কানু রায়

ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কানু রায় (৯ ডিসেম্বর ১৯১২ — ২০ ডিসেম্বর ১৯৮২) ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা এবং হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ও সুরকার। তিনি বেশিরভাগ হিন্দি চলচ্চিত্রে প্রখ্যাত চিত্র পরিচালক বাসু ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন।

দ্রুত তথ্য কানু রায়, জন্ম ...
কানু রায়
জন্ম(১৯১২-১২-০৯)৯ ডিসেম্বর ১৯১২
মৃত্যু২০ ডিসেম্বর ১৯৮২(1982-12-20) (বয়স ৭০)
কলকাতা ভারত
পেশাসঙ্গীত পরিচালক
কর্মজীবন১৯৪৩–১৯৮২
বন্ধ

জন্ম ও পরিবার

কানু রায় ১৯১২ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ফরিদপুর জেলামাদারীপুর মহকুমার ইদিলপুরের একটি ধনী জমিদার পরিবারে (বর্তমান বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট) জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঘোষ রায়চৌধুরী এবং মাতা অমিয়া দেবী। খ্যাতনামা সঙ্গীতশিল্পী গীতা দত্ত ছিলেন তার সহোদরা।[১] ১৯৪০-এর দশকের শুরুতে তার পিতামাতা কলকাতায় চলে আসেন এবং পরে ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি বোম্বাই শহরের দাদারে বসবাস করতেন।

কর্মজীবন

সারাংশ
প্রসঙ্গ

সঙ্গীতজীবনে কানু রায় নয়-দশটি ছায়াছবির জন্য সুরসৃষ্টি ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং সবই অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। বোম্বাই-এ প্রথমে তিনি নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে কাজ নেন। কিন্তু বহু চেষ্টায় সফল হতে পারেননি। তারপর তিনি ভারতীয় গণনাট্য সংঘে তথা আই পি টি এ'র জন্য সুরকার হিসাবে কাজ নেন এবং সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পান। কিছু ছবিতে সঙ্গীতে অংশ নেন, কিন্তু সবই ছিল কোরাসে। তার সঙ্গে প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার সলিল চৌধুরীর ঘনিষ্ট সম্পর্ক ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ছবিতে সঙ্গীতশিল্পীর স্থান পাননি।[২]

তবে সুরসৃষ্টি ও সঙ্গীত পরিচালনায় কানু রায় প্রভূত সুনাম অর্জন করেন। তার যে গানগুলি জনপ্রিয় হয়েছিল, সেগুলি হল—

  • গীতা দত্তের কণ্ঠে —
  1. আজ কী কালীঘাটা (উসকি কাহানি-১৯৬৬ ছবিতে)
  2. কোই চুপকে সে আকে
  3. মেরা দিল জো মেরা হোতা
  4. মেরি জান মুঝে জান না কাহো

(অনুভব ছবিতে)[৩][৪]

  1. ফির কোই ফুল খিলা,(অনুভব ছবিতে)
  2. হাঁসনে কি চাহ নে কিতনা মুঝে রুলায়া হ্যায় (১৯৭৩ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত আবিষ্কার ছবিতে)
  • ভূপিন্দর সিংহের কণ্ঠে—
  1. কিসি সে না কেহনা (১৯৮৩)
  2. মাচাল কে জব ভি আঁখোঁ মে (১৯৭৯ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত গৃহপ্রবেশ ছবিতে)[৫]
  • জগজিৎ এবং চিত্রা সিং পরিবেশনে—

বাবুল মোরা নাইহার ছুটো যায় (১৯৭৩ খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত আবিষ্কার ছায়াছবিতে)

মুম্বাই-এ প্রথমদিকে কিছু ছবিতে ছোট ভূমিকায় অভিনয়ের কাজ করলেও, সুযোগ পেলে সঙ্গীত পরিচালনার দিকেই জোর দিতেন।[৬] এবং সারা জীবন আর্থিক অসচ্ছলতার মধ্যেই কাটিয়েছেন।[২]

চলচ্চিত্রসমূহ

অভিনয়—
  • কিসমত (১৯৪৩)
  • মহল (১৯৪৯)
  • জাগৃতি (১৯৫৪)
  • মুনিমজি (১৯৫৫)
  • হাম সব চোর হ্যায় (১৯৫৬)
  • তুমসা না দেখা (১৯৫৭)
  • দুষ্টু ছেলে (১৯৬২)
  • বন্দিনী (১৯৬৩)
  • কিসি সে না কেহনা (১৯৮৩)
সঙ্গীত পরিচালনা—
  • উসকি কাহানি (১৯৬৬)
  • অনুভব (১৯৭১)
  • আবিষ্কার (১৯৭৩)
  • তুমহারা কাল্লু (১৯৭৫)
  • গৃহ প্রবেশ (১৯৮০)
  • স্পর্শ (১৯৮০)
  • শ্যামলা (১৯৭৯)
  • ও ফির নহীঁ আয়ি (১৯৮১)
  • ময়ূরী

মৃত্যু

অকৃতদার কানু রায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং ১৯৮২ খ্রিস্টাব্দে ২০ ডিসেম্বর পরলোক গমন করেন।[২]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.