স্টুটগার্ট বিমানবন্দর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্টুটগার্ট বিমানবন্দর (জার্মান: Flughafen Stuttgart, পূর্বনাম Flughafen Stuttgart-Echterdingen) (আইএটিএ: STR, আইসিএও: EDDS) হল জার্মান রাজ্য ব্যাডেন-ওয়ার্টেমবার্গের রাজধানী স্টুটগার্টে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। স্টুটগার্টের প্রাক্তন মেয়র, এরউইন রোমেলের ছেলে ম্যানফ্রেড রোমেলের সম্মানে বিমানবন্দরটির নামকরণ করা হয়।[3]
স্টুটগার্ট বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||
পরিচালক | Flughafen Stuttgart GmbH | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | স্টুটগার্ট, জার্মানি | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১,২৭৬ ফুট / ৩৮৯ মি | ||||||||||
স্থানাঙ্ক | ৪৮°৪১′২৪″ উত্তর ০০৯°১৩′১৯″ পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | stuttgart-airport.com | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
হেলিপ্যাড | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (২০২২) | |||||||||||
| |||||||||||
বিমানবন্দরটি Flughafen Stuttgart GmbH (FSG) দ্বারা পরিচালিত হয়। এটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিকভাবে বোবলিংজেন বিমানবন্দর পরিচালিত হয়েছিল। ২০০৪ সাল থেকে, বিমানবন্দরের অপোরেটিং কোম্পানির ৬৫% বাডেন-ভুর্টেমবের্গ রাজ্যের মালিকানাধীন এবং ৩৫% স্টুটগার্ট শহরের। এটি স্টুটগার্ট শহরের কেন্দ্র থেকে প্রায় ১৩ কিমি (৮.১ মাইল) (১০কিমি (৬.২ মাইল) একটি সরল রেখায়) দক্ষিণে অবস্থিত এবং কাছের শহর লেইনফেল্ডেন-এক্টারডিঞ্জেন, ফিল্ডারস্ট্যাড এবং স্টুটগার্টের মধ্যে সীমানায় অবস্থিত। ২০০৭ সালে, মেসে স্টুটগার্ট কনভেনশন সেন্টার - জার্মানির নবম বৃহত্তম প্রদর্শনী কেন্দ্র - সরাসরি বিমানবন্দরের পাশের মাঠে স্থানান্তরিত হয়। উপরন্তু, গাড়ি পার্কিং কোম্পানি APCOA পার্কিংয়ের বিশ্বব্যাপী সদর দপ্তর এখানে অবস্থিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.