শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বন্দিনী (চলচ্চিত্র)
বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বন্দিনী হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি জরাসন্ধ রচিত বাংলা উপন্যাস তামসী অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নূতন, অশোক কুমার ও ধর্মেন্দ্র। চলচ্চিত্রটিতে একজন নারী কয়েদীর গল্প বর্ণিত হয়েছে, যে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
Remove ads
বন্দিনী ১৯৬৩ সালের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং বক্স অফিসে 'সেমি হিট' হিসেবে ঘোষিত হয়। চলচ্চিত্রটি সমাদৃত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ১৯৬০-এর দশকের মাইলফলক চলচ্চিত্র হিসেবে গণ্য, বিশেষ করে এটি পরিচালক বিমল রায়ের সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১][২]
Remove ads
কুশীলব
- নূতন - কল্যাণী
- অশোক কুমার - বিকাশ ঘোষ
- ধর্মেন্দ্র - দেবেন্দ্র, কারাগারের ডাক্তার
- রাজা পরঞ্জপে - কল্যাণীর পিতা
- তরুণ বসু - মহেশ চন্দ্র
- অসিত সেন - শম্ভু
- চন্দ্রিমা ভাদুরি - কারাগারের ওয়ার্ডেন
- মণি চট্টোপাধ্যায় - ইনস্পেক্টর
- কানু রায় - ডাক্তার বর্মা
- সুলোচনা লটকর
- হীরালাল - কারাগারের তত্ত্বাবধায়ক
- ইফতেখার
- বেলা বসু
- সত্যেন্দ্র কাপুর
- সুলোচনা চট্টোপাধ্যায় - দেবেন্দ্রর মা
- রাজ বর্মা
পুরস্কার ও মনোনয়ন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads