চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন (চেক: Fotbalová asociace České republiky, ইংরেজি: Football Association of the Czech Republic; এছাড়াও সংক্ষেপে সিআরএফএ নামে পরিচিত) হচ্ছে চেক প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০১ সালের ১৯শে অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৩ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অবস্থিত।

দ্রুত তথ্য উয়েফা, প্রতিষ্ঠিত ...
চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
Thumb
প্রতিষ্ঠিত১৯ অক্টোবর ১৯০১; ১২২ বছর আগে (1901-10-19)[1]
সদর দপ্তরপ্রাগ, চেক প্রজাতন্ত্র
ফিফা অধিভুক্তি১৯০৭[1]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিচেক প্রজাতন্ত্র মার্তিন মালিক
সহ-সভাপতি
  • চেক প্রজাতন্ত্র রোমান বেরব্র
  • চেক প্রজাতন্ত্র জেনেল জামাল
ওয়েবসাইটfacr.fotbal.cz
বন্ধ

এই সংস্থাটি চেক প্রজাতন্ত্রের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে চেক প্রথম লিগ, চেক কাপ এবং চেক সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে চেক প্রজাতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মার্তিন মালিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়ান পাওলি।

ইতিহাস

১৯০১ সালের ১৯শে অক্টোবর তারিখে অস্ট্রো-হাঙ্গেরীয় নির্বাচনী এলাকা কিংডমে প্রথম পূর্বসূরী বোহেমিয়ান ফুটবল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯২২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চেকোস্লোভাকিয়ার অস্তিত্বের সময় এই সমিতিটি চেকোস্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন (চেক: Československá asociace fotbalová; সিএসএএফ) নামে পরিচিত ছিল এবং এটি চেকোস্লোভাকিয়া জাতীয় ফুটবল দলকে নিয়ন্ত্রণ করত। চেকোস্লোভাকিয়া বিভাজনের পরে সমিতি ২০১১ সালের জুন পর্যন্ত, বোহেমিয়ান-মোরাভিয়ান ফুটবল ফেডারেশন (Českomoravský fotbalový svaz; সিএমএফএস) নামটি ব্যবহার করে।

প্রতিযোগিতা

  • চেক প্রথম লীগ
  • চেক দ্বিতীয় লীগ
  • চেক প্রথম বিভাগ (নারী)
  • চেক কাপ
  • চেক সুপারকাপ

বিভাগ

  • চেক প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল
  • চেক প্রজাতন্ত্র নারী জাতীয় ফুটবল দল
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ফুটবল দল
  • জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
  • জাতীয় অনূর্ধ্ব-১৮ ফুটবল দল
  • জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

কর্মকর্তা

৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
আরও তথ্য অবস্থান, নাম ...
অবস্থাননাম
সভাপতিমার্তিন মালিক
সহ-সভাপতিরোমান বেরব্র
জেনেক জামাল
সাধারণ সম্পাদকইয়ান পাওলি
কোষাধ্যক্ষলিবোর কাবেলকা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকমিচাল ইয়ুরমান
প্রযুক্তিগত পরিচালকইয়িরি কোত্রবা
ফুটসাল সমন্বয়কারীওতাকার মেস্তেক
জাতীয় দলের কোচ (পুরুষ)ইয়ারোস্লাভ সিলহাভি
জাতীয় দলের কোচ (নারী)কারেল রাদা
রেফারি সমন্বয়কারীদাগামার দামকোভা
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.