Loading AI tools
ফিফা ক্লাব বিশ্বকাপের ১৯তম আসর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২২ ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। এটি ফিফা ক্লাব বিশ্বকাপের ১৯তম আসর, যেখানে ফিফার ছয়টি কনফেডারেশন হতে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ২০২৩ সালের ১ হতে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত মরক্কোতে অনুষ্ঠিত হয়েছিল।[১]
ফিফা ক্লাব বিশ্বকাপ মরক্কো ২০২২ كأس العالم للأندية لكرة القدم المغرب 2022 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | মরক্কো |
তারিখ | ১–১১ ফেব্রুয়ারি |
দল | ৭ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ২ (২টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ (৫ম শিরোপা) |
রানার-আপ | আল-হিলাল |
তৃতীয় স্থান | ফ্ল্যামেঙ্গো |
চতুর্থ স্থান | আল আহলি |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৭ |
গোল সংখ্যা | ৩০ (ম্যাচ প্রতি ৪.২৯টি) |
দর্শক সংখ্যা | ২,৮২,২৭৬ (ম্যাচ প্রতি ৪০,৩২৫ জন) |
শীর্ষ গোলদাতা | পেড্রো (ফ্ল্যামেঙ্গো) ৪টি গোল |
সেরা খেলোয়াড় | ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) |
ফেয়ার প্লে পুরস্কার | রিয়াল মাদ্রিদ |
ইংরেজ ক্লাব চেলসি ফিফা ক্লাব বিশ্বকাপের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন, যারা ২০২১ আসরের ফাইনালে ব্রাজিলীয় ক্লাব পালমেইরাসকে অতিরিক্ত সময়ে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[২][৩][৪] তবে, ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগ শেষে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে ৫–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা হতে বাদ পড়ায় এই আসরে অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হতে পারেনি।
স্প্যানিশ দল রেকর্ড পঞ্চমবারের মতো রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপ জিতেছে, সেমিফাইনালে মিশরের আল আহলিকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে সৌদি আরবের দল আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়েছে। [৫][৬][৭][৮]
যদিও ক্লাব বিশ্বকাপ সাধারণত প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, তবে ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ২০২২ ফিফা বিশ্বকাপের সময়সূচীর কারণে এই সময়ের মধ্যে ২০২২ সালের এই আসরটি অনুষ্ঠিত হতে পারেনি। এর ফলে, ফিফার ক্লাব বিশ্বকাপের পরিকল্পিত ভবিষ্যতের সম্প্রসারণের সাথে মিলিত হয়ে ২০২২ সালের আসরটি অনুষ্ঠিত হবে কিনা সে সম্পর্কে কিছু জনসাধারণের বিবরণ পাওয়া যায়।[৯] তবে, ফিফার ২০২৩ সালের বাজেটে ক্লাব বিশ্বকাপের জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছিল।[১০] ২০২২ সালের ডিসেম্বর মাসে, কনকাকাফের সভাপতি ভিক্তোর মোন্তালিয়ানি ইঙ্গিত দিয়েছিলেন যে ক্লাব বিশ্বকাপ ২০২৩ সালে অনুষ্ঠিত হবে, তবে টা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে না।[১১] ১৪ই ডিসেম্বর তারিখে, ফিফা ঘোষণা করেছিল যে ১৬ই ডিসেম্বর কাতারের দোহায় ফিফা কাউন্সিলের সভায় আয়োজক এবং এই আসরের তারিখ নিশ্চিত করা হবে।[১২][১৩] দিয়ারিও এএস জানিয়েছে, মরক্কো, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই আসরটি আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। এটাও জানা গেছে যে ২০২২ এএফসি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (যা পূর্বে কোভিড-১৯ মহামারীর কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষের দিকে পিছিয়ে দেওয়া হয়েছিল[১৪]) ক্লাব বিশ্বকাপের সময়সূচী সহজতর করার জন্য এগিয়ে নেওয়া হবে।[১৫]
২০২২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে,, ফিফা কাউন্সিল মরক্কোকে এই আসরের আয়োজক হিসেবে নিয়োগ করে এবং নিশ্চিত করে যে এটি ১ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।[১৬]
দল | কনফেডারেশন | মাধ্যম | তারিখ | অংশগ্রহণ[ক] |
---|---|---|---|---|
সরাসরি সেমি-ফাইনালে অংশগ্রহণ | ||||
রিয়াল মাদ্রিদ | উয়েফা | ২০২১–২২ উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন | ২৮ মে ২০২২ | ৬ষ্ঠ (২০০০, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮) |
ফ্ল্যামেঙ্গো | কনমেবল | ২০২২ কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন | ২৯ অক্টোবর ২০২২ | ২য় (২০১৯) |
সরাসরি দ্বিতীয় পর্বে অংশগ্রহণ | ||||
আল-হিলাল | এএফসি | এএফসি কর্তৃক মনোনীত [খ] | ২৩ নভেম্বর ২০২১ | ৩য় (২০১৯, ২০২১) |
সিয়াটল সাউন্ডার্স এফসি | কনকাকাফ | ২০২২ কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন | ৪ মে ২০২২ | ১ম |
ওয়েদাদ কাসাব্লাঙ্কা | ক্যাফ | ২০২১–২২ ক্যাফ চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন[গ] | ৩০ মে ২০২২ | ২ (২০১৭) |
প্রথম পর্বে অংশগ্রহণ | ||||
অকল্যান্ড সিটি | ওএফসি | ২০২২ ওএফসি চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন | ১৭ আগস্ট ২০২২ | ১০ম |
আল-আহলি | ক্যাফ | ২০২১–২২ ক্যাফ চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপ[ঘ] | ১৬ ডিসেম্বর ২০২২[ঙ] | ৮ম (২০০৫, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৩, ২০২০, ২০২১) |
তানজাহ শহরের ইবনে বাতুতা স্টেডিয়াম ও রাবাত শহরের রাজকুমার মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামে এই আসরের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।[১৮]
তানজাহ | রাবাত | ||
---|---|---|---|
ইবনে বাতুতা স্টেডিয়াম | রাজকুমার মৌলে আবদুল্লাহ স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা: ৬৫,০০০ | ধারণক্ষমতা: ৬০,০০০ | ||
১৪ জানুয়ারি ২০২৩ সালে ফিফা কর্তৃক এই আসরের জন্য সর্বমোট ৬ জন রেফারি, ১২ জন সহকারী রেফারি এবং ৮ জন ভিডিও সহকারী রেফারির নাম ঘোষণা করা হয়েছিল।[১৯][২০]
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি | ভিডিও সহকারী রেফারি |
---|---|---|---|
এএফসি | মা নিং | চৌ ফেই চ্যাং ফেং |
ফু মিং |
ক্যাফ | মুস্তফা গুরবাল | মোকরানে গুরারি খালিল হাসানি |
রেদুয়ানে জিয়েদ |
কনকাকাফ | ইভান বার্টন | ডেভিড মোরান ক্যাথরিন নেসবিট |
ফার্নান্দো গুরেরো |
কনমেবল | আন্দ্রেস মাতোন্তে | নিকোলাস টারান মার্টিন সোপ্পি |
নিকোলাস গালো জুয়ান সোতো |
উয়েফা | অ্যান্থনি টেইলর | অ্যাডাম নুন গ্যারি বেসউইক |
জেরোম ব্রিসার্ড মাচিমিলিয়ানো ইরাতি জুয়ান মার্তিনেস মুনুয়েরা |
ইস্তভান কোভাচস | ওভিদিউ আর্তিন ভাসিল ম্যারিনেস্কু |
এই আসরে অংশগ্রহণকারী ৭টি ক্লাবকে সর্বোচ্চ ২৩ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে তাদের দলের নিবন্ধন করতে হয়েছে; যেখানে প্রত্যেক দলে অবশ্যই তিনজন গোলরক্ষক থাকা আবশ্যক। প্রত্যেক দলকে এই আসরের উদ্বোধনী ম্যাচের ২৪ ঘন্টা পূর্বে আহত হওয়ার ফলে পরিবর্তিত খেলোয়াড় অন্তর্ভুক্ত করে তাদের চূড়ান্ত দল জমা দিতে হয়েছে।[২১]
২০২৩ সালের ১৩ জানুয়ারি তারিখে, ১২:০০টায় সিইটি (ইউটিসি+১) মরক্কোর ষষ্ঠ মহম্মদ ফুটবল অ্যাকাডেমির সদর দপ্তরে দ্বিতীয় পর্বের ম্যাচ (প্রথম পর্বের বিজয়ীর সাথে এএফসি, ক্যাফ এবং কনকাকাফ দলের ম্যাচ) এবং সেমি-ফাইনালে দ্বিতীয় পর্বের বিজয়ীর প্রতিপক্ষ (কনমেবল এবং উয়েফার দল) নির্ধারণ করার জন্য একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল।[২২]
নিম্নে উল্লিখিত সকল ম্যাচের সময় কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১) অনুসারে উল্লেখ করা হয়েছে।[২৩]
পূর্ণ সময় (৯০ মিনিট) খেলার পর যদি একটি ম্যাচ সমতায় থাকে:[২১]
আল আহলি | ৩–০ | অকল্যান্ড সিটি |
---|---|---|
|
প্রতিবেদন |
ওয়েদাদ কাসাব্লাঙ্কা | ১–১ (অ.স.প.) | আল-হিলাল |
---|---|---|
|
প্রতিবেদন | |
পেনাল্টি | ||
|
৩–৫ |
সিয়াটল সাউন্ডার্স | ০–১ | আল আহলি |
---|---|---|
প্রতিবেদন |
|
আল আহলি | ১–৪ | রিয়াল মাদ্রিদ |
---|---|---|
প্রতিবেদন |
|
আল আহলি | ২–৪ | ফ্ল্যামেঙ্গো |
---|---|---|
|
প্রতিবেদন |
|
রিয়াল মাদ্রিদ | ৫–৩ | আল-হিলাল |
---|---|---|
|
প্রতিবেদন |
|
ক্রম | খেলোয়াড় | দল | গোল |
---|---|---|---|
১ | পেড্রো | ফ্ল্যামেঙ্গো | ৪ |
২ | ফেদেরিকো ভালভের্দে | রিয়াল মাদ্রিদ | ৩ |
লুসিয়ানো ভিয়েত্তো | আল-হিলাল | ||
ভিনিসিউস জুনিয়র | রিয়াল মাদ্রিদ | ||
৫ | আহমেদ আবদেল কাদের | আল আহলি | ২ |
সালিম আল-দাউসারি | আল-হিলাল | ||
গাব্রিয়েল বারবোসা | ফ্ল্যামেঙ্গো | ||
৮ | আইয়ুব এল আমলাউদ | ওয়েদাদ কাসাব্লাঙ্কা | ১ |
সার্জিও আরিবাস | রিয়াল মাদ্রিদ | ||
করিম বেনজেমা | রিয়াল মাদ্রিদ | ||
মুহাম্মদ কান্নু | আল-হিলাল | ||
মুসা মারেগা | আল-হিলাল | ||
রদ্রিগো | রিয়াল মাদ্রিদ | ||
মোহাম্মদ মাগদি | আল আহলি | ||
হুসাইন এল শাহাত | আল আহলি | ||
মোহাম্মদ শরিফ | আল আহলি | ||
পার্সি টাউ | আল আহলি | ||
আলী মালোল | আল আহলি |
টুর্নামেন্টের সমাপনীতে নিম্নলিখিত পুরস্কার প্রদান করা হয়।: রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র এডিডাস দ্বারা স্পনসর করা গোল্ডেন বল পুরস্কার জিতেছেন।
এডিডাস গোল্ডেন বল | এডিডাস সিলভার বল | এডিডাস ব্রোঞ্জ বল |
---|---|---|
ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) |
ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ) |
লুসিয়ানো ভিয়েত্তো (আল-হিলাল) |
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড | ||
রিয়াল মাদ্রিদ |
ফিফা টুর্নামেন্টের প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়ের জন্য একজনের নাম ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করে।
ম্যাচ | ম্যান অব দ্য ম্যাচ | ক্লাব | প্রতিপক্ষ | ত. |
---|---|---|---|---|
১ | মোহাম্মদ শরিফ | আল আহলি | অকল্যান্ড সিটি | [২৪] |
২ | গুস্তাভো কুয়েলার | আল-হিলাল | ওয়েদাদ কাসাব্লাঙ্কা | [২৫] |
৩ | মোহাম্মদ মাগদি | আল আহলি | সিয়াটল সাউন্ডার্স | [২৬] |
৪ | সালিম আল-দাউসারি | আল-হিলাল | ফ্ল্যামেঙ্গো | [২৭] |
৫ | ভিনিসিউস জুনিয়র | রিয়াল মাদ্রিদ | আল আহলি | [২৮] |
৬ | পেড্রো | ফ্ল্যামেঙ্গো | আল আহলি | [২৯] |
৭ (ফাইনাল) |
ভিনিসিউস জুনিয়র | রিয়াল মাদ্রিদ | আল-হিলাল | [৩০] |
উপস্থাপনা অংশীদার[৩১]
ফিফা অংশীদার[৩১]
টুর্নামেন্ট সহযোগী[৩১]
ফুটবলে পরিসংখ্যানগত নিয়ম অনুসারে, অতিরিক্ত সময়ে ফলাফল নির্ধারিত ম্যাচগুলোর জয় এবং হার হিসেবে গণনা করা হলেও পেনাল্টি শুট-আউটে নির্ধারিত ম্যাচগুলো ড্র হিসেবে গণনা করা হয়।
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
রিয়াল মাদ্রিদ (উয়েফা) | ২ | ২ | ০ | ০ | ৯ | ৪ | +৫ | ৬ | |
আল হিলাল (এএফসি) | ৩ | ১ | ১ | ১ | ৭ | ৮ | −১ | ৪ | |
ফ্ল্যামেঙ্গো (কনমেবল) | ২ | ১ | ০ | ১ | ৬ | ৪ | +২ | ৩ | |
৪ | আল আহলি (ক্যাফ) | ৪ | ২ | ০ | ২ | ৬ | ৮ | −২ | ৬ |
৫ | ওয়েদাদ কাসাব্লাঙ্কা (ক্যাফ) (H) | ১ | ০ | ১ | ০ | ১ | ১ | ০ | ১ |
৬ | সিয়াটল সাউন্ডার্স (কনকাকাফ) | ১ | ০ | ০ | ১ | ০ | ১ | −১ | ০ |
৭ | অকল্যান্ড সিটি (ওএফসি) | ১ | ০ | ০ | ১ | ০ | ৩ | −৩ | ০ |
অঞ্চল | সম্প্রচারক | উল্লেখ |
---|---|---|
Australia | SBS Sport | [৩২] |
France | Canal+ | [৩৩] |
Indonesia | RCTI, iNews, SPOTV | [৩৩] |
Italy | Sky Italia | [৩৩] |
Morocco | SNRT | [৩৪] |
Philippines | SPOTV | [৩৫] |
Spain | Mediaset España | [৩৬] |
United States | FOX Sports | [৩৭] |
Armenia Azerbaijan Belarus Estonia Georgia Ireland Kazakhstan Kyrgyzstan Latvia Lithuania Moldova Tajikistan Turkey Turkmenistan Ukraine Uzbekistan |
Saran Media | [৩৮] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.