৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৪৩তম (অধিবর্ষে ৩৪৪তম) দিন। বছর শেষ হতে আরো ২২ দিন বাকি রয়েছে।
এই দিনে জন্মগ্রহণকারীরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধনু রাশির জাতক বা জাতিকা।
- ১৭৫৮ - ভারতের মাদ্রাজকে নিয়ে উপনিবেশবাদী বৃটেন ও ফ্রান্সের মধ্যে ১৮ মাসের যুদ্ধ শুরু হয়।
- ১৭৯৩ - নিউ ইয়র্ক শহড়ের প্রথম সংবাদপত্র ‘আমেরিকান মিনার্ভা’ নোয়াহ ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ১৮৮৩ - (১২৯০ বঙ্গাব্দের ২৪ অগ্রহায়ণ) ভবতারিণী (মৃণালিনী) দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়।
- ১৯০৫ - ফ্রান্সে রাষ্ট্র থেকে গীর্জা পৃথকীকরণ আইন পাশ হয়।
- ১৯১৩ - কলকাতায় রামমোহন লাইব্রেরির দ্বারোদ্ঘাটন হয়।
- ১৯১৭ - ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
- ১৯১৭ - প্রথম মহাযুদ্ধে তুরস্কের ওসমানীয় সরকারের সেনারা ফিলিস্তিনে ইংরেজ সেনাদের কাছে পরাজিত হয়।
- ১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে ফিল্ড মার্শাল এডমুন্ড অ্যালেনবি জেরুজালেম দখল করেন।
- ১৯২৪ - কলকাতা ইসলামিয়া কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৯৩১ - দ্বিতীয় স্পেনীয় প্রজাতন্ত্র স্থাপিত।
- ১৯৪০ - লিবিয়ার বেনগাজীতে ব্রিটিশ আক্রমণ।
- ১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন প্রজাতন্ত্র, ফিলিপাইন কমনওয়েলথ, কিউবা, গুয়াতেমালা, ও কোরিয়া প্রজাতন্ত্র জার্মানি ও ইতালীর বিরুদ্ধে যুদ্ধ ষোষণা করে।
- ১৯৬১ - ব্রিটিশ শাসিত তাঙ্গানিয়াকা এলাকার স্বাধীনতা লাভ।
- ১৯৬১ - যুদ্ধপরাধে মোসাদ কর্তৃক আর্জেন্টিনায় ধৃত কর্ণেল অ্যাডলফ আইখম্যানের বিচার সম্পন্ন।
- ১৯৬৪ - ট্যাঙ্গানিকার সাথে যোগ দেয় জান্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিক অব ট্যাঙ্গানিকা ও জান্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিক অব তান্জানিয়া।
- ১৯৭১ - সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে যোগ দেয়।
- ১৯৮৭ - অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনী জনগণের ইন্তিফাদা গণ-জাগরণ শুরু হয়।
- ১৯৯১ - ইউরোপীয় কমিউনিটি ১৯৯৯ সালের মধ্যে অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও অভিন্ন মুদ্রা চালুর সিদ্ধান্ত নেয়।
- ১৯৯৬ - ১৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী বিশ্ব সংস্থার প্রথম মন্ত্রী সম্মেলন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৭ - ১১ তারিখ পর্যন্ত ইসলামী সম্মেলন সংস্থার অষ্টম শীর্ষ সম্মেলন ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়।
- ১৯৯৭ - চীনের গণ মুক্তি ফৌজের উপ-প্রধান ( ডেপুটি চিফ অব দি জেনারেল স্টাফ) লেফ্টেন্যান্ট জেনারেল সিয়োং কুয়াং খাই মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে চীন-মার্কিন দুদেশের প্রতিরক্ষা দফতরের পরামর্শ করেন।
- ১৯১৬ - জাপানি ঔপন্যাসিক সোসেকি নাৎসুম।
- ১৯৩২ - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। (জ.০৯/১২/১৮৮০)
- ১৯৪১ - রাশিয়ান লেখক ও দার্শনিক দিমিত্রি মেরজোকোভস্কি।
- ১৯৪২ - দ্বারকানাথ কোটনিস, ভারতের পাঁচজন চিকিৎসকের মধ্যে একজন যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। (জ.১০/১০/১৯১০)।
- ১৯৫৫ - জার্মান গণিতবিদ হেরমান ভাইল।
- ১৯৭০ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।