Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
অস্ট্রেলিয়া ক্রিকেট দল জুন থেকে সেপ্টেম্বর, ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ড সফর করে। এ সফরে দলটি পাঁচ টেস্টের সিরিজ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ও একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। তন্মধ্যে টেস্ট সিরিজটি অ্যাশেজ সিরিজের অংশ ছিল। ইংল্যান্ডে অবস্থানকালে দলটি কাউন্টি ক্রিকেট দলের বিপক্ষে দুইটি চারদিনের ও দুইটি তিনদিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়। এরপর বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওডিআইয়ে মুখোমুখি হয় অস্ট্রেলীয় দল।
২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর | |||
---|---|---|---|
ইংল্যান্ড | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২৫ জুন, ২০১৫ – ১৩ সেপ্টেম্বর, ২০১৫ | ||
অধিনায়ক |
মাইকেল ক্লার্ক (টেস্ট) স্টিভ স্মিথ (ওডিআই ও টি২০আই) |
অ্যালাস্টেয়ার কুক (টেস্ট) মর্গ্যান (ওডিআই ও টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–২ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | স্টিভ স্মিথ (৫০৮) | জো রুট (৪৬০) | |
সর্বাধিক উইকেট | মিচেল স্টার্ক (১৮) | ব্রড (২১) | |
সিরিজ সেরা খেলোয়াড় |
ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া) ও জো রুট (ইংল্যান্ড) কম্পটন-মিলার পদক: জো রুট (ইংল্যান্ড) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–২ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জর্জ বেইলি (২১৮) | মর্গ্যান (২৭৮) | |
সর্বাধিক উইকেট | প্যাট কামিন্স (১২) | আদিল রশিদ (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | স্টিভ স্মিথ (৯০) | মর্গ্যান (৭৪) | |
সর্বাধিক উইকেট | প্যাট কামিন্স (২) | ডেভিড উইলি (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | মঈন আলী (ইংল্যান্ড) |
টেস্ট | ওডিআই | টি২০আই | |||
---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া[১] | ইংল্যান্ড[২][৩] | অস্ট্রেলিয়া[৪] | ইংল্যান্ড[৫] | অস্ট্রেলিয়া[৬] | ইংল্যান্ড[৫] |
২৩-২৫ জুলাই, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
১৪-১৬ আগস্ট, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
২০১৫ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর | |||
---|---|---|---|
আয়ারল্যান্ড | অস্ট্রেলিয়া | ||
তারিখ | ২৭ আগস্ট, ২০১৫ | ||
অধিনায়ক | স্টিভ স্মিথ | উইলিয়াম পোর্টারফিল্ড | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | ডেভিড ওয়ার্নার (৮৪) | নায়ল ও’ব্রায়ান (৪৫) | |
সর্বাধিক উইকেট | নাথান কোল্টার-নিল (৩) | টিম মারতাগ (২) |
ব |
||
দেশ | টিভি সম্প্রচারক |
---|---|
অস্ট্রেলিয়া | নাইন নেটওয়ার্ক (জেম) ফক্স স্পোর্টস |
ভারত | স্টার স্পোর্টস ১ |
মধ্যপ্রাচ্য | অরবিট শো নেটওয়ার্ক |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.