রুশ ফুটবল ইউনিয়ন (রুশ: Российский Футбольный Союз, রসিস্কি ফুতবলনি সয়ুজ, ইংরেজি: Russian Football Union; এছাড়াও সংক্ষেপে আরএফএস নামে পরিচিত) হচ্ছে রাশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[2] এই সংস্থাটি ১৯১২ সালের ১৯শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪২ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত।

দ্রুত তথ্য উয়েফা, প্রতিষ্ঠিত ...
রুশ ফুটবল ইউনিয়ন
উয়েফা
Thumb
প্রতিষ্ঠিত১৯ জানুয়ারি ১৯১২; ১১২ বছর আগে (1912-01-19)[1]
সদর দপ্তরমস্কো, রাশিয়া
ফিফা অধিভুক্তি১৯১২–১৯১৭[1], ১৯৯২
১৯৪৬–১৯৯১ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে)
উয়েফা অধিভুক্তি১৯৫৪ (সোভিয়েত ইউনিয়নের ফুটবল ফেডারেশন হিসেবে)
সভাপতিরাশিয়া আলেসাদ্র দুকাফ
সহ-সভাপতি
  • রাশিয়া সের্গেই প্রিয়াদকিন
  • রাশিয়া নিকিয়া সিমোনিয়ান
ওয়েবসাইটrfs.ru
বন্ধ

এই সংস্থাটি রাশিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে রুশ প্রিমিয়ার লীগ, রুশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, রুশ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। আরএফএস রুশ ফুটবল প্রিমিয়ার লীগ এবং রাশিয়ার বেশিরভাগ ফুটবল লীগের জন্য রেফারি এবং ফুটবল টুর্নামেন্ট নিষেধাজ্ঞা প্রদান করে।[3] বর্তমানে রুশ ফুটবল ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন আলেসাদ্র দুকাফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আলেক্সান্দ্র আলায়েভ।

সভাপতি

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রুশ ফুটবল ইউনিয়নের ১০০তম বার্ষিকীতে ভাষণ দিচ্ছেন

সর্ব-রুশ ফুটবল ইউনিয়নের চেয়ারম্যান

  • আর্থার ম্যাকফারসন (জানুয়ারি ১৯১২–১৯১৪)
    • রবার্ট ফুলডা (উপ-সভাপতি)
    • জর্জেস ডাপরন (উপ-সভাপতি)
  • রবার্ট ফুলডা (১৯১৪–১৯১৫)

রুশ ফুটবল ইউনিয়ন

  • ভায়াশেসলাভ কলোস্কভ (৮ ফেব্রুয়ারি ১৯৯২ – ২ এপ্রিল ২০০৫)
  • ভিটালি মুৎকো (২ এপ্রিল ২০০৫ – ২৪ নভেম্বর ২০০৯)
  • নিকিতা সিমোনিয়ান (২৪ নভেম্বর ২০০৯ – ৩ ফেব্রুয়ারি ২০১০) (ভারপ্রাপ্ত)
  • সার্জি ফুরসেঙ্কো (৩ ফেব্রুয়ারি ২০১০ – ২৫ জুন ২০১২)
  • নিকিতা সিমোনিয়ান (২৫ জুন ২০১২ – ৩ সেপ্টেম্বর ২০১২) (ভারপ্রাপ্ত)
  • নিকোলাই তোলস্তিখ (৩ সেপ্টেম্বর ২০১২ – ৩১ মে ২০১৫)
  • নিকিতা সিমোনিয়ান (৩১ মে ২০১৫ – ২ সেপ্টেম্বর ২০১৫) (ভারপ্রাপ্ত)
  • ভিটালি মুৎকো (২ সেপ্টেম্বর ২০১৫ – ২৫ ডিসেম্বর ২০১৭)
  • আলেসাদ্র আলায়েভ (২৫ ডিসেম্বর ২০১৭ – ১৯ ডিসেম্বর ২০১৮) (ভারপ্রাপ্ত)
  • সার্জি প্রিয়াডকিন (১৯ ডিসেম্বর ২০১৮ – ২১ ফেব্রুয়ারি ২০১৯) (ভারপ্রাপ্ত)
  • আলেসাদ্র দুকাফ (২২ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান)

কর্মকর্তা

৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
আরও তথ্য অবস্থান, নাম ...
অবস্থাননাম
সভাপতিআলেসাদ্র দুকাফ
সহ-সভাপতিসের্গেই প্রিয়াদকিন
নিকিতা সিমোনিয়ান
সাধারণ সম্পাদকআলেক্সান্দ্র আলায়েভ
কোষাধ্যক্ষআরসেনি জামিয়াতিন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালককিরিল মেলনিকভ
প্রযুক্তিগত পরিচালকআন্দ্রি ভ্লাসভ
ফুটসাল সমন্বয়কারীএমিল আলিয়েভ
জাতীয় দলের কোচ (পুরুষ)স্তানিস্লাভ চেরচেসভ
জাতীয় দলের কোচ (নারী)এলেনা ফোমিনা
রেফারি সমন্বয়কারীলেওনিদ কালশিন
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.