বন্দিনী (চলচ্চিত্র)

বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বন্দিনী (চলচ্চিত্র)

বন্দিনী হল বিমল রায় পরিচালিত ও প্রযোজিত ১৯৬৩ সালের হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। এটি জরাসন্ধ রচিত বাংলা উপন্যাস তমসী অবলম্বনে নির্মিত। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নূতন, অশোক কুমারধর্মেন্দ্র। চলচ্চিত্রটিতে একজন নারী কয়েদীর গল্প বর্ণিত হয়েছে, যে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।

দ্রুত তথ্য বন্দিনী, পরিচালক ...
বন্দিনী
Thumb
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবিমল রায়
প্রযোজকবিমল রায়
রচয়িতাপল মহেন্দ্র (সংলাপ)
চিত্রনাট্যকারনবেন্দু ঘোষ
উৎসজরাসন্ধ কর্তৃক 
তমসী
শ্রেষ্ঠাংশে
সুরকারশচীন দেববর্মণ
চিত্রগ্রাহককমল বসু
সম্পাদকমধু প্রভাবলকর
প্রযোজনা
কোম্পানি
বিমল রায় প্রডাকশন্স
পরিবেশকযশ রাজ ফিল্মস
মুক্তি১৯৬৩
স্থিতিকাল১৫৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
বন্ধ

বন্দিনী ১৯৬৩ সালের দশম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এবং বক্স অফিসে 'সেমি হিট' হিসেবে ঘোষিত হয়। চলচ্চিত্রটি সমাদৃত হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। চলচ্চিত্রটি ১৯৬০-এর দশকের মাইলফলক চলচ্চিত্র হিসেবে গণ্য, বিশেষ করে এটি পরিচালক বিমল রায়ের সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[][]

কুশীলব

  • নূতন - কল্যাণী
  • অশোক কুমার - বিকাশ ঘোষ
  • ধর্মেন্দ্র - দেবেন্দ্র, কারাগারের ডাক্তার
  • রাজা পরঞ্জপে - কল্যাণীর পিতা
  • তরুণ বসু - মহেশ চন্দ্র
  • অসিত সেন - শম্ভু
  • চন্দ্রিমা ভাদুরি - কারাগারের ওয়ার্ডেন
  • মণি চট্টোপাধ্যায় - ইনস্পেক্টর
  • কানু রায় - ডাক্তার বর্মা
  • সুলোচনা লটকর
  • হীরালাল - কারাগারের তত্ত্বাবধায়ক
  • ইফতেখার
  • বেলা বসু
  • সত্যেন্দ্র কাপুর
  • সুলোচনা চট্টোপাধ্যায় - দেবেন্দ্রর মা
  • রাজ বর্মা

পুরস্কার ও মনোনয়ন

আরও তথ্য পুরস্কার, বিভাগ ...
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল টীকা
১১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[] শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিমল রায় বিজয়ী বিমল রায় প্রডাকশন্সের পক্ষ থেকে
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিমল রায় বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক বিমল রায়
শ্রেষ্ঠ অভিনেত্রী নূতন
শ্রেষ্ঠ কাহিনি জরাসন্ধ
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক কমল বসু
শ্রেষ্ঠ শব্দগ্রাহক ড. বিলিমরিয়া
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.