২০১৬ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হল যুব মহিলাদের জন্য ফিফা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ৫ম আসর। প্রতিযোগিতা ৩০ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর ২০১৬ সালে জর্দানে অনুষ্ঠিত হয়। এটি ছিল রক্ষনশীল মধ্য প্রাচ্যের দেশে আয়োজিত প্রথম মহিলা বিশ্বকাপ। প্রতিযোগিতায় ১৬টি জাতীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয় উত্তর কোরিয়া।
كأس العالم للسيدات تحت 17 سنة 2016 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | জর্দান |
তারিখ | ৩০ সেপ্টেম্বর – ২১ অক্টোবর ২০১৬ |
দল | ১৬ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ৪ (৩টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | উত্তর কোরিয়া (২য় শিরোপা) |
রানার-আপ | জাপান |
তৃতীয় স্থান | স্পেন |
চতুর্থ স্থান | ভেনেজুয়েলা |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ১০৪ (ম্যাচ প্রতি ৩.২৫টি) |
দর্শক সংখ্যা | ১,০৪,০৯৫ (ম্যাচ প্রতি ৩,২৫৩ জন) |
শীর্ষ গোলদাতা | লোরেনা নাভারো (৮ গোল) |
স্বাগতিক নির্বাচন
মে ২০১৩ ডেডলাইন অনুযায়ী ২০১৬ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য নিম্নলিখিত চারটি দেশ তাদের দাবি পেশ করেছিল:[১]
৫ ডিসেম্বর ২০১৩ সালে ফিফা কার্যনির্বাহী কমিটি জর্দানকে আয়োজক দেশ হিসাবে ঘোষণা করে।[২]
বাছাইকৃত দল
চূড়ান্ত লড়াইয়ের জন্য ১৬টি যোগ্যতা অর্জন করেছে। জর্দান স্বাগতিক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করে। অন্য ১৫টি দল ৬টি মহাদেশীয় প্রতিযোগিতা থেকে বাছাই করা হয়েছে। বাছাইকৃত দলসমূহের নাম জুন ২০১৪ তে প্রকাশিত হয়।[৩]
কনফেডারেশন | যোগ্যতা নির্ধারণ প্রতিযোগিতা | যোগ্য দল |
---|---|---|
এএফসি (এশিয়া) | স্বাগতিক | জর্ডান1 |
২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ | জাপান উত্তর কোরিয়া | |
সিএএফ (আফ্রিকা) | ২০১৬ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব — আফ্রিকা | ক্যামেরুন1 ঘানা নাইজেরিয়া |
কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান ফুটবল ফেডারেশন) | ২০১৬ কনকাকাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ | কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র |
কনমেবল (দক্ষিণ আমেরিকা) | ২০১৬ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ | ব্রাজিল প্যারাগুয়ে ভেনেজুয়েলা |
ওএফসি (ওশেনিয়া) | ২০১৬ ওএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ | নিউজিল্যান্ড |
উয়েফা (ইউরোপ) | ২০১৬ উয়েফা অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ | ইংল্যান্ড জার্মানি স্পেন |
- 1.^ খেলায় দলের অভিষেক
মাঠ
তিনটি স্বাগতিক শহর হল আম্মান ইরবিদ ও জারকা। স্বাগতিক শহরের স্টেডিয়াম ও অবকাঠামোর উন্নয়ন করা হয়েছিল। অবকাঠামোগত উন্নয়ন দায়িত্ব ছিল গ্রেটার আম্মান মিউনিসিপালিটি ও ইয়ুথ হায়ার কাউন্সিলের উপর, উন্নয়ন ব্যয়ের ৩০% মিউনিসিপালিটি এবং ৭০% কাউন্সিল বহন করেছিল।[৪]
আম্মান | আম্মান | |
---|---|---|
আম্মান আন্তর্জাতিক স্টেডিয়াম | কিং আব্দুল্লাহ দ্বিতীয় স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২০,০০০ | ধারণক্ষমতা: ১৮,০০০ | |
জারকা | ইরবিদ | |
প্রিন্স মোহাম্মদ স্টেডিয়াম | আল হাসান স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ১৭,০০০ | ধারণক্ষমতা: ১৫,০০০ |
মনোগ্রাম
মাস্কট
২৮ মে ২০১৬ তারিখে ফিফার এক সংবাদ সম্মেলনে, এ প্রতিযোগিতার মাস্কট আসিলা উন্মোচন করা হয়। আসিলা হল একটি অ্যারাবিয়ান ওরিক্স, যা জর্দানের জাতীয় পশু।
স্কোয়াড
যেসকল খেলোয়াড়ের জন্ম ১ জানুয়ারি ১৯৯৯ বা তার পরে এবং ৩১ ডিসেম্বর ২০০১ এর পূর্বে সেসকল খেলোয়াড় ২০১৬ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে খেলতে পারবে।[৫] ফিফা ডেডলাইন অনুযায়ী প্রতিটি দল ২২ জন খেলোয়াড় নথিভুক্ত করতে পারবে, যার মধ্যে তিনজন গোলরক্ষক অবশ্যই থাকতে হবে। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছিল।[৬]
অফিসিয়াল কর্মকর্তা
এই প্রতিযোগিতার জন্য ফিফা সর্বমোট ১৬ জন রেফারি, ১ জন রিজার্ভ রেফারি এবং ২৮ জন সহকারী রেফারি নিয়োগ করেছিল।[৭]
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি |
---|---|---|
এএফসি |
কেট জেচিভিজ |
রেনাই কোঘইল |
সিএএফ | ||
কনকাকাফ |
Marie-Soleil Beaudoin |
Thelma Beltran |
কনমেবল |
Laura Fortunato |
Liliana Bejarano |
ওএফসি |
– | |
উয়েফা |
Esther Azzopardi |
Lucia Abruzzese |
ড্র
চূড়ান্ত লড়াইয়ের জন্য গ্রুপ নির্ধারণ ড্র ৩০ মে ২০১৬ তারিখে স্থানীয় সময় ১৮:০০ টায় EEST (ইউটিসি+৩) আম্মানের আল হুসেইন কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়।[৮][৯] সিডিংয়ে দলসমূহকে পূর্ববর্তী ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে সাফল্য ও কনফেডারেশন প্রতিযোগিতা অনুযায়ী চারটি পাত্রে সাজানো হয়, জর্দান স্বাগতিক হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এ১ স্থানে থাকে। একটি গ্রুপে একই কনফেডারেশনের দুটি দল রাখা হয়নি।[১০]
Pot 1 | Pot 2 | Pot 3 | Pot 4 |
---|---|---|---|
|
|
|
|
গ্রুপ পর্ব
গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মেক্সিকো | ৩ | ২ | ১ | ০ | ১০ | ২ | +৮ | ৭ | নকআউট পর্ব |
২ | স্পেন | ৩ | ২ | ১ | ০ | ৯ | ১ | +৮ | ৭ | |
৩ | নিউজিল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৭ | −২ | ৩ | |
৪ | জর্ডান (H) | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১৫ | −১৪ | ০ |
মেক্সিকো | ৫–০ | নিউজিল্যান্ড |
---|---|---|
এসপিনোসা ১৮' ওভালি ৩৬' লোপেজ ৬৮' অ্যাভালোস ৮১' টোরেস ৮৭' |
প্রতিবেদন |
স্পেন | ২–০ | নিউজিল্যান্ড |
---|---|---|
লাইয়া ৮০' পিনা ৮৫' |
প্রতিবেদন |
জর্ডান | ১–৪ | মেক্সিকো |
---|---|---|
আবু সাবাহ ৬' | প্রতিবেদন | এনরিগ ১৩' ক্যাজারেস ১৭' ওভালি ৫৪' জারেস ৮৫' |
নিউজিল্যান্ড | ৫–০ | জর্ডান |
---|---|---|
তাওহারু ৫', ৯০' ব্লাকি ২৮', ৭৬', ৯০+২' |
প্রতিবেদন |
স্পেন | ১–১ | মেক্সিকো |
---|---|---|
ইভা ৫৮' | প্রতিবেদন | এসপিনোসা ৫৬' |
গ্রুপ বি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জার্মানি | ৩ | ২ | ১ | ০ | ৫ | ২ | +৩ | ৭ | নকআউট পর্ব |
২ | ভেনেজুয়েলা | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ৬ | |
৩ | কানাডা | ৩ | ১ | ১ | ১ | ৪ | ৫ | −১ | ৪ | |
৪ | ক্যামেরুন | ৩ | ০ | ০ | ৩ | ৩ | ৭ | −৪ | ০ |
ভেনেজুয়েলা | ১–২ | জার্মানি |
---|---|---|
কাজোর্লা ৬১' | প্রতিবেদন | গউইন ৭' Bühl ৭৪' |
ভেনেজুয়েলা | 2–1 | ক্যামেরুন |
---|---|---|
Castellanos ২০', ৯০+৪' | প্রতিবেদন | Takounda ৯০+৩' |
জার্মানি | 1–1 | কানাডা |
---|---|---|
Gwinn ৪৫+২' | প্রতিবেদন | Rose ২০' |
কানাডা | 0–2 | ভেনেজুয়েলা |
---|---|---|
প্রতিবেদন | Castellanos ৩০' Moreno ৭৪' |
জার্মানি | 2–0 | ক্যামেরুন |
---|---|---|
Gwinn ১৫' Oberdorf ৭২' |
প্রতিবেদন |
Group C
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উত্তর কোরিয়া | ৩ | ২ | ১ | ০ | ৭ | ৩ | +৪ | ৭ | নকআউট পর্ব |
২ | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ৫ | ৪ | +১ | ৫ | |
৩ | ব্রাজিল | ৩ | ১ | ০ | ২ | ২ | ৩ | −১ | ৩ | |
৪ | নাইজেরিয়া | ৩ | ০ | ১ | ২ | ০ | ৪ | −৪ | ১ |
নাইজেরিয়া | 0–1 | ব্রাজিল |
---|---|---|
প্রতিবেদন | Micaelly ৪২' |
ইংল্যান্ড | 3–3 | উত্তর কোরিয়া |
---|---|---|
Brazil ২০' Stanway ৩৩' Russo ৯০+৪' |
প্রতিবেদন | Sung Hyang-sim ২৯' Kim Pom-ui ৬৭' Ko Kyong-hui ৮৪' |
নাইজেরিয়া | 0–0 | ইংল্যান্ড |
---|---|---|
প্রতিবেদন |
ব্রাজিল | 0–1 | উত্তর কোরিয়া |
---|---|---|
প্রতিবেদন | Ri Hae-yon ৭১' |
উত্তর কোরিয়া | 3–0 | নাইজেরিয়া |
---|---|---|
Ri Hae-yon ৩০', ৪৫', ৮৩' | প্রতিবেদন |
Group D
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ৩ | ৩ | ০ | ০ | ১৩ | ২ | +১১ | ৯ | নকআউট পর্ব |
২ | ঘানা | ৩ | ২ | ০ | ১ | ৩ | ৬ | −৩ | ৬ | |
৩ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ | ১ | ০ | ২ | ৯ | ৬ | +৩ | ৩ | |
৪ | প্যারাগুয়ে | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১২ | −১১ | ০ |
ঘানা | 0–5 | জাপান |
---|---|---|
প্রতিবেদন | Ueki ৭' Endo ১৮', ২১' Takarada ২৬' Chiba ৮৩' |
মার্কিন যুক্তরাষ্ট্র | 6–1 | প্যারাগুয়ে |
---|---|---|
Tagliaferri ১১' Kuhlmann ১৪', ৪৯', ৮৭' Pickett ৬৯' Sanchez ৮২' |
প্রতিবেদন | Fretes ৫৩' |
প্যারাগুয়ে | 0–1 | ঘানা |
---|---|---|
প্রতিবেদন | Owusu-Ansah ৬৮' |
নকআউট পর্ব
নকআউট পর্বে, যদি কোনো খেলা নির্ধারিত সময়ে শেষ না হয় বা ড্র হয় তাহলে পেনাল্টি শটের দ্বারা বিজয়ী নির্ধারণ করা হয় (কোনো অতিরিক্ত সময় দেওয়া হয় নাই)।[৫]
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
১২ অক্টোবর — আম্মান আন্তর্জাতিক স্টেডিয়াম | ||||||||||
মেক্সিকো | 1 | |||||||||
১৭ অক্টোবর — আম্মান কিং আব্দুল্লাহ স্টেডিয়াম | ||||||||||
ভেনেজুয়েলা | 2 | |||||||||
ভেনেজুয়েলা | 0 | |||||||||
১৩ অক্টোবর — আল হাসান স্টেডিয়াম, ইরবিদ | ||||||||||
উত্তর কোরিয়া | 3 | |||||||||
উত্তর কোরিয়া | 2 | |||||||||
২১ অক্টোবর — আম্মান আন্তর্জাতিক স্টেডিয়াম | ||||||||||
ঘানা | 1 | |||||||||
উত্তর কোরিয়া (পে.) | 0 (5) | |||||||||
১২ অক্টোবর— আম্মান আন্তর্জাতিক স্টেডিয়াম | ||||||||||
জাপান | 0 (4) | |||||||||
জার্মানি | 1 | |||||||||
১৭ অক্টোবর — আম্মান কিং আব্দুল্লাহ স্টেডিয়াম | ||||||||||
স্পেন | 2 | |||||||||
স্পেন | 0 | |||||||||
১৩ অক্টোবরr — আল হাসান স্টেডিয়াম, ইরবিদ | ||||||||||
জাপান | 3 | তৃতীয় স্থান | ||||||||
জাপান | 3 | |||||||||
২১ অক্টোবর — আম্মান আন্তর্জাতিক স্টেডিয়াম | ||||||||||
ইংল্যান্ড | 0 | |||||||||
ভেনেজুয়েলা | 0 | |||||||||
স্পেন | 4 | |||||||||
কোয়ার্টার ফাইনাল
মেক্সিকো | ১–২ | ভেনেজুয়েলা |
---|---|---|
এনরিগুয়ে ৩৪' | প্রতিবেদন | কাস্টেলানোস ৩৫', ৩৯' |
জার্মানি | ১–২ | স্পেন |
---|---|---|
ওবেরডর্ফ ৯০+৪' | প্রতিবেদন | নাতালিয়া ৯' ইভা ৩৬' |
উত্তর কোরিয়া | ২–১ | ঘানা |
---|---|---|
কিম পম উই ৩৩' (পেনা.) জা উন ইয়ং ৯০+৪' |
প্রতিবেদন | জি. অ্যাচেমপোং ৮১' |
জাপান | ৩–০ | ইংল্যান্ড |
---|---|---|
এন্দো ৩' উয়েকি ৪৫+১', ৮০' |
প্রতিবেদন |
সেমি ফাইনাল
ভেনেজুয়েলা | ০–৩ | উত্তর কোরিয়া |
---|---|---|
প্রতিবেদন | কিম পম-উই ১৫' জা উন ইয়ং ৭১' রি হে উন ৮৯' |
তৃতীয় স্থান নির্ধারণী খেলা
ভেনেজুয়েলা | ০–৪ | স্পেন |
---|---|---|
প্রতিবেদন | ইভা ১৭' লোরেনা ৫৩', ৭৮', ৮৭' |
ফাইনাল
উত্তর কোরিয়া | ০–০ | জাপান |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
জা উন-ইয়ং কিম পোম-উই সুং হায়ং-সিম রি হে-ইওন রি কুম হায়ং |
৫–৪ | উয়েকি ওয়াকিসাকা তাকাহাসি কানেকাত্সু নাগানো |
বিজয়ী
২০১৬ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ |
---|
উত্তর কোরিয়া দ্বিতীয় শিরোপা |
পুরস্কার
প্রতিযোগিতা শেষে নিম্ন পুরস্কার সমূহ প্রদান করা হয়েছিল:
গোলস্কোর
আরও দেখুন
- ২০১৬ ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.