সফিয়া বিমানবন্দর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সফিয়া বিমানবন্দর (আইএটিএ: SOF, আইসিএও: LBSF) (বুলগেরীয়: Летище София, Letishte Sofiya) হল বুলগেরীয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের রাজধানী শহর সফিয়া থেকে ১০ কিমি (৬.২ মা) পূর্বে [1] অবস্থিত। ২০১৫ সালে বিমানবন্দরটি প্রথম ৪ মিলিওয়নের বেশি যাত্রী পরিবহন করে। [2] ২০১৫ সালে বিমানবন্দরটি মোট ৪০৮৮৯৪৩ জন যাত্রী পরিবহন করে যা ২০১৪ সালে মোট যাত্রী পরিবহন ২৮১৫১৫৮ জনের থেকে ৭.২% বেশি। ২০১৬ সালে বিমানবন্দরটি ৫ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে। [3][4] বিএইচ এয়ার, বুলগেরীয়া এয়ার, ও বুলগেরীয়া এয়ার চ্যাটার-এর সদর এই বিমানবন্দরে অবস্থিত এবং রয়ানএয়ার ও উজ্জ বিমান সংস্থার বিমান ঘাঁটি এই বিমান বন্দর। । বুলগেরীয়া বায়ু সেনার ভারাঝদেবনা বায়ু সেনা ঘাঁটি এই বিমানবন্দরেরই অবস্থিত।
সফিয়া বিমানবন্দর Летище София | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||
পরিচালক | সফিয়া বিমানবন্দর ইএডি | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | সফিয়া, বুলগেরিয়া | ||||||||||
অবস্থান | ভারাঝদেবনা | ||||||||||
যে হাবের জন্য |
| ||||||||||
এএমএসএল উচ্চতা | ১,৭৪২ ফুট / ৫৩১ মি | ||||||||||
স্থানাঙ্ক | ৪২°৪১′৪২″ উত্তর ০২৩°২৪′৩০″ পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | sofia-airport.bg | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (২০১৮) | |||||||||||
| |||||||||||
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এজিয়ান এয়ারলাইন্স | এথেন্স[5] |
অ্যারোফ্লট | মস্কো – শেরেমেতিয়েভো |
এয়ার ফ্রান্স | মরসুম: প্যারিস–চার্লস ডি গল[6] |
এয়ার সার্বিয়া | বেলগ্রেড[7] |
অ্যালিটালিয়া | রোম – ফিয়ামিসিনো[8] |
এএলকে এয়ারলাইন্স | ঋতু ভিত্তিক: শারম এল শেখ[9] |
আরকিয়া | ঋতু ভিত্তিক: তেল আবিব[10] |
অস্ট্রিয়ান এয়ারলাইন্স | ভিয়েনা[11] |
বিএইচ এয়ার | ঋতু ভিত্তিক: বোড্রাম,[9]কায়রো,[9]হুরগাদা[9] |
ব্রিটিশ এয়ারওয়েজ | লন্ডন–হিথ্রো[12][13] |
বুলগেরিয়া এয়ার[14] | আমস্টারডাম, অ্যাথেন্স, বার্লিন – তেজেল, ব্রাসেলস, ফ্র্যাঙ্কফুর্ট, লার্নাকা, লন্ডন – হিথ্রো, মাদ্রিদ, মিলান – মালপেন্সা,[15] মস্কো – শেরেমেতিয়েভো, ওডেসা, পলমা দে ম্যালোরকা, প্যারিস – চার্লস ডি গল, প্রাগ, রোম – ফাইমাইসিনো, তেল আভিভ, ভার্না, ভিয়েনা, জুরিখ ঋতু ভিত্তিক: বার্সেলোনা, বৈরুত, বার্গাস, লিসবন, মালাগা ঋতু ভিত্তিক:আন্টালিয়া,[9] কর্ফু,[16] এনফিধা, হুরগাদা,[9] মাররকেশ,[17] নেপলস[16] |
বুলগেরিয়ান এয়ার চার্টার | ঋতু ভিত্তিক: আন্টালিয়া,[9] হুরগাদা,[9] শারম এল শেখ[9] |
বুটা এয়ারওয়েজ | বাকু[18] |
কোরেনডন এয়ারলাইনস | ঋতু ভিত্তিক: আন্টালিয়া[9] |
ইজিজেট | লন্ডন–গ্যাটউইক, ম্যানচেস্টার ঋতু ভিত্তিক: ব্রিস্টল,[19] এডিনবার্গ,[20] লন্ডন সাউথএন্ড |
এল আল | তেল আবিব[21] |
ইউরোউইংস | ড্যাসেল্ডার্ফ,[22][23] স্টুটগার্ট[22][23] |
ফ্লাইদুবাই | দুবাই–আন্তর্জাতিক |
লাউডা | ভিয়েনা[24] |
এলওটি পোলিশ এয়ারলাইন্স | বুদাপেস্ট (৩০ শে মার্চ ২০২০ শুরু হয়),[25] ওয়ারশো–চপিন |
লুফ্টহানজা | ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ |
অনুর এয়ার | ঋতু ভিত্তিক: আন্টালিয়া[9] |
পেগাসাস এয়ারলাইন্স | ঋতু ভিত্তিক: আন্টালিয়া[9] |
কাতার এয়ারওয়েজ | দোহার[26] |
রায়নায়ার | এথেন্স, বার্সেলোনা, বার্গামো, বার্লিন – শেকেনফিল্ড, বার্মিংহাম, চারলেরোই, কোলন/বন, ডাবলিন, এডিনবার্গ,[27] আইন্দহোভেন, হামবুর্গ, কার্লসরুহে / বাডেন-বাডেন,[28] কিয়েভ-বোরিস্পিল, লিভারপুল, লন্ডন – স্ট্যানস্টেড, মাদ্রিদ, মেমমিনজেন, রোম – সিম্প্পিনো, তেল আভিভ, ট্র্যাভিসো ঋতু ভিত্তিক: আকাবা,[27] ব্রিস্টল, ক্যাসেলেন, ছানিয়া, কালামাতা, পাফোস, স্টকহোম – স্কাভস্টা |
টার্ম | বুখারেস্ট[29] |
ট্রান্সভিয়া | আমস্টারডাম[30] |
তুর্কি এয়ারলাইন্স | ইস্তাম্বুল[31] |
ইউক্রেন আন্তর্জাতিক বিমান সংস্থা | কিয়েভ – বোরিস্পিল[32] |
উইজ এয়ার[33] | বার্সেলোনা, বারী, বৌভাইস, বার্গামো, বোলোনা, ব্র্যাটিস্লাভা, বুদাপেস্ট, চারলেরোই, কোপেনহেগেন, ডর্টমুন্ড, আইন্ডহোভেন, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, লার্নাকা, লিসবন, লন্ডন – লুটন, মাদ্রিদ, মাল্টা, মেমমিনজেন, নেপলস, নিস, নুরেম্বার্গ, তেল আভিভ, ভ্যালেন্সিয়া ঋতু ভিত্তিক: অ্যালিক্যান্ট, বাসেল/মুলহাউস, কাতানিয়া, দুবাই – আল মাকতুম, আইলাট,[34] মালাগা |
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এএসএল এয়ারলাইন্স বেলজিয়াম | বুখারেস্ট, লিজেজ |
চেক এয়ারলাইন্স এএসএল এয়ারলাইনস সুইজারল্যান্ড দ্বারা পরিচালিত | বেলগ্রেড, প্রাগ |
ডিএইচএল এভিয়েশন | লাইপজিগ/হ্যালে |
ডিএইচএল এভিয়েশন ইউরোপীয় এয়ার ট্রান্সপোর্ট লাইপজিগ দ্বারা পরিচালিত | ব্রাটিস্লাভা |
ইউপিএস এয়ারলাইন্স এএসএল এয়ারলাইনস সুইজারল্যান্ড দ্বারা পরিচালিত | কোলোন/বন, টিমিয়োয়ারা |
বছর | যাত্রী | পরিবর্তন | কার্গো (টন) | পরিবর্তন | বিমান চলাচল | পরিবর্তন |
---|---|---|---|---|---|---|
১৯৯৮ | ১,২৫০,৭০০ | ১০,১৮০ | ২৪,৭২৬ | |||
১৯৯৯ | ১,২৩৬,৬১০ | ১.১% | ১২,৩৭৮ | ২১.৬% | ২৫,১৭৮ | ১.৮% |
২০০০ | ১,১২৭,৮৬৬ | ৮.৮% | ১১,০৩৬ | ১০.৮% | ২৪,৭৮৫ | ১.৬% |
২০০১ | ১,১০৭,৬৮২ | ১.৮% | ১০,৩৮১ | ৫.৯% | ২১,৮৬০ | ১১.৮% |
২০০২ | ১,২১৪,১৯৮ | ৯.৬% | ১২,৪৮২ | ২০.২% | ২৪,২১১ | ১০.৮% |
২০০৩ | ১,৩৫৬,৪৬৯ | ১১.৭% | ১৩,৪৬১ | ৭.৮% | ২৫,৫১৭ | ৫.৪% |
২০০৪ | ১,৬১৪,৩০৪ | ১৯.০% | ১৪,৪৭২ | ৭.৫% | ২৮,৭০০ | ১২.৫% |
২০০৫ | ১,৮৭৪,০০০ | ১৬.১% | ১৪,৭২৫ | ১.৭% | ৩২,১৮৮ | ১২.২% |
২০০৬ | ২,২০৯,৩৫০ | ১৭.৯% | ১৫,২৪১ | ৩.৫% | ৩৮,১১৯ | ১৮.৪% |
২০০৭ | ২,৭৪৫,৮৮০ | ২৪.৩% | ১৭,৩৯২ | ১৪.১% | ৪৩,০০৫ | ১২.৮% |
২০০৮ | ৩,২৩০,৬৯৬ | ১৭.৭% | ১৮,২৯৪ | ৫.২% | ৪৮,৬২৬ | ১৩.১% |
২০০৯ | ৩,১৩৪,৬৫৭ | ৩.০% | ১৫,০৯৩ | ১৭.৫% | ৪৫,৬৯৮ | ৬.০% |
২০১০ | ৩,২৯৬,৯৩৬ | ৫.২% | ১৫,৩২২ | ১.৫% | ৪৭,০৬১ | ৩.০% |
২০১১ | ৩,৪৭৪,৯৩৩ | ৫.৪% | ১৫,৮৮৭ | ৩.৭% | ৪৭,১৫৩ | ০.২% |
২০১২ | ৩,৪৬৭,৪৫৫ | ০.২% | ১৬,২৪৯ | ২.৩% | ৪০,৮০৬ | ৯.০% |
২০১৩ | ৩৫,০৪,৩২৬ | ১.১% | ১৭,০৩৯ | ৪.৯% | ৪০,৫২৬ | ০.৭% |
২০১৪ | ৩৮১৫,১৫৮ | ৮.৯% | ১৭,৭৪১ | ৪.১% | ৪২,১২০ | ৪.০% |
২০১৫ | ৪০,৮৮,৯৪৩ | ৭.২% | ১৮,৭২৭ | ৫.৬% | ৪৪,৪১৬ | ৫.৫% |
২০১৬ | ৪,৯৭৯,৭৬০ | ২১.৮% | ২০,৮৮৬ | ১১.৫% | ৫১,৮২৯ | ১৬.৭% |
২০১৭ | ৬,৪৯০,০৯৬[35] | ৩০.৩% | ২০,৮১৮[36] | ০.৩% | ৫৭,৬৭৩[37] | ১১.৩% |
২০১৮ | ৬৯,৬২,০৪০[38] | ৭.৩% | ২২,২৫১[39] | ৬.৬% | ৬০,৭৭১[40] | 5.4% |
২০১৯ (০১.০১-৩০.০৬) | ৩,৪৬২,৯৬১[41] | ২.৪% | ১১,৭১৪[42] | ৫.৭% | ২৯,৭৬০[43] | ০.১% |
শহর | বিমানবন্দর (গুলি) | সাপ্তাহিক প্রস্থান (আগস্ট ২০১৯) |
এয়ারলাইন (গুলি) |
---|---|---|---|
লন্ডন | গ্যাটউইক বিমানবন্দর হিথ্রো বিমানবন্দর লুটন বিমানবন্দর স্ট্যানস্টেড বিমানবন্দর |
ইজিজেট ব্রিটিশ এয়ারওয়েজ, বুলগেরিয়া এয়ার উইজ এয়ার রায়ানায়ার | |
ফ্রাঙ্কফুর্ট | ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার, লুফথানসা, উইজ এয়ার | |
ভিয়েনা | ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর | অস্ট্রিয়ান এয়ারলাইন্স, বুলগেরিয়া এয়ার | |
মিউনিখ | মেমিনজেন বিমানবন্দর মিউনিখ বিমানবন্দর |
রাইনায়ার, উইজ এয়ার লুফথানসা | |
ইস্তানবুল | ইস্তাম্বুল | তুর্কি এয়ারলাইন্স | |
ভার্না | ভার্না বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার | |
রোম | সিএমপিন–জি বি পাস্তাইন বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চি–ফিমাইসিনো বিমানবন্দর |
রায়ানায়ার আলিতালিয়া, বুলগেরিয়া এয়ার | |
ওয়ারশ | চপিন বিমানবন্দর | এলওটি পোলিশ এয়ারলাইন্স | |
এথেন্স | এলিথেরিও ভেনিজেলোস বিমানবন্দর | এজিয়ান এয়ারলাইন্স, বুলগেরিয়া এয়ার, রায়ানায়ার | |
প্যারিস | বউভয়েস – টিলি বিমানবন্দর চার্লস ডি গল বিমানবন্দর |
উইজ এয়ার এয়ার ফ্রান্স, বুলগেরিয়া এয়ার | |
মিলান | বার্গামো-ইল কারাভাজিও বিমানবন্দর মালপেন্সা বিমানবন্দর |
রাইনায়ার, উইজেড এয়ার বুলগেরিয়া এয়ার | |
ব্রাসেলস | চারলেরোই বিমানবন্দর জ্যাভেনটেম বিমানবন্দর |
রাইনায়ার, উইজেড এয়ার বুলগেরিয়া এয়ার | |
তেল আবিব | বেন গুরিওন বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার, এল আল, রায়ানায়ার, উইজ এয়ার | |
বার্লিন | শানফেল্ড বিমানবন্দর তেগেল বিমানবন্দর |
রায়ানায়ার বুলগেরিয়া এয়ার | |
বুখারেস্ট | হেনরি কোন্ডা বিমানবন্দর | টার্ম | |
মাদ্রিদ | অ্যাডল্ফো সুরেজ–বড়জাস বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার, রায়ানায়ার, উইজ এয়ার | |
মস্কো | শেরেমেতিয়েভো বিমানবন্দর | অ্যারোফ্লট, বুলগেরিয়া এয়ার | |
বার্সেলোনা | এল প্র্যাট বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার, রায়ানায়ার, উইজ এয়ার | |
আমস্টারডাম | শিফল বিমানবন্দর | বুলগেরিয়া এয়ার, ট্রান্সভিয়া | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.