বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লিটু আনাম (জন্ম ১৫ জুন ১৯৭০) বাংলাদেশের একজন জনপ্রিয় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা ।[৩] তার জন্মস্থান ঠাকুরগাঁও জেলায় । 'দূরে কোথাও' নাটকের মাধ্যমে ছোট পর্দায় তার অভিনয় শুরু হয় ।[১] তিনি প্রায় সাড়ে তিন হাজার নাটকে অভিনয় করেছেন । এছাড়াও তিনি বেশ কয়েকটি টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেন । ডঃ ইনামুল হক এবং লাকি ইনাম-এর বড় কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক -কে বিয়ের মাধ্যমে লিটু আনামের সংসার জীবন শুরু হয় । রাজধানীর স্কয়ার হাসপাতালে দুটি জমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে) -এর জন্ম দেন হৃদি হক ।[২]
বাল্যাকালে স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি' নাটকে অভিনয়ে প্রথম পুরস্কার অর্জন করেন । অভিনয়ের প্রতি ঠাকুরগাঁও -এ একটি থিয়েটার দল গঠন করেন । পরবর্তীতে ১৯৮৯ সালে ঢাকা থিয়েটারে যোগ দেন এবং তার দু'বছর পর ১৯৯১ সালে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরীদির নির্দেশনায় মঞ্চ নাটক 'ভূত' এ অভিনয়ের করেন এবং বেশ প্রশংসিত হন । ১৯৯৮ সালে মোহন খানের পরিচালনায় ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী শমী কায়সার বিপরীতে 'দূরে কোথাও' নাটকে অভিনয়ের মাধ্যমে লিটু আনামের ছোট পর্দায় অভিষেক হয় ।[১] পরিচালক রিঙ্গোর টেলিফিল্ম 'স্বপ্ন', আহমেদ ইউসুফ সাবেরের 'তিনি একজন', বিপুল রায়হানের 'বনফুল', লাকি ইনামের 'আপদ', ফেরদৌস হাসান রানার 'কানামাছি', ‘বিবর', ধারাবাহিক নাটক 'সম্পূর্ণ রঙ্গিন', 'শেঁওলা', হৃদি হকের 'আমাদের আনন্দ বাড়ি', ‘সেই সব দিনগুলো', ‘১৯৭১', সাজ্জাদ হোসেন দোদুলের 'লালঘুড়ি', ‘মুখোশ', ‘জাল ও খড়ের পুতুল' -এর মাধ্যমে তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ।[৪]
বছর | শিরোনাম | চরিত্র | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৩ | ১৯৭১ সেই সব দিন | হৃদি হক | ||
২০০৬ | নন্দিত নরকে | মন্টু | বেলাল আহমেদ | হুমায়ুন আহমেদের উপন্যাস নন্দিত নরকে অবলম্বনে |
নিরন্তর | আবু সাইয়ীদ | |||
২০০৩ | আধিয়ার | সাইদুল আনাম টুটুল | ||
১৯৯৩ | একাত্তরের যীশু | নাসির উদ্দীন ইউসুফ |
বাংলাদেশে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে 'এল এ হেলথ এইড' নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন লিটু আনাম। এ প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় তার জন্মস্থান ঠাকুরগাঁও থেকে।[৫]
Seamless Wikipedia browsing. On steroids.