Remove ads
বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বন্দিনী হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি জরাসন্ধ রচিত বাংলা উপন্যাস তমসী অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নূতন, অশোক কুমার ও ধর্মেন্দ্র। চলচ্চিত্রটিতে একজন নারী কয়েদীর গল্প বর্ণিত হয়েছে, যে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
বন্দিনী | |
---|---|
পরিচালক | বিমল রায় |
প্রযোজক | বিমল রায় |
রচয়িতা | পল মহেন্দ্র (সংলাপ) |
চিত্রনাট্যকার | নবেন্দু ঘোষ |
উৎস | জরাসন্ধ কর্তৃক তমসী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শচীন দেববর্মণ |
চিত্রগ্রাহক | কমল বসু |
সম্পাদক | মধু প্রভাবলকর |
প্রযোজনা কোম্পানি | বিমল রায় প্রডাকশন্স |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি | ১৯৬৩ |
স্থিতিকাল | ১৫৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
বন্দিনী ১৯৬৩ সালের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং বক্স অফিসে 'সেমি হিট' হিসেবে ঘোষিত হয়। চলচ্চিত্রটি সমাদৃত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ১৯৬০-এর দশকের মাইলফলক চলচ্চিত্র হিসেবে গণ্য, বিশেষ করে এটি পরিচালক বিমল রায়ের সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১][২]
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | টীকা |
---|---|---|---|---|
১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৩] | শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | বিমল রায় | বিজয়ী | বিমল রায় প্রডাকশন্সের পক্ষ থেকে |
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিমল রায় | বিজয়ী | |
শ্রেষ্ঠ পরিচালক | বিমল রায় | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | নূতন | |||
শ্রেষ্ঠ কাহিনি | জরাসন্ধ | |||
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | কমল বসু | |||
শ্রেষ্ঠ শব্দগ্রাহক | ড. বিলিমরিয়া |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.