Loading AI tools
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রবীন্দ্রনাথ ঠাকুর বিশিষ্ট বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর নির্মিত একটি তথ্যচিত্র। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এই তথ্যচিত্রটি নির্মাণ করেন। সত্যজিৎই এই ছবিতে ভাষ্যপাঠ করেছিলেন। সত্যজিৎ রায়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ীঃ
“ | বালক রবি (রবীন্দ্রনাথ ঠাকুর) ও বিশ বছর বয়স্ক যুবক রবীন্দ্রনাথের নাট্যায়িত মূহুর্তগুলি হৃদয়গ্রাহী এবং সুললিত। সত্যজিৎ রায় স্বয়ং বলেছেন, এই ছবির দশ-বারো মিনিটে প্রদর্শিত বিষয় আমার তোলা সর্বাপেক্ষা মর্মস্পর্শী ও শক্তিশালী বিষয়বস্তু। | ” |
রবীন্দ্রনাথ ঠাকুর | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | চলচ্চিত্র বিভাগ, ভারত সরকার |
রচয়িতা | সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | রায়া চট্টোপাধ্যায় শোভনলাল গঙ্গোপাধ্যায় স্মরণ ঘোষাল পূর্ণেন্দু মুখোপাধ্যায় কল্লোল বসু সুবীর বসু ফণী নাথ নর্ম্যান এলিস |
সুরকার | জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
মুক্তি | ১৯৬১ |
স্থিতিকাল | ৫৪ মিনিট |
ভাষা | বাংলা, ইংরেজি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.