সফিয়া বিমানবন্দর
সফিয়া বিমানবন্দর হল বুলগেরীয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের রাজধানী শহর সফিয়া থেকে ১০ কিমি (৬.২ মা) পূর্বে অবস্থিত। ২০১৫ সালে বিমানবন্দরটি প্রথম ৪ মিলিওয়নের বেশি যাত্রী পরিবহন করে। ২০১৫ সালে বিমানবন্দরটি মোট ৪০৮৮৯৪৩ জন যাত্রী পরিবহন করে যা ২০১৪ সালে মোট যাত্রী পরিবহন ২৮১৫১৫৮ জনের থেকে ৭.২% বেশি। ২০১৬ সালে বিমানবন্দরটি ৫ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে। বিএইচ এয়ার, বুলগেরীয়া এয়ার, ও বুলগেরীয়া এয়ার চ্যাটার-এর সদর এই বিমানবন্দরে অবস্থিত এবং রয়ানএয়ার ও উজ্জ বিমান সংস্থার বিমান ঘাঁটি এই বিমান বন্দর। । বুলগেরীয়া বায়ু সেনার ভারাঝদেবনা বায়ু সেনা ঘাঁটি এই বিমানবন্দরেরই অবস্থিত।
পড়ুন
Top Questions
AI generatedআরো প্রশ্ন
Nearby Places
সফিয়া বিমানবন্দর মেট্রো স্টেশন