Loading AI tools
২০১০-এর দশকে একুশে পদক প্রাপ্তদের তালিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
একুশে পদক পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এটি ২০১০–২০১৯ সাল পর্যন্ত একুশে পদক প্রাপ্তদের তালিকা:
একুশে পদক | |
---|---|
দেশ | বাংলাদেশ |
প্রথম পুরস্কৃত | ১৯৭৬ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৪ |
ওয়েবসাইট | moca |
২০১০ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের ১৫ জন ব্যক্তিকে "একুশে পদক ২০১০" প্রদান করা হয়।[1]
নাম | ক্ষেত্র |
---|---|
গোলাম মওলা | ভাষা আন্দোলন |
মোহাম্মদ রফিক | ভাষা ও সাহিত্য |
সাঈদ আহমদ | ভাষা ও সাহিত্য (নাটক) |
হেলেনা খান | ভাষা ও সাহিত্য |
মুনতাসীর মামুন | গবেষণা |
এ.এস.এইচ.কে সাদেক | সামাজিক ব্যক্তিত্ব |
জ্যোতিঃপাল মহাথের | সামাজিক ব্যক্তিত্ব |
হানিফ সংকেত | সামাজিক ব্যক্তিত্ব |
পার্থ প্রতিম মজুমদার | শিল্প (মুকাভিনয়) |
নাসির উদ্দীন ইউসুফ | শিল্প (নাট্যকলা) |
একেএম আব্দুর রউফ | শিল্প (চিত্রশিল্পী) |
ইমদাদ হোসেন | শিল্প (চিত্রশিল্পী) |
আহমেদ ইমতিয়াজ বুলবুল | শিল্প (সুরকার) |
লায়লা হাসান | শিল্প (নৃত্যকলা) |
মোহাম্মদ আলম (আলোকচিত্র সাংবাদিক) | সংবাদিকতা (আলোকচিত্র) |
২০১১ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের ১৩ জন ব্যক্তিকে "একুশে পদক ২০১১" প্রদান করা হয়।[1][2]
নাম | ক্ষেত্র |
---|---|
শওকত আলী | ভাষা আন্দোলন |
আবদুল হক চৌধুরী | গবেষণা |
মোশারেফ উদ্দিন আহমেদ | ভাষা আন্দোলন |
আমানুল হক | ভাষা আন্দোলন |
আবদুল করিম শাহ | শিল্পকলা |
জ্যোৎস্না বিশ্বাস | শিল্পকলা |
ওস্তাদ আখতার সাদমানী | শিল্পকলা |
নূরজাহান বেগম | সাংবাদিকতা |
মোহাম্মদ আবুল হাশেম | সমাজসেবা |
মোহাম্মদ হারেস উদ্দিন (পলান সরকার) | সমাজসেবা |
মোহাম্মদ দেলোয়ার হোসেন | সমাজসেবা |
শহীদ কাদরী | ভাষা ও সাহিত্য |
আবদুল হক | ভাষা ও সাহিত্য |
২০১২ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের ১৫ জন ব্যক্তিকে "একুশে পদক ২০১২" প্রদান করা হয়।[3][4]
নাম | ক্ষেত্র |
---|---|
মমতাজ বেগম | ভাষা আন্দোলন |
মোবিনুল আজিম | শিল্পকলা |
তারেক মাসুদ | শিল্পকলা (চলচ্চিত্র) |
ইনামুল হক | শিল্পকলা |
মামুনুর রশীদ | শিল্পকলা |
করুণাময় গোস্বামী | শিল্পকলা |
এহেতশাম হায়দার চৌধুরী | সাংবাদিকতা |
আশফাক মুনীর চৌধুরী | সাংবাদিকতা |
হাবিবুর রহমান মিলন | সাংবাদিকতা |
অজয় কুমার রায় | শিক্ষা |
মনসুরুল আলম খান | শিক্ষা |
এ কে নাজমুল করিম | শিক্ষা |
বরেন চক্রবর্তী | বিজ্ঞান ও প্রযুক্তি |
শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের | সমাজসেবা |
হুমায়ুন আজাদ | ভাষা ও সাহিত্য |
২০১৩ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের ১২ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে "একুশে পদক ২০১৩" প্রদান করা হয়।[5][3]
নাম | ক্ষেত্র |
---|---|
এম এ ওয়াদুদ | ভাষা আন্দোলন |
অজিতকুমার গুহ | ভাষা আন্দোলন |
মোহাম্মদ কামরুজ্জামান | ভাষা আন্দোলন |
তোফাজ্জল হোসেন | ভাষা আন্দোলন |
এনামুল হক মোস্তফা শহীদ | মুক্তিযুদ্ধ |
নূরজাহান মুর্শিদ | সমাজসেবা |
স্যামসন এইচ চৌধুরী | সমাজসেবা |
রফিক আজাদ | ভাষা ও সাহিত্য |
আসাদ চৌধুরী | ভাষা ও সাহিত্য |
কাদেরী কিবরিয়া | শিল্পকলা |
জামালউদ্দিন হোসেন | শিল্পকলা |
বিজয় সরকার | শিল্পকলা |
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী | শিল্পকলা |
২০১৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের পনের জন ব্যক্তিকে "একুশে পদক ২০১৪" প্রদান করা হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি ২০১৪।[6][7]
নাম | ক্ষেত্র |
---|---|
শামসুল হুদা | ভাষা আন্দোলন |
বদরুল আলম | ভাষা আন্দোলন |
সমরজিৎ রায় চৌধুরী | শিল্পকলা |
রামকানাই দাশ | শিল্পকলা |
এস এম সোলায়মান | শিল্পকলা |
কেরামত মওলা | শিল্পকলা |
গোলাম সারওয়ার | সাংবাদিকতা |
এনামুল হক | গবেষণা |
অনুপম সেন | শিক্ষা |
জামিল চৌধুরী | ভাষা ও সাহিত্য |
বেলাল চৌধুরী | ভাষা ও সাহিত্য |
রশীদ হায়দার | ভাষা ও সাহিত্য |
বিপ্রদাশ বড়ুয়া | ভাষা ও সাহিত্য |
আবদুশ শাকুর | ভাষা ও সাহিত্য |
মুজিবুর রহমান | সমাজ সেবা |
২০১৫ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের পনেরো জন ব্যক্তিকে "একুশে পদক ২০১৫" প্রদান করা হয়।[8]
নাম | ক্ষেত্র |
---|---|
পিয়ারু সরদার | ভাষা আন্দোলন (মরণোত্তর) |
মজিবর রহমান দেবদাস | মুক্তিযুদ্ধ |
দ্বিজেন শর্মা | ভাষা ও সাহিত্য |
মুহম্মদ নুরুল হুদা | ভাষা ও সাহিত্য |
আব্দুর রহমান বয়াতী | শিল্পকলা (মরণোত্তর) |
আবুল হায়াত | শিল্পকলা |
এটিএম শামসুজ্জামান | শিল্পকলা |
এম এ মান্নান | শিক্ষা |
সনৎকুমার সাহা | শিক্ষা |
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া | গবেষণা |
কামাল লোহানী | সাংবাদিকতা |
ফরিদুর রেজা সাগর | গণমাধ্যম |
ঝর্ণা ধারা চৌধুরী | সমাজসেবা |
সত্যপ্রিয় মহাথের | সমাজসেবা |
অরূপ রতন চৌধুরী | সমাজসেবা |
২০১৬ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানেন জন্যে দেশের ষোল জন ব্যক্তিকে "একুশে পদক ২০১৬" প্রদান করা হয়।[9][10][11]
নাম | ক্ষেত্র |
---|---|
কাজী এবাদুল হক | ভাষা আন্দোলন |
সাঈদ হায়দার | ভাষা আন্দোলন |
জসীম উদ্দিন আহমেদ | ভাষা আন্দোলন |
সৈয়দ গোলাম কিবরিয়া | ভাষা আন্দোলন (মরণোত্তর) |
জাহানারা আহমেদ | শিল্পকলা (টিভি ও চলচ্চিত্র অভিনয়) |
অমরেশ রায় চৌধুরী | শিল্পকলা (শাস্ত্রীয়) |
শাহীন সামাদ | শিল্পকলা (সংগীত) |
কাজী আনোয়ার হোসেন (চিত্রশিল্পী) | শিল্পকলা (চিত্রকলা) (মরণোত্তর) |
মফিদুল হক | মুক্তিযুদ্ধ |
তোয়াব খান | সাংবাদিকতা |
এ বি এম আব্দুল্লাহ | গবেষণা |
মংছেন চীং মংছিন | গবেষণা |
জ্যোতিপ্রকাশ দত্ত | ভাষা ও সাহিত্য |
হায়াৎ মাহমুদ | ভাষা ও সাহিত্য |
হাবীবুল্লাহ সিরাজী | ভাষা ও সাহিত্য |
আমানুল হক | নৃত্য |
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে "একুশে পদক ২০১৭" প্রদান করা হয়।[12][13][14]
নাম | ক্ষেত্র |
---|---|
অধ্যাপক শরিফা খাতুন | ভাষা আন্দোলন |
ওস্তাদ আজিজুল ইসলাম | শিল্পকলা (সংগীত) |
ওস্তাদ জুলহাস উদ্দিন আহমেদ | শিল্পকলা (সংগীত) |
রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম | শিল্পকলা (সংগীত) |
সুষমা দাস | শিল্পকলা (সংগীত) |
তানভীর মোকাম্মেল | শিল্পকলা (চলচ্চিত্র) |
সৈয়দ আবদুল্লাহ খালিদ | শিল্পকলা (ভাস্কর্য) |
সারা যাকের | শিল্পকলা (নাটক) |
শামীম আরা নিপা | শিল্পকলা (নৃত্য) |
ওমর আলী | ভাষা ও সাহিত্য (মরণোত্তর) |
সুকুমার বড়ুয়া | ভাষা ও সাহিত্য |
আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন | শিক্ষা |
জামিলুর রেজা চৌধুরী | বিজ্ঞান ও প্রযুক্তি |
সৈয়দ আকরম হোসেন | গবেষণা |
আবুল মোমেন | সাংবাদিকতা |
স্বদেশ রায় | সাংবাদিকতা |
অধ্যাপক মাহমুদ হাসান | সমাজসেবা |
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে "একুশে পদক ২০১৮" প্রদান করা হয়।[15][16]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
আ জা ম তকীয়ুল্লাহ | ভাষা আন্দোলন | মরণোত্তর | |
মির্জা মাজহারুল ইসলাম | ভাষা আন্দোলন | ||
শেখ সাদী খান | সঙ্গীত | ||
সুজেয় শ্যাম | সঙ্গীত | ||
ইন্দ্রমোহন রাজবংশী | সঙ্গীত | ||
খুরশিদ আলম | সঙ্গীত | ||
মতিউল হক খান | সঙ্গীত | ||
হুমায়ুন ফরিদী | অভিনয় | মরণোত্তর | |
কালিদাস কর্মকার | চারুকলা | ||
নিখিল সেন | নাটক | ||
মীনু হক | নৃত্য | ||
হায়াৎ সাইফ | ভাষা ও সাহিত্য | ||
সৈয়দ মনজুরুল ইসলাম | ভাষা ও সাহিত্য | ||
সুব্রত বড়ুয়া | ভাষা ও সাহিত্য | ||
রবিউল হুসাইন | ভাষা ও সাহিত্য | ||
খালেকদাদ চৌধুরী | ভাষা ও সাহিত্য | মরণোত্তর | |
মইনুল ইসলাম | অর্থনীতি | ||
জুলেখা হক | গবেষণা | (মরণোত্তর) | |
রণেশ মৈত্র | সাংবাদিকতা | ||
গোলাম মুস্তাফা | আলোকচিত্র | ||
ইলিয়াস কাঞ্চন | সমাজসেবা |
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে "একুশে পদক ২০১৯" প্রদান করা হয়।[17]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
হালিমা খাতুন | ভাষা আন্দোলন | ||
গোলাম আরিফ টিপু | ভাষা আন্দোলন | ||
মনোয়ারা ইসলাম | ভাষা আন্দোলন | ||
সুবীর নন্দী | শিল্পকলা (সঙ্গীত) | ||
আজম খান | শিল্পকলা (সঙ্গীত) | মরণোত্তর বিজয়ী | |
খায়রুল আনাম শাকিল | শিল্পকলা (সঙ্গীত) | ||
লাকী ইনাম | শিল্পকলা (অভিনয়) | ||
সুবর্ণা মুস্তাফা | শিল্পকলা (অভিনয়) | ||
লিয়াকত আলী লাকী | শিল্পকলা (অভিনয়) | ||
সাইদা খানম | শিল্পকলা (আলোকচিত্র) | ||
জামাল উদ্দিন আহমেদ | শিল্পকলা (চারুকলা) | ||
ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য | মুক্তিযুদ্ধ | ||
বিশ্বজিৎ ঘোষ | গবেষণা | ||
মাহবুবুল হক | গবেষণা | ||
প্রণব কুমার বড়ুয়া | শিক্ষা | ||
রিজিয়া রহমান | ভাষা ও সাহিত্য | ||
ইমদাদুল হক মিলন | ভাষা ও সাহিত্য | ||
অসীম সাহা | ভাষা ও সাহিত্য | ||
আনোয়ারা সৈয়দ হক | ভাষা ও সাহিত্য | ||
মঈনুল আহসান সাবের | ভাষা ও সাহিত্য | ||
হরিশংকর জলদাস | ভাষা ও সাহিত্য |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.