Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (পৃষ্ঠপোষকতার কারণে সাধারণভাবে মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে পরিচিত) ২০০৭ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৮ম আসর।
মৌসুম | ২০১৪-১৫ |
---|---|
চ্যাম্পিয়ন | শেখ জামাল |
অবনমন | ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব |
মোট খেলা | ১১০ |
মোট গোলসংখ্যা | ৩৩২ (ম্যাচ প্রতি ৩.০২টি) |
শীর্ষ গোলদাতা | ওয়েডসন অ্যানসেলম (১৮টি গোল) |
দীর্ঘতম টানা জয়বিহীন | ২০ ম্যাচ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব |
← ২০১৩-১৪ ২০১৬ → |
গত আসর থেকে আরামবাগ ক্রীড়া সংঘের অবনমন হয় এবং চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ উঠে আসে। গত আসরের চ্যাম্পিয়ন ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
এই আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিজয়ী হয় এবং ফরাশগঞ্জ এসসির অবনমন ঘটে।
অব |
দল |
খে |
জ |
ড্র |
হা |
গপ |
গবি |
গপা |
পয়েন্ট | যোগ্যতা অথবা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব (C) | ২০ | ১৬ | ৩ | ১ | ৬০ | ২২ | +৩৮ | ৫১ | |
২ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২০ | ১৩ | ৩ | ৪ | ৪১ | ২৫ | +১৬ | ৪২ | ২০১৭ এএফসি কাপ বাছাইপর্ব |
৩ | ঢাকা মোহামেডান | ২০ | ১১ | ৫ | ৪ | ৩৮ | ১৭ | +২১ | ৩৮ | |
৪ | ঢাকা আবাহনী | ২০ | ১০ | ৫ | ৫ | ৩২ | ১৩ | +১৯ | ৩৫ | |
৫ | ব্রাদার্স ইউনিয়ন | ২০ | ১০ | ৫ | ৫ | ২৯ | ২১ | +৮ | ৩৫ | |
৬ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২০ | ৮ | ৪ | ৮ | ৩১ | ৩১ | ০ | ২৮ | |
৭ | বিজেএমসি দল | ২০ | ৬ | ৪ | ১০ | ২৬ | ২৮ | −২ | ২২ | |
৮ | ফেনী সকার ক্লাব | ২০ | ৫ | ৩ | ১২ | ২৬ | ৪২ | −১৬ | ১৮ | |
৯ | চট্টগ্রাম আবাহনী | ২০ | ৩ | ৭ | ১০ | ১৩ | ৩৫ | −২২ | ১৬ | |
১০ | রহমতগঞ্জ এমএফএস | ২০ | ৩ | ৫ | ১২ | ২১ | ৩৯ | −১৮ | ১৪ | |
১১ | ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব (R) | ২০ | ০ | ৬ | ১৪ | ১৫ | ৫৯ | −৪৪ | ৬ | ২০১৫-১৬ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ |
২২ আগস্ট ২০১৫ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত।
উত্স: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী:
১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) যতগুলি গোল করেছে।
(C) = চ্যাম্পিয়ন; (R) = অবনমন; (P) = উন্নীত; (E) = বাদ পড়া; (O) = প্লে-অফ বিজয়ী; (A) = পরবর্তী রাউন্ডে অগ্রিম উন্নীত।
শুধু প্রযোজ্য যখন মৌসুম শেষ হয় নি:
(Q) = টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (TQ) = টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন, কিন্তু এখনো নির্দিষ্ট পর্যায় নির্দেশিত হয়নি; (RQ) = নির্দেশিত অবনমন টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন; (DQ) = টুর্নামেন্ট থেকে অযোগ্য ঘোষণা।
নাম | ক্লাব | গোল |
---|---|---|
ওয়েডসন আনসেলমে | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১৮ |
এমেকা ডার্লিংটন | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১৭ |
ইসমাঈল বাঙ্গুরা | ঢাকা মোহামেডান | ১৭ |
ল্যান্ডিং | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১৫ |
ওয়ালসন অগাস্টিন | ব্রাদার্স ইউনিয়ন | ১৫ |
এনামুল হক | মুক্তিযোদ্ধা সংসদ | ১৩ |
উৎস:ফিফা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.