কার্লোস দেল সেরো গ্রান্দে
স্প্যানিশ ফুটবল রেফারি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কার্লোস দেল সেরো গ্রান্দে (স্পেনীয়: Carlos del Cerro Grande; জন্ম: ১৩ মার্চ ১৯৭৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল রেফারি।[২] তিনি মাদ্রিদের সম্প্রদায়ের রেফারি কমিটির সদস্য।[৩] ২০১৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন; ২০১৩ সালের ২৬ই মে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং জর্জিয়ার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করার মাধ্যমে রেফারি হিসেবে অভিষেক করেছেন।
২০২১ সালের ১৫ই জুন, দেল সেরো প্রথমবারের মতো একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ফ্রান্স ও জার্মানির মধ্যকার ২০২০ সালের ইউরো গ্রুপের ম্যাচটি পরিচালনা করেছিলেন। জার্মানির পেনাল্টি অঞ্চলে জার্মানির বিরুদ্ধে ফাউল না বলায় তিনি সমালোচনার মুখোমুখি হয়েছিলেন।
পুরস্কার
- দ্বিতীয় বিভাগ সোনার বাঁশি: ২০১০
- ভিসেন্তে আসেবাদো শিরোপা: ২০১৬
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.