য ফিলোজফার’স স্টোন (ইংরেজি: The Philosopher's Stone) | বাংলা | হ্যাঁ | সংলাপ | |||
১৯৫৮ | জলসাঘর | দ্য মিউজিক রুম (ইংরেজি: The Music Room) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | পরিবেশক | ||
১৯৫৯ | অপুর সংসার | দ্য ওয়ার্ল্ড অব অপু (ইংরেজি: The World of Apu) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | পরিবেশক | ||
১৯৬০ | দেবী | দ্য গডেস (ইংরেজি: The Goddess) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | পরিবেশক | ||
১৯৬১ | তিন কন্যা • পোস্টমাস্টার • মণিহারা • সমাপ্তি |
থ্রি ডটার্স / টু ডটার্স (ইংরেজি: Three Daughters / Two Daughters[ক] • দ্য পোস্টমাস্টার • দ্য লস্ট জুয়েলস • দ্য কনক্লুশন) |
বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | পরিবেশক | |
১৯৬১ | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ টেগোর | ইংরেজি | হ্যাঁ | বর্ণনাকারী | |||
১৯৬২ | কাঞ্চনজঙ্ঘা | কাঞ্চনজঙ্ঘা | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬২ | অভিযান | দি এক্সপেডিশন (ইংরেজি: The Expedition) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৩ | মহানগর | দ্য বিগ সিটি (ইংরেজি: The Big City) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৪ | চারুলতা | দ্য লোনলি ওয়াইফ (ইংরেজি: The Lonely Wife) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৪ | টু | টু (ইংরেজি: Two) | কোনও কথিত ভাষা নেই | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৫ | কাপুরুষ ও মহাপুরুষ • কাপুরুষ • মহাপুরুষ |
দ্য কাওয়ার্ড • দ্য হোলি ম্যান • (ইংরেজি: The Coward • The Holy Man) |
বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৬ | নায়ক | দ্য হিরো (ইংরেজি: The Hero) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৬৭ | চিড়িয়াখানা | দ্য জু (ইংরেজি: The Zoo) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | গীতিকার | ||
১৯৬৮ | গুপী গাইন বাঘা বাইন | দি অ্যাডভেঞ্চার্স অব গুপি অ্যান্ড বাঘা (ইংরেজি: The Adventures of Goopy and Bagha) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | • পোশাক পরিকল্পনা • গীতিকার | ||
১৯৬৯ | অরণ্যের দিনরাত্রি | ডেজ অ্যান্ড নাইটস ইন দ্য ফরেস্ট (ইংরেজি: Days and Nights in the Forest) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৭০ | প্রতিদ্বন্দ্বী | দি অ্যাডভারসারি (ইংরেজি: The Adversary) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৭১ | সীমাবদ্ধ | আ কোম্পানি লিমিটেড (ইংরেজি: A Company Limited) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৭১ | সিক্কিম | সিক্কিম | ইংরেজি | হ্যাঁ | হ্যাঁ | • বর্ণনাকারী • শব্দ পরিকল্পনা | ||
১৯৭২ | দি ইনার আই | দি ইনার আই (ইংরেজি: The Inner Eye) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | • বর্ণনাকারী • শব্দ পরিকল্পনা | ||
১৯৭৩ | অশনি সংকেত | দ্য ডিসট্যান্ট থান্ডার (ইংরেজি: The Distant Thunder) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৭৪ | সোনার কেল্লা[খ] | দ্য ফোর্ট্রেস (ইংরেজি: The Fortress) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৭৫ | জন অরণ্য | দ্য মিডলম্যান (ইংরেজি: The Middleman) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৭৬ | বালা | বালা | ইংরেজি | হ্যাঁ | হ্যাঁ | বর্ণনাকারী | ||
১৯৭৭ | শতরঞ্জ কে খিলাড়ি | দ্য চেজ প্লেয়ার (ইংরেজি: The Chess Players) | • হিন্দি • উর্দু • ইংরেজি |
হ্যাঁ | হ্যাঁ | সংলাপ | ||
১৯৭৯ | জয় বাবা ফেলুনাথ[গ] | দি এলিফ্যান্ট গড (ইংরেজি: The Elephant God) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৮০ | হীরক রাজার দেশে | দ্য কিংডম অব ডায়মন্ড (ইংরেজি: The Kingdom of Diamonds) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | • শিল্প নির্দেশক • পোশাক পরিকল্পনা • গীতিকার | ||
১৯৮০ | পিকু[ঘ] | "পিকু’জ ডে" (ইংরেজি: Pikoo's Day) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৮১ | সদগতি | "দ্য ডেলিভারেন্স" (ইংরেজি: The Deliverance) | হিন্দি | হ্যাঁ | হ্যাঁ | সংলাপ | ||
১৯৮৪ | ঘরে বাইরে | "দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড" (ইংরেজি: The Home and The World) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৮৭ | সুকুমার রায় | সুকুমার রায় | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৯০ | গণশত্রু | অ্যান এনিমি অব দ্য পিপল (ইংরেজি: An Enemy of the People) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | |||
১৯৯২ | শাখাপ্রশাখা | দ্য ব্রাঞ্চেস অব দ্য ট্রি (ইংরেজি: The Branches of the Tree) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | পরিবেশক | |
১৯৯২ | আগন্তুক[ঙ] | দ্য স্ট্রেঞ্জার (ইংরেজি: The Stranger) | বাংলা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
বছর | প্রকৃত শিরোনাম | ভাষা | পরিচালক | সংগীত পরিচালক | চিত্রনাট্য | লেখক | অন্যান্য |
---|---|---|---|---|---|---|---|
১৯৪৮ | আ পারফেক্ট ডে (ইংরেজি: A Perfect Day) | ইংরেজি | হরিসাধন দাশগুপ্ত | হ্যাঁ | |||
১৯৫১ | দ্য রিভার | • বাংলা • ইংরেজি |
জ্যঁ রেনোয়ার | সহকারী পরিচালক[চ] | |||
১৯৬০ | আওয়ার চিল্ড্রেন উইল নো ইচ আদার বেটার (ইংরেজি: Our Children will Know Each Other Better) | ইংরেজি | হরিসাধন দাশগুপ্ত | হ্যাঁ | |||
১৯৬০ | দ্য টাইডাল বোর (ইংরেজি: The Tidal Bore) | ইংরেজি | বিজয় মুলে | বর্ণনাকারী | |||
১৯৬১ | দ্য স্টোরি অব টাটা স্টিল (ইংরেজি: The Story of Tata Steel) # | ইংরেজি | হরিসাধন দাশগুপ্ত | হ্যাঁ | |||
১৯৬৩ | ক্রিয়েটিভ আর্টিস্টস অব ইন্ডিয়া: সত্যজিৎ রায় (ইংরেজি: Creative Artists of India: Satyajit Ray) | ইংরেজি | বি. ডি. গর্গর | হ্যাঁ | বর্ণনাকারী | ||
১৯৬৫ | শেকসপিয়রওয়ালা | ইংরেজি | জেমস আইভরি | হ্যাঁ | |||
১৯৬৭ | গ্লিম্পসেস অব ওয়েস্ট বেঙ্গল (ইংরেজি: Glimpses of West Bengal) | ইংরেজি | বংশী চন্দ্রগুপ্ত | হ্যাঁ | |||
১৯৬৭ | কোয়েস্ট ফর হেলথ (ইংরেজি: Quest for Health) # | ইংরেজি | হরিসাধন দাশগুপ্ত | হ্যাঁ | |||
১৯৬৯ | হাউস দ্যাট নেভার ডাইস (ইংরেজি: House that Never Dies) | ইংরেজি | টনি মেয়ার | হ্যাঁ | |||
১৯৭০ | বাক্সবদল | বাংলা | নিত্যানন্দ দত্ত | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৭০ | 'গঙ্গাসাগর মেলা | বাংলা | বংশী চন্দ্রগুপ্ত | হ্যাঁ | |||
১৯৭৩ | ম্যাক্সমুলার (ইংরেজি: Max Mueller) | ইংরেজি | জর্ন থিয়েল | হ্যাঁ | বর্ণনাকারী | ||
১৯৭৪ | দার্জিলিং: হিমালয়ান ফ্যান্টাসি (ইংরেজি: Darjeeling: Himalayan Fantasy) | ইংরেজি | বংশী চন্দ্রগুপ্ত | হ্যাঁ | |||
১৯৭৮ | দ্য ব্রেভ ডু নট ডাই (ইংরেজি: The Brave Do Not Die) | ইংরেজি | হরিসাধন দাশগুপ্ত | হ্যাঁ | |||
১৯৮৩ | ফটিকচাঁদ | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৮৩ | দ্য মিউজিক অব সত্যজিৎ রে (ইংরেজি: The Music of Satyajit Ray')' | ইংরেজি | উৎপলেন্দু চক্রবর্তী | হ্যাঁ | অলংকরণ | ||
১৯৮৫-৮৬ | সত্যজিৎ রায় প্রেজেন্টস, এক | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৮৬-৮৭ | সত্যজিৎ রায় প্রেজেন্টস, দুই | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৮৬ | কিসসা কাঠমাণ্ডু কা[২৭] | হিন্দি | সন্দীপ রায় | হ্যাঁ | |||
১৯৯১ | গুপি বাঘা ফিরে এল | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | গীতিকার | |
১৯৯৪ | উত্তরণ | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯৫ | টার্গেট | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | হ্যাঁ | ||
১৯৯৬ | বাক্সরহস্য[ছ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
১৯৯৬-৯৭ | ফেলুদা ৩০ | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
১৯৯৮ | পারভাজ-ই জানবুর | তাজিক | • বউং-হুন মিন • জামশেদ উসমোনোভ |
হ্যাঁ[জ] | |||
১৯৯৯ | সত্যজিতের গপ্পো | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০০ | ড. মুন্সীর ডায়রি | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০১ | সত্যজিতের প্রিয় গল্প | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০১ | একের পিঠে দুই | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০৩ | বোম্বাইয়ের বোম্বেটে[ঝ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০৬ | বঙ্কুবাবুর বন্ধু[ঞ] | বাংলা | কৌশিক সেন | হ্যাঁ | |||
২০০৭ | দ্য দার্জিলিং লিমিটেড (ইংরেজি: The Darjeeling Limited) | ইংরেজি | ওয়েস আন্ডারসন | হ্যাঁ[ট] | |||
২০০৭ | কৈলাসে কেলেঙ্কারি[ঠ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০০৮ | টিনটোরেটোর যীশু[ড] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১০ | গোরস্থানে সাবধান[ঢ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১১ | রয়েল বেঙ্গল রহস্য[ণ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১১ | সোম মানা[২৯] | কন্নড় | অভিষেক আয়েঙ্গার | হ্যাঁ | |||
২০১২ | যেখানে ভূতের ভয়[ত] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১৩ | বম্বে টকিজ[থ][৩০] | হিন্দি | দিবাকর বন্দ্যোপাধ্যায় | হ্যাঁ | |||
২০১৪ | গুপি গাওয়াইয়া বাঘা বাজাইয়া[৩১] | হিন্দি | শিল্পা রাণাডে | হ্যাঁ | |||
২০১৪ | চার[দ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১৪ | বাদশাহী আংটি[ধ] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১৬ | ডাবল ফেলুদা[ন] | বাংলা | সন্দীপ রায় | হ্যাঁ | |||
২০১৭ | অনুকূল | বাংলা | সুজয় ঘোষ | হ্যাঁ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.