Remove ads
ভারত হল ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি সংঘ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারত হলো ২৮টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় রাজ্যসংঘ।[১] এই দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের সংখ্যা ৩৬। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আবার জেলা ও ক্ষুদ্রতর প্রশাসনিক বিভাগে বিভক্ত।
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ | |
---|---|
শ্রেণি | যুক্তরাষ্ট্রীয় রাজ্য |
অবস্থান | ভারতীয় প্রজাতন্ত্র |
সংখ্যা | ২৮টি রাজ্য ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল |
জনসংখ্যা | রাজ্য: সিকিম - ৬১০,৫৭৭ (সর্বনিম্ন); উত্তরপ্রদেশ - ১৯৯,৮১২,৩৪১ (সর্বাধিক)
কেন্দ্রশাসিত অঞ্চল: লাক্ষাদ্বীপ - ৬৪,৪৭৩ (সর্বনিম্ন); দিল্লি - ১৬,৭৮৭,৯৪১ (সর্বাধিক) |
আয়তন | রাজ্য: ৩,৭০২ কিমি২ (১,৪২৯ মা২) গোয়া – ৩,৪২,২৬৯ কিমি২ (১,৩২,১৫১ মা২) রাজস্থান
কেন্দ্রশাসিত অঞ্চল: ৩২ কিমি২ (১২ মা২) লক্ষদ্বীপ – ৫৯,১৪৬ কিমি২ (২২,৮৩৬ মা২) লাদাখ |
সরকার |
|
উপবিভাগ |
অতীতে ভারতীয় উপমহাদেশ শাসিত হয়েছিল ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী কর্তৃক। প্রতিটি জাতিগোষ্ঠীই এই ভূখণ্ডের প্রশাসনিক বিভাগ-সংক্রান্ত নিজস্ব নীতি কার্যকর করেছিল।[২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১] ব্রিটিশ আমলে পূর্ববর্তী (মুঘল) প্রশাসনিক কাঠামোটি মোটামুটি অক্ষুণ্ণ ছিল। সেই যুগে ভারত বিভক্ত হয়েছিল একাধিক প্রেসিডেন্সি ও প্রদেশ এবং দেশীয় রাজ্যে। প্রেসিডেন্সি ও প্রদেশগুলি ব্রিটিশদের দ্বারা প্রত্যক্ষভাবে শাসিত হত। ব্রিটিশ সাম্রাজ্যের অনুগত স্থানীয় রাজারা ছিলেন দেশীয় রাজ্যগুলির নামমাত্র শাসক। এই রাজ্যগুলির সার্বভৌমত্ব (অধিরাজত্ব) কার্যত ব্রিটিশ সম্রাটের হাতেই ন্যস্ত ছিল।
রাজ্য | আইএসও | যানবাহন সংকেত |
রাজধানী | বৃহত্তম শহর | রাজ্য প্রতিষ্ঠার তারিখ | জনসংখ্যা[১২] | আয়তন (বর্গকিমি) |
রাজ্য-পর্যায়ের সরকারি ভাষা[১৩] |
অতিরিক্ত রাজ্য-পর্যায়ের সরকারি ভাষা[১৩] | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রচলিত নাম | সাংবিধানিক নাম[ক] | |||||||||
অন্ধ্রপ্রদেশ | অন্ধ্রপ্রদেশ | IN-AP | AP | হায়দ্রাবাদ (আইনত) অমরাবতী (কার্যত)টীকা ১[১৪][১৫] |
বিশাখাপত্তনম | ১ অক্টোবর ১৯৫৩ | ৪৯,৫০৬,৭৯৯ | ১৬০,২০৫ | তেলুগু | — |
অরুণাচল প্রদেশ | অরুণাচল প্রদেশ | IN-AR | AR | ইটানগর | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | ১,৩৮৩,৭২৭ | ৮৩,৭৪৩ | ইংরেজি | — | |
আসাম | আসাম | IN-AS | AS | গুয়াহাটি | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৩১,২০৫,৫৭৬ | ৭৮,৫৫০ | অসমীয়া | বাংলা | |
বিহার | বিহার | IN-BR | BR | পাটনা | ২৬ জানুয়ারি ১৯৫০ | ১০৪,০৯৯,৪৫২ | ৯৪,১৬৩ | হিন্দি | উর্দু | |
ছত্তিশগড় | ছত্তিশগড় | IN-CT | CG | নয়া রায়পুর | রায়পুর | ১ নভেম্বর ২০০০ | ২৫,৫৪৫,১৯৮ | ১৩৫,১৯৪ | হিন্দি | — |
গোয়া | গোয়া | IN-GA | GA | পানাজি | ভাস্কো দা গামা | ৩০ মে ১৯৮৭ | ১,৪৫৮,৫৪৫ | ৩,৭০২ | কোঙ্কণী | মারাঠি |
গুজরাত | গুজরাট | IN-GJ | GJ | গান্ধীনগর | আহমেদাবাদ | ১ মে ১৯৬০ | ৬০,৪৩৯,৬৯২ | ১৯৬,০২৪ | গুজরাটি | — |
হরিয়ানা | হরিয়ানা | IN-HR | HR | চণ্ডীগড় | ফরিদাবাদ | ১ নভেম্বর ১৯৬৬ | ২৫,৩৫১,৪৬২ | ৪৪,২১২ | হিন্দি | পাঞ্জাবি[১৬][১৭] |
হিমাচল প্রদেশ | হিমাচল প্রদেশ | IN-HP | HP | শিমলা (গ্রীষ্মকালীন)
ধর্মশালা (শীতকালীন) |
শিমলা | ২৫ জানুয়ারি ১৯৭১ | ৬,৮৬৪,৬০২ | ৫৫,৬৭৩ | হিন্দি | ইংরেজি |
ঝাড়খণ্ড | ঝাড়খণ্ড | IN-JH | JH | রাঁচি | জামশেদপুর | ১৫ নভেম্বর ২০০০ | ৩২,৯৮৮,১৩৪ | ৭৪,৬৭৭ | হিন্দি | উর্দু[১৮] |
কর্ণাটক | কর্ণাটক | IN-KA | KA | বেঙ্গালুরু | ১ নভেম্বর ১৯৫৬ | ৬১,০৯৫,২৯৭ | ১৯১,৭৯১ | কন্নড় | — | |
কেরল | কেরল | IN-KL | KL | তিরুবনন্তপুরম | কোচি | ১ নভেম্বর ১৯৫৬ | ৩৩,৪০৬,০৬১ | ৩৮,৮৬৩ | মালয়ালম | — |
মধ্যপ্রদেশ | মধ্যপ্রদেশ | IN-MP | MP | ভোপাল | ইন্দোর | ১ নভেম্বর ১৯৫৬ | ৭২,৬২৬,৮০৯ | ৩০৮,২৫২ | হিন্দি | — |
মহারাষ্ট্র | মহারাষ্ট্র | IN-MH | MH | মুম্বই | ১ মে ১৯৬০ | ১১২,৩৭৪,৩৩৩ | ৩০৭,৭১৩ | মারাঠি | — | |
মণিপুর | মণিপুর | IN-MN | MN | ইম্ফল | ২১ জানুয়ারি ১৯৭২ | ২,৮৫৫,৭৯৪ | ২২,৩৪৭ | মেইতেই | ইংরেজি | |
মেঘালয় | মেঘালয় | IN-ML | ML | শিলং | ২১ জানুয়ারি ১৯৭২ | ২,৯৬৬,৮৮৯ | ২২,৭২০ | ইংরেজি | খাসি[খ] | |
মিজোরাম | মিজোরাম | IN-MZ | MZ | আইজল | ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ | ১,০৯৭,২০৬ | ২১,০৮১ | ইংরেজি, হিন্দি, মিজো | — | |
নাগাল্যান্ড | নাগাল্যান্ড | IN-NL | NL | কোহিমা | ডিমাপুর | ১ ডিসেম্বর ১৯৬৩ | ১,৯৭৮,৫০২ | ১৬,৫৭৯ | ইংরেজি | — |
ওড়িশা | ওড়িশা | IN-OR | OD | ভুবনেশ্বর | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৪১,৯৭৪,২১৮ | ১৫৫,৮২০ | ওড়িয়া | — | |
পাঞ্জাব | পাঞ্জাব | IN-PB | PB | চণ্ডীগড় | লুধিয়ানা | ১ নভেম্বর ১৯৬৬ | ২৭,৭৪৩,৩৩৮ | ৫০,৩৬২ | পাঞ্জাবি | — |
রাজস্থান | রাজস্থান | IN-RJ | RJ | জয়পুর | ১ নভেম্বর ১৯৫৬ | ৬৮,৫৪৮,৪৩৭ | ৩৪২,২৬৯ | হিন্দি | ইংরেজি | |
সিকিম | সিকিম | IN-SK | SK | গ্যাংটক | ১৬ মে ১৯৭৫ | ৬১০,৫৭৭ | ৭,০৯৬ | ইংরেজি | ভুটিয়া, গুরুং, লেপ্চা, লিম্বু, মাংগার, মুখিয়া, নেওয়ারি, রাই, শের্পা, তামাং | |
তামিলনাড়ু | তামিলনাড়ু | IN-TN | TN | চেন্নাই | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৭২,১৪৭,০৩০ | ১৩০,০৫৮ | তামিল | ইংরেজি | |
তেলেঙ্গানা | তেলেঙ্গানা | IN-TG | TS | হায়দ্রাবাদটীকা ১ | ২ জুন ২০১৪ | ৩৫,১৯৩,৯৭৮[১৯] | ১১৪,৮৪০[১৯] | তেলুগু, উর্দু[২০] | ||
ত্রিপুরা | ত্রিপুরা | IN-TR | TR | আগরতলা | ২১ জানুয়ারি ১৯৭২ | ৩,৬৭৩,৯১৭ | ১০,৪৯২ | বাংলা, ক্কবর্ক, ইংরেজি | — | |
উত্তরপ্রদেশ | উত্তরপ্রদেশ | IN-UP | UP | লখনউ | ২৬ জানুয়ারি ১৯৫০ | ১৯৯,৮১২,৩৪১ | ২৪৩,২৮৬ | হিন্দি | উর্দু | |
উত্তরাখণ্ড | উত্তরাখন্ড | IN-UT | UK | দেরাদুনটীকা ২ | ৯ নভেম্বর ২০০০ | ১০,০৮৬,২৯২ | ৫৩,৪৮৩ | হিন্দি | সংস্কৃত[২১] | |
পশ্চিমবঙ্গ | পশ্চিমবঙ্গ | IN-WB | WB | কলকাতা | ২৬ জানুয়ারি ১৯৫০ | ৯১,২৭৬,১১৫ | ৮৮,৭৫২ | বাংলা, নেপালি[গ] | হিন্দি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া এবং পাঞ্জাবি |
কেন্দ্রশাসিত অঞ্চল | আইএসও ৩১৬৬-২:আইএন | যানবাহন সংকেত |
রাজধানী | বৃহত্তম শহর | জনসংখ্যা[১২] | আয়তন (বর্গকিমি) |
অঞ্চল-পর্যায়ের সরকারি ভাষা[১৩] |
অতিরিক্ত অঞ্চল-পর্যায়ের সরকারি ভাষা[১৩] | |
---|---|---|---|---|---|---|---|---|---|
প্রচলিত নাম | সাংবিধানিক নাম[ক] | ||||||||
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | IN-AN | AN | পোর্ট ব্লেয়ার | ৩৮০,৫৮১ | ৮,২৪৯ | হিন্দি, ইংরেজি | বাংলা, তামিল, হিন্দি | |
চণ্ডীগড় | চণ্ডীগড় | IN-CH | CH | চণ্ডীগড় | —[ঘ] | ১,০৫৫,৪৫০ | ১১৪ | ইংরেজি ভাষা | — |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউ | IN-DD | DD | দমন | ৫৮৬,৯৫৬ | ৬০৩ | হিন্দি, ইংরেজি, গুজরাতি, কোঙ্কণী[ঙ] | — | |
দিল্লি | দিল্লী | IN-DL | DL | নয়াদিল্লি | —[চ] | ১৬,৭৮৭,৯৪১ | ১,৪৯০ | হিন্দি ভাষা | পাঞ্জাবী, উর্দু[২৬] |
লাক্ষাদ্বীপ | লাক্ষাদ্বীপ | IN-LD | LD | কাবারট্টি | ৬৪,৪৭৩ | ৩২ | ইংরেজি ভাষা | হিন্দি ভাষা | |
পুদুচেরি | পুদুচেরি | IN-PY | PY | পুদুচেরি | ১,২৪৭,৯৫৩ | ৪৯২ | ইংরেজি ভাষা,[২৭] তামিল | মালয়ালম, তেলুগু | |
জম্মু ও কাশ্মীর | জম্মু ও কাশ্মীর | IN-JK | JK | শ্রীনগর (গ্রীষ্মকালীন) জম্মু (শীতকালীন) |
শ্রীনগর | ১২,৫৪১,৩০২ | ২২২,২৩৬ ১০১,৩৮৭টীকা ১ |
উর্দু | — |
লাদাখ | লাদাখ | IN-LA | LA | লেহ, কার্গিল | লেহ | ২,৯২,৪৯২ | ১,৭৪,৮৫২টীকা ৩ | লাদাখি | বাল্ট |
মানচিত্র | রাজ্য | রাজধানী | বছর | উত্তরাধিকারী রাজ্য(সমূহ) |
---|---|---|---|---|
মধ্য ভারত | গোয়ালিয়র (শীতকালীন) ইন্দোর (গ্রীষ্মকালীন) |
১৯৪৭–১৯৫৬ | মধ্য প্রদেশ | |
পূর্ব রাজ্যসংঘ | রায়পুর | ১৯৪৭–১৯৪৮ | বিহার, ওড়িশা, মধ্য প্রদেশ | |
মাদ্রাজ রাজ্য | মাদ্রাজ | ১৯৫০–১৯৬৯ | তামিলনাড়ু | |
মহীশূর রাজ্য | মহীশূর | ১৯৪৭–১৯৭৩ | কর্ণাটক | |
পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন | পাতিয়ালা | ১৯৪৮–১৯৫৬ | পাঞ্জাব, ভারত | |
বোম্বে রাজ্য | বোম্বে | ১৯৪৭–১৯৬০ | মহারাষ্ট্র, গুজরাত | |
ভোপাল রাজ্য | ভোপাল | ১৯৪৯–১৯৫৬ | মধ্য প্রদেশ | |
সৌরাষ্ট্র | রাজকোট | ১৯৪৮–১৯৫৬ | বোম্বে রাজ্য | |
কুর্গ রাজ্য | মাদিকেরি | ১৯৫০–১৯৫৬ | মহীশূর রাজ্য | |
ত্রিবাঙ্কুর-কোচিন রাজ্য | তিরুবনন্তপুরম | ১৯৪৯–১৯৫৬ | কেরল, তামিলনাড়ু | |
হায়দ্রাবাদ রাজ্য | হায়দ্রাবাদ | ১৯৪৮–১৯৫৬ | অন্ধ্র প্রদেশ | |
বিন্ধ্যা প্রদেশ | রেওয়া | ১৯৪৮–১৯৫৬ | মধ্যপ্রদেশ | |
কচ্ছ রাজ্য | ভুজ | ১৯৪৭–১৯৫৬ | বোম্বে রাজ্য | |
বিলাসপুর রাজ্য | বিলাসপুর | ১৯৪৮–১৯৫৪ | হিমাচল প্রদেশ | |
কোচবিহার রাজ্য | কোচবিহার | ১৯৪৯ | পশ্চিমবঙ্গ | |
আজমীর রাজ্য | আজমির | ১৯৪৭–১৯৫৬ | রাজস্থান | |
জম্মু ও কাশ্মীর | শ্রীনগর (গ্রীষ্মকালীন) জম্মু (শীতকালীন) |
১৯৫০-২০১৯ | — |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.