Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফুটবল প্রতিযোগিতা চতুর্বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা গ্রীষ্মকালীন অলিম্পিকে আয়োজিত ফুটবল প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ১৬টি পুরুষ জাতীয় অনূর্ধ্ব-২৩ দল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এটি পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় ২৮তম আসর। এই আসরটি ২০২৪ সালের ২৪শে জুলাই হতে ৯ই আগস্ট পর্যন্ত ফ্রান্সের ৭টি শহরের ৭টি মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টের ড্র ২০২৪ সালের ২০শে মার্চ তারিখে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল।[১] পুরুষদের দলগুলো অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের (২০০১ সালের ১লা জানুয়ারি অথবা তার পর জন্মগ্রহণকারী) মধ্যে সীমাবদ্ধ, যেখানে সর্বাধিক তিনজন বয়স্ক খেলোয়াড়ের অনুমতি রয়েছিল। ব্রাজিল গ্রীষ্মকালীন অলিম্পিকের পুরুষদের ফুটবল প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২০ সালে স্পেনকে অতিরিক্ত সময়ে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বর্ণ পদক জয়লাভ করেছিল।[২][৩][৪]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ফ্রান্স |
তারিখ | ২৪ জুলাই – ৯ আগস্ট |
দল | ১৬ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ৭ (৭টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | স্পেন (২য় শিরোপা) |
রানার-আপ | ফ্রান্স |
তৃতীয় স্থান | মরক্কো |
চতুর্থ স্থান | মিশর |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ৯৬ (ম্যাচ প্রতি ৩টি) |
দর্শক সংখ্যা | ৮,২১,৯৬১ (ম্যাচ প্রতি ২৫,৬৮৬ জন) |
শীর্ষ গোলদাতা | সুফিয়ান রহিমি (৮টি গোল) |
প্যারিসের পার্ক দে প্রাঁস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের পরে স্পেন তাদের দ্বিতীয় এবং ১৯৯২ সালের পর প্রথম স্বর্ণপদক জিতেছিল, স্বাগতিক ফ্রান্সকে ৫–৩ গোলে পরাজিত করেছিল।[৫]
এই প্রতিযোগিতার সময়সূচী ২০২২ সালের ১লা এপ্রিল তারিখে তারিখে ঘোষণা করা হয়েছিল।[৬][৭] ২০২২ সালের ২৮শে জুলাই তারিখে ফিফা কর্তৃক ফাইনালের সময়সূচী নিশ্চিত করা হয়েছিল।[৮][৯][১০]
গ্রু | গ্রুপ পর্ব | কো | কোয়ার্টার-ফাইনাল | সে | সেমি-ফাইনাল | ব্রো | ব্রোঞ্জ পদক ম্যাচ | ফা | ফাইনাল |
তারিখ ইভেন্ট | ২৪ বুধ | ২৫ বৃহঃ | ২৬ শুক্র | ২৭ শনি | ২৮ রবি | ২৯ সোম | ৩০ মঙ্গল | ৩১ বুধ | ১ বৃহঃ | ২ শুক্র | ৩ শনি | ৪ রবি | ৫ সোম | ৬ মঙ্গল | ৭ বুধ | ৮ বৃহঃ | ৯ শুক্র | ১০ শনি |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ফুটবল | গ্র | গ্র | গ্র | কো | সে | ব্রো | ফা |
স্বাগতিক দেশ ফ্রান্স ছাড়াও, ছয়টি পৃথক কনফেডারেশন থেকে ১৫টি পুরুষ জাতীয় অনূর্ধ্ব-২৩ দল বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।[১১] ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে ফিফা কাউন্সিল তাদের সভায় স্থান বিতরণের অনুমোদন দিয়েছে।[১১]
উত্তীর্ণের মাধ্যম | তারিখ[ক] | মাঠ[ক] | স্থান | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
আয়োজক | — | — | ১ | ফ্রান্স |
২০২২ কনকাকাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ | ১৮ জুন – ৩ জুলাই ২০২২ | হন্ডুরাস | ২ | মার্কিন যুক্তরাষ্ট্র ডোমিনিকান প্রজাতন্ত্র |
২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ | ২১ জুন – ৮ জুলাই ২০২৩ | জর্জিয়া রোমানিয়া |
৩ | স্পেন ইসরায়েল ইউক্রেন |
২০২৩ অনূর্ধ্ব-২৩ আফ্রিকা কাপ অব নেশন্স | ২৪ জুন – ৮ জুলাই ২০২৩ | মরক্কো | ৩ | মরক্কো মিশর মালি |
২০২৩ ওএফসি অলিম্পিক বাছাইপর্ব প্রতিযোগিতা | ২৭ আগস্ট – ৯ সেপ্টেম্বর ২০২৩ | নিউজিল্যান্ড | ১ | নিউজিল্যান্ড |
২০২৪ কনমেবল প্রাক-অলিম্পিক প্রতিযোগিতা | ২০ জানুয়ারি – ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ভেনেজুয়েলা | ২ | প্যারাগুয়ে আর্জেন্টিনা |
২০২৪ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ | ১৫ এপ্রিল – ৩ মে ২০২৪ | কাতার | ৩ | জাপান উজবেকিস্তান ইরাক |
এএফসি–ক্যাফ প্লে-অফ | ৯ মে ২০৪ | ফ্রান্স | ১ | গিনি |
সর্বমোট | ১৬ |
এই প্রতিযোগিতায় সর্বমোট ৭টি মাঠ ব্যবহার করা হয়েছিল,[১২] ২০২০ সালের ১৭ই ডিসেম্বর তারিখে মাঠগুলো নিশ্চিত করা হয়েছিল।[১৩][১৪]
মার্সেই | দেসিন-শার্পিউ (লিওঁয়ের নিকটবর্তী) |
প্যারিস |
---|---|---|
স্তাদ দ্য মার্সেই | স্তাদ দ্য লিওঁ | পার্ক দে প্রাঁস |
ধারণক্ষমতা: ৬৭,৩৯৪ | ধারণক্ষমতা: ৫৯,১৮৬ | ধারণক্ষমতা: ৪৭,৯২৯ |
বর্দো | ||
স্তাদ দ্য বর্দো | ||
ধারণক্ষমতা: ৪২,১১৫ | ||
সাঁতেতিয়েন | নিস | নঁত |
স্তাদ জোফ্রয়-গিশার | স্তাদ দ্য নিস | স্তাদ দ্য লা বোজোয়ার |
ধারণক্ষমতা: ৪১,৯৬৫ | ধারণক্ষমতা: ৩৬,১৭৮ | ধারণক্ষমতা: ৩৫,৩২২ |
এই আসরে অংশগ্রহণকারী ১৬টি দলকে সর্বোচ্চ ১৮ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে তাদের দলের নিবন্ধন করতে হবে; যেখানে প্রত্যেক দলে অবশ্যই দুইজন গোলরক্ষক থাকা আবশ্যক। চূড়ান্ত দলের ১৮ জন খেলোয়াড়ের মধ্যে কমপক্ষে ১৫ জন খেলোয়াড়ের বয়স অনূর্ধ্ব-২৩ (২০০১ সালের ১লা জানুয়ারি অথবা তার পর জন্মগ্রহণকারী) হতে হবে, অর্থাৎ সর্বাধিক তিনজন বয়স্ক খেলোয়াড়ের অনুমতি রয়েছে। উপরন্তু, প্রতিটি দলের চারজন বদলি খেলোয়াড়ের একটি তালিকাও থাকতে হবে, যারা প্রতিযোগিতা চলাকালীন আহত হওয়ার ক্ষেত্রে দলে অন্য যেকোনো খেলোয়াড়কে প্রতিস্থাপন করতে পারবে।[১৫]
২০২৪ সালের ৩রা এপ্রিল তারিখে, ফিফা অলিম্পিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালনকারী রেফারিদের নামের তালিকা প্রকাশ করেছিল।[১৬]
|
|
২০২৪ সালে ২০শে মার্চ তারিখের ২০:০০ টায় সিইটি (ইউটিসি+১) ফ্রান্সের সাঁ-দ্যনির পালস ভবনে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছিল।[১৭][১৮] ১৬টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছিল। কোন গ্রুপে একটি কনফেডারেশন থেকে একটির বেশি দল স্থান দেয়া হয়নি।[১৯][২০]
পাত্র ১ | পাত্র ২ | পাত্র ৩ | পাত্র ৪ |
---|---|---|---|
|
|
|
টীকা
প্রতিযোগী দেশগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যা এ, বি, সি এবং ডি গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের সাথে খেলবে, অতঃপর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার-ফাইনালে উন্নীত হবে।
প্রত্যেক দলের পয়েন্টের ওপর ভিত্তি করে দলের অবস্থান নির্ণয় করা হয় (জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট, হারের জন্য ০ পয়েন্ট) এবং যদি পয়েন্টের সমতা হয় তবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষে নিম্নে বর্ণিত মানদণ্ডের উপর ভিত্তি করে শীর্ষ দুই দল নির্ণয় করা হবে:[১৫]
টীকা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ফ্রান্স (H) | ৩ | ৩ | ০ | ০ | ৭ | ০ | +৭ | ৯ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩ | ২ | ০ | ১ | ৭ | ৪ | +৩ | ৬ | |
৩ | নিউজিল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৮ | −৫ | ৩ | |
৪ | গিনি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৬ | −৫ | ০ |
গিনি | ১–২ | নিউজিল্যান্ড |
---|---|---|
দিয়াওয়ারা ৭২' | প্রতিবেদন | গার্বেট ২৫' ওয়েন ৭৬' |
নিউজিল্যান্ড | ১–৪ | মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|---|
রান্ডাল ৭৮' | প্রতিবেদন | মিলাইলোভিচ ১০' (পে.) জিমারম্যান ১২' বুসিও ৩০' অ্যারোনসন ৫৮' |
ফ্রান্স | ১–০ | গিনি |
---|---|---|
সিলদিলিয়া ৭৫' | প্রতিবেদন |
নিউজিল্যান্ড | ০–৩ | ফ্রান্স |
---|---|---|
প্রতিবেদন | মাতেতা ১৯' ডু ৭১' কালিমুয়েন্দো ৭৪' |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৩–০ | গিনি |
---|---|---|
মিলাইলোভিচ ১৪' পারেদেস ৩১', ৭৫' |
প্রতিবেদন |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মরক্কো | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৩ | +৩ | ৬[ক] | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | আর্জেন্টিনা | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৩ | +৩ | ৬[ক] | |
৩ | ইউক্রেন | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৫ | −২ | ৩ | |
৪ | ইরাক | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৭ | −৪ | ৩ |
আর্জেন্টিনা | ১–২ | মরক্কো |
---|---|---|
সিমিওনে | প্রতিবেদন | রহিমি ৪৫+২', ৫১' (পে.) |
আর্জেন্টিনা | ৩–১ | ইরাক |
---|---|---|
আলমাদা ১৪' গন্ডু ৬২' ফার্নান্দেজ ৮৫' |
প্রতিবেদন | আয়মেন ৪৫+৫' |
ইউক্রেন | ০–২ | আর্জেন্টিনা |
---|---|---|
প্রতিবেদন | আলমাদা ৪৭' এচেভেরি ৯০+১' |
মরক্কো | ৩–০ | ইরাক |
---|---|---|
রিচার্ডসন ১৯' রহিমি ২৮' ইজ্জালজুলি ৩৬' |
প্রতিবেদন |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মিশর | ৩ | ২ | ১ | ০ | ৩ | ১ | +২ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | স্পেন | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৪ | +২ | ৬ | |
৩ | ডোমিনিকান প্রজাতন্ত্র | ৩ | ০ | ২ | ১ | ২ | ৪ | −২ | ২ | |
৪ | উজবেকিস্তান | ৩ | ০ | ১ | ২ | ২ | ৪ | −২ | ১ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ৩ | ৩ | ০ | ০ | ৭ | ০ | +৭ | ৯ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | প্যারাগুয়ে | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৭ | −২ | ৬ | |
৩ | মালি | ৩ | ০ | ১ | ২ | ১ | ৩ | −২ | ১ | |
৪ | ইসরায়েল | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৬ | −৩ | ১ |
ইসরায়েল | ২–৪ | প্যারাগুয়ে |
---|---|---|
গ্যান্ডেলম্যান ৫৩' গ্লুখ ৮০' |
প্রতিবেদন | এম ফার্নান্দেজ ২৫', ৯০+৬' এন্সিসো ৬৯' বালবুয়েনা ৯০+৩' |
জাপান | ১–০ | মালি |
---|---|---|
ইয়ামামোতো ৮২' | প্রতিবেদন |
নকআউট পর্বে ৯০ মিনিটের খেলা শেষে যদি কোন ম্যাচের ফলাফল সমতায় থাকে, তবে ১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি রয়েছিল। অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকলে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়েছিল।[১৫]
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | স্বর্ণ পদক ম্যাচ | ||||||||
২ আগস্ট – বর্দো | ||||||||||
ফ্রান্স | ১ | |||||||||
৫ আগস্ট – দেসিন-শার্পিউ | ||||||||||
আর্জেন্টিনা | ০ | |||||||||
ফ্রান্স (অ.স.প.) | ৩ | |||||||||
২ আগস্ট – মার্সেই | ||||||||||
মিশর | ১ | |||||||||
মিশর (পে.) | ১(৫) | |||||||||
৯ আগস্ট – প্যারিস | ||||||||||
প্যারাগুয়ে | ১(৪) | |||||||||
ফ্রান্স | ৩ | |||||||||
২ আগস্ট – প্যারিস | ||||||||||
স্পেন | ৫ | |||||||||
মরক্কো | ৪ | |||||||||
৫ আগস্ট – মার্সেই | ||||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র | ০ | |||||||||
মরক্কো | ১ | |||||||||
২ আগস্ট – দেসিন-শার্পিউ | ||||||||||
স্পেন | ২ | ব্রোঞ্জ পদক ম্যাচ | ||||||||
জাপান | ০ | |||||||||
৮ আগস্ট – নঁত | ||||||||||
স্পেন | ৩ | |||||||||
মিশর | ০ | |||||||||
মরক্কো | ৬ | |||||||||
মিশর | ০–৬ | মরক্কো |
---|---|---|
প্রতিবেদন | ইজ্জালজুলি ২৩' রহিমি ২৬', ৬৪' আল খান্নুস ৫১' নাকাচ ৭৩' হাকিমি ৮৭' |
এই প্রতিযোগিতায় ৩২টি ম্যাচে ৯৬টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩টি গোল।
৮টি গোল
৬টি গোল
৫টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল
১টি আত্মঘাতী গোল
উৎস: ফিফা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | চূড়ান্ত ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্পেন | ৬ | ৫ | ০ | ১ | ১৬ | ৮ | +৮ | ১৫ | স্বর্ণপদক | |
ফ্রান্স (H) | ৬ | ৫ | ০ | ১ | ১৪ | ৬ | +৮ | ১৫ | রৌপ্য পদক | |
মরক্কো | ৬ | ৪ | ০ | ২ | ১৭ | ৫ | +১২ | ১২ | ব্রোঞ্জ পদক | |
৪ | মিশর | ৬ | ২ | ২ | ২ | ৫ | ১১ | −৬ | ৮ | চতুর্থ স্থান |
৫ | জাপান | ৪ | ৩ | ০ | ১ | ৭ | ৩ | +৪ | ৯ | কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় |
৬ | প্যারাগুয়ে | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৮ | −২ | ৭ | |
৭ | আর্জেন্টিনা | ৪ | ২ | ০ | ২ | ৬ | ৪ | +২ | ৬ | |
৮ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ | ২ | ০ | ২ | ৭ | ৮ | −১ | ৬ | |
৯ | ইউক্রেন | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৫ | −২ | ৩ | গ্রুপ পর্ব থেকে বিদায় |
১০ | ইরাক | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৭ | −৪ | ৩ | |
১১ | নিউজিল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৮ | −৫ | ৩ | |
১২ | ডোমিনিকান প্রজাতন্ত্র | ৩ | ০ | ২ | ১ | ২ | ৪ | −২ | ২ | |
১৩ | উজবেকিস্তান | ৩ | ০ | ১ | ২ | ২ | ৪ | −২ | ১ | |
১৪ | মালি | ৩ | ০ | ১ | ২ | ১ | ৩ | −২ | ১ | |
১৫ | ইসরায়েল | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৬ | −৩ | ১ | |
১৬ | গিনি | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৬ | −৫ | ০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.