Remove ads
বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের সর্বোচ্চ স্তর। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বাংলাদেশের ক্লাব ফুটবলের শীর্ষ বিভাগ।
স্থাপিত | ২ মার্চ ২০০৭ |
---|---|
প্রথম মৌসুম | ২০০৭ |
দেশ | বাংলাদেশ |
কনফেডারেশন | এএফসি |
দলের সংখ্যা | ১২ |
লিগের স্তর | ১ |
অবনমিত | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ |
ঘরোয়া কাপ | ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ |
আন্তর্জাতিক কাপ | এএফসি চ্যালেঞ্জ লিগ (এএফসি)
সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ (সাফ) |
বর্তমান চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস
(৫ম শিরোপা) (২০২৪) |
সর্বাধিক শিরোপা | ঢাকা আবাহনী (৬ষ্ঠ শিরোপা) |
সম্প্রচারক | টি স্পোর্টস |
ওয়েবসাইট | www.bff.com.bd |
২০২৪ |
২০০৭ সালে এটি শুরুর সময় নাম ছিল বি-লিগ। ২০১০ সালে লিগের নামকরণ করা হয় বাংলাদেশ লিগ[১]। ২০১২ তে লিগের নাম আবারো পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। বর্তমানে ২০১৮-২০১৯ সিজনে এই লিগের স্পন্সর টিভিএস। যে কারণে এই লিগটি টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। ২০১৫ ও ২০১৬ সালে স্পন্সর ছিলো যথাক্রমে মান্যবর এবং জেবি গ্রুপ। লিগও সেই নামে পরিচিত ছিলো। ২০১৭ তে এর স্পন্সর সাইফ পাওয়ার ব্যাটারি।
২০০০ সালে জাতীয় একটি লিগ শুরুর পূর্বে ঢাকা লিগ ছিল বাংলাদেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (পূর্বের বি লিগ অথবা বাংলাদেশ লিগ) চালুর পর চাম্পিয়ন হওয়া ক্লাবগুলোর তালিকা নিন্মরূপ।
ক্লাব |
চাম্পিয়নশিপের সংখ্যা |
---|---|
ঢাকা আবাহনী | ৬ |
বসুন্ধরা কিংস | ৫ |
শেখ জামাল | ৩ |
শেখ রাসেল | ১ |
সাল | দেশ | সর্বাধিক গোলদাতা | দল | গোলের সংখ্যা | |
২০০৭ | এলিজাহ ওবাগবেমিরো জুনিয়র | ব্রাদার্স ইউনিয়ন | ১৬ | ||
২০০৮ | আলামু বুকোলা ওলাকান | ঢাকা মোহামেডান | ১৮ | ||
২০০৯ | এনামুল হক | ঢাকা আবাহনী | ২১ | ||
২০১০ | জেমস মুগা | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১৯ | ||
২০১১-১২ | ইসমায়েল বাঙ্গুরা | টিম বিজেএমসি | ১৭ | ||
২০১২-১৩ | ওসেই মরিসন | ঢাকা মোহামেডান | ১১ | ||
২০১৩-১৪ | ওয়েডসন আনসেলম | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২৬ | ||
২০১৪-১৫ | ওয়েডসন আনসেলম | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১৮ | ||
২০১৬ | সানডে চিজোবা | ঢাকা আবাহনী | ১৯ [১৭] | ||
২০১৭–১৮ | সোলোমান কিং কানফর্ম | শেখ জামাল | ১৫ | ||
২০১৮-১৯ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২২[১৮] | |||
২০১৯-২০ | |
এলিটা কিংসলে সানডে চিজোবা | আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা আবাহনী | ৫ | |
২০২০-২১ | রবিনহো | বসুন্ধরা কিংস | ২১ | ||
২০২১-২২ | সোলায়মানে দিয়াবাট | ঢাকা মোহামেডান | ২১ | ||
২০২২–২৩ | ডরিয়েলটন গোমস | বসুন্ধরা কিংস | ২০ | ||
২০২৩–২৪ | কর্নেলিয়াস স্টুয়ার্ট | ঢাকা আবাহনী | ২০ |
বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি ২০১৬ মৌসুমের ১৩২ ম্যাচ সরাসরি সম্প্রচার করে। রেডিও নেক্সট ২০১৬ মৌসুমের খেলাগুলোর ধারাবিবরণী প্রচার করেছে[১৯][২০]। মে, ২০১৯ হতে আইএসপি-কে বাফুফে বিপিএল, বিসিএল সহ ঘরোয়া প্রতিযোগিতার স্বত্ব প্রদান করে, সে অনুযায়ী আইএসপি-এর সম্প্রচার সহযোগী বাংলা টিভি বিপিএল-এর খেলা সম্প্রচার শুরু করে[২১] ২০১৯ সাল হতে বিপিএল-এর সকল ম্যাচ 'মাইকুজু' নামক একটি 'অনলাইন স্ট্রিমিং' সেবা প্রদানকারী প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে[২২][২৩]। ২০২০ ও ২০২১ সাল পর্যন্ত বাংলা টিভি খেল সম্প্রচার করে। বর্তমানে "T sports" চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি টি স্পোর্টস এ্যাপস, ইউটিউব, ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। পোস্ট প্রডাকশন হিসেবে কাজ করছে।
টিভি সম্প্রচার স্বত্বঃ
১. বাংলাদেশ টেলিভিশন। (বিটিভি)
২. বৈশাখী টিভি।
৩. চ্যানেল নাইন।
৪. বাংলা টিভি।
৫. টি স্পোর্টস। (বর্তমান)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.