Loading AI tools
বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হানিফ সংকেত (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৮)[1] বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।
প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন[2] ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।
তার একক ম্যাগাজিন অনুষ্ঠান ঝলক। ১৯৮৫ সালে ডিসেম্বরে প্রচার হয়। ১৯৮৭ সালে দর্শকদের অনুরোধে প্রথম ‘কথার কথা’র উপস্থাপক হিসেবে পর্দায় আসেন।
১৯৮৯ সালের মার্চ মাসে বিটিভির প্রযোজনা প্রথম ইত্যাদি প্রচারিত হয়। পরবর্তীতে প্রথম বেসরকারি প্রযোজনা হিসেবে ইত্যাদি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর প্রচার হয়। ইত্যাদি ছিল বিটিভিতে প্রচারিত প্যাকেজ অনুষ্ঠান হিসেবে বেসরকারিভাবে নির্মিত প্রথম অনুষ্ঠান।[3]
বছর | বইয়ের নাম | বিষয় | প্রকাশনী |
---|---|---|---|
১৯৯৫ | শ্রদ্ধেয় রাজধানী | ব্যঙ্গ ও রম্য | নিউ শিখা প্রকাশনী |
২০১৩ | নিয়মিত অনিয়ম[4] | কলাম সংকলন (২০০৯-১২) | অনন্যা প্রকাশনী |
২০১৩ | কষ্ট | উপন্যাস | অনন্যা প্রকাশনী |
চৌচাপটে | ব্যঙ্গ ও রম্যরচনা | ষ্টুডেন্ট ওয়েজ | |
এপিঠ ওপিঠ | ব্যঙ্গ ও রম্যরচনা | ষ্টুডেন্ট ওয়েজ | |
ধন্যবাদ | ব্যঙ্গ ও রম্যরচনা | ষ্টুডেন্ট ওয়েজ | |
অকাণ্ড কাণ্ড | ব্যঙ্গ ও রম্যরচনা | ষ্টুডেন্ট ওয়েজ | |
খবরে প্রকাশ | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
ফুলের মতো পবিত্র... | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
প্রতি ও ইতি | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
আটখানার পাটখানা | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
বিনীত নিবেদন | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
হামানদিস্তা | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
রঙ্গ বিরঙ্গ | রম্য সাহিত্য | অনন্যা প্রকাশনী | |
কিংকর্তব্যবিমূঢ় | সমকালীন গল্প | মাওলা ব্রাদার্স | |
গণ্য মান্য সামান্য | ব্যঙ্গ ও রম্যরচনা | ষ্টুডেন্ট ওয়েজ |
বছর | নাটকের নাম | অভিনয়ে | প্রচারকারী চ্যানেল |
---|---|---|---|
২০০৯ | আয় ফিরে তোর প্রাণের বারান্দায় | এটিএম শামসুজ্জামান, তারিন, মীর সাব্বির, সাজু খাদেম | এটিএন বাংলা |
২০০৪ | দুর্ঘটনা | আবুল হায়াত, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, লিটু আনাম | |
তোষামোদে খোশ আমোদে | জাহিদ হাসান, মনির হোসেন, তানিয়া, মীর সাব্বির | ||
বিপরীতে হিত | জাহিদ হাসান, আফসানা মিমি, গোলাম মোস্তফা | ||
শেষে এসে অবশেষে | জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, আজিজুল হাকিম, এটিএম শামসুজ্জামান, তারিন, তুষার খান | ||
অন্তে বসন্ত | জাহিদ হাসান, শমী কায়সার | ||
ফিরে আসে ফিরে আসে | তারিন, মীর সাব্বির, অপূর্ব, ঈশিতা | ||
পুত্রদায় | জাহিদ হাসান, শমী কায়সার, আজিজুল | ||
তথাবৃত যথাকার | জাহিদ হাসান, মীর সাব্বির, কুসুম শিকদার, রোজী সিদ্দিকী, রিনা খান, চ্যালেঞ্জার মিলন, মিলন | ||
কিংকর্তব্য | মাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, জয়া আহসান, দিলারা জামান, ফিরোজ | ||
ভূত অদ্ভুত | এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, নীরব, চ্যালেঞ্জার মিলন, ঈশিতা | ||
শোধ বোধ | জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, এটিএম শামসুজ্জামান, তারিন | ||
শূন্যস্থান পূর্ণ | আজিজুল হাকিম, তানিয়া, তারিন, লিটু আনাম, বিজরী, ঈশিতা | ||
কুসুম কুসুম ভালোবাসা | জাহিদ হাসান, শমী কায়সার |
তার অভিনীত নাটক:
অভিনীত চলচ্চিত্র:
চলচ্চিত্রে কণ্ঠশিল্পী:
৩০ বছর ধরে চলে আসা ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসংগতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকে।[6]
এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.