চাটগাঁইয়া বা চিটাইঙ্গা হল ইন্দো-আর্য ভাষাগোষ্ঠির একটি সদস্য ভাষা এবং বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের (তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির) প্রধান ভাষা। বাংলা ভাষার সাথে চাটগাঁইয়ার কিছু শব্দগত সম্বন্ধ বিদ্যমান থাকায় একে প্রায়ই বাংলার উপভাষা মনে করা হয়, যদিও ভাষাদ্বয় পারস্পরিক একই অর্থে বোধগম্য হয় না।[3] এই কারণে অনেকে এই ভাষাকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র ভাষা হিসেবে বিবেচনা করে থাকেন।[4]

দ্রুত তথ্য চাটগাঁইয়া, উচ্চারণ ...
চাটগাঁইয়া
চিটাইঙ্গা, চাটগাঁইয়া ভাষা
Thumb
উচ্চারণ[siʈaiŋga]
[saʈgaiya vasha]
দেশোদ্ভববাংলাদেশ
অঞ্চলচট্টগ্রাম অঞ্চল
জাতিচাটগাঁইয়া, চাঁডি, সিটেইঙ্গে
মাতৃভাষী
১ কোটি ৩০ লাখ (২০২০)[1]
[[পূর্বী নাগরি লিপি] ]
লাতিন লিপি
আরবী হরফ
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩ctg
ভাষাবিদ তালিকা
ctg
গ্লোটোলগchit1275[2]
লিঙ্গুয়াস্ফেরা73-DEE-aa
বন্ধ
Thumb
চাটগাঁইয়া ভাষাভাষীদের এলাকা (সবুজ চিহ্নিত)

শ্রেণিবিন্যাস

চাটগাঁইয়া ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার পূর্বাঞ্চলীয় ইন্দো-আর্যের উপশাখা বাংলা-অসমীয়ের সদস্য। সমগোত্রীয় অন্যান্য ভাষাসমূহ হল সিলেটি, রোহিঙ্গা, বাংলা, অসমীয়া, ওড়িয়া এবং বিহারি ভাষা তাছাড়া ইন্দো-আর্যের হিন্দির সাথে চাটগাঁইয়ার পরোক্ষ মিল রয়েছে। অন্যান্য বাংলা-অসমীয়া ভাষাসমূহের মত চাটগাঁইয়া পালি ভাষা থেকে এসেছে যা ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের একটি কল্পিত পূর্বসূরী প্রত্ন-ইন্দো-ইউরোপীয় ভাষা এর উত্তরসূরী।[5]

ভৌগোলিক বিস্তার

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধানত চট্টগ্রামের চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলার মানুষের প্রধান ভাষা চাটগাঁইয়া ভাষা। এছাড়া রাঙামাটি, বান্দরবানখাগড়াছড়ি জেলার অধিকাংশ মানুষ এ ভাষা ব্যবহার করে।

অঞ্চলভেদে চাটগাঁইয়া ভাষার প্রধানত ৪টি উপভাষা পাওয়া যায়। যথা: ১. উত্তর চাটগাঁইয়া ভাষা ২. দক্ষিণ চাটগাঁইয়া ভাষা ৩. চট্টগ্রাম শহরের চাটগাঁইয়া ভাষা ৪. বড়ুয়া ধর্মালম্বীদের চাটগাঁইয়া ভাষা ৫. সনাতন ধর্মালম্বীদের চাটগাঁইয়া ভাষা

বলা হয় চট্টগ্রামে হাঁড়ি-ডোম ছত্রিশ জাতির বসবাস ফলে প্রাচীনকাল থেকে নানা জাতির নানা গোষ্ঠি চট্টগ্রামে এসে স্থায়ী হওয়াতে তাদের নিজস্ব ভাষার সাথে চট্টগ্রামের ভাষার সংমিশ্রনে কিছু বিকৃত চাটগাঁইয়া ভাষীও দেখা যায়। এছাড়াও ধর্মভেদে চাটগাঁইয়া ভাষার পার্থক্য দেখা যায়। চট্টগ্রামের বসবাসরত হিন্দু এবং বৌদ্ধদের পরস্পরের ব্যবহৃত চাটগাঁইয়া ভাষা চট্টগ্রামের মূল জনগোষ্ঠী মুসলমানদের তুলনায় ভিন্ন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামে রয়েছে রোঁয়াই জনগোষ্ঠির রোঁয়াই ভাষা যা প্রথম শুনায় চাটগাঁইয়া মনে হলেও প্রকৃতপক্ষে এটি ১৭৮৪ সালে বার্মা যুদ্ধে পালিয়ে এসে ব্রিটিশ গভর্নর হিরামকক্স কর্তৃক পুনর্বাসিত রোয়াইঙ্গা জনগোষ্ঠির ভাষা। রোঁয়াই শব্দটি রোয়াইঙ্গা শব্দের সংক্ষিপ্ত রুপ, স্থানীয়দের উচ্চারণে লোয়াই। মূলত অতীতে এই ভাষাগত পার্থক্য দিয়ে চাটগাঁইয়া(চাঁডি) এবং রোয়াইঙ্গা(রোঁয়াই) চিহ্নিত করা হত।

ব্যাকরণ

চাটগাঁইয়া ভাষার নিজস্ব কোন বর্ণমালা নেই। তাই এর লিখিত রুপ হিসেবে অনেকেই বাংলা বর্ণমালা ব্যবহার করে থাকেন।

  • চাটগাঁইয়া ভাষার ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ থেকে স্বতন্ত্র। বাংলা ব্যাকরণে না বোধক অব্যয় ক্রিয়ার পরে বসে কিন্তু চাটগাঁইয়া ব্যাকরণে না বোধক অব্যয় সবসময় ক্রিয়ার আগে বসে। যেমন-
    • আমি যাবো না > আঁই ন যাইয়্যুম
    • আমি এই কাজ করতে পারবো না > আঁই হাম ইয়েন/ইয়ান গরিত ন ফাইজ্জুম/ফাইরগুম
  • চাটগাঁইয়া ব্যাকরণে স্বরের পরিবর্তনের (টান) মাধ্যমে কাল এর পরিবর্তন হয়, যা বাংলা থেকে স্বতন্ত্র একটি নিয়ম। যেমন-
    • আমি স্কুলে যাই না > আঁই স্কুলত ন যাই
    • আমি স্কুলে যাই নি > আঁই স্কুলত নঅ যাই
  • এছাড়াও উপসর্গ, অনুসর্গ এবং অন্যান্য উপায়ে শব্দের কলেবর বৃদ্ধির ক্ষেত্রে বৈচিত্র্য রয়েছে। যেমন-
    • কাজটি গতকাল করেছি > হাম ইয়েন/ইয়ান গেলদে হালিয়ে গইজ্জি/গইরগি
    • কাজটি এখন করছি > হাম ইয়েন ইয়া/এহন গরির
    • কাজটি আগামীকাল করব > হাম ইয়েন আইয়েদ্যে হালিয়ে গইজ্জুম/গইরগুম
  • যদিও বাংলা স্বরসংক্রান্ত ভাষা না, কিন্তু চাটগাঁইয়া স্বরসংক্রান্ত ভাষা। অর্থাৎ চাটগাঁইয়া ভাষায় একই শব্দ স্বর এর পরিবর্তনের মাধ্যমে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। যেমন-
    • ফর - পড়
    • ফঅর - আলো
    • হানা - অন্ধ
    • হাঁনা - খাবার
    • ব্যভার,হাস্তা - ব্যবহার
    • হাসিয়ুত - অভ্যাস
  • অন্য ভাষার শব্দ চাটগাঁইয়া ভাষায় ব্যবহৃত হলে, সেইসব শব্দের মধ্যে বা শেষে যদি 'হ' থাকে, তাহলে সেই 'হ' উহ্য হয়ে যায় এবং 'হ' এর স্থানে টেনে বলতে হয়।
    • ফারসি: মহব্বত > চাটগাঁইয়া: মঅব্বত
    • ফারসি: মেহেরবানি > চাটগাঁইয়া: মে'রবানি
    • বাংলা: পাহাড় > চাটগাঁইয়া: ফাআর
    • আরবি: রুহ > চাটগাঁইয়া: রুও
    • আরবি: সহি > চাটগাঁইয়া: সই
  • অন্য ভাষার শব্দ চাটগাঁইয়া ভাষায় ব্যবহৃত হলে, সেইসব শব্দের শুরুতে যদি 'হ' থাকে, তাহলে সেই 'হ' উহ্য হয়ে যায় এবং 'হ' এর স্থানে চাপ দিয়ে বলতে হয়।
    • বাংলা: হলুদ > চাটগাঁইয়া: অলইদ
    • আরবি: হয়রান > চাটগাঁইয়া: অরান
    • আরবি: হুজুর > চাটগাঁইয়া: উজুর

শব্দ বিন্যাস

চাটগাঁইয়া ভাষার শব্দ বিন্যাস বা বাক্যগঠন হয় কর্তা-কর্ম-ক্রিয়া ধারায়।

যেমন: ইতারা (তারা) হামত (কাজে) জারগোই (চলে যাচ্ছে)।

আরও তথ্য কর্তা, কর্ম ...
কর্তাকর্মক্রিয়া
আঁই (আমি)ভাত (ভাত)হাআই (খাইছি)।
ইতি (সে)টিভি (টিভি)সাআর (দেখছে)।
ইতে (সে)সাইকেলত (সাইকেলে)সরের (চড়ছে)।
ইতারা (তারা)খেলা (খেলা)হাঁর (খেলছে)।
বন্ধ

কয়েকটি চাটগাঁইয়া শব্দের উদাহরণ


আরও তথ্য (একবচন), (বহুবচন) ...
(একবচন)(বহুবচন)
কেতি য়ান /কেতি গান (ক্ষেত টি)কেতি গিন/ কেতি ইন (ক্ষেত গুলি)
ফটু আন /ফটু গান (ছবি টি)ফটু গিন/ফটু ইন (ছবি গুলি)
ফাতা-ওভা (পাতা টি)ফাতা গুন /ফাতা উন (পাতা গুলি)
তার গান (তার টি)তার গিন (তার গুলি)
কেবার গান (দরজা টি)কেবার গিন (দরজা গুলি)
ফাআর-গো (পাহাড় টি)ফাআর গুন (পাহাড় গুলি)
ডেবাল ইবা (দেয়ালটি)ডেবাল উন (দেয়াল গুলি)
বই ইবা (বইটি)বই উন (বইগুলো)
মানুষ ইবে (মানুষ)মানুষ উন (মানুষ গুলো)
উগ্গা ফাতা (একটি পাতা)হদূন ফাতা (কিছু পাতা)
এক্কান ফটু (একটি ছবি)হতিক্কিন/হদিন ফটু (কিছু ছবি)
…---------অথবা---------- ……----------অথবা----------- …
ফাতা উগ্গা (একটি পাতা)ফাতা হদুন (কিছু পাতা)
ফটু এক্কান (একটি ছবি)ফটু হদিন (কিছু ছবি)
মরদ ফোয়া ইবা (ছেলেটি)মরদ ফোয়া এগুন (ছেলে গুলা)
মেইফোয়া ইবা (মেয়েটি)মেইফোয়া এগুন (মেয়েগুলো)
বন্ধ
আরও তথ্য (বাংলা), (চাটগাঁইয়া) ...
(বাংলা)(চাটগাঁইয়া)
লেবুহঁজি
ছাগলচঅল
মুরগিকুঁরি কুরা
মোরগরাতা কুরা
প্রধান দরজামেইন দুয়ার
চালচলনহাস্তা হাসিয়ত/হাসলত
বাড়ির পিছনেবারিসদি
মইআঁট্টা/দ‌অর
টাকাটিঁয়া
সাঁকোঅঁ
সকালবেইন্না
সন্ধ্যাআজুইন্না/আজিন্না
ভালগম
চাকরিচঁরি
বজ্রপাতটাডাল
একটু করেইক্কিনি গরি/এক্কানা গরি
দাড়াঁনতিয়্যন
দক্ষিণদইন
ঝগড়াহইজ্জে/ফজাত
গোয়ালঘরগরুর গোতাইল/গরুর ওরা
মুরগিরঘরকুরার আরাইল
পাকঘরবওসহানা, অঁলা
পায়খানাফেহানা/টাট্টি
পাগলফঅল
হাতিআতি
মসজিদমসইদ
বেড়াটিঁয়ারা, জলি
ঢেঁড়সবেরেলা/ভেন্ডি
আসমানআস্সান
মেঘমেওলা
সাঁতারআঁসুর
ভর্তাচান্নি
জাম্বুরাতরুনজা/ হন্নাল
আগামি কালআইদ্দে হালিয়া
তুইতুই
আপনিঅনে
তুমিতুঁই
আসলআসল
অভদ্রবেরাইজ্জে
কলমহলম
গমগিঁও
চালচইল
ছেলেমেয়েফোয়াসা
খাওয়াদাওয়াহানাফিনা
জ্যোৎস্নাজোনাফ্‌‍ফর
বৃহস্পতিবারবিশিদবার
শুক্রবারশুক্কুর বার
ভাইবদ্দা
খারাপহরাপ/ গম নয়
ব্যাথাবিস/দুক
কাঠালহাট্টল
কমলাহঁলা
একটু দেখিএক্কানা চাই
আজকেআজিয়া
কালকেহালিয়া
অয়াওওঅবুক
আরেকটুআরেক্কানা
বন্ধ

চাটগাঁইয়া ভাষায় বাংলা বার মাস

আরও তথ্য (বাংলা), (চাটগাঁইয়া) ...
(বাংলা)(চাটগাঁইয়া)
বৈশাখবইশাক
জৈষ্ঠজেঢ/জের
আষাঢ়আশার
শ্রাবনশঅন
ভাদ্র ভাদঅ
আশ্বিনআশিন
কার্তিকহাতি
অগ্রহায়ণঅঁন
পৌষফোশ
মাঘমাগ
ফাল্গুনফঅওন
চৈত্রচইত
বন্ধ


গণমাধ্যম ও গানে ব্যবহার

শেফালী ঘোষ এবং শ্যামসুন্দর বৈষ্ণবকে বলা হয় চট্টগ্রামের চাটগাঁইয়া গানের সম্রাট ও সম্রাজ্ঞি। এছাড়াও রয়েছেন চাটগাঁইয়া ভাষার শিল্পী সিরাজুল ইসলাম আজাদ। মাইজভান্ডারী গান ও কবিয়াল গান চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। কবিয়াল রমেশ শীল একজন বিখ্যাত কিংবদন্তি শিল্পী ও গীতিকার। আবদুল গফুর হালী চাটগাঁইয়া ভাষায় বেশিরভাগ জনপ্রিয় গানগুলোর গীতিকার ও সুর করেছেন। তিনি প্রায় দুই হাজারেরও অধিক চাটগাঁইয়া ভাষায় গান রচনা করেছেন এবং সুর করেছেন।

চট্টগ্রামের ভাষায় অনেক গান রয়েছে। তার মধ্যে কিছু গানের নাম উল্লেখ করা হলো:

  • মন হাসারা মাঝি তোর সাম্পানত সইত্তাম নঁ
  • অ জেডা ফইরার বাফ
  • বাঁশহালি মইশহালি ফাল ওড়ায় দিলে সাম্পান
  • সাম্পান কেককুরত
  • মধু হই হই আঁরে বিষ হাবাইলা
  • টেকনাইফফা ফনা শুয়ারি মইশহালির পান রে
  • বাইক্কা টিঁয়া দে
  • আইজকাল আঁই আইলে এনকা গরঅ
  • হেড মাস্টরে তোঁয়ারে তোয়ার
  • আই ভাত নহায়ুম গোশশা অইয়ুম
  • যার গরত গাই গরু নাই তারত বেসের দই
  • ঘুম যারে বাসা তুই
  • শুর্য উডেরে ভাই লাল মারি
  • ওরেও হালা ভোওঁরা আঁই আইজো ফুলর হঁরা
  • বন্ধু আঁর দুয়ার দি যঅর
  • আইলা অশমত বেইন্না ফজরত
  • হতদিন অইয়্যেদে বারিত নজাইদ্দি
  • অ হালাচান গলার মালা
  • পিরিত মানি ফুডুর ফাডুর
  • নযাইও দুবাই বন্ধু আঁরে ফেলাই
  • যদি সুন্দর এক্কান মন ফাইতাম
  • বানু রে অ বানু
  • কুতুবদিয়া আঁর বাড়ি
  • নাতিন বরই হা
  • রশর হতা হই হই
  • হইলজার ভিতুর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
  • বাইন দুয়ার দি নোআইশ্শো তুই
  • ও ভাই আঁরা চাটগাইয়া নওজোয়ান
  • রইশ্যা বন্ধু সারি গেলগই

বাংলাদেশ বেতার এবং বিটিভি চট্টগ্রাম চাটগাঁইয়া ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে।

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.