শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
জয় বাবা ফেলুনাথ (চলচ্চিত্র)
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জয় বাবা ফেলুনাথ হলো সত্যজিৎ রায় পরিচালিত ১৯৭৯ সালের ভারতীয় বাংলা ভাষার রহস্য চলচ্চিত্র ।এটি করেছেন পরিচালক সত্যজিৎ রায় এবং প্রযোজনা করেছেন আর ডি বি প্রডাকশন্স । চলচ্চিত্রটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়[১],সন্তোষ দত্ত,সিদ্ধার্থ চট্টোপাধ্যায়,উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায় । এটি সত্যজিৎ রায় নির্মিত দ্বিতীয় ও শেষ ফেলুদা চলচ্চিত্র।[২]
Remove ads
Remove ads
কাহিনী সংক্ষেপ
এই কাহিনী আবর্তিত হয়েছে কাশী অর্থাৎ বেনারস শহরকে ঘিরে। সেখানকার বনেদি ঘোষালবাড়ির বহুমূল্যবান গনেশমূর্তিকে হাতাতে চায় ক্ষমতাশীল ব্যক্তি মগনলাল। যে মুর্তিকে লুকিয়ে রেখেছিল বাড়ির কণিষ্ঠতম সদস্য রুকু আর গৃহকর্তা, তার দাদু। অন্যদিকে গঙ্গার ঘাটে আবির্ভাব এক রহস্যময় মছলিবাবার। অজানা আততায়ী হত্যা করে মুর্তি গড়ার কারীগর শশীবাবুকে, যিনি কাকতালীয়ভাবে উদ্ধার করেন গণেশমূর্তিটি সিংহের মুখের ভেতর থেকে। দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন ফেলুদা স্থানীয় পুলিশের সহায়তায় জাল গুটিয়ে আনেন।[৩]
Remove ads
কুশীলব
- সৌমিত্র চট্টোপাধ্যায় - ফেলুদা।
- উৎপল দত্ত - মগনলাল মেঘরাজ।
- সন্তোষ দত্ত - জটায়ু
- সিদ্ধার্থ চট্টোপাধ্যায় - তোপসে
- হারাধন বন্দ্যোপাধ্যায়
- বিপ্লব চট্টোপাধ্যায়
- মনু মুখোপাধ্যায় - মছলিবাবা
- রুক্মিনি কুমার(জিৎ বোস) - ক্যাপ্টেন স্পার্ক।[৪]
প্রশংসা
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads