Remove ads
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইসকনসিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৪৮ সালে যুক্তরাষ্ট্রের ৩০তম অঙ্গরাজ্য হিসেবে উইস্কনসিন অন্তর্ভুক্ত হয়।
উইসকনসিন | |
---|---|
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য প্রতিষ্ঠার আগে | Wisconsin Territory |
ইউনিয়নে অন্তর্ভুক্তি | May 29, 1848 (30th) |
বৃহত্তম শহর | মিলওয়াকি |
বৃহত্তম মেট্রো | Milwaukee metropolitan area |
সরকার | |
• গভর্নর | Scott Walker (R) |
• লেফটেন্যান্ট গভর্নর | Rebecca Kleefisch (R) |
জনসংখ্যা | |
• মোট | ৫৭,২৬,৩৯৮ (২,০১২ est)[১] |
• জনঘনত্ব | ১০৫/বর্গমাইল (৪০.৬/বর্গকিমি) |
• মধ্যবিত্ত পরিবার আয়ের | $৪৭,২২০ |
• আয়ের ক্রম | ১৫th |
ভাষা | |
• দাপ্তরিক ভাষা | ইংরেজি (দে ফ্যাক্টো) |
অক্ষাংশ | 42° 30' N to 47° 05′ N |
দ্রাঘিমাংশ | 86° 46′ W to 92° 53′ W |
Wisconsin-এর অঙ্গরাজ্য প্রতীক | |
---|---|
জীবনযাপন | |
পাখি | American robin Turdus migratorius |
মাছ | Muskellunge Esox masquinongy |
ফুল | Wood violet Viola sororia |
পতঙ্গ | Western honey bee Apis mellifera |
বৃক্ষ | Sugar maple Acer saccharum |
জড় খেতাবে | |
পানীয় | Milk |
নৃত্য | Polka |
খাদ্য | Maize Zea mays |
জীবাশ্ম | Trilobite Calymene celebra |
খনিজ | Galena |
নীতিবাক্য | "Forward" |
শিলা | Granite |
মৃত্তিকা | Antigo (soil) |
সঙ্গীত | "On, Wisconsin!" |
অঙ্গরাজ্য রুট চিহ্নিতকারী | |
অঙ্গরাজ্য কোয়ার্টার | |
2004-এ প্রকাশিত | |
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য প্রতীকগুলির তালিকা |
অঙ্গরাজ্যগুলোর মধ্যে আয়তনের দিক দিয়ে উইসকনসিন যুক্তরাষ্ট্রের ২৫ তম বৃহৎ অঙ্গরাজ্য, জনসংখ্যার দিক দিয়ে ২০ তম। ভৌগলিকভাবে এর পশ্চিমে মিনেসোটা, দক্ষিণ পশ্চিমে লোয়া, দক্ষিণে ইলিনয়, পূর্বে মিশিগান হ্রদ, উত্তরপূর্বে
মিশিগান এবং উত্তরে সুপিরিয়র হ্রদ অবস্থিত।
এই অঙ্গরাজ্যের বেশিরভাগ মানুষের বসবাস মিশিগান হ্রদ তীরবর্তী এলাকায়। আয়তন এবং জনসংখ্যাগত দিক থেকে এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিলওয়াকি। জনসংখ্যার দিক দিয়ে রাজধানী ম্যাডিসন আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে গ্রিন বে এবং কেনোশা। উইসকনসিনে ৭২ টি দেশের মানুষের বসবাস এবং ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় ৫৮ লক্ষ।
ভূতাত্ত্বিক দিক দিয়ে উইসকনসিন অত্যন্ত বৈচিত্র্যময়, বরফযুগের দৃশ্যমান প্রভাবযুক্ত এলাকা থেকে শুরু করে সম্পূর্ণ প্রভাবহীন এলাকাও এই অঙ্গরাজ্যে দেখা যায়। পশ্চিমে উঁচু ভূমি থেকে শুরু করে মিশিগান হ্রদ তীরবর্তী নিচুভূমি — সকল ধরনের বৈচিত্র্যই এই অঙ্গরাজ্যে বিদ্যমান। উত্তর আমেরিকার গ্রেট লেক তীরবর্তী এলাকার দিক দিয়ে অন্টারিও এবং মিশিগানের পরেই উইসকনসিনের অবস্থান। এর উত্তরাঞ্চলে আছে Chequamegon–Nicolet জাতীয় উদ্যান। ইউরোপীয়ানদের সংস্পর্শে থাকার সময় এলাকাটি অ্যালগোনকুইয়ান এবং সিউয়ান জাতির বাসস্থান ছিলো, বর্তমানে যেখানে রাজ্য স্বীকৃত ১১টি গোষ্ঠীর বসবাস আছে। উনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপীয়রা এই অঙ্গরাজ্যে বসতি স্থাপন শুরু করে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলো জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের বাসিন্দা।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.