Remove ads
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই পাতাটি কলুটোলা (বিধানসভা কেন্দ্রে) বিলুপ্তির বিষয়ে তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
জোড়াসাঁকো | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | কলকাতা |
কেন্দ্র নং | ১৬৫ |
ধরন | বিদ্যমান |
লোকসভা কেন্দ্র | কলকাতা উত্তর |
সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৬৫ নং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রটি কলকাতা পৌরসংস্থার ২২, ২৩, ২৫, ২৭, এবং ৩৭ থেকে ৪৩ নং ওয়ার্ডগুলি নিয়ে গঠিত।[১]
জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র ২৪ নং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১] ২০০৯ সালের সাধারণ নির্বাচনের পূর্বে এই কেন্দ্রটি কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[২]
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | জোড়াসাঁকো | অমরেন্দ্রনাথ বসু | ফরওয়ার্ড ব্লক (এমজি)[৩] |
কলুটোলা | আনন্দীলাল পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৫৭ | জোড়াসাঁকো | আনন্দীলাল পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] |
১৯৬২ | বদ্রী প্রসাদ পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৬৭ | আর.কে. পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস[৬] | |
১৯৬৯ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [৭] | |
১৯৭১ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [৮] | |
১৯৭২ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [৯] | |
১৯৭৭ | বিষ্ণুকান্তি শাস্ত্রী | জনতা পার্টি[১০] | |
১৯৮২ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [১১] | |
১৯৮৭ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [১২] | |
১৯৯১ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [১৩] | |
১৯৯৬ | দেবকীনন্দন পোদ্দার | ভারতীয় জাতীয় কংগ্রেস [১৪] | |
২০০১ | সত্যনারায়ণ বাজাজ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৫] | |
২০০৬ | দীনেশ বাজাজ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] | |
২০১১ | স্মিতা বক্সী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৭] | |
২০১৬ | স্মিতা বক্সী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
২০১৬ সালের নির্বাচনে, এআইটিএমসি'র স্মিতা বক্সী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি'র রাহুল সিনহাকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | স্মিতা বক্সী | ৪৪,৭৬৬ | ৪২.৮৫ | -৮.২৬ | |
বিজেপি | রাহুল সিনহা | ৩৮,৪৭৬ | ৩৬.৮৩ | +২১.৭০ | |
আরজেডি | অবিনাশ কুমার আগরবাল [১৮] | ১৫,৬৩৯ | ১৪.৯৭ | না | |
বিএসপি | উত্তম মালি | ৮১৬ | ০.৭৮ | +০.৩১ | |
এসইউসিআই(সি) | বিজনন কুমার বেরা | ৬৪১ | ০.৬১ | না | |
নির্দল | উত্তম আচার্য্য | ৬১৮ | ০.৫৯ | +০.২৩ | |
নির্দল | সুনিল রায় | ৩০৬ | ০.২৯ | না | |
জেডি(ইউ) | মনোজ কুমার জসওয়াল | ৩০০ | ০.২৮ | না | |
নির্দল | বিশ্ববাসু মুখার্জী | ২৯৬ | ০.২৮ | +০.০৯ | |
নির্দল | শ্যামল সমাদ্দার | ২১৮ | ০.২০ | না | |
নির্দল | সঞ্জীব কুমার জৈন | ১৮০ | ০.১৭ | না | |
উপরের কেউ না | উপরের কেউ না | ২,৩৭৪ | ২.২৭ | না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,২৯০ | ৬.০২ | −২১.৭৬ | ||
ভোটার উপস্থিতি | ১,০৪,৪৫০ | ৫৩.৬২ | −২.২৬ | ||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -১৪.৯৮ |
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের স্মিতা বক্সী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর জানকী সিংকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | স্মিতা বক্সী | ৫৭,৯৭০ | ৫১.১১ | -৬.৩২ | |
সিপিআই(এম) | জানকী সিং | ২৬,৪৬১ | ২৩.৩৩ | -১৫.৫২ | |
বিজেপি | মীনাদেবী পুরোহিত | ১৭,১৬১ | ১৫.১৩ | ||
জেডি(ইউ) | এমডি. সোহরাব | ৮,৫২৬ | ৭.৫২ | ||
নির্দল | মনোজ কুমার জসওয়াল | ৫৫৩ | ০.৪৯ | ||
বিএসপি | অরবিন্দ সিংহ | ৫২৯ | ০.৪৭ | ||
নির্দল | সুভাষ সিংহ | ৪৭৪ | ০.৪২ | ||
নির্দল | উত্তম আচার্য্য | ৪০৭ | ০.৩৬ | ||
জাগো পার্টি | বীরেন্দ্র সিংহ | ৩৬৯ | ০.৩৩ | ||
নির্দল | মুন্নি হেলা | ২৬৯ | ০.২৪ | ||
নির্দল | বিশ্ববাসু মুখার্জী | ২১৩ | ০.১৯ | ||
সমাজবাদী জনতা পার্টি (রাষ্ট্রীয়) | সুনিল রায় | ১৮৪ | ০.১৬ | ||
নির্দল | কানাইলাল মাইতি | ১৬২ | ০.১৪ | ||
নির্দল | বিপিন দাস | ১৪১ | ০.১২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,৫০৯ | ২৭.৭৮ | |||
ভোটার উপস্থিতি | ১,১৩,৪১৯ | ৫৫.৮৮ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীনেশ বাজাজ এই কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের শ্যামসুন্দর গুপ্তাকে পরাজিত করেন। ২০০১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সত্যনারায়ণ বাজাজ ফরওয়ার্ড ব্লকের শ্যামসুন্দর গুপ্তাকে পরাজিত করেন। জাতীয় কংগ্রেসের দেবকীনন্দন পোদ্দার ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের সত্যনারায়ণ বাজাজকে, ১৯৯১ ও ১৯৮৭ সালে ফরওয়ার্ড ব্লকের সুকুমার দাসকে, এবং ১৯৮২ সালে ফরওয়ার্ড ব্লকের শ্যামসুন্দর গুপ্তাকে পরাজিত করেন। ১৯৭৭ সালে জনতা পার্টির বিষ্ণুকান্ত শাস্ত্রী জাতীয় কংগ্রেসের দেবকীনন্দন পোদ্দারকে পরাজিত করেছিলেন।[২০]
জাতীয় কংগ্রেসের দেবকীনন্দন পোদ্দার ১৯৭২, ১৯৭১ ও ১৯৬৯ সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ১৯৬৭ সালে জিতেছিলেন কংগ্রেসেরই আর. কে. পোদ্দার। ১৯৬২ সালের নির্বাচনে জয়লাভ করেন কংগ্রেসের বদ্রীপ্রসাদ পোদ্দার। ১৯৫৭ সালের নির্বাচনে জয়লাভ করেন কংগ্রেসের আনন্দীলাল পোদ্দার। ১৯৫১ সালে ভারতের প্রথম নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থাকে জয়লাভ করেছিলেন ফরওয়ার্ড ব্লক (এমজি)-এর অমরেন্দ্রনাথ বসু।[২১]
অতীতে জোড়াসাঁকোর পাশে কলুটোলা নামে আরও একটি বিধানসভা কেন্দ্র ছিল। ১৯৫১ সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন কংগ্রেসের আনন্দীলাল পোদ্দার। কেন্দ্রটি এরপর জোড়াসাঁকোর অন্তর্ভুক্ত হয়।[২১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.