Loading AI tools
মার্কিন অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এলেন হ্যানসেন কর্বি (ইংরেজি: Ellen Hansen Corby; জন্ম: ৩ জুন ১৯১১ - ১৪ এপ্রিল ১৯৯৯)[1] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি সিবিএস টেলিভিশনের ধারাবাহিক দ্য ওয়ালটন্স-এ দাদীমা ইস্থার ওয়ালটন চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন, এবং এই কাজের জন্য তিনি তিনটি এমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[2] তিনি ১৯৪৮ সালে আই রিমেম্বার মামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
এলেন কর্বি | |
---|---|
Ellen Corby | |
জন্ম | এলেন হ্যানসেন ৩ জুন ১৯১১ রেসিন, উইসকনসিন, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৪ এপ্রিল ১৯৯৯ ৮৭) উডল্যান্ড হিলস, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল, ক্যালিফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৩৩-১৯৯৯ |
দাম্পত্য সঙ্গী | ফ্রান্সিস কর্বি (বি. ১৯৩৪; বিচ্ছেদ. ১৯৪৪) |
পুরস্কার | এমি পুরস্কার (৩টি) গোল্ডেন গ্লোব পুরস্কার (২টি) |
এলেন কর্বি ১৯১১ সালের ৩রা জুন উইসকনসিনের রেসিনে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম এলেন হ্যানসেন। তার পিতামাতা ডেনমার্ক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠেন।[3]
১৯৩০ ও ১৯৪০-এর দশকে তিনি ত্রিশের অধিক চলচ্চিত্রে কাজ করেছেন, কিন্তু তার পর্দা উপস্থিতি ছিল অতিস্বল্পকালীন এবং পর্দায় তার নামের কৃতিত্ব দেওয়া হয়নি। এমন কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বেবস ইন টয়ল্যান্ড (১৯৩৪), দ্য লকেট ও ইট্স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬)। পর্দায় তার নামের প্রথম কৃতিত্ব দেওয়া চলচ্চিত্র হল আরকেও স্টুডিওজের কর্নারড (১৯৪৫)। এতে তিনি একজন গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেন। কর্বি প্যারামাউন্ট স্টুডিওজের অধীনে পশ্চিমা ধারার টোয়ালাইট অন দ্য ট্রেইল (১৯৪১) চলচ্চিত্র দিয়ে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন।
তিনি ১৯৪৮ সালে আই রিমেম্বার মামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
তিনি ১৯৭১ সালে টিভি চলচ্চিত্র দ্য হোমকামিং: আ ক্রিসমাস স্টোরি-টে দাদীমা ইস্থার ওয়ালটন চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি অবলম্বনে পরবর্তী কালে সিবিএস টেলিভিশনের ধারাবাহিক দ্য ওয়ালটন্স নির্মিত হয়। এতে কর্বি তার পূর্বের করা চরিত্রে অভিনয় করেন, এবং মূল হোমকামিং চলচ্চিত্রের তিনিই একমাত্র অভিনয়শিল্পী যিনি এই ধারাবাহিকেও কাজ করেন। ধারাবাহিকটি ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চলে এবং ছয়টি অনুবর্তী চলচ্চিত্র নির্মিত হয়। কর্বি দ্য ওয়ালটন্স ধারাবাহিকে তার কাজের জন্য নাট্যধর্মী ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে তিনটি এমি পুরস্কার ও আরও তিনটি মনোনয়ন পান। এছাড়া তিনি সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী বিভাগে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও আরও তিনটি মনোনয়ন লাভ করেন। ১৯৭৬ সালের ১০ই নভেম্বর স্ট্রোকে আক্রান্ত হলে তিনি ধারাবাহিকে অভিনয় ত্যাগ করেন।[4] এই স্ট্রোকের কারণে তার বাক-বৈকল্য দেখা দেয় এবং তার নড়াচড়া ও কাজ করার ক্ষমতা কমে যায়।[5] তিনি স্ট্রোক থেকে আরোগ্য লাভের পর ১৯৭৭-৭৮ মৌসুমের শেষ পর্ব থেকে পুনরায় তার চরিত্রে কাজ শুরু করেন।[6] ১৯৭৮-৭৯ মৌসুম থেকে তিনি নিয়মিত এই ধারাবাহিকে কাজ করেন, তবে তার ইস্থার ওয়ালটন চরিত্রটিকে তার বাস্তব জীবনের মত স্ট্রোকে আক্রান্ত হিসেবে দেখানো হয়।[3] স্ট্রোক থেকে আরোগ্য লাভের পর কর্বি কথা বলতে পারলেও তার চরিত্রটিকে কেবল এক শব্দ বিশিষ্ট সংলাপে সীমাবদ্ধ রাখা হয়। দ্য ওয়ালটন্স ধারাবাহিকের শেষ দুই মৌসুমে তাকে বাদ দেওয়া হলেও তিনি ১৯৮২ থেকে ১৯৯৭ পর্যন্ত নির্মিত ওয়ালটন্স চলচ্চিত্র ধারাবাহিকের পাঁচটি চলচ্চিত্রে তার পূর্ব অভিনীত চরিত্রে অভিনয় করেন।
পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ১৯৪৯ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | আই রিমেম্বার মামা | মনোনীত | [7] |
গোল্ডেন গ্লোব পুরস্কার | ১৯৪৯ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র | আই রিমেম্বার মামা | বিজয়ী | [8] |
১৯৭৩ | সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন | দ্য ওয়ালটন্স | মনোনীত | [9] | |
১৯৭৪ | বিজয়ী | [10] | |||
১৯৭৫ | মনোনীত | [11] | |||
১৯৭৭ | মনোনীত | [12] | |||
প্রাইমটাইম এমি পুরস্কার | ১৯৭৩ | নাট্য ধারাবাহিকে সেরা পার্শ্ব অভিনেত্রী | দ্য ওয়ালটন্স | বিজয়ী | [2] |
১৯৭৪ | মনোনীত | ||||
১৯৭৫ | বিজয়ী | ||||
১৯৭৬ | বিজয়ী | ||||
১৯৭৭ | মনোনীত | ||||
১৯৭৮ | মনোনীত |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.