Loading AI tools
পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২৪ নং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের অন্যতম। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তরাঞ্চল নিয়ে এই কেন্দ্রটি গঠিত। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রই কলকাতা জেলায় অবস্থিত। ২০০২ সালে গঠিত ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা উত্তর পশ্চিম ও কলকাতা উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র দু’টি অবলুপ্ত হয় এবং গঠিত হয় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র।[2] এই লোকসভা কেন্দ্র থেকে মেঘনাদ সাহা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সাংসদ নির্বাচিত সাংসদ হন।[3][4]
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | চৌরঙ্গী এন্টালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর-বেলগাছিয়া |
প্রতিষ্ঠিত | ২০০৯-বর্তমান |
মোট নির্বাচক | ১,৪৩৩,৯৮৫[1] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
নির্বাচিত বছর | ২০১৪ |
২৪ নং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রটি নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত:[2]
নির্বাচন | সাংসদ | রাজনৈতিক দল | দ্বিতীয় স্থানাধিকারী | দ্বিতীয় দল | |
---|---|---|---|---|---|
২০০৯ | সুদীপ বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[5] | মোহাম্মদ সেলিম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
২০১৪ | সুদীপ বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[6] | রাহুল সিনহা | ভারতীয় জনতা পার্টি | |
২০১৯ | সুদীপ বন্দ্যোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | রাহুল সিনহা | ভারতীয় জনতা পার্টি |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ৩,৪৩,৬৮৭ | ৩৫.৯৪ | -১৬.৯৬ | |
বিজেপি | রাহুল সিনহা | ২,৪৭,৪৬১ | ২৫.৮৮ | +২১.৬৬ | |
সিপিআই(এম) | রূপা বাগচী | ১,৯৬,০৫৩ | ২০.৫০ | -১৯.৫৫ | |
কংগ্রেস | সোমেন্দ্রনাথ মিত্র | ১,৩০,৭৮৩ | ১৩.৬৮ | +১৩.৬৮ | |
নির্দল | সঞ্জয় সাহা | ৪,৮০৮ | ০.৫০ | ||
আপ | অলোক চতুর্বেদী | ৪,৩৯৯ | ০.৪৬ | ||
নির্দল | ডাঃ দেবেন্দ্র পাণ্ডে | ৪,১৬৮ | |||
নির্দল | সৌমেন মিত্র | ৩,৭৫২ | |||
বিএসপি | ফুল চন্দ রাম | ৩,৭৫২ | |||
নির্দল | কালীপদ জানা | ১,৮৬০ | |||
নির্দল | কৌশিক বিশ্বাস | ১,৮১০ | |||
নির্দল | দেবজ্যোতি সেনগুপ্ত | ১,৪৩৫ | |||
নির্দল | রথীন্দ্রনাথ রায় | ১,১৪৯ | |||
আইইউএমএল | মহম্মদ ইব্রাহিম খান | ৭৪৯ | |||
আরজেপি | তরুণ মুখোপাধ্যায় | ৭০৮ | |||
গরিব আদমি পার্টি | এস. এম. হাবিবুল্লাহ | ৬৬০ | |||
রাষ্ট্রীয় অহিংসা মঞ্চ | মিতুল কুমার সিং | ৫৪৮ | |||
নির্দল | সুনির্মল বসু | ৫৪৮ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯৬,২২৬ | ১০.০৬ | −২.৪১ | ||
ভোটার উপস্থিতি | ৯,৫৫,৭৭৮ | ৬৬.৬৫ | −১৮.৮০ | ||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -১৬.৫৫ |
রাজনৈতিক দল | বিজিত আসনের সংখ্যা | আসনের হ্রাসবৃদ্ধি | প্রাপ্ত ভোটের শতকরা হার |
---|---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ৩৪ | ১৫ | ৩৯.৩ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ৭ | ২২.৭ |
ভারতের কমিউনিস্ট পার্টি | ০ | ২ | ২.৩ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ০ | ২ | ২.৪ |
সারা ভারত ফরওয়ার্ড ব্লক | ০ | ২ | ২.১ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ৪ | ২ | ৯.৬ |
ভারতীয় জনতা পার্টি | ২ | ২ | ১৬.৮ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ০ | ১ | ০.৭ |
সূত্র: ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪ – রাজনৈতিক দলগুলির রাজ্যভিত্তিক বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯ – রাজনৈতিক দলগুলির বিজিত আসন সংখ্যা ও প্রাপ্ত মোট বৈধ ভোট
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | সুদীপ বন্দ্যোপাধ্যায় | ৪,৬০,৬৪৬ | ৫২.৫০ | ||
সিপিআই(এম) | মহম্মদ সেলিম | ৩,৫১,৩৬৮ | ৪০.০৫ | ||
বিজেপি | তথাগত রায় | ৩৭,০৪৪ | ৪.২২ | ||
নির্দল | সুলতান ওসমান | ৯,১৫৫ | ১.০৪ | ||
বিএসপি | শরদ কুমার সিং | ৫,৬৬৬ | ০.৬৫ | ||
নির্দল | সন্দীপন বিশ্বাস | ৩,২৩১ | ০.৩৭ | ||
নির্দল | কুমুদ নারায়ণ চৌধুরী | ২,৯১৬ | ০.১৬ | ||
এলজেপি | অবিনাশ কুমার আগরওয়াল | ২,২৬৮ | ০.২৬ | ||
নির্দল | সতীশ ব্যাস | ১,৭৯১ | ০.১৩ | ||
আইইউএমএল | মহম্মদ কাশিম | ১,১৩০ | ০.১৩ | ||
নির্দল | অমিতাভ সেন | ১,১২০ | ০.১৩ | ||
নির্দল | কাঞ্চন কুমার সরকার | ৯৮৪ | ০.১১ | ||
নির্দল | বলরাম সাহা | ৭৮২ | ০.০৯ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৯,২৭৮ | ১২.৪৫ | |||
ভোটার উপস্থিতি | ১০,৪৮,৮২৭ | ৮৫.৪৫ | |||
তৃণমূল জয়ী (নতুন আসন) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.