আশরাফ হাকিমি
মরক্কী ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মরক্কী ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আশরাফ হাকিমি মুহ (আরবি: أشرف حكيمي; জন্ম: ৪ নভেম্বর ১৯৯৮), আশরাফ নামেই অধিক পরিচিত, হলেন স্পেনে জন্মগ্রহণকারী মরক্কোর একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসী পেশাদার লিগের শীর্ষস্তর লিগ ১ ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং মরক্কো জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। যদিও তিনি মূলত একজন রাইট ব্যাক, তবুও তিনি মাঝে মাঝে একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলে থাকেন।[3]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আশরাফ হাকিমি মুহ[1] | ||
জন্ম | [2] | ৪ নভেম্বর ১৯৯৮||
জন্ম স্থান | মাদ্রিদ, স্পেন | ||
উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পারি সাঁ-জেরমাঁ | ||
জার্সি নম্বর | ২ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০০৬ | ওফিগেভি | ||
২০০৬–২০১৬ | রিয়াল মাদ্রিদ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬–২০১৭ | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ২৮ | (১) |
২০১৭–২০২০ | রিয়াল মাদ্রিদ | ৯ | (২) |
২০১৭–২০১৯ | → বরুসিয়া ডর্টমুন্ড (ধার) | ৫৪ | (৭) |
২০২০–২০২১ | ইন্টার মিলান | ৩৭ | (৭) |
২০২১– | পারি সাঁ-জেরমাঁ | ১ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৬ | মরক্কো অনূর্ধ্ব-২০ | ২ | (০) |
২০১৬ | মরক্কো অনূর্ধ্ব-২৩ | ২ | (০) |
২০১৬– | মরক্কো | ৩৬ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৭ আগস্ট ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ জুন ২০২১ তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৮ সালের ১৭শে মে তারিখে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের মরক্কো দলে স্থান পান।.[4]
ক্লাব | মৌসুম | প্রতিযোগিতা | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য1 | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
রিয়াল মাদ্রিদ বি | ২০১৬–১৭ | সেহুন্দা বিভাগ বি | ২৮ | ১ | — | ২৮ | ১ | |||||
রিয়াল মাদ্রিদ | ২০১৭–১৮ | লা লিগা | ৯ | ২ | ৫ | ০ | ২ | ০ | ১ | ০ | ১৭ | ১ |
ক্যারিয়ার মোট | ৩৭ | ৩ | ৫ | ০ | ২ | ০ | ১ | ০ | ৪৫ | ৩ |
১ এখানে স্পেনীয় সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ অন্তর্ভুক্ত।
মরক্কো | ||||
---|---|---|---|---|
সাল | উপস্থিতি | গোল | ||
২০১৬ | ১ | ০ | ||
২০১৭ | ৫ | ১ | ||
২০১৮ | ১ | ০ | ||
মোট | ৭ | ১ |
হাকিমি ২০২৩ সাল পর্যন্ত লিবিয়ান এবং তিউনিসিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।[6] এই দম্পতির দুটি ছেলে রয়েছে, যাদের জন্ম ২০২০ এবং ২০২২ সালে।[6][7] ২৭ মার্চ ২০২৩ তারিখে, হিবা আবুক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেন যে তারা আগেই আগে আলাদা হয়ে গেছেন এবং বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।[8]
হাকিমি একজন ইসলাম ধর্মাবলম্বী তথা মুসলিম।[9][10]
৩ মার্চ ২০২৩-এ, ধর্ষণের অভিযোগে প্যারিসের একজন তদন্তকারী বিচারক হাকিমিকে অভিযুক্ত করেন। তাকে বিচারিক তত্ত্বাবধানে রাখা হয়।[11] তাকে তার কথিত নির্যাতিতার সাথে যোগাযোগ করতে নিষেধ করা হলেও ফ্রান্স ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।[12]
হাকিমি এবং তার স্ত্রী হিবা আবুক ২০২৩ সালে বিবাহবিচ্ছেদ করেছেন। জানা গেছে যে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন, হিবা হাকিমির অর্ধেকেরও বেশি সম্পত্তি পাওয়ার জন্য আবেদন করেছিলেন।[13][14] অসমর্থিত প্রতিবেদনে অনুমান করা হয় হাকিমির সম্পদ তার মায়ের নামে রয়েছে যা জানতে পেরে হিবা "মর্মাহত" হন।[15][16][17][18][19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.