ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের রাজধানীর তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ১৩০ কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশ বিশ্বের সর্বাপেক্ষা জনবহুল গণতন্ত্র। এই দেশ ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত ও সাংবিধানিক ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত একটি ফেডারেল সাংবিধানিক প্রজাতন্ত্র।[] পুদুচেরিদিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল সহ সমস্ত রাজ্য নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়। বাকি পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত প্রশাসক দ্বারা শাসিত হয়। ১৯৫৬ খ্রিষ্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে, রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনুরগঠিত করা হয়।[] তারপর থেকে তাদের গঠন কম-বেশি অপরিবর্তিতই থেকেছে। প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন প্রশাসনিক রাজ্যে বিভক্ত।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের রাজধানীগুলিকে প্রশাসনিক, আইনবিভাগীয় ও বিচারবিভাগীয় রাজধানী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রশাসনিক রাজধানীতে প্রশাসনিক অধিকরণগুলি অবস্থিত, আইনবিভাগীয় রাজধানীতে বিধানসভা গুলি অবস্থিত এবং বিচারবিভাগীয় রাজধানীতে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালতগুলি অবস্থিত। কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছুরি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে।

রাজধানী

আরও তথ্য সংখ্যা, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ...
সংখ্যা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক রাজধানী আইনবিভাগীয় রাজধানী বিচারবিভাগীয় রাজধানী প্রতিষ্ঠাকাল প্রাক্তন রাজধানী
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার কলকাতা ১৯৫৬ কলকাতা (১৯৪৫-১৯৫৬)
অন্ধ্রপ্রদেশ অমরাবতী অমরাবতী অমরাবতী ১৯৫৬ হায়দ্রাবাদ[] (১৯৫৬–২০১৭)
অরুণাচল প্রদেশ ইটানগর ইটানগর গুয়াহাটি ১৯৮৭
আসাম দিসপুর গুয়াহাটি গুয়াহাটি ১৯৭৫ শিলং[] (১৮৭৪–১৯৭২)
বিহার পাটনা পাটনা পাটনা ১৯১২
চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়[]   চণ্ডীগড় ১৯৬৬  
ছত্তিশগড় রায়পুর[] রায়পুর বিলাসপুর ২০০০  
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দমন   মুম্বই ২০২০
দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল নতুন দিল্লি নতুন দিল্লি নতুন দিল্লি ১৯৩১  
১০ গোয়া পানাজি[] পোরবোরিম মুম্বই ১৯৬১
১১ গুজরাত গান্ধীনগর গান্ধীনগর আহমেদাবাদ ১৯৬০ আহমেদাবাদ (১৯৬০–১৯৭০)
১২ হরিয়ানা চণ্ডীগড় চণ্ডীগড় চণ্ডীগড় ১৯৬৬  
১৩ হিমাচল প্রদেশ শিমলা শিমলা (গ্রীষ্ম)
ধরমশালা (শীত)
শিমলা (গ্রীষ্ম)
ধরমশালা (শীত)
১৯৭১ বিলাসপুর (১৯৫০–১৯৫৬)
১৪ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগর (গ্রীষ্ম)
জম্মু (শীত)
শ্রীনগর (গ্রীষ্ম)
জম্মু (শীত)
শ্রীনগর (গ্রীষ্ম)
জম্মু (শীত)
১৯৪৭  
১৫ ঝাড়খণ্ড রাঁচি রাঁচি রাঁচি ২০০০  
১৬ কর্ণাটক বেঙ্গালুরু বেঙ্গালুরু (গ্রীষ্ম)
বেলগাম (শীত)
বেঙ্গালুরু (গ্রীষ্ম)
বেলগাম (শীত)
১৯৪০ মহীশূর
১৭ কেরল তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম কোচি ১৯৫৬
১৮ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল লেহ   শ্রীনগর (গ্রীষ্ম)
জম্মু (শীত)
২০১৯
১৯ লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল কাভারত্তি   কোচি ১৯৫৬
২০ মধ্যপ্রদেশ ভোপাল ভোপাল জবলপুর ১৯৫৬ নাগপুর[]
২১ মহারাষ্ট্র মুম্বই (গ্রীষ্ম)
নাগপুর (শীত)
মুম্বই (গ্রীষ্ম)
নাগপুর (শীত)
মুম্বই ১৮১৮
১৯৬০
 
২২ মণিপুর ইম্ফল ইম্ফল ইম্ফল ১৯৪৭  
২৩ মেঘালয় শিলং শিলং শিলং ১৯৭০  
২৪ মিজোরাম আইজল আইজল গুয়াহাটি ১৯৭২  
২৫ নাগাল্যান্ড কোহিমা কোহিমা গুয়াহাটি ১৯৬৩  
২৬ ওড়িশা ভুবনেশ্বর ভুবনেশ্বর কটক ১৯৪৮ কটক (১৯৩৬–১৯৪৮)
২৭ পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি পুদুচেরি চেন্নাই ১৯৫৪ মাদ্রাজ (১৯৪৮–১৯৫৪)
২৮ পাঞ্জাব চণ্ডীগড় চণ্ডীগড় চণ্ডীগড় ১৯৬০ লাহোর[] (১৮৪৯-১৯৪৭)
মুরী (S/১৮৭৩-১৮৭৫)
শিমলা (S/১৮৭৬-১৯৪৭)
শিমলা (১৯৪৭-১৯৬০)
২৯ রাজস্থান জয়পুর জয়পুর যোধপুর ১৯৫০  
৩০ সিকিম গ্যাংটক[] গ্যাংটক গ্যাংটক ১৮৯০  
৩১ তামিলনাড়ু চেন্নাই[] চেন্নাই চেন্নাই ১৯৫৬  
৩২ তেলেঙ্গানা হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ২০১৪  
৩৩ ত্রিপুরা আগরতলা আগরতলা আগরতলা ১৯৫৬  
৩৪ উত্তরপ্রদেশ লখনউ লখনউ প্রয়াগরাজ ১৯৩৮  
৩৫ উত্তরাখণ্ড ভরাড়িসৈন (গ্রীষ্ম)
দেরাদুন (শীত)
ভরাড়িসৈন (গ্রীষ্ম)
দেরাদুন (শীত)
নৈনিতাল ২০০০  
৩৬ পশ্চিমবঙ্গ কলকাতা[] কলকাতা কলকাতা ১৯৪৭  
বন্ধ

পাদটীকা

  1. ২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যৌথ রাজধানী ছিল।
  2. ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত শিলং আসাম ও মেঘালয়ের যৌথ রাজধানী ছিল।[]
  3. চণ্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের রাজধানী। এছাড়া এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল।[]
  4. রায়পুর ছত্তিশগড়ের অন্তর্বর্তীকালীন রাজধানী। নয়া রায়পুর শহরকে রাজ্যের ভবিষ্যত রাজধানী হিসেবে স্থির করা হয়েছে।
  5. পানাজি ১৮৪৩ খ্রিস্টাব্দ থেকে পর্তুগিজ শাসনাধীন গোয়ার রাজধানী ছিল।[]
  6. নাগপুর ১৮৬১ থেকে ১৯৫০ পর্য্যন্ত ব্রিটিশ ভারতের মধ্য প্রদেশ ও বেরারের রাজধানী ছিল।[] এই প্রদেশই ছিল স্বাধীন ভারতে গঠিত মধ্য প্রদেশের মূল অংশবিশেষ।[] নাগপুর এই নবগঠিত রাজ্যের রাজধানী ছিল।[] ১৯৫৬ খ্রিস্টাব্দে মধ্য প্রদেশ থেকে বিদর্ভ অঞ্চলকে বিভক্ত করা হয় এবং বোম্বাই রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়। ১৯৬০ খ্রিস্টাব্দে নাগপুর মহারাষ্ট্র রাজ্যের দ্বিতীয় রাজধানীতে পরিণত হয়।[] (১৮৬১–১৯৫৬)
  7. লাহোর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের রাজধানী ছিল।[] বর্তমানে এটি পাকিস্তানের অন্তর্ভুক্ত।
  8. ১৮৯০ খ্রিস্টাব্দ হতে গ্যাংটক সিকিমের রাজধানী ছিল। ১৯৭৫ খ্রিস্টাব্দে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়।[১০]
  9. ১৮৩৯ খ্রিস্টাব্দ হতে মাদ্রাজ মাদ্রাজ প্রেসিডেন্সির রাজধানী ছিল। ১৯৫৬ খ্রিস্টাব্দে এই প্রেসিডেন্সিকে মাদ্রাজ রাজ্য হিসেবে পুনর্গঠিত করা হয়। ১৯৬৮ খ্রিস্টাব্দে এই রাজ্যের নতুন নামকরণ করা হয় তামিলনাড়ু।
  10. ১৬৯০ খ্রিস্টাব্দ হতে কলকাতা বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল। ১৯৪৭ সালের বঙ্গভঙ্গের ফলে বাংলা প্রেসিডেন্সি পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গে বিভক্ত হয়েছিল এবং কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীতে পরিণত হয়েছিল।

তথ্যসূত্র

উৎস

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.