Loading AI tools
চলচ্চিত্র পুরস্কার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রে পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীদের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার; যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে ১৯৭৫ সাল থেকে দেওয়া হয়। প্রথমবার এই পুরস্কার লাভ করেন লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীম। এন্ড্রু কিশোর সর্বাধিক আটবার এই পুরস্কার লাভ করেন। সৈয়দ আব্দুল হাদী ও সুবীর নন্দী যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক পাঁচবার এই পুরস্কার লাভ করেন। এছাড়া মনির খান তিনবার এবং কুমার বিশ্বজিৎ, জেমস ও এস আই টুটুল দুইবার করে এই পুরস্কার লাভ করেন।
শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | বাংলাদেশের চলচ্চিত্রে পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পীদের অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৭৫ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | নাইমুল ইসলাম রাতুল (পুত্র) |
ওয়েবসাইট | বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন |
বছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৫ | আবদুল আলীম | সুজন সখী | "সব সখীরে পাড় করিতে" | [1] |
১৯৭৬ | মাহমুদুন্নবী | দি রেইন | "আমি তো আজ ভুলে গেছি সবই" | |
১৯৭৭ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৭৮ | সৈয়দ আব্দুল হাদী | গোলাপী এখন ট্রেনে | "আছেন আমার মোক্তার" | |
১৯৭৯ | সৈয়দ আব্দুল হাদী | সুন্দরী | "কেউ কোন দিন আমারে তো" |
বছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ | সৈয়দ আব্দুল হাদী | কসাই | "আমার দোষে দোষী আমি" | [1] |
১৯৮১ | কোন পুরস্কার দেয়া হয় নি | |||
১৯৮২ | এন্ড্রু কিশোর | বড় ভালো লোক ছিল | "হায়রে মানুষ, রঙ্গীন ফানুশ" | |
১৯৮৩ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৮৪ | সুবীর নন্দী | মহানায়ক | "আমার এ দুটি চোখ" | |
১৯৮৫ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৮৬ | সুবীর নন্দী | শুভদা | "তুমি এমনি জাল পেতেছো" | |
১৯৮৭ | এন্ড্রু কিশোর | সারেন্ডার | "সবাই তো ভালবাসা চায়" | |
১৯৮৮ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৮৯ | এন্ড্রু কিশোর | ক্ষতিপূরণ |
বছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
১৯৯০ | সৈয়দ আব্দুল হাদী | গরীবের বউ | [1] | |
১৯৯১ | এন্ড্রু কিশোর | পদ্মা মেঘনা যমুনা | ||
১৯৯২ | সৈয়দ আব্দুল হাদী | ক্ষমা | ||
১৯৯৩ | আজাদ রহমান | চাঁদাবাজ | ||
১৯৯৪ | খালিদ হাসান মিলু | হৃদয় থেকে হৃদয় | "হৃদয় থেকে হৃদয়" | |
১৯৯৫ | সাইদুর রহমান বয়াতী | নদীর নাম মধুমতী | ||
১৯৯৬ | এন্ড্রু কিশোর | কবুল | ||
১৯৯৭ | কিরণ চন্দ্র রায় | দুখাই | ||
১৯৯৮ | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর জন্য পুরস্কার দেওয়া হয়নি | |||
১৯৯৯ | সুবীর নন্দী | শ্রাবণ মেঘের দিন | "একটা ছিল সোনার কন্যা" |
বছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০০০ | এন্ড্রু কিশোর | আজ গায়ে হলুদ | "চোখ যে মনের কথা বলে" | [1] |
২০০১ | মনির খান | প্রেমের তাজমহল | "আমার প্রেমের তাজমহল" | |
২০০২ | মনির খান | লাল দরিয়া | ||
২০০৩ | বশির আহমেদ | কখনো মেঘ কখনো বৃষ্টি | ||
২০০৪ | সুবীর নন্দী | মেঘের পরে মেঘ | [2] | |
২০০৫ | মনির খান | দুই নয়নের আলো | "দুই নয়নের আলো" | [3] |
২০০৬ | আসিফ আকবর | রানীকুঠির বাকী ইতিহাস | "স্বপ্ন তুমি, সত্যি তুমি" | |
২০০৭ | এন্ড্রু কিশোর | সাজঘর | ||
২০০৮ | এন্ড্রু কিশোর | কি যাদু করিলা | [4] | |
২০০৯ | কুমার বিশ্বজিৎ | স্বামী-স্ত্রীর ওয়াদা | "একটা চাঁদ ছাড়া রাত" | [5] |
বছর | বিজয়ী কণ্ঠশিল্পী | চলচ্চিত্র | গান | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | এস আই টুটুল | ভালোবাসলেই ঘর বাঁধা যায় না | "ভালবাসলেই ঘর বাঁধা যায় না" | [6] |
২০১১ | কুমার বিশ্বজিৎ | মা আমার চোখের মনি | [7] | |
২০১২ | পলাশ | খোদার পরে মা | [8] | |
২০১৩ | চন্দন সিনহা | পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী | "আমি নিঃস্ব হয়ে যাব" | [9][10] |
২০১৪ | মাহফুজ আনাম জেমস | দেশা: দ্য লিডার | "আসছে দেশা আসছে" | [11][12] |
২০১৫ | এস আই টুটুল সুবীর নন্দী |
বাপজানের বায়স্কোপ মহুয়া সুন্দরী |
"উথাল পাতাল জোয়ার" "তোমারে ছাড়িতে বন্ধু" |
[13] |
২০১৬ | ওয়াকিল আহাদ | দর্পণ বিসর্জন | "অমৃত মেঘের বারি" | [14] |
২০১৭ | মাহফুজ আনাম জেমস | সত্তা | "তোর প্রেমেতে অন্ধ হলাম" | [15] |
২০১৮ | নাইমুল ইসলাম রাতুল | পুত্র | "যদি দুঃখ ছুঁয়ে" | [15] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.