Remove ads

জোসেফ চার্লস বাটলার (জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯০) সমারসেটের টাউনটনে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার। সাধারণভাবে জস বাটলার নামে পরিচিত। বর্তমানে তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান এবং উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। ২০১০ সালে তিনি উইজডেন বর্ষসেরা যুব বিদ্যালয় ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...
জস বাটলার
Thumb
২০১৭ সালে জস বাটলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জোসেফ চার্লস বাটলার
জন্ম (1990-09-08) ৮ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৪)
সমারসেট, ইংল্যান্ড
উচ্চতা ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাব্যাটসম্যান, উইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২২৬)
২১ ফেব্রুয়ারি ২০১২ বনাম পাকিস্তান
শেষ ওডিআই৫ মার্চ ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং৬৩
টি২০আই অভিষেক
(ক্যাপ ৫৪)
৩১ আগস্ট ২০১১ বনাম ভারত
শেষ টি২০আই২৯ মার্চ ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই শার্ট নং৬৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯–২০১৩সমারসেট (জার্সি নং ১৫)
২০১৩–২০১৪মেলবোর্ন রেনিগেডস
২০১৪–বর্তমানল্যাঙ্কাশায়ার (জার্সি নং ৬)
২০১৬–২০১৭মুম্বাই ইন্ডিয়ান্স (জার্সি নং ৬৩)
২০১৭কুমিল্লা ভিক্টোরিয়ানস (জার্সি নং ৬৩)
২০১৭–২০১৮সিডনি থান্ডার (জার্সি নং ৬৩)
২০১৮–বর্তমানরাজস্থান রয়্যালস (জার্সি নং ৬৩)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওয়ানডে টি২০ আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ২৭ ৩৪ ৪৮ ৮৮
রানের সংখ্যা ৫৭২ ৪৭৪ ২,০৩১ ২,৫৭০
ব্যাটিং গড় ৩০.১০ ২২.৫৭ ৩১.৭৩ ৪৯.৪২
১০০/৫০ ০/৪ ০/২ ৩/৯ ২/১৯
সর্বোচ্চ রান ৯৯ ৬৭ ১৪৪ ১১৯
বল করেছে ১২
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a n/a
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ৪১/৩ ১০/১ ৮২/২ ৮৫/৮
উৎস: CricketArchive, 29 March 2014
বন্ধ

প্রারম্ভিক জীবন

তিনি ২০০৬ সালের মরসুমে গ্লাসতনবুরে যাওয়ার আগে চেডারপনির হয়ে তার পেশাদারী ক্লাবের ক্রিকেট আত্মপ্রকাশ হয়, মাত্র ১৫ বছর বয়সে, উইকেট-রক্ষক হিসেবে তিনটি ক্যাচ এবং পনের রান করেন।[১] ২০০৬ মৌসুমে কিংস কলেজ, টনটনে ৪৯.৬৬ রান গড়ে ৪৪৭ করে শীর্ষস্থানীয় ব্যাটিং গড়ের অধিকারী ব্যাটসম্যান হন। ২০০৮ সালে টনটনের কিংস কলেজে অনুষ্ঠিত খেলায় উদ্বোধনী জুটিতে রেকর্ডসংখ্যক রান সংগ্রহ করেন। পরের মৌসুমে তিনি বিদ্যালয় দলের নেতৃত্ব দেন ও তার দল ১৭ খেলার মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছিল। বাটলার সমারসেটের যুব দলের হয়ে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭ স্তরে ব্যাপকভাবে খেলেছেন।[২] এরপর ২০০৯ সালে সমারসেটের প্রথম একাদশে অভিষিক্ত হন। দূর্দান্ত ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করায় ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের সদস্য নির্বাচিত হন ও বাংলাদেশ সফর করেন। এরপর তিনি ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়ার উদ্দেশ্যে নিউজিল্যান্ড সফর করেন।

Remove ads

পরিসংখ্যান

ক্যারিয়ার সেরা প্রদর্শন

আরও তথ্য জস বাটলারের ক্যারিয়ার সেরা প্রদর্শন, ব্যাটিং ...
জস বাটলারের ক্যারিয়ার সেরা প্রদর্শন
ব্যাটিং
স্কোর ফিক্সার মাঠ মৌসুম
ওয়ানডে ৯৯ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ নর্থ সাউন্ড ২০১৪
টি২০ আই ৬৭ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্রিজটাউন ২০১৪
এফসি ১৪৪ সমারসেট বনাম হ্যাম্পশায়ার সাউদাম্পটন ২০১০
লিস্ট এ ১১৯ ইংল্যান্ড লায়ন্স বনাম শ্রীলঙ্কা এ করুনেগালা ২০১২
টি২০ ৭২* সমারসেট বনাম গ্লুচেস্টারশায়ার টাউনটন ২০১১
বন্ধ

পুরস্কার

  • ২০১০
    • এনবিসি ড্যানিশ কম্পটন এ্যাওয়ার্ড[৩]
    • ইয়ং উইসডন স্কুল ক্রিকেটার অব দ্যা ইয়ার[৪]
  • ২০১১
    • এনবিসি ড্যানিশ কম্পটন এ্যাওয়ার্ড[৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads